Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৫

তথ্যবিবরণী 26/06/2015

Handout                                                                                Number: 1837

 

Weather News

Maritime Ports to hoist Local Cautionary Signal No. 3

 

Dhaka, June 26 :

 

          Due to vigorous moonsoon, steep pressure gradient lies over North Bay. Under its influence squally weather may affect North Bay, adjoining coastal area of Bangladesh and the Maritime Ports.

 

          Maritime Ports of Chittagong, Cox's Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal no. three (R) three.

 

          All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice.

 

#

 

Mizan/Sanjib/Selim/2015/1815 hours

তথ্যবিবরণী                                        নম্বর : ১৮৩৬

কর্ণফুলী টানেল নির্মাণে চুক্তি করতে
সেতুমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের চীন যাত্রা

ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন) :

    কর্ণফুলী টানেল নির্মাণের লক্ষ্যে চুক্তি করার জন্য সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর নেতৃত্বে সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামসহ আট সদস্যের একটি প্রতিনিধিদল আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

    ৩০ জুন বেইজিংয়ে চীন সরকার মনোনীত নির্মাণ প্রতিষ্ঠানের সাথে সেতু বিভাগের চুক্তি স্বাক্ষরিত হবে।

    উল্লেখ্য, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

#

ওয়ালিদ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                     নম্বর : ১৮৩৫

গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশকে
এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে
                   --স্পিকার

ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন) :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সংবিধানের আলোকে স্বাধীনতার চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণতান্ত্রিক প্রগতিশীল সমাজ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শহিদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাহানারা ইমাম স্মারক বক্তৃতা, আলোচনাসভা ও জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে স্পিকার একথা বলেন।
স্পিকার বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে সাংস্কৃতিক আন্দোলন ও সাংস্কৃতিক কর্মীরা। আমাদের জাতিসত্তার সাথে মিশে আছে সাংস্কৃতিক বোধ। আমাদের সকল চিন্তাচেতনা, মেধা মননে এই সাংস্কৃতিক বোধ সদাজাগ্রত।
তিনি আরো বলেন, একটি ন্যায়নিষ্ঠ সমাজ বিনির্মাণে যুদ্ধাপরাধের বিচার করা অনিবার্য। যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ আমাদের মানবিক মর্যাদাকে ভূলুণ্ঠিত করে, জাতিসত্তার মূলে কুঠারাঘাত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু করেছে, ইতিমধ্যে বিচারের রায় কার্যকর হচ্ছে।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুদীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং গণতন্ত্র বাংলাদেশের মানুষের মহান অর্জন। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দারিদ্র্যবিমোচন, বৈষম্য দূরীকরণসহ ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। ছায়ানটের সভাপতি অধ্যাপিকা সন্জিদা খাতুন ‘বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন (১৯৬১-১৯৭১)’ শীর্ষক জাহানারা ইমাম স্মারক বক্তৃতা করেন। অনুষ্ঠানে ছায়ানট ও অধ্যাপক অজয় রায়কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক অজয় রায় ও অধ্যাপক মুনতাসীর মামুন আলোচনায় অংশগ্রহণ করেন।
                                                                                                    #
মঞ্জুর/মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭০০ ঘণ্টা

 

Todays handout (1).doc Todays handout (1).doc