Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০১৭

তথ্যবিবরণী ১৪ জুলাই ২০১৭

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৮৩১
 
বন্যা প্লাবিত এলাকায় ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধ করতে হবে 
-- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
জামালপুর, ৩০ আষাঢ় (১৪ জুলাই ) :    
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা প্লাবিত এলাকায় ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করতে হবে। প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে নিয়মিত চিকিৎসকদের ভিজিট করতে হবে। পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করতে হবে ও ওরস্যালাইন মজুদ রাখতে হবে। চিকিৎসকদের অনুপস্থিতি ও অবহেলা বরদাস্ত করা হবে না।
 
তিনি আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, মেহজাবিন খালেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
 
চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলাই সরকারের কর্মকর্তাদের অগ্রাধিকার কাজ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনেক সদস্যই সভায় উপস্থিত না থাকায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ অনুপস্থিতিকে মন্ত্রী দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যেসব কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অনুপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলী অনুযায়ী তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা প্রতিবেদনসহ স্ব স্ব মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য মন্ত্রী জেলা প্রশাসককে নির্দেশ দেন। বন্যা মোকাবিলায় যে কোন কর্মকর্তার অবহেলা বা অনিয়ম কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
 
জামালপুর জেলায় ত্রাণ বিতরণের জন্য ইতোমধ্যে ৩২৫ মেট্রিক টন চাল, ৯ লাখ ৫০ হাজার টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছিল। আজকের সভায় নতুন করে আরো ২০০ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়। সরকারের ত্রাণ সামগ্রীর অভাব নেই বলে মন্ত্রী এ সময় উল্লেখ করেন। সুষ্ঠু ও পরিকল্পিতভাবে বন্যা প্লাবিত সকল মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন। এ কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি দলীয় কর্মীদের অনুরোধ করেন। 
 
মন্ত্রী পরে জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, মেহজাবিন খালেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
#
 
দেওয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৩০
 
লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
 
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই ) :    
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, সামসুল ইসলামের মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক, সাবেক আমলা ও দেশপ্রেমিককে হারাল। প্রবীণ এ রাজনীতিক জেলা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তিনি তার চাকুরি জীবনে দেশের জন্য নিষ্ঠার সাথে কাজ করেছেন। তার অবদান এলাকাবাসী চিরদিন মনে রাখবে। 
 
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
 
উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম আজ সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে............ রাজিউন)।
 
#
 
জাকির/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৮২৯
 
বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
 
ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই ) :    
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক প্রকাশ করেছেন। 
 
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রথিতযশা এ বিচারপতির অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
 
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
#
 
কামরুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা
Todays handout (1).docx Todays handout (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon