Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুলাই ২০১৫

তথ্যবিবরণী 07/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮২১

 

তথ্যমন্ত্রীর আশাবাদ

সরকার ও জনগণের মধ্যে  যোগসূত্র রক্ষায়

তথ্য ক্যাডার কর্মকর্তাগণ আরো জোরালো ভূমিকা রাখবেন

 

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :

 

          তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের  দোরগোড়ায়  পৌঁছে  দিতে তথ্য ক্যাডার কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি তাঁরা জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষা সরকারের নিকট তুলে ধরতে ভূমিকা রাখছেন। সরকার ও জনগণের মধ্যে নিবিড়  যোগসূত্র রক্ষায় ভবিষ্যতেও তথ্য ক্যাডার কর্মকর্তাগণ আরো  জোরালো ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

          মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ  প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

          ইফতার মাহফিলে তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন,  সেক্রেটারি জেনারেল স ম  গোলাম কিবরিয়া, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

 

মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯২০

বাজার তদারকি
৩৬ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, গাইবান্ধা, সিলেট, ফরিদপুর, গোপালগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৬টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর পল্টন এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে রাজধানী হোটেলকে ১০ হাজার টাকা, রাজ হোটেলকে ১০ হাজার টাকা ও আলাউদ্দিনের ইফতারি বাজারকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে সিটি জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যেরমোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ প্রভৃতি অপরাধে ব্রাহ্মণবাড়িয়া সদরের ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, সিলেট সদরে ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ’ টাকা, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ’ টাকা, গোপালগঞ্জ সদরের ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, নরসিংদী সদরের ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা ও মানিকগঞ্জ সদরের ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
#
মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৯১৯
একনেকে ১০ হাজার ৫৫৩ কোটি টাকার ৮ টি প্রকল্প অনুমোদন

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :
    চলতি অর্থবছরের প্রথম একনেক সভায় ১০ হাজার ৫৫৩ কোটি টাকার মোট ৮ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
    প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে আজ ঢাকার শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এ প্রকল্পসমূহের অনুমোদন দেয়া হয়।
    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৬টি নতুন এবং ২টি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন
 ৮ হাজার ৭১০ কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৯৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৪৪৮ কোটি টাকা।
    সংসদ সদস্যদের নিজস¦ এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট প্রভৃতি অবকাঠামো নির্মাণের জন্যে প্রত্যেক সংসদ সদস্যকে বিশ কোটি টাকা করে বরাদ্দ দিবে সরকার। ২৮৪ জন সংসদ সদস্য বছরে চার কোটি টাকা করে পাঁচ বছরে এ পরিমাণ টাকা পাবেন। সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা আপাতত এ বরাদ্দ পাবেন না। তবে অচিরেই সিটি কর্পোরেশন এলাকার সংসদ সদস্যদের জন্যে আলাদা একটি প্রকল্প গ্রহণ করা হবে।
    ‘অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ নামক এ প্রকল্পটি বাস্তবায়নের জন্যে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৭৬ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত করবে।
    সভায় জানানো হয়, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪৬৬ কি.মি. উপজেলা সড়ক, ১ হাজার ৪৩০ কি.মি. ইউনিয়ন সড়ক এবং ৬ হাজার ১৭৩ কি.মি. গ্রাম সড়কের উন্নয়ন হবে। সেই সাথে ৪ হাজার ৫৯৭ কি.মি. পল্লি সড়ক রক্ষণাবেক্ষণের কাজও সম্ভব হবে।
    বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ও মানবপাচার রোধে এবং ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আজকের একনেক সভায় এ সংক্রান্ত দুটো প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে একটি প্রকল্প নতুন এবং অপরটি সংশোধিত। অনুমোদিত প্রকল্প দু’টির মোট ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি টাকা।
    অপরদিকে, ‘সীমান্ত এলাকায় বিজিবি’র ৬০টি বিওপি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সীমান্ত এলাকায় ৬০টি বর্ডার আউটপোস্ট নির্মিত হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ভারত ও মিয়ানমারের সাথে আমাদের সীমান্তে সর্বমোট ৮৮৩টি ক্যাম্প রয়েছে। এরমধ্যে ৬৬৭ টি ক্যাম্পের ভবন ইতোমধ্যে নির্মিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের একুশটি সীমান্তবর্তী জেলার ৬০টি ক্যাম্পের ভবন নির্মাণ করা হবে।
    পরিকল্পনামন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর ১৯টি পুরোনো জরাজীর্ণ অস্ত্রাগারের স্থলে পর্যাপ্ত সুবিধাসহ আধুনিক অস্ত্রাগার নির্মাণ করবে সরকার। এজন্য আজকের সভায় ৬২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
    অপরদিকে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৬টি নতুন জাহাজ ক্রয় করবে। একনেক সভায় এ সংক্রান্ত আরো একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে
১ হাজার ৮৪৩ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে প্রকল্প সাহায্য ১ হাজার ৪৪৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৯৫ কোটি টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২০১৮ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
    সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#


তাপস/মিজান/নবী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯১৮

জুন মাসের মূল্যস্ফীতি ৬ দশমিক ২৫ শতাংশ

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :
     ২০১৫ সালের জুন মাসের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৫ শতাংশে। একই বছরের মে মাসে এ হার ছিলো ৬ দশমিক ১৯ শতাংশ। আজ একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। পরিকল্পনা মন্ত্রী বলেন, রমজানের কারণে এ মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে’।
    মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিলো ৬ দশমিক ৪১ শতাংশ। এটি গত তিন বছরের মধ্যে সর্বনি¤œ। সরকারের লক্ষ্য ছিলো বছরের গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখা। সরকার তা করতে পেরেছে। এটা সরকারের সক্ষমতারও প্রমাণ বহন করে।
    জুন মাসের মূল্যস্ফীতি থেকে দেখা যায় খাদ্যখাতে মূল্যস্ফীতি ৬ দশমিক ৩২ শতাংশ। গতমাসে তা ছিলো ৬ দশমিক ২৩ শতাংশ। অপরদিকে, খাদ্য বহির্ভূতখাতে মূল্যস্ফীতি ছিলো ৬ দশমিক ১৫ শতাংশ। গতমাসে তা ছিলো ৬ দশমিক ১৪ শতাংশ।
    এদিকে, গ্রামের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতি ৫ দশমিক ৯০ শতাংশ। খাদ্যখাতে এ হার ৫ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্য বর্হিভূতখাতে ৬ দশমিক ১৬ শতাংশ।
    অপরদিকে, শহরের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতি ৬ দশমিক ৯১ শতাংশ। খাদ্যখাতে এ হার ৭ দশমিক ৬৪ শতাংশ এবং খাদ্য বর্হিভূতখাতে ৬ দশমিক ১৪ শতাংশ।
    একনেক পরবর্তী সভায় আরো জানানো হয় এ বছরের মে ও জুন মাসে জাতীয় মজুরি হার যথাক্রমে ৯ দশমিক ৪৪ ও ৯ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
#

তাপস/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৮১৭

 

চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি যে কোনো মূল্যে নিশ্চিত করা হবে

                                                           -- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্টদের তৎপর হবার জন্য তাগিদ দেন।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স¦াস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিগত ছয়মাসের হাসপাতাল পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতাকালে এ নির্দেশ প্রদান করেন। দেশে প্রথমবারের মত হাসপাতাল পরিদর্শন প্রতিবেদন নিয়ে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। সভার গত ছয়মাসের ১৮ জন কর্মকর্তার ২৩টি প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধিকাংশ ক্ষেত্রে গ্রামীণ পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা গেলেও বেশ কিছু স্থানে কর্তব্যে অবহেলার বিষয়টি কোনো ভাবেই কাম্য নয়। পূর্ণাঙ্গ প্রতিবেদন পুঙ্খানুুপুঙ্খভাবে পর্যালোচনা করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  

তিনি বলেন, হাসপাতাল ব্যবস্থাপনার সার্বিক মান এখনো আশানুরূপ পর্যায়ে আনতে না পারা দুঃখজনক। এ জন্য চিকিৎসকদের উপস্থিতি, হাসপাতাল স্থাপনার সংস্কার, যন্ত্রপাতির যথাযথ রক্ষাণাবেক্ষণসহ সকল বিষয়ের প্রতি সর্বোচ্চ নজরদারি বাড়াতে হবে। সকল প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবন সংস্কার, হাসপাতালের শয্যা ও পরিবেশ উন্নয়ন এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন মন্ত্রী। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করারও পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে সকল হাসপাতালের চিকিৎসক উপস্থিতিসহ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে নিয়মিত বৈঠক করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ওপর দায়িত্ব প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় এবং বিভাগ ও জেলা পর্যায়ের যে সব কর্মকর্তা পরিদর্শনে গাফিলতি করবেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে পরিদর্শনের জন্য উপযুক্ত দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেয়া হবে।

সভায় হাসপাতালের সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামীতে সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং জেলার সিভিল সার্জনসহ ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মন্জুুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

          বর্তমানে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদেরকে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রতি দু’মাসে একবার প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়াও ‘হ্যালো ডক্টরস’ কর্মসূচির আওতায় তাঁদেরকে ঐসকল হাসপাতালে ফোন করে চিকিৎসকদের উপস্থিত মনিটরিং করে প্রতি মাসে দু’বার প্রতিবেদন জমা দেয়ার জন্য আদেশ জারি করা হয়েছে। হাসপাতালের যন্ত্রপাতির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্যেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের পৃথক পরিদর্শন দল বর্তমানে দেশব্যাপী কাজ করছে।

#

পরীক্ষিৎ/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব এবং প্রথম পর্ব পরীক্ষার সময়সূচি

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ২৪ আগস্ট শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত এবং ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা আগামী ২২ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

    পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে জানা যাবে।

#

ফয়জুল/মিজান/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/১৭৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯১৫

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৩১তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, আ ফ ম রুহুল হক, মোঃ শামসুল হক টুকু, মোঃ রুস্তম আলী ফরাজী ও বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্রবাহিনী বিভাগের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও আন্তঃবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ২০০৮-৯ এবং তদপূর্ববর্তী ২০০৬-৭ ও ২০০৭-৮ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশ মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৯-১০ এর ১১টি অডিট আপত্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  
তন্মধ্যে আমদানিকৃত ইস্যুজু ট্রাকের সাথে শতকরা ৫ ভাগ স্পেয়ারপার্টস যুক্ত করে অনিয়মিত ক্রয় সম্পাদন করায় প্রায় ১ কোটি ৯৮ লাখ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের এডমিশন ফরম বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা না করায় প্রায় ৩৭ লাখ, ব্যর্থ সরবরাহকারীর নিকট থেকে অতিরিক্ত ব্যয়িত অর্থ আদায় না করায় প্রায় ৮৭ লাখ ৮৪ হাজার, ইজারাদারের নিকট থেকে ভূমি ইজারা বাবদ গৃহীত মূল্যের ওপর ভ্যাট আদায় না করায় প্রায় ৫ কোটি, বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ট্রান্সফরমার ও সুইচ গিয়ার ক্রয়ের চুক্তি সম্পাদন ও বিল পরিশোধ করায় প্রায় ১৪ লাখ টাকার আর্থিক ক্ষতি উল্লেখযোগ্য।
কমিটি অডিট আপত্তিগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিকট থেকে অর্থ আদায়সহ আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাবনিরীক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

শিবলী/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯১৪

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৩ আষাঢ় (৭ জুলাই) :
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল মালেক, খন্দকার আবদুল বাতেন, শেখ মোঃ নূরুল হক ও শিরিন নাঈম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বর্তমান মৌসুমে ধান ও গম সংগ্রহ, গম আমদানি এবং খাদ্যগুদাম নির্মাণের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। কমিটি নির্মাণাধীন খাদ্যগুদাম প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সুপারিশ করে।
যথাযথ প্রক্রিয়ায় দেশের কৃষকদের কাছ থেকে ধান ও গম সংগ্রহের জন্য বৈঠকে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া, সরকারি সিদ্ধান্ত অবশ্যই সুষ্ঠুভাবে ও সততার সাথে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে আমদানিকৃত গমের সমর্থনে ছাড়পত্র এবং বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষার রিপোর্ট পরবর্তী কমিটিতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

হালিম/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭০০ঘণ্টা

 

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon