Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০১৮

তথ্যবিবরণী 18/5/2018

Handout                                                                                                             Number :   1527

 

Foreign Minister leads Bangladesh Delegation to the

7th Extraordinary OIC Summit in Istanbul

 

Istanbul (Turkey), May 18 :

 

Foreign Minister A H Mahmood Ali is leading an eight member Bangladesh delegation to the 7th Extraordinary Summit of the OIC in Istanbul today. The Summit has been convened by the President of Turkey Recep Tayyip Erdoğan in his capacity as Chair of the OIC Summit. Foreign Minister is participating it as the Chair of the 45th Council of Foreign Minister. The delegation includes Security Affairs Adviser to the Prime Minister Major Gen. (rtd) Tarique Ahmed Siddique, Bangladesh PR to OIC Amb. Golam Moshi, Bangladesh Ambassador to Turkey M. Allama Siddiki, and other senior officials of the Ministry and Bangladesh Missions.

 

Bangladesh Foreign Minister has begun his busy day by attending the Council of Foreign Ministers preparatory to the Summit as chair of the current CFM in the podium, while the Adviser for Defence and Security to the Prime Minister, led Bangladesh delegation in the Council meeting.The Summit is taking place later today.

 

The Council was preceded by the Senior Official Meeting (SOM) yesterday that prepared the draft Final Communique and the Bangladesh delegation to the SOM was led by Amb. AFM Gousal Azam Sarker, DG of the Ministry of Foreign Affairs.

 

The Summit is focusing on the massacre of the peaceful Palestinian civilian protesters by the Israeli forces as well as on the official opening of the US Embassy in Jerusalem on 14 May 2018.

 

Foreign Minister Mahmood Ali would convey that the people and the Government of Bangladesh under Prime Minister Sheikh Hasina strongly condemn and totally reject the Israeli atrocities, deplore the US relocation of the Embassy, and express full support, sympathy and solidarity with the Palestinian brothers and sisters in their legitimate cause of an independent, viable and contiguous state of Palestine under a two state solution.

 

The Council has reached consensus on the Final Communique for adoption by the Summit tonight.

 

#

 

Tohidul/Mahmud/Parvez/Salimuzzaman/2018/1930 Hrs.

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৫২৬
 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত
সিউল (দক্ষিণ কোরিয়া), ১৮ মে : 
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ  কোরিয়ায় বাংলাদেশ বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
সেমিনারে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোঃ ফাইজুল্লাহ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশের বেসরকারি খাতের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবৃন্দ ও কোরিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। দক্ষিণ কোরিয়ার চেম্বার্স অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস চেয়ারম্যান জুন দং কিম, দক্ষিণ কোরিয়ার আমদানিকারক এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিউন মিয়ং কিম ও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সেমিনারে অংশগ্রহণ করেন।  
সেমিনারে স্বাগত বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের চিত্র এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রদত্ত সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগকারীদের নতুন নতুন সেক্টরে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।  পরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের উপর তিনটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। 
দক্ষিণ কোরিয়ার চেম্বার্স অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস চেয়ারম্যান জুন দং কিম ও দক্ষিণ কোরিয়ার আমদানিকারক এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিউন মিয়ং কিম বাংলাদেশে বিনিয়োগে গভীর আগ্রহ দেখান। তারা বাংলাদেশে তাদের স্ব স্ব এসোসিয়েশনের ব্যবসায়ী প্রতিনিধি প্রেরণের কার্যক্রম গ্রহণ করবেন বলে উল্লেখ করেন। পরে সেমিনারে উপস্থিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ বি-টু-বি সভায় মিলিত হয়ে স্ব স্ব সেক্টরের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। সেমিনার শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন।
এ সেমিনারের ফলপ্রসূ আয়োজনের প্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশ ও কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। 
#
মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৭৩১ ঘণ্টা 
  
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৫২৫
জাপানে বিনিয়োগ সেমিনার
বাংলাদেশ বিশ্বের উদীয়মান বিনিয়োগ গন্তব্য
টোকিও (জাপান) ১৮ মে : 
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, বাংলাদেশ বর্তমান বিশ্বের একটি অন্যতম  বিনিয়োগ গন্তব্য।  তিনি গতকাল বৃহস্পতিবার জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সেমিনারে স্বাগত বক্তব্য প্রদানকালে একথা বলেন।
রাষ্ট্রদূত সেমিনার আয়োজনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, জেট্রো, জাইকা ও অন্যান্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এই সেমিনারে অংশগ্রহণ করেন। এর আগে গত ১৫ মে জাপানের ওসাকা শহরেও একটি বিনিয়োগ সেমিনারে তাঁরা যোগ দেন।
রাষ্ট্রদূত বলেন, জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত আরো মজবুত করতে ২০১৪ সালে একমত হন দুই দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে ও শেখ হাসিনা। তিনি জানান, সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জাপান সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তাঁরা দুই দেশের অর্থনৈতিক ও বন্ধুত্বপ্রতিম সম্পর্ক আরো গভীর করার উপর গুরুত্ব প্রদান করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বর্ণনা দিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সেমিনারের মূল আলোচক বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশকে অন্য যে কোন উন্নত দেশ থেকে নিরাপদ দাবি করেন এবং বাংলাদেশের বর্তমান উন্নয়ন প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ও বর্তমান আধুনিক বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী জাপানি ব্যবসায়ীদের জন্য বিরাট বাজার হতে পারে উল্লেখ করে তিনি সরকারের ব্যবসা সহজীকরণ নীতি ও প্রণোদনাগুলো সেমিনারে উপস্থিত জাপানি ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাওয়োশি নোগুচি। তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের উপর আস্থা রাখার অনুরোধ করেন। এছাড়া পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মুনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ বাংলাদেশের গ্যাস ও এলএনজি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
জাইকার পরিচালক আকিতো তাকাহাশি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাইকার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন এবং বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ বিদ্যমান বলে মন্তব্য করেন। অন্যদিকে জেট্রো ঢাকার প্রতিনিধি তাইকি কোগা তাঁর বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করার কিছু নিয়ম, সুবিধা, সমস্যা ইত্যাদি তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করেন সিবিসি কোম্পানির হিতোশি টয়োটা।
সেমিনার শেষে দুই দেশের ব্যবসায়ী ও প্রতিনিধিগণ নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ও কুশল বিনিময় করেন। এসময় সেমিনারে অংশগ্রহণ করা কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
#
শিপলু/মাহমুদ/পারভেজ/আব্বাস/২০১৮/১৭২৭ ঘণ্টা 
Todays handout (2).docx Todays handout (2).docx