Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৪

তথ্যবিবরণী ৩০ মে ২০২৪

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৪৯১০

 

নৌযান শ্রমিক ফেডারেশন উত্থাপিত ১১ দফা বাস্তবায়নে

আন্তঃমন্ত্রণালয় সভায় অনেক বিষয়ে অগ্রগতি

                                     -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :  

 

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ১১ দফার বিষয়ে উত্থাপিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, নৌযান মালিক সমিতি এবং সরকারের মধ্যে আলোচনান্তে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

 

সভায় জানানো হয়, নাবিক কল্যাণ তহবিল গঠনের কার্যক্রম চলমান রয়েছে। নাবিকদের নিয়োগপত্রের বিষয়টি নিশ্চিত করার জন্য নৌযান মালিকদের পত্র দেওয়া হয়েছে। সকল মালিক সমিতিকে এক প্লাটফর্মে এনে এককেন্দ্রিক ধারাবাহিকতা রক্ষা করে চট্টগ্রাম বন্দর-সহ সকল বন্দরে পণ্য পরিবহনে সমতা বিধানের লক্ষ্যে মালিক সমিতির সাথে আলোচনা চলমান রয়েছে। মালিক সমিতিসমূহের সাথে গেজেট বহির্ভূত দ্বিপাক্ষিক চুক্তিভুক্ত অমীমাংসিত দাবিসমূহ পুনর্নির্ধারণ করে চুক্তি সম্পাদন করা মালিক এবং শ্রমিক সংগঠনের বিষয়ে মালিক সমিতি ব্যবস্থা নেবে। চট্টগ্রাম বন্দরে নিরাপদে জাহাজ রাখার জন্য শঙ্খ নদীকে পোতাশ্রয়ের উপযোগী করা। অভ্যন্তরীণ নদীর নাব্যতা রক্ষা, নৌপথ, নদী ও সকল নদী বন্দরে পর্যাপ্ত সংখ্যক মার্কা-বয়া-বাতি স্থাপন করা। চ্যানেলে জাল পাতা বন্ধ এবং প্রয়োজন অনুযায়ী পাইলট সরবরাহ বিআইডব্লিউটিএ নিশ্চিত করবে। চট্টগ্রামের চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত নাবিকদের নিরাপদে উঠা-নামার জন্য কমপক্ষে ৫টি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভওয়ের ওপর  চরপাড়া ও জালিয়াপাড়া এলাকায় দু’টি ফুটওভার ব্রিজ স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাসের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে এ বিষয়টি আলোচনার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

 

সভায় আরো জানানো হয়, নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বিধি অনুযায়ী নৌযানে মাস্টার-ড্রাইভার নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। প্রযোজ্য জাহাজগুলোতে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার  নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে পত্র দেয়া হয়েছে। নৌযানের মাস্টার-ড্রাইভার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার পূর্বে ১ জুলাই থেকে চক্ষু পরীক্ষা গ্রহণ করা হবে। বালুবাহী নৌযানে  কর্মরত শ্রমিকদের ওপর পুলিশের হয়রানি ও  চাঁদাবাজি বন্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও পুলিশ মহাপরিদর্শককে পত্র দেয়া হয়েছে। অভিযান-১০ লঞ্চের চারজন মাস্টার-ড্রাইভারের সনদ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। নৌদুর্ঘটনার সকল মামলা নৌআদালতের এখতিয়ারভূক্ত করার জন্য বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌ পুলিশকে পত্র দেওয়া হয়েছে। সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিকদের গেজেটের বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, কালোবাজারি, জাহাজ ছিনতাই বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও পুলিশ মহাপরিদর্শককে জানানো হয়েছে।

 

এ সময় প্রতিমন্ত্রী জানান, সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে। মালিক, শ্রমিক, সরকার একত্রে আলোচনা করলে অনেক কিছুই সমাধান হয়। এক বৈঠকে সমাধান না হলে, পরের বৈঠকে সমাধান হয়। ফলপ্রসূ আলোচনা না হলে তখন শ্রমিকরা সংগ্রামে যেতে পারেন।

 

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব শেখ সালেহ আহমেদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মনজুরুল কবীর, পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির আব্দুস সালাম খান, বাংলাদেশ ওয়েল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, যুগ্ম সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন এবং বাংলাদেশের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরী  উপস্থিত ছিলেন।

#

 

জাহাঙ্গীর/রানা/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪৯০৯

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে

                                                 --- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে):

          স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিস্কার করতে হবে। অতীতেও নির্দেশনা ছিল, কোরবানির পরের দিন সূর্যোদয়ের পূর্বেই সকল প্রকার বর্জ্য অপসারণ করার। কিন্তু, দেখা গেছে, ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারিত হয়েছে। কাজেই, অতীতে যত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা সফলতার সাথে তা বাস্তবায়ন করতে পেরেছি।

          আজ পবিত্র ঈদুল আজহা ২০২৪ উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন মন্ত্রী।

          নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বিষয়ক এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং পশু জবাইয়ের জন্য স্বাস্থ্যসম্মত স্থান নির্ধারণ করতে হবে। স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এলাকাভিত্তিক পশুর হাট ও পশু কোরবানির নির্দিষ্ট স্থানের তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে ব্যাপকভাবে প্রচার করবে।

          প্রতারণা রোধে মন্ত্রী বলেন, দেশের সকল কোরবানি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করতে হবে। বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটি বাস্তবায়ন করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের সহায়তায় এটিএম বুথ, পয়েন্ট অভ্ সেলস্ মেশিন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) -এর মাধ্যমে ক্যাশলেস বা নগদ টাকাবিহীন লেনদেনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

          আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এই প্রস্তুতি পর্যালোচনা সভায় জাতীয় ঈদগাহ ময়দানের মাঠ প্রস্তুতি, কোরবানি পশুরহাট ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিবিধ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ প্রদান করা হয়।

          সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, গাজীপুর সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন-সহ আরো অনেকে।

#

পবন/রানা/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৪/২০১৫ঘণ্টা

Handout                                                                                                           Number: 4908


Meeting with Local Consultative Group (LCG) on Climate Change and Environment (CCE)
A database to develop to enhance international development partners’ coordination

 

Dhaka, May 30:

 

A decision has been made to develop a database to enhance the coordination of activities among international development partners. This database will include information on the current activities of development partners and their areas of interest for future projects. To avoid duplication or overlap of work and increase efficiency, thematic area-based working groups will be formed. A special workshop will be organized soon to coordinate the activities of the Bangladesh Climate Development Partnership.

 

This decision was made at a meeting of the Local Consultative Group (LCG) on Climate Change and Environment (CCE) held on Today in the meeting room of the Ministry of Environment, Forest, and Climate Change at the Bangladesh Secretariat, chaired by Secretary Dr. Farhina Ahmed.

 

The meeting discussed avoiding duplication of activities of the Bangladesh Climate Development Partnership and the LCG’s working groups to maximize the use of the country's limited resources by working together. It was also discussed that the LCG group would provide full support to the BCDP board in all future activities.

 

In her speech, Secretary Dr. Farhina Ahmed said that immediate support from our development partners is needed to increase the capacity of officials and for various tasks, including international conferences. The government has taken initiatives to strengthen relationships with international development partners, non-governmental development organizations, and civil society organizations. If development partners and the government work together, we can achieve success in many areas.

 

The meeting was attended by Additional Secretary of the Ministry of Environment, Forest, and Climate Change, Iqbal Abdullah Harun, Md. Mosharraf Hossain, Tapan Kumar Biswas and Dr. Fahmida Khanom, newly elected Vice-President of the LCG and First Secretary and Deputy Head of Cooperation of the Swedish Embassy, Nayoka Martinez Backstrom, and representatives from various ministries and 33 development partner organizations, including the EU, UN Women, IOM, ADB, USAID, UNICEF, UNCDF, JICA, GIZ, and the US, Danish, and Swedish Embassies.

 

#

 

Dipankar/Rana/Rafiqul/Salim/2024/20.10 Hrs.
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৯০৭

থার্ড টার্মিনালের ৯৭ ভাগ কাজ শেষ, নির্মাণ কাজের অগ্রগতিতে মন্ত্রীর সন্তুষ্টি

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে):

          হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের ৯৭ ভাগ কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

          আজ থার্ড টার্মিনালের নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা জানান।

          মন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত পরিদর্শনে যা দেখলাম সব মিলিয়ে আমি খুবই সন্তুষ্ট। এখন পর্যন্ত টার্মিনাল ভবনের ৯৭ ভাগ কাজ সম্পন্ন হয়েছে, ৩% এর মতো কাজ বাকি আছে। তবে এই ৩% এর মধ্যে কো-অর্ডিনেশন ও টেস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে।’

          এই বিমানবন্দর কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কর্তৃপক্ষ যথাসময়েই এটি চালু করতে পারবে। নতুন টার্মিনালের সুযোগ সুবিধা নিয়ে তিনি বলেন, অন্যান্য বিমানবন্দর থেকে এখানে চেক-ইন কাউন্টার, ইমিগ্রেশন কাউন্টার অনেক বড় করা হয়েছে। ৫৪টা ইমিগ্রেশন করা হয়েছে। সব বয়সী ও শ্রেণি-পেশার লোকজন ভালো সার্ভিস পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

          মন্ত্রী বলেন, টার্মিনাল ভবনটির কাজ খুব সুন্দর হয়েছে। ভবনটা অনেক দৃষ্টিনন্দন হয়েছে। তবে এর সফলতা নির্ভর করে এর সঠিক রক্ষণাবেক্ষণের ওপর। এটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মেনটেইনেন্স ভালোভাবে করতে হবে। বাংলাদেশের আবহাওয়া বিবেচনা করলে এখানে ধুলাবালি রয়েছে, মাকড়সা-পাখি বাসা বাধার সম্ভাবনা রয়েছে। তারা যেন এখানে বাসা বাধতে না পারে তাই নিয়মিত মেনটেইনেন্স করতে হবে। আমি খুবই আশাবাদী সিভিল এভিয়েশন এই টার্মিনালকে ভালোভাবে পরিচালনার জন্য কর্মীদের প্রস্তুত করবে।

          টার্মিনালের প্রয়োজনীয়তা অনুযায়ী দ্বিতীয় রানওয়ে তৈরি হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বর্তমান রানওয়েতে আইএলএস (ইন্সট্রুমেন্ট অভ্ ল্যান্ডিং সিস্টেম) সিস্টেম উন্নত করা হচ্ছে। রাডারগুলো উন্নত করা হচ্ছে। তবে, দ্বিতীয় রানওয়ে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। যেহেতু আশপাশে অনেক বিল্ডিং হয়ে গেছে তাই কীভাবে দ্বিতীয় রানওয়ে চালু করা যায় তা নিয় পরিকল্পনা করা হচ্ছে।

          এর আগে মন্ত্রী নতুন টার্মিনালের ভবন ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

#

তানভীর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৪৯০৬ 

কৃষক ও ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমাতে হবে

                                                    -বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :  

ভোক্তা ও কৃষকের মাঝে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আমদানি-রপ্তানিকারকের সুবিধায় শীঘ্রই ঢাকা চেম্বার একইসাথে সকল চেম্বারে একটি পূর্ণাঙ্গ ডেস্ক স্থাপন করা হবে, এখানে ‘আইআরসি’ এবং ‘ইআরসি’ সার্টিফিকেট প্রাপ্তির সকল সুবিধা দেয়া হবে। এবছরের মধ্যে ‘যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)’-এর সেবা পেপারলেস করা হবে, ফলে ব্যবসায়ীরা সুবিধা পাবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না এদিকে ভোক্তারা বেশি দামে পণ্য ক্রয় করছে, মধ্যস্বত্বভোগীরা মুনাফা করছে, তাদের দৌরাত্ম্য কমাতে হবে।

আজ মতিঝিলে ঢাকা চেম্বার অভ্‌ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্মার্ট এগ্রিকালচার: ভ্যালু চেইন উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের কোন জায়গায় তুলনামূলক কম মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে, এধরনের তথ্য প্রাপ্তির একটি প্ল্যাটফর্ম প্রণয়ন জরুরি। কৃষকদের ব্যবহার উপযোগী তথ্য কাঠামো প্রণয়নের কোনো বিকল্প নেই। ভ্যালু চেইন-সহ আমদানি, রপ্তানি উন্নয়নে সরকার ‘জাতীয় লজিস্টিক পলিসি ২০২৪’ করেছে যা সকল উদ্যোক্তাদের জানতে হবে।

কৃষি ও তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: শামসুল আরেফিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের কৃষকদের ব্যবহার উপযোগী করে এখাতের তথ্যপ্রযুক্তি তৈরি ও ব্যবহার নিশ্চিত করতে হবে। তরুণ সমাজ সাম্প্রতিক সময়ে কৃষিখাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যেটা অনেক উৎসাহব্যঞ্জক একটি বিষয়।

ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী। সুইসকন্টাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সাকিব খালেদ এবং আইফার্মার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ কৃষিতে বিদ্যমান সমস্যা (অপর্যাপ্ত ডাটাবেজ, লজিস্টিক ব্যবস্থা, উৎপাদন ব্যয়, ফসল আহরণের খরচ, প্রতিকূল জলবায়ু মোকাবিলা ইত্যাদি) ও পরামর্শভিত্তিক পৃথক উপস্থাপনা করেন।

ডিসিসিআই সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ-সহ সংশ্লিষ্ট খাতের সরকারি ও বেসরকারিখাতের প্রতিনিধিদবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

আসিফ/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৪৯০৬ 

কৃষক ও ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমাতে হবে

                                                    -বাণিজ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :  

ভোক্তা ও কৃষকের মাঝে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আমদানি-রপ্তানিকারকের সুবিধায় শীঘ্রই ঢাকা চেম্বার একইসাথে সকল চেম্বারে একটি পূর্ণাঙ্গ ডেস্ক স্থাপন করা হবে, এখানে ‘আইআরসি’ এবং ‘ইআরসি’ সার্টিফিকেট প্রাপ্তির সকল সুবিধা দেয়া হবে। এবছরের মধ্যে ‘যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)’-এর সেবা পেপারলেস করা হবে, ফলে ব্যবসায়ীরা সুবিধা পাবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না এদিকে ভোক্তারা বেশি দামে পণ্য ক্রয় করছে, মধ্যস্বত্বভোগীরা মুনাফা করছে, তাদের দৌরাত্ম্য কমাতে হবে।

আজ মতিঝিলে ঢাকা চেম্বার অভ্‌ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্মার্ট এগ্রিকালচার: ভ্যালু চেইন উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের কোন জায়গায় তুলনামূলক কম মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে, এধরনের তথ্য প্রাপ্তির একটি প্ল্যাটফর্ম প্রণয়ন জরুরি। কৃষকদের ব্যবহার উপযোগী তথ্য কাঠামো প্রণয়নের কোনো বিকল্প নেই। ভ্যালু চেইন-সহ আমদানি, রপ্তানি উন্নয়নে সরকার ‘জাতীয় লজিস্টিক পলিসি ২০২৪’ করেছে যা সকল উদ্যোক্তাদের জানতে হবে।

কৃষি ও তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: শামসুল আরেফিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের কৃষকদের ব্যবহার উপযোগী করে এখাতের তথ্যপ্রযুক্তি তৈরি ও ব্যবহার নিশ্চিত করতে হবে। তরুণ সমাজ সাম্প্রতিক সময়ে কৃষিখাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যেটা অনেক উৎসাহব্যঞ্জক একটি বিষয়।

ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী। সুইসকন্টাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সাকিব খালেদ এবং আইফার্মার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ কৃষিতে বিদ্যমান সমস্যা (অপর্যাপ্ত ডাটাবেজ, লজিস্টিক ব্যবস্থা, উৎপাদন ব্যয়, ফসল আহরণের খরচ, প্রতিকূল জলবায়ু মোকাবিলা ইত্যাদি) ও পরামর্শভিত্তিক পৃথক উপস্থাপনা করেন।

ডিসিসিআই সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ-সহ সংশ্লিষ্ট খাতের সরকারি ও বেসরকারিখাতের প্রতিনিধিদবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

আসিফ/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮১৫ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৪৯০৫

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ডের সমন্বয়

বৃদ্ধির জন্য ডাটাবেইজ প্রণয়ণের সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয়ের

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে):

          আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য ডাটাবেইজ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ডাটাবেইজে উন্নয়ন সহযোগীদের বর্তমান কর্মকাণ্ড এবং ভবিষ্যতের কোন কোন ক্ষেত্রে কাজ করার ইচ্ছা পোষণ করে তা উল্লেখ থাকবে। কাজের ডুপ্লিকেশন বা ওভারল্যাপিং পরিহার করে সফলতা বৃদ্ধির জন্য থিমেটিক এরিয়ার ভিত্তিতে ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের কাজকর্ম সমন্বয় করার জন্য অবিলম্বে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।

          আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত লোকাল কনসাল্টেটিভ গ্রুপ (LCG), ক্লাইমেট চেইঞ্জ এন্ড এনভায়রনমেন্ট (CCE) এর ওয়ার্কিং গ্রুপের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

          সভায় বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ ও এলসিজির ওয়ার্কিং গ্রুপের গৃহীত কার্যক্রমসমুহের দ্বৈততা পরিহার করে দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার লক্ষ্যে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে এলসিজি গ্রুপ বিসিডিপি বোর্ডকে সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়।

          সভাপতির বক্তব্যে সচিব ড. ফারহিনা আহমেদ সভায় বলেন, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্মেলন-সহ বিভিন্ন কাজে আমাদের উন্নয়ন সহযোগীদের তাৎক্ষণিক সহযোগিতা প্রয়োজন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সাথে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। উন্নয়ন সহযোগীরা এবং সরকার একযোগে কাজ করলে আমরা অনেক কাজেই সফল হতে পারবো।

          এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, মোঃ মোশাররফ হোসেন, তপন কুমার বিশ্বাস ও ড. ফাহমিদা খানম, এলসিজির নবনির্বাচিত সহ-সভাপতি, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং ডেপুটি হেড অভ্ কো-অপারেশন নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম-সহ বিভিন্ন মন্ত্রণালয়, ইইউ, ইউএন উমেন, আইওএম, এডিবি, ইউএসএআইডি, ইউনিসেফ, ইউএনসিডিএফ, জাইকা, জিআইজেড এবং ইউএস, ডেনিশ, সুইডেন এম্বাসি-সহ ৩৩ টি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

#

দীপংকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৪৯০৪

তথ্য কমিশনে ৮টি অভিযোগের শুনানি, ৬টির নিষ্পত্তি

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে):

          তথ্য কমিশনে আজ ৮টি অভিযোগের শুনানি হয়েছে এবং ৬টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানে বাধা এবং তথ্য যাচনাকারীকে হয়রানি করায় সাভারের ন্যানশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজির মহাপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ১০ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

          অপর একটি অভিযোগে আবেদনকারীর চাহিত তথ্য প্রদানে অসহযোগিতা করায় এবং কমিশনের নির্দেশ যথাযথ পালন না করায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ। এছাড়া আবেদনকারীর চাহিত তথ্য ৭ কার্যদিবসের মধ্যে প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

          আজ তথ্য কমিশন বাংলাদেশ এর তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন।

#

লিটন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৪৯০৩  

বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, শ্রমজীবী ও দুঃখী মানুষের প্রাণের নেতা ছিলেন বঙ্গবন্ধু

                                                                          -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, শ্রমজীবী ও দুঃখী মানুষের প্রাণের নেতা ছিলেন বঙ্গবন্ধু। শান্তি, সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর চিন্তা ও দর্শন মানুষের মধ্যে প্রেরণা জুগিয়েছে । নিপীড়িত, নির্যাতিত শোষিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী সংগ্ৰামী মানুষ বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, তিনি তাদের সঙ্গে একাত্ম ছিলেন। জেল, জুলুম, অত্যাচারসহ অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কিন্তু কখনো থেমে যাননি, আপস করেননি।

আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অভ্‌ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত 'Bangabandhu: A Champion of World Peace' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শোষণ-বঞ্চনায় বিপন্ন মানুষ বরাবরই বঙ্গবন্ধুর চিন্তা জুড়ে ছিল। তবে তার সেই চিন্তা শুধু দেশের গণ্ডিতেই নয়, বরং তা বিস্তৃত ছিল বিশ্বজুড়ে। বিশ্বরাজনীতি প্রসঙ্গে অসীম সাহসী ও অকুতোভয় বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে বলেছেন, ‘পৃথিবীর বৃহত্তম শক্তি যে অর্থ ব্যয় করে মানুষ মারার অস্ত্র তৈরি করছে, সেই অর্থ গরিব দেশগুলোকে সাহায্য দিলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে।’ তিনি বলেন, শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জুলিও কুরি’ শান্তি পদক পান, স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক অর্জন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর মৌলিক দর্শন ও অবদানের মূল্যায়ন ছিল এই পদক। জুলিও কুরি পদকপ্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক সম্মান।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সাল থেকে প্রতি দু’বছর পর পর সম্মানজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, এ লক্ষ্যে একটি আন্তর্জাতিক জুরিবোর্ড গঠন ও নীতিমালা প্রণয়ন করা হবে। বাংলাদেশ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার দেওয়া হবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ ও অবদান রাখা, দ্বন্দ্ব-সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক পরিবেশগত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধন- এইসব ক্ষেত্রগুলো পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে।

বিআইআইএসএস’র চেয়ারম্যান রাষ্ট্রদূত আ ফ ম গওসোল আযম সরকারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, বিশ্বশান্তি পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আবু বকর সিদ্দিক খান, বিআইআইএসএস-এর জেষ্ঠ্য গবেষক এম আশিক রহমান এবং বীর প্রতীক সাজ্জাদ আলী জহির বক্তৃতা করেন।

#

এনায়েত/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮০৫/ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৯০২

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমকি ৬৪ শতাংশ। এ সময় ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৮৬৯ জন।

#

দাউদ/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৪৯০১

এফবিসিসিআই প্রতিনিধিদলের অস্ট্রেলিয়া সফর

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের কাজ

করতে আগ্রহী অস্ট্রেলিয়ার সহকারী বাণিজ্যমন্ত্রী

ক্যানবেরা, ৩০ মে:

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্স। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকীর সাথে বৈঠককালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। সহকারী মন্ত্রী টিম আয়ার্স বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে উচ্চপর্যায়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদলের সফরের ওপরও গুরুত্বারোপ করেন।

ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্সের অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন। বর্তমানে এফবিসিসিআইয়ের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল অস্ট্রেলিয়া সফর

2024-05-30-15-43-7a09b4d897b117d5d98624625824fe2b.docx 2024-05-30-15-43-7a09b4d897b117d5d98624625824fe2b.docx