Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০১৯

তথ্যবিবরণী 30/5/2019

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২০২৩
 
বাজার তদারকি
১০৪ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, রংপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, রাজবাড়ী, বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, যশোর, ঝিনাইদহ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, মাগুরা, ফেনী, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও পটুয়াখালীতে গতকাল বাজার তদারকি করা হয়। তদারকিকালে ১০৪টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা বিভাগের তেজগাঁও ও মহাখালী এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে হ্যালো ফ্রাইড চিকেন ও ইন্ডিয়ান শাহী মাসালাকে ২০ হাজার টাকা করে এবং  ম্যাকস কসমেটিকস ও বার্মিজ জেমসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে কোরিয়ান কিউজিন, দোসা কিং, শর্মা হাউজ, ইন্ডিয়ান দরবার, স্পাইস ফ্রাইভ চিকেন, বি এফ সি, ইন্ডিয়া স্পাইসি, স্পাইস ফ্রাইভ চিকেনকে যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ২০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৩০ হাজার টাকা; প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে অলংকার নিকেতনকে ১০ হাজার টাকা; পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে মডার্ন পার্ল প্যালেস, সংগিনি ডায়মন্ড, এস আই এন্টারপ্রাইজ, শেষ দর্শন আজমেরী (জেমস হাউস) কে যথাক্রমে ১০ হাজার টাকা, ১০ হাজার টাকা, ৩০ হাজার টাকা, ৫০ হাজার টাকা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ঢাকাইয়াকে ২০ হাজার টাকাসহ মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অপরদিকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ২৯টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপির, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৮৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯২ হাজার ৩শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ১ হাজার ২শ’ ৫০ টাকা প্রদান করা হয়।
#
ফাহমিনা/মাহমুদ/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ২০২২
 
সংসদের  সকল কার্যক্রম  ডিজিটাইজড হবে
                              -- আইসিটি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : 
 
আইন, পলিসি ও বাজেট  সবকিছুর কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সময়, অর্থ ও ভিজিট কমিয়ে সেবাসহ সংসদের সকল কার্যক্রম  ডিজিটাইজড হবে। যাতে পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশ পার্লামেন্টকে অনুসরণ করে। সংসদের প্রতিটি জায়গায় হাই স্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
 
প্রতিমন্ত্রী আজ জাতীয় সংসদের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব সমন্বয় ও সংস্কার ড. মোঃ শামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এম জিয়াউল আলম, এটুআই-এর উপদেষ্টা আনির চৌধুরী ও প্রকল্প পরিচালক মুস্তাফিজুর রহমান।
 
ছয় দিনব্যাপী উক্ত কর্মশালায় জাতীয় সংসদ সচিবালয়ের ৭টি উইং থেকে ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প বাস্তবায়নে দেশকে চারটি মৌলিক স্তম্ভের ওপর দাঁড় করানো হচ্ছে। সেগুলো হচ্ছে মানবসম্পদ উন্নয়ন, ইন্টানেটের সংযোগ দেওয়া, ই-গভর্নেন্স এবং তথ্যপ্রযুক্তি শিল্পখাত গড়ে তোলা। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত দশ বছরে আইসিটিখাতে দশ লাখ জনবলের কর্মসংস্থান হয়েছে যা আগামী পাঁচ বছরে আরো দশ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, গত দশ বছর আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ।  বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৯ কোটিতে পৌঁছেছে।
 
এ সময় প্রতিমন্ত্রী শ্রম, মেধা এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় সংসদকে বিশ্বের কাছে অন্যতম অনুকরণীয় ডিজিটাল পার্লামেন্ট হিসেবে গড়ে তুলতে কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
#
 
শহিদুল/ফারহানা/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ২১২১
 
শিল্পমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে চীন
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : 
জ্ঞানভিত্তিক শিল্পায়নের জন্য চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা কাজে লাগাতে চীন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু (তযধহম তঁড়)। তিনি বলেন, বাংলাদেশের শিল্পখাতে ডিজিটালাইজেশন, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তি স্থানান্তরে চীন সহায়তা করবে। ইতোমধ্যে তিন শতাধিক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে বলে তিনি জানান। 
চীনা রাষ্ট্রদূত আজ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে এ কথা জানান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইয়াসমিন সুলতানা, চীনা দূতাবাসের পলিটিক্যাল ডিভিশনের পরিচালক জেং তিয়াংজু (তযবহম ঞরধহুযঁড়) সহ শিল্প মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়। এ সময় বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, চীনের স্টেট এডমিনিস্ট্রেশন ফর মার্কেটিং রেগুলেশনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।  
সাক্ষাৎকালে শিল্পমন্ত্রী বলেন, ১৯৫২ ও ১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের মাধ্যমে দু’দেশের মধ্যে অর্থবহ দ্বিপাক্ষিক উন্নয়ন সম্পর্কের সূচনা হয়। এর ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির আধুনিকায়নসহ সম্ভাবনাময় অনেক খাতে চীনের সহায়তা রয়েছে উল্লেখ করে তিনি দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
নূরুল মজিদ আরো বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে শিল্পখাতে সহায়তার ক্ষেত্র বাড়াতে চীনের আগ্রহের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় একটি সমঝোতা চুক্তির রূপরেখা চূড়ান্ত করছে। এটি চূড়ান্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রেরণ করা হবে। পরবর্তীতে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সুযোগ উন্মোচিত হবে। তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগের ক্ষেত্রে গুণগতমান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে বলে জানান।
রাষ্ট্রদূত চীনের ‘বেল্ট এন্ড রোড প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন। তিনি বলেন, চীনের উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী। গত বছর শতাধিক চীনা উদ্যোক্তা বাংলাদেশ সফর করে চীনা পণ্য বাজারজাতকরণের বিষয়ে এ দেশের উদ্যোক্তাদের সাথে সংলাপে মিলিত হয়েছেন। তিনি পণ্য বিপণনের জন্য এ ধরনের সংলাপ আরও বেশি করে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।    
#
জলিল/মাহমুদ/ফারহানা/মোশারফ/সেলিম/২০১৯/১৭৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১২০
 
উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বিডা’র কর্মশালা অনুষ্ঠিত
 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে ‘তারুণ্যের শক্তি - বাংলাদেশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে ২০২০ সালের মধ্যে প্রান্তিক মাঠ পর্যায়ে ২৪ হাজার উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ এর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। 
প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময়ে প্রশিক্ষণ কর্মশালার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিডা’র নির্বাহী সদস্য মইনুল ইসলাম, নাভাস চন্দ্র মন্ডল এবং এলআইসিটি প্রকল্পের নাইমা চৌধুরী। সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন প্রকল্পের সফলতায় অবদানের জন্য  বিডা এর নির্বাহী চেয়ারম্যান, পরিকল্পনা কমিশন ও অর্থবিভাগ কে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘এ প্রকল্পের তরুণ প্রশিক্ষকদের মূল কাজ হচ্ছে ভবিষ্যৎ নির্মাণ। অতীতে শ্রম নির্ভর কর্মকা-ের ওপরে উন্নয়ন নির্ভর করত কিন্তু এখন প্রযুক্তি ও জ্ঞান নির্ভর সমাজ। আমাদের আরো অনেক দূর যেতে হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ভবিষ্যৎ নির্মাণের। উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার। চাকুরি খোঁজা নয়, চাকুরি দাতায় রূপান্তরিত হতে হবে।’ 
অনুষ্ঠানে ৬৪ জন প্রশিক্ষক ছাড়াও বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
 
প্রশান্ত/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২১১৯
 
প্রত্যন্ত এলাকা থেকে বিদেশে লোক পাঠানোর উদ্যোগ নিতে হবে
                                             -- বীর বাহাদুর উশৈসিং
 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : 
 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবানের মতো প্রত্যন্ত এলাকা থেকে বেশি লোক বিদেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। যারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে তাদেরকে স্বল্প সুদে বিনিয়োগের জন্য ঋণ দিতে হবে এবং ঋণ প্রদান প্রক্রিয়া সহজ করতে হবে। রিক্রুটিং এজেন্সি অনিয়ম করলে বা অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
 
আজ বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
 
বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ                       উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর। এতে আরো উপস্থিত ছিলেন সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম উপজেলা চেয়ারম্যানরা,  উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। 
 
#
 
রাশেদুজ্জামান/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১১৮
 
৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ
১২ জুন সকল অংশীজনের সাথে বৈঠক
 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :
৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮ চূড়ান্ত করার লক্ষ্যে ১২ জুন সকল অংশীজনের সাথে বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছেন এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮ পর্যালোচনার জন্য বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ‘আজ আমরা বিস্তারিত আলোচনা করে ঐকমত্যে পৌঁছেছি যে, এ বিষয়টিকে আর ঝুলিয়ে রাখা সমীচীন নয়, যত দ্রুত সম্ভব সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একটি ঘোষণার মাধ্যমে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ঠিক করেছি, ঘোষণার আগে সকল অংশীজনের সাথে একটি বৈঠক করবো। আগামী মাসের ১২ তারিখ বুধবার সকাল ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে জুন মাস অর্থাৎ চলতি অর্থ বছরের মধ্যেই এই রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কে আমরা ঘোষণা দেব’।
‘আমরা আরো আগেই এ বিষয়ে সমাধানে যেতে পারতাম’ বলে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে এ কমিটির দায়িত্ব দেবার পর আমি মাত্র একটি সভা করার সুযোগ পেয়েছিলাম। আপনারা জানেন, এরপর আমি অসুস্থ হয়ে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলাম।’
তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মোঃ মিজান-উল আলম, যুগ্মসচিব মোঃ নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
 
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২১১৭
 
ঈদে নির্বিঘœ যাতায়াত
বিআরটিএ কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু
 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :
আসন্ন ঈদুল ফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকাস্থ বিআরটিএ সদর কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৫৫০৪০৭৩৭, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।
#
 
 
নাছের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৬৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১১৬
 
সরাসরি কৃষক পর্যায়ে ধান সংগ্রহ করা হবে
                                --- কৃষিমন্ত্রী 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : 
‘আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষকের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কৃষিকে যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ এবং কৃষিখাতে সার্বিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিকে লাভজনক পেশায় উন্নীতকরণ এ সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার’। 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ তাঁর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধানের কম বাজার মূল্যের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ২০১৭ সালের চাল আমদানির শুল্ক রেয়াতের কারণে চাহিদার অতিরিক্ত চাল আমদানি এবং তার একটা বড় অংশ মজুত থাকা এবং সার, বীজসহ কৃষি উপকরণে সরকার প্রণোদনা প্রদান ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অনুকূল আবহাওয়া থাকায় আশাতীত উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে এ বছর ধানের মূল্য হ্রাস পেয়েছে।
কৃষিমন্ত্রী জানান, চাষিদের সঠিক তালিকা প্রণয়ন করে এবং ধানের ক্রয়মূল্য অগ্রিম নির্ধারণ করে মৌসুমের শুরুতেই সরাসরি কৃষক পর্যায়ে ধান সংগ্রহ শুরু করা হবে।  ধান সংগ্রহের পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করে ৫০ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। এছাড়া সরকারের গুদামের ধারণক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। চাল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে ২৮ থেকে ৫৫ শতাংশ। নন ইউরিয়া সারসহ অন্যান্য উপকরণে প্রণোদনা বৃদ্ধি করা হবে। সেচের কার্যক্ষমতা বৃদ্ধিসহ ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে। প্রয়োজনে প্রণোদনা আরো বৃদ্ধি করা হবে বলে জানান মন্ত্রী।
ড. রাজ্জাক বলেন, কৃষিকে লাভজনক করতে হলে এর যান্ত্রিকীকরণ করতেই হবে। ইতোমধ্যে যান্ত্রিকীকরণ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৩ হাজার কোটি টাকার যন্ত্র ক্রয়ের সিদ্বান্ত নেয়া হয়েছে। আগামী বোরো মৌসুমের আগেই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 
কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শুরু থেকেই কৃষি গবেষণায় বিশেষ জোর দিয়ে এর বরাদ্দ বৃদ্ধি করেছে। এর ফলশ্রুতিতে নতুন নতুন জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে সম্প্রসারিত হওয়ায় ধানের ফলন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বোরো ধানের মূল্য কম হওয়ায় বিষয়টি সরকারের নিকট গ্রহণযোগ্য নয়। কৃষক  কঠোর পরিশ্রম করে, তার সকল সম্পদ বিনিয়োগ করে ফসল উৎপাদন করে। তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য একান্ত অপরিহার্য। আগামী দিনে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ অবস্থার উত্তরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
#
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৬৫০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১১৫
 
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে 
                                                                 -স্পিকার
সিঙ্গাপুর, ৩০ মে:
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অগ্রসরমান। ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে অবশ্যই তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
স্পিকার ৩০ মে ন্যাশনাল ইউনিভার্সিটি অভ সিঙ্গাপুর এর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টারে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস: অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পিকার বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত এ ধরনের কর্মশালা প্রশংসনীয়। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ কর্মশালা সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আইসিটি বিষয়ে যে ধারনা দিয়েছে তা অত্যন্ত কার্যকর। জীবনে চলার প্রতিটি ক্ষেত্রই এখন তথ্য প্রযুক্তি নির্ভর। এ লক্ষ্যে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সংসদ সদস্যগণ সংসদে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এ এফ এম রুহুল হক, অ্যারোমা দত্ত এবং নাহীদ ইজহার খান। মো: ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান এমপিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ কর্মশালায় অংশ নেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন। ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টারএনইউএস এর ডাইরেক্টর অশোক কুমার কর্মশালার সারসংক্ষেপ উপস্থাপন করেন।
এছাড়া, কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন।
 
#
 
তারিক/অনসূয়া/নাছির/রবি/শামীম/২০১৯/১৪২৫ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২1১৪ 
 
খাদ্য অধিদপ্তরের খাদ্য সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত 
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :
চলমান বোরো মৌসুমে খাদ্যপণ্য ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদপ্তরের আওতাধীন সকল খাদ্য সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক ও মিলারগণ যাতে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য ধান, গম ও চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  
#
সুমন/অনসূয়া/রবি/আসমা/২০১৯/১৪০০ ঘণ্টা 
  

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২১১২

বিশ্ব তামাক মুক্ত দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :                                               

          রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৩১ মে ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :                                         

          “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৩১ মে ২০১৯ ‘বিশ্ব তামাক মুক্ত দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্ব তামাক মুক্ত দিবস এর এবারের প্রতিপাদ্য 'Tobacco and Lung Health.' যার ভাবার্থ ‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’ অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

          তামাক মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করে। ধূমপানকে বলা হয় মাদক সেবনের প্রবেশ পথ। তামাক সেবনের মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের দিকে ধাবিত হয়ে পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তামাক ও ধূমপান ধূমপায়ীর পাশাপাশি পরোক্ষভাবে অধূমপায়ীকেও সমানভাবে ক্ষতিগ্রস্ত করে। তামাকের কারণে পৃথিবীতে প্রতিবছর ৭০ লক্ষাধিক মানুষ অকালে মারা যায়। টোব্যাকো অ্যাটলাসের তথ্যানুযায়ী বাংলাদেশে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করে। তামাক ব্যবহারজনিত অসুস্থতা দেশের চিকিৎসা সেবার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তামাক প্রতিরোধে সমাজের সর্বস্তরে এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি তামাক ও ধূমপান সংক্রান্ত আইন ও বিধি বিধানের সঠিক প্রতিপালন নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

          তামাক ব্যবহারকে নিরুৎসাহিত করতে সচেতন নাগরিক সমাজ, তামাক ও ধূমপান বিরোধী বিভিন্ন  সংগঠন ও সর্বোপরি গণমাধ্যমগুলোর সমন্বিত প্রয়াস অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি তামাক ও ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবো - এ প্রত্যাশা করি।

          আমি ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।

          খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

হাসান/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২১১১ 

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'উড়হ'ঃ খবঃ ঞড়নধপপড়: ঞধশব ণড়ঁৎ ইৎবধঃয অধিু, ঈযড়ড়ংব ঐবধষঃয ঘড়ঃ ঞড়নধপপড়,' বাংলা ভাবানুবাদ করা হয়েছে: ‘তামাকে হয় ফুসফুস ক্ষয় : সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’।
তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্য ও উন্নয়নের অন্যতম অন্তরায়। বিড়ি, সিগারেট, জর্দা, গুলসহ সকল ধরনের তামাকজাত দ্রব্য সেবনে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, হাঁপানিসহ প্রাণঘাতী বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি। এজন্য তামাকের ব্যবহার কমিয়ে আনার মাধ্যমে এসব রোগ প্রতিরোধকে বিশ্বব্যাপী গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণচুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এফসিটিসি প্রণয়ন করেছে। জাতিসংঘ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের বিষয়টিকে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের এজেন্ডাভুক্ত করে এফসিটিসির কার্যকর বাস্তবায়ন ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি প্রণয়ন করেছে।
তামাকের ভয়াল থাবা থেকে সকলকে রক্ষা করতে সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও ২০১৫ সালে বিধি জারি করেছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে তামাকজাত দ্রব্যের বিক্রয়মূল্যের ওপর ১% হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ এবং সারচার্জ হিসেবে সংগৃহিত অর্থ তামাক নিয়ন্ত্রণে ব্যবহারের লক্ষ্যে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি ২০১৭’ অনুমোদন করা হয়েছে। এসডিজি অর্জনকে গুরুত্ব দিয়ে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তামাক নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইতোপূর্বে, আমি ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছি। এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আইনের যথাযথ প্রয়োগ ও তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার ক্রমশ কমিয়ে আনা সম্ভব। আইনের সুফল পেতে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। সেজন্য তামাকজাত দ্রব্যের মোড়ক ৫০% স্থানজুড়ে প্রচলিত সচিত্র স্বাস্থ্য সতর্ক বাণী বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া তামাকের ওপর কর বৃদ্ধি ও তামাকের কর কাঠামোকে সহজীকরণ করার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। সকলে মিলে চেষ্টা করলে ২০৪০ সালের মধ্যে আমরা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পারব, ইনশাআল্লাহ।  
আমি ‘বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করছি।  
                                                                                         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                                                                     বাংলাদেশ চিরজীবী হোক।”

#

ইমরুল/অনসূয়া/নাছির/রবি/শামীম/২০১৯/৯.৫৭ ঘণ্টা  

 

 

 

 

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon