Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০১৫

তথ্যবিবরণী 03/03/2015

তথ্যবিবরণী                                                                                                                                                                                           নম্বর : ৬২৫

বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধানযোগ্য
মামলার বিষয়ে জাতীয় রাজস¦ বোর্ডের সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :
    আজ ঢাকায় জাতীয় রাজস¦ বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের প্রায় ২৮ হাজার কোটি টাকার আর্থিক সংশ্লেষ সংবলিত মামলাসমূহের মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সমাধানযোগ্য মামলার বিষয়ে এক সভা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
    অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
    সভায় উপস্থিত ছিলেন, মূসকের গোয়েন্দা ও নিরীক্ষা বিভাগের সদস্য বেগম জাহান আরা সিদ্দিকী, মূসকের কর লিগ্যাল এন্ড এনফোর্সমেন্টের সদস্য  কালিপদ হালদার এবং মূসকের শুল্ক রপ্তানি, বন্ড ও আইটির সদস্য খন্দকার মোঃ আমিনুর রহমান।
    সভায় এডিআর পদ্ধতির মাধ্যমে অনাদায়ী বিরোধীয় কর আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নি¤েœাক্ত সিদ্ধান্ত গৃহীত হয় :
    এডিআর পদ্ধতির আওতায় কর, মূসক ও শুল্কসংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে করদাতাগণকে উদ্বুদ্ধ করার নিমিত্তে বিভিন্ন পর্যায়ে ওয়ার্কশপ, সেমিনার, মতবিনিময় সভার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন কর, মূসক ও শুল্ক কমিশনারেট/হাউজের কর্মকর্তাদের এডিআর সংশ্লিষ্ট করদাতাদের সাথে মতবিনিময় সভা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়।
    বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার/ট্রেড বডি এবং এডিআর সম্পর্কিত সহায়তাকারীদের সমন্বয়ে চলতি মাসের শেষের দিকে একটি পরামর্শক সভা আয়োজন করা হবে।
    বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে করদাতাদের আকৃষ্ট করার জন্য প্রচারণা কার্যক্রম জোরদার করা হবে।
    জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে বিকল্প বিরোধ পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কর, মূসক ও শুল্ক সংশ্লিষ্ট অনিষ্পন্ন মামলাগুলোর নিষ্পত্তি করা করদাতা ও কর বিভাগের উভয়ের জন্য সহায়ক হবে।  


#

মুমেন/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬২৪
সরকার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে
                                       --স্বাস্থ্যমন্ত্রী
খুলনা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলপর্যায়ে সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে।
    মন্ত্রী আজ খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিভাগীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জটিল রোগের চিকিৎসায় শহীদ শেখ আবু নাসের হাসপাতাল আস্থার জায়গায় পরিণত হয়েছে। এ হাসপাতালে অন্যান্য বিভাগ চালুর মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করার পরিকল্পনা রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লিনিয়ার থেরাপি মেশিনটি সেনাবাহিনীর বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষানিরীক্ষা করে চালুর ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করে স্বল্পখরচে কিডনি রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।  খুলনাঞ্চলের হাসপাতালগুলোকে এ পদ্ধতিতে আনার পরিকল্পনা রয়েছে।
    মোহাম্মদ নাসিম বলেন, ডাক্তার ও রোগীদের সুরক্ষার জন্য আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরো ১০ হাজার নার্স নিয়োগের কার্যক্রম চলছে। উপজেলাপর্যায়ে ডাক্তারদের আবাসন ও গাড়ির ব্যবস্থা কার্যক্রম শীঘ্রই বাস্তবায়ন হবে। তিনি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে সেবারমান বৃদ্ধির পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।
    সমাবেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন খুলনা স্বাচিপের সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সমাবেশে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমএ এবং স্বাচিপের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শহিদ মিনার, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছাত্রাবাস, আচার্য প্রফুল্ল চন্দ্র ছাত্রাবাস, কবি বেগম সুফিয়া কামাল ছাত্রীনিবাস, ইলা মিত্র ইন্টার্নি হোস্টেল, শহিদ
ডাঃ মোর্তুজা হোস্টেল এবং এস এম সুলতান অডিটোরিয়ামের উদ্বোধন করেন।
    মন্ত্রী শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন ও ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।  এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজা, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ ও খুলনা স্বাচিপের সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম উপস্থিত ছিলেন।
#

মিজান/ফায়জুল/মিজান/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬২২
বুধবারের এসএসসি ও সমামানের পরীক্ষা স্থগিত
 
ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :

    অনিবার্যকারণে ৪ মার্চ বুধবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    এসব বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

#


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬২৩
৩২ হাজার কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড
 
ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :

    আজ নারায়ণগঞ্জ জেলার বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলার একটি অপারেশনদল গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ‘এম ভি লালী’ নামক যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় ৩২ হাজার কেজি অবৈধ জাটকা আটক করে। আটককৃত জাটকার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

    আটককৃত জাটকা পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।  

#

সুবোধ/ফায়জুল/মিজান/মোশারফ/রেজাউল/২০১৫/১৮২৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৬২১

বন্যপ্রাণী রক্ষায় সবার মাঝে সচেতনতাবোধ গড়ে তুলতে হবে
                                          -- পরিবেশ ও বনমন্ত্রী
ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :
    পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বন্যপ্রাণী রক্ষায় আমাদের ঐতিহ্যগত অভ্যাস পরিবর্তন করতে হবে। তিনি বলেন, প্রকৃতি এবং প্রাণিকূলকে রক্ষায় শুধু ইকোপার্ক বা জোন করলে হবে না, সবার মাঝে আত্মসচেতনতাবোধ গড়ে তুলতে হবে। প্রকৃতি এবং প্রাণীকে ভালবাসলেই বন্যপ্রাণী রক্ষা হবে।
    মন্ত্রী আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, প্রকৃতি এবং প্রাণিকূলকে রক্ষা করার জন্য আমরা ইকোপার্ক করি, বিভিন্ন জোন করি। এর ফলে প্রাণীদের আবাস সেখানেই সীমাবদ্ধ থাকছে। কিন্তু বন্যপ্রাণী সুরক্ষার এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বন্যপ্রাণীর প্রতি এ উপমহাদেশের মানুষের আচরণ কিছুটা ভিন্ন রকম। পশুপাখি দেখলেই তাদেরকে মারা বা কষ্ট দেয়ার ঘটনা এখানে বেশি ঘটে। আমাদের ঐতিহ্যগত এ অভ্যাস পরিবর্তন না করলে বন্যপ্রাণী রক্ষা কঠিন হয়ে পড়বে।
    মন্ত্রী বলেন, প্রাণী এবং বনরক্ষা করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ দায়িত্ব সবার। বাঘ আমাদের সুন্দবন রক্ষা করছে। তাই বাঘ বাঁচাতে হবে।
    আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বন্যপ্রাণী রক্ষায় সরকার সবধরনের ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে নতুন আইন প্রণয়নসহ বেশকিছু আইন সংশোধন করা হয়েছে। এসব আইন কঠোরভাবে পালন করা হচ্ছে।
     অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক সচিব বর্তমানে পল্লি সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, প্রধান বন সংরক্ষক মোঃ ইউনূচ আলী এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বক্তব্য রাখেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইইউসিএন-বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দীন আহমদ।
    এর আগে পরিবেশ ও বনমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং বন্দিপাখি অবমুক্ত করে বিশ্ব বন্যপ্রাণী দিবসের উদ্বোধন করেন।
#

পাশা/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                                                                                                             নম্বর : ৬২০

আইসিটি সচিবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :
    সদ্য পদোন্নতিপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আইসিটি বিভাগের কর্মকর্তাবৃন্দ।
    ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সচিব হিসেবে তিনি আইসিটি বিভাগে যোগদান করেন। গত সোমবার জনাব সিকদার সচিব হিসেবে পদোন্নতি পান।
    এসময় আইসিটি সচিব বলেন, ‘এ পদোন্নতি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের নিরন্তর কর্মপ্রয়াসকে আরো সুসংহত ও সমন্বিত করবে। নতুন আঙ্গিকে নতুন উদ্দীপনায় কাজের উৎসাহ এনে দেবে।
এ পদোন্নতির জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আইসিটি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তাঁদেরকে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্বপালনের আহ্বান জানান।
    আইসিটি বিভাগের যুগ্মসচিব আবদুল জলিল, সুশান্ত কুমার সাহা, তৌহিদা বুলবুল, উপসচিব নূরুল করিম মজুমদার, মঞ্জুর কাদির, আবদুল মান্নান, জিল্লুর রহীম শাহরিয়ার ও মাহবুবা পান্নাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


#


মাহবুবুর/ফায়জুল/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                                                                                                           নম্বর : ৬১৯

নারায়ণগঞ্জে রাজউকের জায়গা
শীঘ্রই অবৈধ দখলদারমুক্ত করা হবে
                                                -- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী


 
ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :
    নারায়ণগঞ্জ শহরে রাজউকের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এসব স্থানে নান্দনিক ভবন তৈরি করা হবে। এসব ভবনের মধ্যে কোনোটি বাণিজ্যিক, কোনোটি আবাসিক হিসেবে বরাদ্দ দেয়া হবে। যেসব জায়গা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাথে সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
    আজ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নারায়ণগঞ্জ শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা পরিদর্শনশেষে একথা বলেন। মন্ত্রী সলিমুল্লাহ রোড, পৌর হকার মার্কেট, প্রেসক্লাব, বঙ্গবন্ধু সড়কের ডিআইটি মার্কেটসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এ সময় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা নকশা ধরে বিভিন্ন জমির অবস্থান দেখান।
    পূর্তমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে রাজউকের প্রায় ৩৮ একর জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বেদখল করে আছে। এসব জায়গা শীঘ্রই অবৈধ দখলদারমুক্ত করা হবে। নারায়ণগঞ্জ শহরকে এখনো পরিকল্পিতভাবে পরিবেশবান্ধব গ্রিন সিটিতে রূপান্তরিত করা সম্ভব। এজন্য রাজউক, সিটি করপোরেশন, ওয়াসাসহ বিভিন্ন সংস্থার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করে উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করা হবে। নারায়ণগঞ্জ শহরের বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশন ড্রেন এক হয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ছে। এ বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এ শহরের বাসিন্দাদের সুবিধার জন্য রাজউকের একটি অফিস স্থাপন করা হবে। তা হলে নকশা অনুমোদনসহ অন্যান্য কাজে নগরবাসীকে ঢাকা যেতে হবে না।
    পরিদর্শনকালে সংসদ সদস্য শামীম ওসমান, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, সদস্য (পরিকল্পনা) আব্দুল মান্নান শেখ, সদস্য (উন্নয়ন) নঈম আহমেদ, প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সিসহ রাজউক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#

কিবরিয়া/ফায়জুল/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬১৮

এলজিআরডি প্রতিমন্ত্রীর সাথে আফ্রো-এশীয় পল্লিউন্নয়ন সংস্থার মহাসচিরের সাক্ষাৎ

ঢাকা, ১৯ ফাল্গুন (৩ মার্চ) :

আফ্রিকা ও এশিয়া মহাদেশের ৩০টি দেশের পল্লিউন্নয়ন ও গবেষণা কর্মে নিবেদিত আফ্রো-এশীয় পল্লিউন্নয়ন সংস্থার (এএআরডো) মহাসচিব ওয়াসফি হাসান ইল-শ্রীহীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের নেতা ওয়াসফি হাসান বর্তমান সরকারের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, পল্লিজনপদসহ পল্লিবাসীর জীবন মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয়ে অবগত হন। এসব প্রকল্পে এএআরডোভুক্ত দেশগুলোকে কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তা কামনা করেন।

প্রতিমন্ত্রী সংস্থাটি কর্তৃক বাংলাদেশের পল্লিঅঞ্চলে দারিদ্র্যমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, পানি ব্যবস্থাপনা ও ক্ষুদ্রঋণদান বিষয়ে অর্থায়ন ও গবেষণা কর্মে সহায়তা করায় ধন্যবাদ জানিয়ে তাদের কার্যক্রম আরো পরিকল্পিতভাবে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। তিনি আগামী মাসের ১ম সপ্তাহে মরিশাসে এএআরডো’র আসন্ন ১৮তম সম্মেলনে অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার ও প্রতিনিধিদলের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

আহসান/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুক্লা/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা

 

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon