Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১৮ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮৬৭

রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :     
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
    রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, আজকের আলোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে বিএনপি যে প্রস্তাব দিয়েছে তা নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। তিনি এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি আরো বলেন, যে কোন আলোচনা সমস্যা সমাধানে বহুমুখী পথ দেখায়।
    আলাচনায় আমন্ত্রণ জানানোর জন্য বিএনপির চেয়ারপার্সন রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাছাই কমিটি ও নির্বাচন কমিশন গঠনে বেগম খালেদা জিয়া বিএনপির প্রস্তাব তুলে ধরেন। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণেও তাদের প্রস্তাব তুলে ধরেন। তারা ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগের প্রশংসা করেন এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান।  
    বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য-ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেঃ জেনারেল (অব.) মোঃ মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
#
মাহমুদুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/২০৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮৬৬

স্পিকারের ঢাকা প্রত্যাবর্তন

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :     

    জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমিন চৌধুরী ৬২তম সিপিএ সম্মেলন শেষে আজ লন্ডন থেকে ঢাকা প্রত্যাবর্তন করেছেন।

তিনি গত ১১-১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর ৬২তম সম্মেলনে চেয়ারপার্সন হিসেবে যোগদান করেন। সম্মেলনে সিপিএ নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ যোগদান করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত, ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম শিরীন নাঈম প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

স্পিকার সম্মেলনের উদ্বোধন করেন এবং নির্বাহী কমিটির সভা, সাধারণ এসেম্বলিসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

     জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্পিকারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

#
হুদা/সেলিম/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪০ ঘণ্টা
 


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৮৬৩
রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে
           ---বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :     
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বৃদ্ধি করতে পারবে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে চায়ের উৎপাদন এ বছর রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৭৮ মিলিয়ন কেজির বিপরীতে গতবছর প্রায় ৬৮ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। এবছর উৎপাদন ৮০ মিলিয়ন কেজি ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের মধ্যে চায়ের উৎপাদন ১৩০ মিলিয়ন কেজি করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, চা প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা ও চায়ের সাথে সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি, ব্লেন্ডার চা ও পর্যটন শিল্প সম্পর্কে দেশের মানুষ জানতে পারবেন।

    বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চা বোর্ড আয়োজিত ‘বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৭’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

    তোফায়েল আহমেদ বলেন, চা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প। দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে চায়ের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে অনেক। বাংলাদেশের চা উন্নতমানের। বিশ^ বাজারে এদেশের চায়ের প্রচুর চাহিদা রয়েছে। চা শিল্পকে সহায়তা প্রদানের জন্য চা আমদানির ওপর ট্যারিফ আরোপ করা হয়েছে।

    ঢাকাস্থ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত চা প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল থাকবে। চা শিল্পের যন্ত্রপাতি প্রদর্শনের জন্য চারটি প্রতিষ্ঠান অংশ নিবে। এতে কোন প্রবেশ মূল্য থাকবে না। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকেবে।

    অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. সাফিনুল ইসলাম, বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান আরদাশির কবিরসহ মন্ত্রণালয় ও টি এ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#
বকসী/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৬৫


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব
জাতীয় মোল্যুকুলার রিসার্চ সেন্টার নির্মাণে জমি নির্ধারণ

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় মোল্যুকুলার রিসার্চ সেন্টার নির্মাণের জন্য রাজধানীর মহাখালীতে বিএমআরসি ভবন সংলগ্ন তিন একর জমি নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সেন্টার নির্মাণের জন্য জমি বরাদ্দের বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বরাদ্দকৃত স্থান থেকে প্রয়োজন অনুযায়ী জমি ব্যবহার করে বাকী অংশ স্বাস্থ্য বিভাগের অনুকূলে ন্যস্ত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এর ভাইস চেয়ারম্যান, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, বিএসএমএমইউ এর উপউপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৮৬৪

যুব উন্নয়ন সাবকমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :
ইউএনএফপিএ-এর অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (ঝচঈচউ) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘যুব উন্নয়ন সাবকমিটির বিশেষ সভা আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুব সমাজকে প্রয়োজনীয় শিক্ষা, কারিগরি জ্ঞান ও প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদে রূপান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি বিশ্বের কোন কোন দেশে ডেমোগ্রাফি ডিভিডেন্ট সফল হয়েছে এবং কোন কোন দেশে হয়নি তার একটি তালিকা পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করে। বৈঠকে যুব সমাজের জন্য বিদেশে সঠিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে যুব উন্নয়ন কমিটির সভা করার সুপারিশ করা হয়। কমিটি যথাশীগ্র সম্ভব সকল সংসদ সদস্যকে যুব উন্নয়ন সম্পর্কিত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে যথাযথ ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সুপারিশ করে।  
বৈঠকে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে যুব উন্নয়ন সম্পর্কিত খাত-ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি প্রদান করা হয়।
কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে যুবনীতি পর্যালোচনা করার উদ্যোগের প্রচেষ্টা হিসাবে একটি দৃশ্যমান কর্মশালা আয়োজন করার সুপারিশ করে।
বৈঠকে এসপিসিপিডি বার্ষিক পরিকল্পনা ২০১৬-তে গৃহীত যুব উন্নয়ন সংক্রান্ত সকল কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার সুপারিশ করে।  
যুব উন্নয়ন সাবকমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম এবং বেগম শিরীন আখতার।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৮৬১

অভিবাসন প্রক্রিয়ার মান উন্নয়ন এবং অভিবাসী 
কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে সরকার

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) :     
সরকার অভিবাসন প্রক্রিয়ার মান উন্নয়ন এবং অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আজ শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সিআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
  মন্ত্রী বলেন, বাংলাদেশি প্রবাসী কর্মীরা তাদের মেধা, শ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার দেশের প্রচলিত প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিকায়ন এবং তা উন্নত দেশের উপযোগী ও স্বীকৃত মানে নিয়ে যেতে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ করে যাচ্ছে এবং এ বিষয়ে উন্নয়ন সহযোগিরা বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। 
তিনি আরো বলেন, বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নত দেশসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বীকৃতি পেলে আমাদের প্রশিক্ষিত কর্মীদের জন্য অধিকহারে কর্মসংস্থান হবে এবং তারা দেশের উন্নয়নে অধিকতর সম্পৃক্ত হতে পারবেন। 
    অনুষ্ঠানে ১০১৫ সালের জন্য নির্বাচিত ১২ জন সিআইপি-কে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১০ জনকে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে এবং ২ জনকে বিদেশে বাংলাদেশি পন্যের আমদানিকারক হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।  এছাড়া অনুষ্ঠানে প্রবাসী কর্মীর সন্তানদের ৪টি ক্যাটাগরিতে ৪ জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে মোট ৪টি ক্যাটাগরিতে ১০৭৬ জন ছাত্রছাত্রীকে প্রায় দেড় কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
    অনুষ্ঠানে মন্ত্রী মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন ও নানা সমস্যার কথা শোনেন। আলোচনা শেষে মন্ত্রী অভিবাসন মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের অভিবাসী মেলায় ৫০টি আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠান, অভিবাসী বিষয়ক বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা, রিক্রুটিং এজেন্সিসমূহ ও সরকারি প্রতিষ্ঠানসমূহের ৬০টি স্টল অংশগ্রহণ করে।  
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব বেগম শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস। 
#

জাহাঙ্গীর/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/শামীম/২০১৬/১৬০০  ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৮৬০ 

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ৪ পৌষ (১৮ ডিসেম্বর) : 
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬১তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, মো. রুস্তম আলী ফরাজী, আ ফ ম রুহুল হক, মো. আফসারুল আমীন, মইন উদ্দীন খান বাদল এবং রেবেকা মমিন বৈঠকে অংশগ্রহণ করেন। 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০০৮-২০০৯ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৮-২০০৯ এর অনিষ্পন্ন অডিট আপত্তির ওপর কমিটির ৩৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও সাধারণ সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয় এবং যে সিদ্ধান্তগুলো অদ্যাবধি বাস্তবায়িত হয়নি সেগুলো গৃহীত সিদ্ধান্তের আলোকে  দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। 
বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল ডিভাইস আমদানির ক্ষেত্রে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা জারী করা হয়েছে তা বাতিল করার সুপারিশ করা হয়। এছাড়া, বৈঠকে বাংলাদেশের সকল হাসপাতাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে  নিয়মিত পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়। 
সিএন্ডএজি মাসুদ আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ  মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তা, অডিট অফিসের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ¬¬¬¬¬¬¬¬-বৈঠকে উপস্থিত ছিলেন।

#

নুরুল হুদা/অনসূয়া/নুসরাত/দীপংকর/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৫০০ ঘণ্টা 

 

Todays handout (5).docx Todays handout (5).docx