Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০১৫

তথ্যবিবরণী ১১/০৭/২০১৫

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৫১

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
  রোগীর সাথে পাশধারী ২ দর্শনার্থী ছাড়া অন্যদের ক্ষেত্রে
প্রবেশ ফি ও টয়লেট ব্যবহার ফি প্রচলনের চিন্তাভাবনা

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :
    রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে রোগীর সাথে নির্ধারিত পাশধারী দু’জন দর্শনার্থী ছাড়া অন্যদের জন্য প্রবেশ ফি নির্ধারনের কথা ভাবছে কর্তৃপক্ষ।
    আজ ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর সরকারি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সারাদেশের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের সাথে মতবিনিময়সভায় সভাপতির বক্তব্য প্রদানের সময় এই পদক্ষেপ বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
    সভায় মোহাম্মদ নাসিম হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে টয়লেট ব্যবহারের ক্ষেত্রেও রোগী ও তার জন্য নির্ধারিত পাশধারী দু’জন দর্শনার্থী ছাড়া অন্যদের ক্ষেত্রে ফি নির্ধারণ করা যায় কিনা তা ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।
    সভায় জানানো হয়, রাজধানীর কোন্ কোন্ হাসপাতালে দর্শনার্থী ফি ও টয়লেট ফি প্রযোজ্য হবে এবং তার পরিমাণ কত হবে তা নির্ধারনে সিদ্ধান্ত নেয়ার জন্য শীঘ্রই সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা বসবেন স্বাস্থ্যমন্ত্রী।
    এসব পদক্ষেপ ধীরে ধীরে রাজধানীর বাইরে সরকারি হাসপাতালসমূহে সম্প্রসারণ করা যায় কিনা তাও ভেবে দেখা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী সভায় জানান।
    মন্ত্রী বলেন, সারাদেশের সরকারি হাসপাতালে সেবার মান বাড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নজর দেয়ার সময় এসেছে। এ লক্ষ্যে আমাদের পদক্ষেপ নিতে হবে। এজন্য চিকিৎসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রোগীর দর্শনার্থীদের অহেতুক ভিড় কমাতে নতুন করে ভাবতে  হবে।
    বৈঠকে হাসপাতালে মেডিকেল রিপ্রেজেনটিটিভ এর অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার মান বৃদ্ধিতে করণীয় বিষয়েও আলোচনা হয়।
    স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে। কী কারণে ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত হচ্ছে না, তা চিহ্নিত করে নিরসনের উদ্যোগ নিতে হবে। বর্তমান অর্থবছরে ব্যয় বরাদ্দ ও যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অতীতের মতো চাহিদাপত্র আর গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি রয়েছে যেখানে এ সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়া হবে। যন্ত্রপাতি ক্রয় ও ব্যয় মঞ্জুর করার ক্ষেত্রে যেকেনো অনিয়ম প্রতিরোধে গঠিত দুইটি কমিটি কাজ করে যাচ্ছে।
    হাসপাতাল ব্যবস্থাপনার মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময়সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজরুল ইসলামসহ রাজধানীর সকল জেনারেল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকবৃন্দ এবং ৭ বিভাগের পরিচালকরা উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/সজ্ঞীব/রেজাউল/২০১৫/২০৪৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৫০

বিশ্বজনসংখ্যা দিবসের অনুষ্ঠানে মৎস্য প্রতিমন্ত্রী
শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে
 


খুলনা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। এজন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আজ খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৫ পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’।
প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমেই একটি সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। বেকার সমস্যা সমাধান, মৌলিক চাহিদা পূরণসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে রাখতে জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রাখতে হবে। প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা পদ্ধতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে মাঠকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ ইয়াছিন আলী সরদার। এতে সভাপতিত্ব করেন খুলনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ রবিউল হক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

#

মিজান/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৯৪৯

বাংলাদেশ নি¤œ মধ্যমআয়ের দেশ
এর সুফল সবার কাছে পৌঁছে দিতে হানাহানিমুক্ত 
রাজনীতির আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :

    বাংলাদেশ এখন নি¤œ মধ্যমআয়ের দেশ। এর সুফল দেশের প্রতিটি মানুষের কাছে অর্থবহভাবে পৌঁছে দিতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হানাহানিমুক্ত রাজনীতি করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

    আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে আইসিটি মেলা উদ্বোধনকালে বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ আহ্বান জানান।

    পরিকল্পনামন্ত্রী বলেন, আল্লাহর অশেষ রহমতে আজ বাংলাদেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। অর্থনীতিকে আরো বেগবান করতে আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন ভ্রাতৃত্ববোধ। 

    বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের দিনে অর্থনীতি এগিয়ে নেয়ার নিয়ামকগুলোই রাজনীতিকে পরিচালিত করে। রাজনীতিকে এখন অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজ করতে হয়।

    নি¤œ মধ্যমআয়ের দেশ হওয়ার পিছনে বাংলাদেশের সব মানুষের অবদান রয়েছে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, এ অর্জন দেশের সব মানুষের অংশীদারিত্বের মাধ্যমেই হয়েছে।

    কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্বে আইসিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গোলাম সরোয়ারও বক্তব্য রাখেন।

#

তাপস/সাইফুল্লাহ/জসীম/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৩২ ঘণ্টা

Todays handout (2).doc Todays handout (2).doc