Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ১৬ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৬৫

এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউ হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :   

জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী আজ সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ’র সদরদপ্তরে অনুষ্ঠিত ১৪৯তম সভায় হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

১৬৭টি দেশের সমন্বয়ে  গঠিত আইপিইউ’র বিভিন্ন দেশের পার্লামেন্টের ৪৭ হাজার সদস্য মানবাধিকার বিষয় নিয়ে তাঁদের নিজ নিজ দেশে কাজ করে যাচ্ছেন। এ বি এম ফজলে করিম চৌধুরী ইতঃপূর্বে আইপিইউ’র  হিউম্যান রাইটস কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দু’মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের  এমপি অ. ঈষুফি  এর স'লাভিষিক্ত হলেন। 

২০১৬ সালে হিউম্যান রাইটস কমিটির ৪০ বছর পূর্ণ হবে।

#

এমাদুল/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৬৪

ইতিহাসবিকৃতি রোধ করছে গবেষকদের সত্য
                                     -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :   

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইতিহাসবিকৃতি, ধামাচাপা ও মিথ্যাচার- এ তিন অপকর্মের জাল ছিন্ন করে সত্য উদ্‌ঘাটন করছেন ইতিহাস ও রাজনীতি গবেষকরা। মুক্তিযুদ্ধ গবেষক শামছুল আরেফিনের গবেষণায় এটাই আবার প্রমাণিত হলো, বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের নেতা, তিনিই বীর আর রাজাকারেরা যুদ্ধাপরাধী।

    তথ্যমন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ এন্ড পাবলিকেশন্স আয়োজিত মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর অধিনায়ক এএসএম শামছুল আরেফিনের গবেষণার ৪০ বছরপূর্তি আলোচনাসভায় একথা বলেন।

    শিড়্গাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্‌রিয়ার আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা ও পঙ্কজ দেবনাথ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কলামিস্ট আবেদ খান, সাংবাদিক সৌম্য বন্দোপাধ্যায় এবং নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আলোচনায় অংশ  নেন। সাংবাদিক মঞ্জুরম্নল আহসান বুলবুল সভা সঞ্চালনা করেন।

    ১৯৫১ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণকারী এএসএম শামছুল আরেফিন ‘বাংলাদেশ ডকুমেন্টস ১৯৭১’, ‘মুক্তিযুদ্ধের প্রেড়্গাপটে ব্যক্তির অবস'ান’, ‘বাংলাদেশের নির্বাচন’, ‘জিয়া-মঞ্জুর হত্যাকা- এবং তারপর’সহ  মোট ২০টি গ্রনে'র প্রণেতা। ১৯৬৯ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে গুরম্নত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে মেজর হিসেবে অবসর নেয়া শামছুল আরেফিন গবেষণার পাশাপাশি গণমাধ্যমে কাজ করছেন।

#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৬৩

একটি বাড়ি একটি খামার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে
                                         -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ফরিদপুর, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :   

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্প ব্যাপক ভূমিকা রাখছে। এ প্রকল্প বাসত্মবায়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। 

প্রতিমন্ত্রী আজ ফরিদপুর জেলার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পলিস্নউন্নয়ন ও সমবায় বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। গত ৭ বছরে দেশের শিড়্গা, স্বাস'্য, কৃষি, বিদ্যুৎ ও অবকাঠামোতে রেকর্ড পরিমাণ উন্নয়ন কর্মকা- বাসত্মবায়ন করা হয়েছে। এসব খাতে গৃহীত সকল কর্মসূচি বাসত্মবায়িত হলে দেশে ধনী-দরিদ্রের ব্যবধান হ্রাস পাবে। 

তিনি সংশিস্নষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা ও আনত্মরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য ও গাফিলতি বরদাসত্ম করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
 
#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৬২

বাংলাদেশের তৈরিপোশাক শিল্প পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে
                           -- বাণিজ্যমন্ত্রী 

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :   

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে। এর মধ্যে তৈরিপোশাক থেকে আসবে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের তৈরিপোশাক কারখানাগুলো এখন কম্পস্নায়েন্স। এ খাতের ৮০ ভাগ শ্রমিক মহিলা। শ্রমিকদের স্বাস'্য, শিড়্গা, শিশু পরিচর্যাসহ কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বেতন বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশের তৈরিপোশাক শিল্প এগিয়ে যাচ্ছে। 

    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪ নং হলে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসোরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে চারদিনব্যাপী আয়োজিত গ্যাপেক্সপো-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

     বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসোরিজ এন্ড প্যাকেজিং সেক্টর দ্রত এগিয়ে যাচ্ছে। এক সময় এ সকল এক্সেসোরিজ বিদেশ থেকে আমদানি করে তৈরিপোশাক কারখানার চাহিদা পূরণ করা হতো। এখন এটি সম্ভাবনাময় শিল্প। আজ অভ্যনত্মরীণ চাহিদা পূরণ করে তা বিদেশে রপ্তানি করা হচ্ছে। তৈরিপোশাক খাতের ৫০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এখাতের অবদান থাকবে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সরকার রপ্তানি খাতকে উৎসাহিত করতে নতুন পণ্য রপ্তানিতে নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। এখাতে নগদ অর্থ সহায়তা প্রদানের বিষয়ে পরীড়্গানিরীড়্গা করে সিদ্ধানত্ম গ্রহণ করা হবে।

    বাংলাদেশ গার্মেন্টস এক্সেসারিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুলস্নাহ আল ইসলাম জ্যাকব, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ারম্নল ইালম চৌধুরী পারভেজ এবং অনুষ্ঠানের কোঅর্গানাইজার নন্দ গোপাল বক্তব্য রাখেন।

#

বকসী/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬১

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কর্তৃক
১৬ শ’ পিস ইয়াবাসহ দুই চোরাচালানি আটক

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :  

    আজ কোস্টগার্ডের টেকনাফ স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন  কেরম্ননতলী  এলাকায় অপারেশন পরিচালনা করে ১ হাজার ৬শ’ পিস ইয়াবা ও নগদ ১৪ হাজার টাকাসহ দুই চোরাচালানিকে আটক করে। 

    আটককৃতরা হলো: মো. মোর্শেদ (২৪), পিতা- ওসমান আলী, গ্রাম- সাবরাং (মন্ডলপাড়া), ডাকঘর- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং মো. জামাল হোসেন (২৬) পিতা- হোসেন আহম্মদ, গ্রাম- গুদারবিল, ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। 

    আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮ লাখ টাকা।
 
#

আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬০

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী
উগ্রবাদের বিরম্নদ্ধে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় ব্যক্ত

নিউইয়র্ক, ১৬ জানুয়ারি :
    
    জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল জাতিসংঘে উগ্রবাদ মোকাবিলার জন্য একটি রূপরেখা (চষধহ ড়ভ অপঃরড়হ) উপস'াপন করেন। জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে অনুষ্ঠিত এই গুরম্নত্বপূর্ণ সেশনে ১৯৩টি সদস্যদেশের প্রতিনিধিরা উপসি'ত ছিলেন।    

    সেশনে বাংলাদেশের পড়্গে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদের বিরম্নদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরেন। 

    স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আনত্মর্জাতিক পর্যায়ে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মেক্সিকো এবং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট (গজচ) ও মেশিন রিডেবল ভিসা (গজঠ) কার্যক্রম উদ্বোধন শেষে তিনি উক্ত অনুষ্ঠানে যোগ দেন।

    উলেস্নখ্য, প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র আয়োজিত ঈড়ঁহঃবৎরহম ঠরড়ষবহঃ ঊীঃৎবসরংস (ঈঠঊ) এর অধিবেশনে যোগ দেন। তিনি নারী সম্প্রদায়, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, স'ানীয় নেতৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং মিডিয়ার সামগ্রিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা রোধে বাংলাদেশ কর্তৃক গৃহীত পদড়্গেপসমূহ তুলে ধরেন।


#
আফরাজ/সঞ্জীব/আবব্‌াস/২০১৬/১৭৫০ ঘণ্টা

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon