Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০১৮

তথ্যবিবরণী ১৩ মে ২০১৮

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৭৭
 
আলপনার রান্নার বই সকলের নিকট সমাদৃত হবে
                     --- সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আলপনা একটি আন্তর্জাতিকমানের রান্নার বই রচনা করেছে। এ বইয়ের মাধ্যমে বাঙালির রান্না সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। আলপনার রান্নার বই সকলের নিকট সমাদৃত হবে- এ প্রত্যাশা করি।
 
মন্ত্রী আজ রাতে রাজধানীর গুলশান ক্লাবে রন্ধনশিল্পী আলপনা হাবিবের দ্বিভাষিক রান্নার বই “আলপনার রান্না” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক অনন্যার সম্পাদিকা তাসমিমা হোসেন, দি ডেইলি স্টার আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক এবং ইকেবানার ব্যবস্থাপনা পরিচালক নিলুফার ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রন্ধনশিল্পী আলপনা হাবিব।
 
বইটি প্রকাশ করেছে সৈয়দ আহসান হাবিব। সম্পাদনা ও ইংরেজি ভাষান্তর করেছেন আশফাক স্বপন। প্রচ্ছদ ও বইটি ডিজাইন করেছেন মুস্তাফা খালিদ পলাশ। স্থিরচিত্র করেছেন সোহেল রানা রিপন।
 
#
 
ফয়সল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২১৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৭৬
 
মাতৃত্বকালীন ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে
                          --- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একটি সুস্থ মা‘ই পারে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে। আর একটি সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ স্বাভাবিক শিশু জন্মের বিকল্প নেই। সুস্থ স্বভাবিক শিশুর জন্ম নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ কাজ করে যাচ্ছে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। 
মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৮ লাখ  হতদরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে। প্রতিটি মা মাতৃত্বকালীন ভাতা হিসাবে ৫শ’ টাকা করে পাচ্ছেন। আগামী অর্থবছরে এ ভাতার পরিমাণ প্রতিমাসে ৫শ’ টাকা থেকে ৮শ’ টাকায় বৃদ্ধি করা হবে। বর্তমানে একজন হত দরিদ্র মা ২ বছর পর্যন্ত  মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকেন। কিন্তু  শূন্য থকে ৫ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয়। তাই, এ সময় মা ও শিশুর পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। এ বিষয়টি মাথায় রেখে মন্ত্রণালয় মাতৃত্বকালীন ভাতার মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করার পরিকল্পনা করছে। 
প্রতিমন্ত্রী আরো বলেন, ময়েদের যথাযথ সেবা নিশ্চিত করার পাশাপাশি  ভবিষ্যতে যারা মা হবেন তাদের প্রতিও জাতিকে যতœশীল হতে হবে। এ জন্য কন্যাশিশুদের প্রতি যতœবান হতে হবে। অনুষ্ঠানে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ৫ জন স্বপ্নময়ী মাকে সম্মাননা প্রদান করা হয়। 
#
 
খায়ের/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর :১৪৭৫  
 
দেশের রপ্তানি বৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই
         ---বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) : 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের রপ্তানি বৃদ্ধির জন্য রপ্তানিখাতে দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। দেশের রপ্তানি দ্রুত বেড়েই চলছে। সে তুলনায় দক্ষ জনশক্তি তৈরি করা খুবই জরুরি। বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক দেশের রপ্তানি পণ্যের খাত ও বাজার বৃদ্ধির জন্য পর্যাপ্ত কার্যক্রম হাতে নিয়েছে। এ খাতে দক্ষ জনশক্তি তৈরি করতে বিশ^ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এগিয়ে এসেছে। রপ্তানি বৃদ্ধির জন্য আগামী ২০২৩ সালের মধ্যে এ খাতে ১ দশমিক ৫ মিলিয়ন দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। 
মন্ত্রী গতকাল ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসি৪জে)’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রকল্পে আইডিএ’র সহায়তা থাকবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ সরকারের থাকবে ১৯ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটি ২০২৩ সালে শেষ হবে। এর ফলে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়বে ৫ বিলিয়ন মার্কিন ডলার। 
 
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের রপ্তানি বেড়েই চলছে। বিগত সাড়ে নয়বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নতি হয়েছে। বাংলাদেশ নিজ অর্থায়নে পদ্মসেতু নির্মাণ করছে। মেট্রোরেল, কর্নফুলি টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রসহ দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প সফল ভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। দেশে দক্ষ জনশক্তি তৈরি করতে এ  ধরণের প্রকল্প বাস্তবায়ন খুবই প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।
প্রকল্পের প্রকল্পপরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এবং বিশ^ব্যাংকের ঢাকা অফিসের হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম লিডার ঞবশধনব অুধষবি ইবষধু, উল্লিখিত চার সেক্টরের ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির মহাসচিব সারোয়ার হাসান আলো এবং এ প্রকল্পের বিশ^ব্যাংকের টিম লিডার হোসনা ফেরদৌস সুমী।
#
বকসী/ফারহানা/রফিকুল/আবব্াস/২০১৮/১৮৪৩ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৪৭৪
 
রমজানে সেবার মনোভাব নিয়ে কাজ করতে 
ব্যবসায়ীদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর  
 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) : 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পবিত্র রমজান মাসে সেবার মনোভাব নিয়ে ব্যবসা করুন। চিনি, তেল, ছোলা, পিঁয়াজ, রসুন, খেজুরসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি মজুত রয়েছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ সকল পণ্যের সংকট বা মূল্য বৃদ্ধির কোন সম্ভাবনা নেই। যদি কৃত্রিম উপায়ে কোন পণ্যের মূল্য বৃদ্ধি বা মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা কঠোরভাবে বাজার মনিটরিং করবে। বাজারের প্রকৃত চিত্র তুলে ধরে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রচার মাধ্যমকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 
 
বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি পর্যালোচনাসহ মূল্যবৃদ্ধির কারসাজি রোধকল্পে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য গত বছরের তুলনায় কম রয়েছে। তেলের মূল্যও স্বাভাবিক। পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। 
 
সভায় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, টেরিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) জহির উদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, এফবিসিসিআই, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, এনএসআই, ডিসিসিআই, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ও বাজার কমিটির প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। 
 
এর আগে বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতি, ফার্নিচার শিল্প মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সেক্টর আয়োজিত চার দিনব্যাপী পঞ্চমবারের মতো ‘বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকর এক্সপো-১৮’ এর উদ্বোধন করেন। মেলায় ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে ১০টি ফার্নিচার এবং হোম ফার্নিসিং খাতে ৯টি প্রতিষ্ঠান রয়েছে। মেলা আগামী ১৬ মে পর্যন্ত দেশি-বিদেশি ক্রেতা, দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
#
বকসী/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৪১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৪৭৩ 
 
কৃষক সংগঠন কৃষির প্রাণ
     ---কৃষিমন্ত্রী 
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। এজন্য কৃষকদের প্রতি দরদি হতে হবে, তাদের মধ্যে নতুন উদ্ভাবন, বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার ছড়িয়ে দিতে হবে। এদেশে কেউ ক্ষুদ্র চাষি, কেউবা খামারি, কেউ ভূমিহীন কৃষি শ্রমিক। শ্রেণির তফাৎ থাকলেও এদের রুজি-রোজগার কৃষি উৎপাদনের ওপর নিভর্রশীল। সবার সম্মিলিত প্রয়াসে দেশে গড়ে উঠেছে প্রায় লক্ষাধিক খামারি দল। ক্রমেই এ দল হয়ে উঠছে কৃষির প্রাণ।
 
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর অডিটোরিয়ামে ‘মিসিং মিডল ইনিশিয়েটিভ (এমএমআই) বাংলাদেশ কৃষক সংগঠনের জন্য আর্থিক সেবা বৃদ্ধিকরণ প্রকল্প’ এর  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
  মন্ত্রী আরো বলেন, দারিদ্র্যপীড়িত এলাকার উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রকল্পটিতে বাংলাদেশ দুইটি স্তরে প্রতিযোগিতা করে সফল হয়েছে। গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম (জিএএফএসপি) : মিসিং মিডল ইনিশিয়েটিভ্স (এমএমআই) এর অর্থায়নে ২০ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ তিন বছর, ৫৫ টি কৃষক সংগঠন এর অংশীজন। টেকসই কৃষক সংগঠন তাদের ক্ষুদ্র ও প্রান্তিক সদস্যদের বাজার, কারিগরি জ্ঞান, মূল্য সংযোজন ধারা, তথ্য এবং অর্থায়ন নাগালের মধ্যে পেতে সেবা প্রদান করতে পারবে। আধুনিক কৃষির জ্ঞান বিস্তার, বাজার ও কৃষি উপকরণ নাগালের মধ্যে পেতে কৃষক সংগঠন শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝবহরড়ৎ অমৎরপঁষঃঁৎব ঊপড়হড়সরংঃ ওভঃবশযধৎ গড়ংঃধভধ, এঅঋঝচথগগও,ডধংযরহমঃড়হ উ.ঈ.ও  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর।
#
গিয়াস/ফারহানা/মোশারফ/রফিকুল/আব্বাস/২০১৮/১৮৪৮ ঘণ্টা 
   
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৭২ 
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) : 
সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আজ রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বাংলাদেশ মিলনায়তনে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে ১শত ১৪ জন শিক্ষার্থীদের মাঝে ভাতা ও উপবৃত্তির চেক বিতরণ করেন।
সুইড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মোসলেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার সুইড ল্যাবরেটরি মডেল স্কুল, রমনা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল নামে ৩টি বিদ্যালয়ের ১৪৪ জন প্রতিবন্ধী শিশুকে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।  
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩’ নামে দুইটি বিশেষ আইন প্রণয়ন করা হয়েছে। বর্তমানে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দুইটি আলাদা নীতিমালা প্রণয়নের কাজ শেষপর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারেও সরকারের আগ্রহ রয়েছে। এই কাজগুলো সঠিকভাবে করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
ঢাকা জেলা সমাজসেবার উপপরিচালক আবুল বাশার এবং সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের সাংস্কৃতিক সচিব ইমেলদা হোসেন দীপা। 
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 
#
মাইদুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬১৫ ঘণ্টা     
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৭১  
সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম এর জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ৩০ বৈশাখ (১৩ মে) :
জাতীয় সংসদের ২৭ কুড়িগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলামের নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ১০ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করনে  (ইন্নালল্লিাহ.ি....রাজউেন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ তাজুল ইসলাম চৌধুরী, প্রধানমন্ত্রী’র বিশেষ দূতের পক্ষে আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টি দলের পক্ষে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এছাড়া শ্রম ও কর্মসংসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক চুন্নু, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এবং সাবেক ও বর্তমান সংসদ সদস্যবৃন্দসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। 
এর আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
#
তারিক/অনসূয়া/সুবর্ণা/আসমা/২০১৮/১৩২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৪৭০
হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ রাইজিং-২০১৮’ শীর্ষক সেমিনার
বাংলাদেশকে উন্নয়নের অনুকরণীয় উদাহরণ হিসেবে আখ্যা দিলেন বক্তাগণ
হার্ভাড, বোস্টন, ১৩ মে ২০১৮ :
বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রা এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন ত্বরান্বিত বিষয়টিকে মূল প্রতিপাদ্য ধরে ১২ মে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত বিশ্বখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ রাইজিং-২০১৮’ শীর্ষক কনফারেন্স। বাংলাদেশের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রে বৃহৎ এই একাডেমিক কনফারেন্স যৌথভাবে আয়োজন করে বোস্টন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসডিআই) এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’। 
জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার ও সংস্থার প্রতিনিধিগণ, নির্বাচিত গণপ্রতিনিধিগণ, হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নীতি-নির্ধারক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, থিংক ট্যাংক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সেমিনারে অংশ নেন।
প্রতিশ্রুত সামষ্টিক অর্থনীতি ও এর সংস্কার বিষয়ক প্যানেলের মূল বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। তিনি বলেন, বাংলাদেশের গন্তব্য নিশ্চিতভাবে সফলতার দিকেই অগ্রসরমান। সরকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল পদক্ষেপ গ্রহণ করছে এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তার বাস্তবায়ন করে যাচ্ছে।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ উৎপাদনে উচ্চ প্রবৃদ্ধি বিষয়ে কী-নোট বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শুধু গন্তব্যে পৌঁছানোই সফলতা নয়, সফলতা হল উন্নয়নের ধারাবাহিক গমনপথ। প্রকল্পভিত্তিক উন্নয়নে বিশ্বাসী নই জনগণভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন আকাঙ্খার সাথে বিদ্যুৎখাতের উন্নয়ন পরিকল্পনাকে একীভূত করার কথা উল্লেখ করে বলেন, উন্নত দেশগুলোর তথ্য পর্যালোচনা করলে দেখা যায় মানুষের গড় আয়ু, শিক্ষা, জাতীয় আয় অর্থাৎ মানব উন্নয়ন সূচক নির্ধারত হয় বিদ্যুতের ব্যবহারের ওপর ভিত্তি করে। যে দেশ মানব উন্নয়ন সূচকে যত ঊর্ধ্বে সে দেশের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারও তত বেশি। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাথে তাল মিলিয়ে বিদ্যুতের ব্যবহারও বাড়বে এবং বিদ্যুৎ দেশের উন্নয়নের সমার্থক বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ওপর কী-নোট বক্তব্য প্রদান করেন বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বিনিয়োগের গন্তব্য হিসেবে কেন বাংলাদেশই সবচেয়ে আকর্ষনীয় স্থান সে বিষয়ক একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন তিনি। দেশের বিভিন্ন অর্থনৈতিক সূচকের ক্রমবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের যোগ্যতা অর্জনে বাংলাদেশ মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক এ তিনটিতেই অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসার বিষয়ক প্যানেল আলোচনায় অন্যান্যদের সাথে প্যানেলিস্ট হিসেবে অংশ নেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী। তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপনের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ হবে তথ্য-প্রযুক্তিখাতে বিশ্বের বিস্ময়। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে এটুআই এর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন আনির চৌধুরী। 
সেমিনারে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর সফল উৎক্ষেপনের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। স্যাটেলাইট ক্লাবের সদস্য হওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান বিদেশি বক্তাগণ। 
#
অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১২২৩  ঘণ্টা  
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon