Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০১৯

তথ্যবিবরণী 9/6/2019

তথ্যবিবরণী                                  নম্বর : ২১৮৬
 
সকল মৃত বীর মুক্তিযোদ্ধাদের জন্য একই ডিজাইনের কবর  তৈরি করবে সরকার                                                                                                       --- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার সকল মৃত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ধর্ম অনুসারে একই ডিজাইনের কবর এবং সমাধি তৈরি করবে। তিনি আরো বলেন, অচিরেই বীর মুক্তিযোদ্ধাদের সকল নিরাপত্তা সংবলিত ডিজিটাল পরিচয় পত্র প্রদান করা হবে। 
মন্ত্রী আজ রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্য স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছেন। পুলিশ বাহিনীর সদস্যরা এই রাজারবাগ পুলিশ লাইন্সেই ২৫ মার্চ হানাদার বাহিনীকে প্রথম প্রতিরোধ করেছিলেন। তিনি বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনীর যে সকল সদস্য স্বাধীনতা যুদ্ধকালীন বাহিনী ত্যাগ করেন এবং যুদ্ধে অংশগ্রহণ না করে যুদ্ধের পর নিজ বাহিনীতে পুনরায় অন্তর্ভুক্ত হন তারা স¦য়ংক্রিয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হবেন না।
অবসরপ্রাপ্ত আইজিপি আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুজিব নগর সরকারের গার্ড অভ্ অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম; সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মমিনুল্লাহ পাটোয়ারি, বীর প্রতীক; কাজী জয়নাল আবেদীন, বীর প্রতীক; বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি আব্দুল মাহবুবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর ১৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
#
 
দীপংকর/ইসরাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী                                  নম্বর : ২১৮৫
 
নারীর প্রতি সহিংসতা বন্ধ করার সময় এসেছে
            --- তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বাংলাদেশে মোট জনসংখ্যার অর্ধেকই নারী ও শিশু। নারী ও কন্যাশিশুদের এখনও সামাজিকভাবে অবজ্ঞা করা হয়। নারীরাও পুরুষের পাশাপাশি সমান তালে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। দেশের উন্নয়নের স্বার্থে নারীদেরকে পুরুষের সহযোদ্ধা হিসেবে সব ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সব ধরনের প্রতিবন্ধকতা দুর করে নারীরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। এখন নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করার সময় এসেছে।
 তথ্যমন্ত্রী আজ চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজাহারুল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ’৯৬ সালের আগে বাংলাদেশের কেউ চিন্তাই করেনি নারীরা তাদের কর্মক্ষেত্রে এতটা প্রভাব বিস্তার করতে পারবে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্য। আজ নারীরা ব্রিগেডিয়ার জেনারেল, নারীর জেলা প্রশাসক, নারীরা পুলিশ সুপার, নারীরা পাইলট, নারীরা বিমান, নৌ ও সেনাবাহিনীসহ সব ক্ষেত্রে দক্ষতার সাথে নেতৃত্ব দিচ্ছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বেতার শ্রোতাদের সচেতনতা বৃদ্ধি ও আচরণগত দিক পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে। কিশোর-কিশোরীদের বেতার অনুষ্ঠানে সম্পৃক্তকরণের নিমিত্তে ওরিয়েন্টেশন এবং ট্রেনিং অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে শ্রোতাক্লাব গঠন করেছে সরকার।
#
 
বশার/ইসরাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী                                  নম্বর : ২১৮৪
 
জনগণের প্রত্যাশা পূরণে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে
                                         --- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। 
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে সকলকে নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করতে হবে। 
ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। জনসেবা প্রদানে এই মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সুনাম ধরে রেখে দ্রুততম সময়ে কাক্সিক্ষত সেবা প্রদান করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তারা কর্মরত রয়েছে। তাদের এই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে বলে জানান তিনি। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করে গড়ে তুলতে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। 
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিভিন্ন দপ্তর প্রধানগণসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
#
 
শিবলী/ফারহানা/ইসরাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                  নম্বর : ২১৮৩
 
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার                                                                                                     --- প্রতিমন্ত্রী মাহবুব আলী
 
হবিগঞ্জ, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমাজের সকল স্তরের মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে। 
আজ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আবাসনের অধিকার নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে বিভিন্ন ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
মাহবুব আলী বলেন, সমাজের সকলের ন্যায্য ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠিত না হলে সমাজে কাক্সিক্ষত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে না। বর্তমান সরকার সকলের ন্যায্য ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে। উন্নত বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, এখন তা বাস্তবতা। দেশকে এগিয়ে নিতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র মানুষকে সহায়তা করা সমাজের বিত্তবান মানুষদের নৈতিক দায়িত্ব। আমাদের সকলেরই এ দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ খান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান; মাধবপুর, চুনারুঘাট ও নবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
#
 
তানভীর/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮২
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ভূমিমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
 
 
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
 
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে তাঁর মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
 
ভূমিমন্ত্রী এ সময় জনকল্যাণে আরো ভালোভাবে ভূমি সেবা প্রদান করার প্রত্যয়ে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
 
অনুষ্ঠানে ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী এবং ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান 
মোঃ আবদুল হান্নান উপস্থিত ছিলেন।
 
#
নাহিয়ান/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭৫৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮১
বাংলাদেশ জিমন্যাস্টিকস দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
 
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
 
১৬তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ বাংলাদেশ জিমন্যাস্টিকস দল ১৩টি স্বর্ণসহ মোট ২৫টি পদক অর্জন করেছে। গৌরবোজ্জ্বল এ সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ জিমন্যাস্টিকস দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
প্রতিমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশ দলের এ বিজয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশের জয়ের এ ধারা অব্যাহত থাকবে। আমাদের জিমন্যাস্টরা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা সগৌরবে তুলে ধরবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
 
উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ জিমন্যাস্টিক দল ১৩টি গোল্ড, ৫টি সিলভার, ৭টি ব্রোঞ্জপদক লাভ করে।
 
#
আরিফ/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৮০
সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহের উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে
                                                  ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহের উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে। মাতারবাড়ির এনার্জি হাবে এলপিজি টার্মিনাল ও কোল টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি জাপান সফরের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, জাপান বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত অবকাঠামো নির্মাণে ও ল্যান্ড বেইজড্ এলএনজি টার্মিনাল নির্মাণে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।  
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ তাঁর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক অবস্থা গণমাধ্যমকে অবহিতকালে তিনি বলেন, বিদ্যুতের অবস্থা তুলনামূলকভাবে ভালো; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো কিছু সময় লাগবে। চীন সরকারের সাথে জি-টু-জি তে বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে পিছিয়ে যাওয়ায় সার্বিক উন্নয়ন একটু পিছিয়ে গেলেও জনগণকে সর্বোত্তম সেবা দিতে সরকার প্রস্তুত রয়েছে।   
 
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিইআরসি গ্যাসের মূল্য সমন্বয় করতে পারে; বিষয়টি বার্ক-এর ওপর রয়েছে। গ্যাসে সরকার ভর্তুকি দিচ্ছে। এলএনজি আমদানিকে হিসাবে রেখে গ্যাস উৎপাদন খরচ প্রতি কিউবিক মিটার ১৪ টাকা কিন্তু গড়ে প্রতি কিউবিক মিটার বিক্রয় করা হচ্ছে 
৭ দশমিক ১৭ টাকায়। আবাসিক গ্যাস সংযোগ নিরুৎসাহিত করা হচ্ছে।
 
এ সময় অন্যান্যের মাঝে পাওয়ার সেলের জিডি মোহাম্মদ হোসাইন ও পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন। 
 
#
আসলাম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭২৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৯
বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে ৭১টি প্রতিষ্ঠান
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ইতোমধ্যে ৭১টি 
দেশি-বিদেশি ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিদর্শন সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে সক্ষম হয়েছে। এর মধ্যে ৬২টি দেশীয় এবং বহুজাতিক টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ২টি মেডিক্যাল ল্যাবরেটরি, ২টি ইন্সপেকশন ও ৫টি সনদ প্রদানকারী সংস্থা রয়েছে। বর্তমান সরকারের নীতি সহায়তার ফলে বিএবি’র পরিচিতি দেশের গ-ি পেরিয়ে এশিয়া অঞ্চলসহ আন্তর্জাতিক পরিম-লে ছড়িয়ে পড়েছে। 
বিশ^ অ্যাক্রেডিটেশন দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আয়োজিত আলোচনায় সভায় আজ এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি ছিলেন। 
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা ও শিল্পবান্ধব। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে সরকার ইতোমধ্যে অনেক উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশে ক্রমেই বেসরকারিখাতের বিকাশ ঘটছে। বেসরকারিখাতের টেকসই বিকাশে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরণের প্রয়াস অব্যাহত থাকবে। গুণগতমান বলতে আন্তর্জাতিক মানকে বোঝায় উল্লেখ করে তিনি পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য অর্জনে দেশীয় পণ্যের গুণগতমান আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দেন। এক্ষেত্রে অ্যাক্রেডিটেশন একটি কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন। 
নূরুল মজিদ মাহমুদ আরো বলেন, শিল্পায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। শিল্পখাতে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রকৃত অর্থেই ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করা হবে। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করতে বিদেশি বিনিয়োগকারীদের মত একই সুবিধা দেয়া হবে। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, প্লাস্টিক, হালকা প্রকৌশলসহ উদীয়মান শিল্পখাতগুলোতে কর সুবিধা দিতে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে সুপারিশ প্রেরণ করেছে বলে তিনি জানান। 
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বহুজাতিক ও দেশীয় ক্যাটাগরিতে দু’টি টেস্টিং ল্যাবরেটরি এবং একটি পরিদর্শন সংস্থার প্রতিনিধির হাতে বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ তুলে দেন। অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জার্মানভিত্তিক টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি হোহেন্সটেইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড, দেশের রূপপুর পারমাণবিক মেগা প্রকল্পে ব্যবহৃত নির্মাণ সামগ্রির মান টেস্টিং ল্যাবরেটরি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও দেশীয় পরিদর্শন প্রতিষ্ঠান ন্যাশনাল টেস্টিং, ক্যালিব্রেশন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস লিমিটেড (এনটিসিএল)। 
শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি ওসামা তাসীর। এতে বিএবি’র মহাপরিচালক মোঃ মনোয়ারুল ইসলাম, রূপপুর পারমাণবিক মেগা প্রকল্পে ব্যবহৃত নির্মাণ সামগ্রির মান টেস্টিং ল্যাবরেটরি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মাদ আলমগীর এবং জার্মানভিত্তিক টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি হোহেন্সটেইন ল্যাবরেটরিজ বাংলাদেশ লিমিটেড এর মহাব্যবস্থাপক জনি ইয়াসমিন কান্তা বক্তব্য রাখেন। 
#
জলিল/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৯/১৫০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৭৮ 
নৌপরিবহন সেক্টরে যাত্রীসেবা আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে                                     
                                                     -- নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
ঈদে নৌপরিবহন সেক্টরে যাত্রীসেবা শতভাগ সঠিকভাবে দিতে না পারলেও আরো বেশি যাত্রীসেবা নিশ্চিতে সরকার সচেষ্ট। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। বিজিএমইএ ও বিকেএমইএ-তে একসাথে ছুটি দেয়ায় সড়ক, নৌ ও রেলপথে বাড়তি চাপ পড়েছে। ভবিষ্যতে এসব বিষয়গুলো সমাধানে চেষ্টা করা হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে  সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। 
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন। 
প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবা নিশ্চিতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নৌপরিবহন সেক্টরে যাত্রীসেবা আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে। এককভাবে নয়, সমষ্টিগতভাবে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া হবে। সদরঘাটে যাত্রীসেবা আরো স্বাচ্ছন্দ্যময় করতে এর স্পেস বৃদ্ধিসহ জেটি, গ্যাংওয়ে ও পন্টুন সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-নগরবাড়ী, ভোলা-লক্ষীপুর এবং চাঁদপুর লঞ্চঘাটের স্পেস বৃদ্ধি করা হবে। 
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, নদী তীর দখল ও দূষণরোধে উচ্ছেদ অভিযান চলমান থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা নদী পথ খননে অধিক গুরুত্ব দিয়েছেন। ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।  
প্রতিমন্ত্রী বলেন, আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি, দুর্ঘটনামুক্ত এই ঈদ করতে পেরেছি। এজন্য তিনি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তরিকভাবে কাজ করলে জনগণকে আরো বেশি সেবা দিতে সক্ষম হবো। 
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, এবারের ঈদে সড়ক, রেল ও নৌপথে মানুষ স্বস্তিদায়কভাবে বাড়ি যেতে পেরেছে। প্রধানমন্ত্রী সরকারি সফরে বিদেশে থেকেও বাংলাদেশের মানুষের সাথে যুক্ত ছিলেন। ঈদ যাত্রা নির্বিঘœ ও নিরাপদ করতে প্রধানমন্ত্রী দেশে মন্ত্রী, সচিব এবং তাঁর দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন।  
 
#
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৯/১৪৩১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৭
শপথ নিলেন রুমিন ফারহানা 
ঢাকা, ২৬ জ্যৈষ্ঠ (৯ জুন) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে আজ জাতীয় সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উল্লেখ্য, রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
#
তারিক/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৯/১৪১০ ঘণ্টা
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon