Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০১৫

তথ্যবিবরণী 05/03/2015

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৬৪

ত্রাণমন্ত্রীর সাথে বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ে সক্ষমতা অর্জন করেছে। একই সময়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাও অর্জন করেছে। উপযুক্ত সহযোগিতা পেলে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করতে পারে-এর মাধ্যমে বাংলাদেশ দেখিয়েছে। এ সফলতায় উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার বিশেষ ভূমিকা বাংলাদেশের জনগণ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
    বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ক্রিস্টা রাডার (ঈযৎরংঃধ জধফধৎ) আজ সচিবালয়ে ত্রাণমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উল আলম এবং অতিরিক্ত সচিব শহিদুল্লাহ মিয়া এসময় উপস্থিত ছিলেন।
    খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সফলতায় বাংলাদেশ গর্ববোধ করতে পারে বলে বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি মন্তব্য করেন। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বাংলাদেশের এ সফলতাকে ঈর্ষণীয় বলে তিনি মতপ্রকাশ করেন। এসময় তাঁরা পারস্পরিক সহযোগিতায় চলমান বিষয়গুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। রিফিউজি ক্যাম্পে সরাসরি খাদ্যের পরিবর্তে স্মার্টকার্ডের আদলে ফুডকার্ড প্রবর্তনকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে ক্রিস্টা রাডার উল্লেখ করেন। বাংলাদেশের জন্য এ ধরনের ক্যাশ সাপোর্ট ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন।

#


ওমর ফারুক/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৬২

বিসিএস প্রিলিমিনারি টেস্টের পরীক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

    আগামীকাল অনুষ্ঠেয় ৩৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রার্থীদের বিজ্ঞাপনের শর্তানুসারে  মোবাইলফোন, সবধরনের ইলেক্ট্রোনিক  যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বইপুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।

    প্রিলিমিনারি  টেস্টে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। প্রবেশপত্রের ৪ নং অনুচ্ছেদে ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য।

    পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থীর নিকট  মোবাইল ফোন, ইলেক্ট্রোনিক  যোগাযোগযন্ত্র, বইপুস্তক, ব্যাগ এবং ক্যালকুলেটর পাওয়া  গেলে তা বাজেয়াপ্তসহ বিসিএস পরীক্ষা বিধিমালার বিধিভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীতব্য সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য  ঘোষণা করা হবে।

    সুতরাং পরীক্ষার দিন  মোবাইলফোন, ইলেক্ট্রোনিক যোগাযোগযন্ত্র, বইপুস্তক এবং ব্যাগ না আনার জন্য সকল প্রার্থীকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

#

ফায়জুল/নবী/মোশারফ/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৬১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (পাস) ও
প্রফেশনাল ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ ৯ মার্চ

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা ৯ মার্চ প্রকাশ করা হবে। উভয় ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথম বর্ষ স্নাতক (পাস) এর ক্ষেত্রে (ঘট<ংঢ়ধপব> অঞউএ<ংঢ়ধপব>জড়ষষ ঘড় এবং প্রফেশনাল এর জন্য (ঘট<ংঢ়ধপব>অঞচঐ <ংঢ়ধপব>জড়ষষ ঘড়  লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে ফল পাওয়া যাবে।
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে জানা যাবে।
#

ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৬০

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
    দশম জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা এবং আবুল কালাম মোঃ আহ্সানুল হক্ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে কমিটি কর্তৃক শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।    
    সাভার চামড়াশিল্প এলাকা পরিদর্শন প্রতিবেদন কমিটি কর্তৃক বৈঠকে গৃহীত হয়। পরিদর্শন রিপোর্টে আগামী ৩০ জুনের মধ্যে ঢাকার হাজারীবাগ থেকে সকল ট্যানারিশিল্প কারখানা সাভার চামড়াশিল্প এলাকায় স্থানান্তরের সুপারিশ করা হয়।
    সাভার চামড়াশিল্প এলাকায় সকল প্লট বরাদ্দ করার পরও হাজারীবাগে যদি আর কোনো ট্যানারি কারখানা থেকে যায়, সেগুলোও প্রয়োজনে প্রকল্পসংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের সুপারিশ করা হয়।
    ট্যানারি কারখানার মালিকদের ক্ষতিপূরণ প্রদানের অর্থ নির্ধারিত হার পরিবর্তন করে অন্যান্য সাধারণ ঠিকাদারি কাজের ন্যায় রানিং বিল হিসেবে পরিশোধ করার সুপারিশ করা হয়।
    সম্ভাবনাময় চামড়াশিল্প বিকাশে নীতি সহায়তাসহ স্বল্পসুদে (ঝড়ভঃ খড়ধহ) ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
     বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

সাব্বির/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ৬৫৯

দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ২টি বিলে আজ তাঁর সম্মতি দিয়েছেন।

     বিলগুলো হলো-সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল, ২০১৫ এবং বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল, ২০১৫।

#

ফায়জুল/মিজান/জসীম/আবব্াস/২০১৫/১৮৫৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৬৫৮


সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর  বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, মোহাম্মদ আমান উল্লাহ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, বেগম রেবেকা মমিন, মোঃ শামসুল হক টুকু, মোঃ রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্র্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট কার্যালয়, ঢাকা এর  ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরের হিসাবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৭-০৯ এর আপত্তির অনুচ্ছেদ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০ ও ১১ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ  করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর অননুমোদনযাগ্য খরচকে মোট আয়ের সাথে যোগ না করায় আয়কর বাবদ ৫৭কোটি ৭১ লাখ ১ শত ৬৮ টাকা কম ধার্য, প্রাইম ব্যাংক লিঃ এর অনুমোদনযোগ্য নয় এমন খরচকে মোট আয়ের সাথে যোগ না করে আয় নিরূপণ করায় আয়কর বাবদ ৩৭ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৪শত ৫৮ টাকা কম ধার্য, সাউথ ইস্ট ব্যাংক লিঃ এর অননুমোদনযোগ্য খরচকে আয়ের সাথে যোগ না করে মোট আয় নিরূপণ করায় আয়কর বাবদ ৩৪ কোটি ৭৮ লাখ ৮১ হাজার ৯শত ৬৩ টাকা কম ধার্য, পূবালী ব্যাংক লিঃ অননুমোদনযোগ্য খরচকে আয়ের সাথে যোগ না করে মোট আয় কম নিরূপণ করে রিটার্ন দাখিল করায় আয়কর বাবদ ১৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৭৫ টাকা কম প্রদান এবং এক্সিম ব্যাংক লিঃ এর অননুমোদনযোগ্য খরচকে অনুমোদন করে মোট আয় কম নিরূপণ করায় আয়কর বাবদ ২৩ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৯শত ২২ টাকা কম ধার্য মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি এনবিআরকে আলোচ্য বিষয়ে ট্রাইব্যুনাল প্রদত্ত রায় পর্যালোচনাপূর্বক  যথাযথ বিবেচিত না হলে হাইকোর্টে আপিলের বিষয়টি বিবেচনার জন্য বৈঠকে সুপারিশ করে।
বৈঠকে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের বাদযোগ্য সীমার অতিরিক্ত খরচ দাবি করে মোট আয় হ্রাস করায় আয়কর বাবদ  ৫৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৬ শত ২০ টাকা কম প্রদান, ৫টি বাণিজ্যিক ব্যাংক কর্তৃক অতিরিক্ত প্রফিট ট্যাক্স বাবদ ২২ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ২ শত ০৬ টাকা প্রদান না করায় রাজস্ব ক্ষতি, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ কর্তৃক অনুমোদনযোগ্য নয় এমন খরচ মোট আয়ের সাথে যোগ না করায় আয়কর বাবদ ৪ কোটি ১৩ লাখ ১৩ হাজার ১৬ টাকা কম প্রদান এবং এনসিসি ব্যাংক লিঃ এর রাইট অভ্ এর বিপরীতে আদায়কৃত টাকা  এবং মোট আয়ের সাথে যোগ না করায় আয়কর বাবদ ১ কোটি ০৮ লাখ ১৭ হাজার ২শত ৭০ টাকা কম ধার্য ও প্রদান মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি এ সকল বিষয়ে দায়েরকৃত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণপূর্বক সার্বিক অগ্রগতি অডিট অফিসের মাধ্যমে কমিটির নিকট উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ কর্তৃক নিট সেলস কম প্রদর্শনের ফলে মোট আয় কম নিরূপণ হওয়ায় আয়কর বাবদ ৩ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার ৬শত ৬৫ টাকা কম প্রদান মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়সমূহ, শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্র, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও বাংলাদেশ কলেজ অভ্ লেদার টেকনোলজি, ঢাকার ২০০৮-০৯ এবং তদপূর্ববর্তী ২০০১-০৮, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরের  হিসাবের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০০৭-০৯ এর ওপর কমিটির ৮ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
    এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ বিভাগের সচিব মোঃ নজিবুর রহমান, শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিবৃন্দ, এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা, অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

হুদা/ফায়জুল/মিজান/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৫৭

জাতীয় সংসদ জাদুঘর স্থাপনে পরামর্শসভা অনুষ্ঠিত

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
    ডেপুটি স্পিকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক “জাতীয় সংসদ জাদুঘর” স্থাপন বিষয়ক একটি পরামর্শসভা আজ সংসদভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়।
    জাতীয় সংসদকে কেন্দ্র করে একটি জাদুঘর স্থাপনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এ জাদুঘরের থিম কী হবে, কীভাবে তা উপস্থাপন করা হবে, উপস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, জাদুঘরের স্থান এবং স্থাপন কৌশল নির্ধারণ ইত্যাদি বিষয়ে প্রাথমিক আলোচনার জন্য এ সভার আহ্বান করা হয়।
    সভায় ডেপুটি স্পিকার বলেন, বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে পার্লামেন্টভবনকে কেন্দ্র করে এধরণের জাদুঘর রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের লোকসভায়ও একটি সমৃদ্ধ জাদুঘর রয়েছে, তাই জাতীয় সংসদে যদি একটি জাদুঘর স্থাপন করা যায় তাহলে এ প্রতিষ্ঠান আরো বেশি সমৃদ্ধ হবে। জাদুঘর স্থাপনের এ মহৎ উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় সংসদের সদস্যসহ দেশবাসী ও বিদেশি দর্শনার্থী বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হবে।   
    সভায় জাতীয় সংসদের স্পিকারের সম্মতিক্রমে বিশেষজ্ঞ সদস্যদের নিয়ে জাদুঘর বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
    সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, বুয়েটের স্থাপত্য ও প্রকৌশল বিভাগ প্রধান, বাংলা একাডেমির মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকসহ সংশ্লিষ্ট স্থপতি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

স¦পন/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৫৬

সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে
                                                             -- মৎস্য প্রতিমন্ত্রী

ফুলতলা (খুলনা), ২১ ফাল্গুন (৫ মার্চ) :
    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরহস্তে দমনে বদ্ধপরিকর।
    প্রতিমন্ত্রী আজ ফুলতলা উপজেলার দামোদর রাধা গোবিন্দ সার্বজনীন পূজামন্দির উদ্বোধন ও দোলপূর্ণিমা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল মানুষ তাদের স্ব স্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করছে। এ ধারা যাতে কোনো মহল বিনষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য তাঁর পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।
    দামোদর মন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুলু বিলকিস বানু এবং স্বাগত দামোদর মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল বক্তৃতা করেন।
#

জাকির/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৬৫৫

চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদপত্র সাময়িক বাতিল ঘোষণা

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
        চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদপত্র সাময়িক বাতিল ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্রগুলো হচ্ছে মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত “পাগল তোর জন্যরে”, মোঃ আব্দুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত “কিছু আশা কিছু ভালবাসা”, শাহ আলমগীর বাচ্চু প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিত “খুনী বিল্লা” এবং খোরশেদ আলম খসরু প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত “নগদ”।
    চলচ্চিত্র চারটির মধ্যে “পাগল তোর জন্যরে” ও “কিছু আশা কিছু ভালবাসা” চলচ্চিত্র দুটি সেন্সরবোর্ড কর্তৃক কর্তনকৃত দৃশ্য সংযোজন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর বিবেচনার জন্য সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃক জমা দেয়া হয়। জুরি বোর্ডের সদস্যগণ পরীক্ষণকালে এ চলচ্চিত্র দু’টিতে কর্তনকৃত দৃশ্য দেখতে পান।
    অপরদিকে “খুনী বিল্লা” ও “নগদ” চলচ্চিত্র দু’টিতে সেন্সরবোর্ড কর্তৃক কর্তনকৃত দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য প্রেক্ষাগৃহে প্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট দ্বারা প্রচারকার্য চালানো হয়।
    এ সকল কারণে চলচ্চিত্রগুলোর সেন্সর সনদপত্র সাময়িক বাতিল করা হয়েছে। চলচ্চিত্র চারটি কোথাও প্রদর্শন করা যাবে না।  
#

নিজামুল/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৬৫৪

আলিফের মৃত্যুতে শোক জানাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সড়ক দুর্ঘটনায় কৃষি অনুষদের প্রথমবর্ষের ছাত্র আলী আহমেদ আলিফের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের সমবেদনা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতিও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

    এসময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা, উপউপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভুঁইয়া, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে সড়ক দুর্ঘটনায় যাতে আর কোনো শিক্ষার্থীর মৃত্যু না হয় সেজন্য ১০ দফা সুপারিশমালা বাস্তবায়নের অনুরোধ জানান।

    উল্লেখ্য, গত ৩ মার্চ নির্বাচন কমিশনের পার্শ্বের সড়কে বাস থেকে নামার পর পিছন থেকে অপর একটি বাস আলিফকে চাপা দেয়। গত কয়েকমাসের মধ্যে আরেক ছাত্র শাহীনও একইভাবে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

#
ঢালী/ফায়জুল/মিজান/সঞ্জীব/আবব্াস/২০১৫/১৭৪৭ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৬৫৩

চা আমদানি নিরুৎসাহিত করে উৎপাদন বাড়াতে হবে
                                           -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চা আমদানি নিরুৎসাহিত করে উৎপাদন বাড়াতে হবে। বাংলাদেশের অনেক অঞ্চলের মাটি উন্নতমানের চা উৎপাদনের জন্য বেশ উপযোগী। সেখানে চা উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ২০১৩ সালের হিসাবমতে ৫৮ হাজার ৭১৯ হেক্টর জমিতে ৬৬ দশমিক ২৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, বর্তমানে এদেশের অভ্যন্তরীণ চাহিদা ৬৪ মিলিয়ন কেজি। এসময় ১৩৩ দশমিক ৪ মিলিয়ন টাকা মূল্যের শূন্য দশমিক ৫৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে। দেশে চা ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। দেশে চায়ের চাহিদা ৩ দশমিক ২৩ ভাগ হারে বাড়ছে, অপরদিকে আমাদের উৎপাদন ২ ভাগ হারে বাড়ছে।
    মন্ত্রী আজ ঢাকার কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলনকেন্দ্রে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড আয়োজিত “উন্নয়নের পথনকশা : বাংলাদেশের চা শিল্প” শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, দেশের উত্তর অঞ্চলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলায় উন্নতমানের চা উৎপাদন শুরু হয়েছে। সরকার চা উৎপাদনকারীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আমাদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগালে চা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে বিপুল পরিমাণ চা বিদেশে রপ্তানি করা সম্ভব।
    তোফায়েল আহমেদ বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশের চাশিল্পের উন্নয়নের জন্য কৌশলগত কর্মপরিকল্পনা - ভিশন ২০২৫ বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছে। দেশে আরো ৪ হাজার ৬৯৮ হেক্টর অনাবাদি জমিতে ১২ মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের চাহিদা পূরণ করে বিপুল পরিমাণ উন্নতমানের চা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এ জন্য চাশিল্পের উন্নয়নে সময়োপযোগী প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী ও মোঃ শওকত আলী ওয়ারেছী বক্তব্য রাখেন। কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের চা উৎপাদনকারী এবং চা ব্যবসায়ীগণ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
#

বকসী/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৬৫২

কংগ্রেসম্যান ম্যাট স্যালমনের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সাক্ষাৎ

ওয়াশিংটন, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

    যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল ৪ মার্চ রিপাবলিকান কংগ্রেসম্যান ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের এশিয়া প্যাসিফিক বিষয়ক উপকমিটির  নবনিযুক্ত সভাপতি ম্যাট স্যালমনের সাথে তাঁর ক্যাপিটাল হিলস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।

    বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, এ মুহুর্তে সংগ্রাম কার্যত উগ্রবাদী, যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। সরকার স্বাধীনতাবিরোধী এবং উগ্রবাদীদের নির্মূলে বদ্ধপরিকর। বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাবিধানে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রদূত আরো জানান, সাধারণ জনগণ বিএনপি ও তার মিত্রদের ধ্বংসাত্মক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে সাড়া দেয়নি। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।  

    রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ এবং ঐতিহ্যগতভাবে সকল ধর্মের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বন্ধুপ্রতীম রাষ্ট্রকে নিয়ে সন্ত্রাসদমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    রাষ্ট্রদূত কংগ্রেসম্যানকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সম্পর্কে অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে নারীদেরকে দেশের মূলধারায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বাজারে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত  প্রবেশাধিকার প্রদানের জন্য অনুরোধ জানান।  

    কংগ্রেসম্যান ম্যাট স্যালমন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে অবহিত করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শুল্ক ও কোটামুক্ত পণ্যের প্রবেশাধিকারের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা  করবেন বলে আশ^াস দেন। কংগ্রেসম্যান স্যালমন রাষ্ট্রদূত জিয়াউদ্দিনকে  কার্যকালীন সময়ে সকল সম্ভাব্য সহায়তা প্রদানের আশ^াস প্রদান করেন।

    বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
নাঈম উদ্দিন/ফায়জুল/মোহাম্মদ আলী/রেজ্জাকুল/২০১৫/১৬৫৫  ঘণ্টা   
 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৬৫১

সহিংসতা ও সংলাপ একসাথে চলতে পারে না
                      - সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
       ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

        সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সহিংসতা ও সংলাপ একসাথে চলতে পারে না। বোমা মেরে মানুষ হত্যা করে সংলাপে বাধ্য করার কথা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন।

        মন্ত্রী আজ সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পেট্রোলবোমা হামলায় দগ্ধ রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

        এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নাশকতা ও সহিংসতা আন্দোলন নয়। সংলাপ চাইলে নাশকতা বন্ধ করতে হবে। নাশকতাকে এক ধরণের আত্মঘাতী প্রবণতা হিসেবে অভিহিত করে তিনি বলেন, কথিত আন্দোলনকারীদের এ প্রবণতা রুখে দিতে হবে। আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে তারা এ সর্বনাশা খেলায় মেতে উঠেছে। বোমা মেরে সরকার পতনের নজির পৃথিবীর কোথাও নেই বলেও তিনি মন্তব্য করেন।

        অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৫ জানুয়ারি হতে অদ্যাবধি ৬৩ জন গাড়িচালক ও হেলপার পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যান।

        এসময় মন্ত্রী একুশে বইমেলায় তাঁর সম্প্রতি প্রকাশিত দুটি বইসহ ইতঃপূর্বে প্রকাশিত তাঁর অন্যান্য বইয়ের রয়্যালিটি থেকে প্রাপ্ত সকল আয় ও স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ ৪০ হাজার টাকা চিকিৎসাধীন রোগীদের অনুদান প্রদান করেন। উল্লেখ্য, বর্তমানে ৫৪ জন রোগী পেট্রোলবোমা হামলায় দগ্ধ হয়ে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন, যাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

        পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বার্ণ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
#

       নাছের/ফায়জুল/মিজান/মোহাম্মদ আলী/রেজ্জাকুল/২০১৫/১৬৪৮ ঘণ্টা   

 

 

 

 

 

 

 

 

 

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৬৪৮

 

বাংলাদেশ ক্রিকেটদলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৫-এ নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ড-এর বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের প্রচ- আত্মবিশ্বাস ও টিম স্পিরিট বজায় রাখার ফলেই প্রতীক্ষিত এ বিজয় অর্জিত হলো। তিনি বিজয়ের এই ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল উপহার দেয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

ক্রীড়া উপমন্ত্রীর অভিনন্দন
আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৫ নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ড-এর বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
#
শফিকুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/রেজ্জাকুল/বিপু/২০১৫/১৩৩০ ঘণ্টা   
 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৬৪৭

বাংলাদেশ ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :

বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেটদলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেপুটি স্পিকারের অভিনন্দন

বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ জাতীয়দলকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি&l

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon