Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 23.04.2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৯২
 
আইসিটি মন্ত্রীর সাথে সিমেড হেলথ পরিচালকের সাক্ষাৎ
 
ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
অ্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সিমেড হেলথ’ এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আইসিটি বিভাগে তার দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জনাব মামুন সিমেড হেলথের সুইজারল্যান্ডের টিএজি হিউয়ার কর্তৃক ‘সিডস্টার ইনোভেশন পুরস্কার-২০০৮’ প্রাপ্তি বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় মন্ত্রী তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি প্রথমবারের মতো এ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি সিমেড এবং বাংলাদেশের উভয়ের জন্য সুখবর বলে উল্লেখ করেন। তিনি এ প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সিমেডের স্বাস্থ্য মনিটরিং ব্যবস্থা স্মার্টফোনের সাথে সম্পৃক্ত। সিমেডের স্মার্ট মেডিকেল ডিভাইসসমূহ মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণসমূহের পরিমাপ প্রদর্শন করে ও প্রাপ্ত তথ্যসমূহ সুরক্ষিত ক্লাউড সার্ভারে সংরক্ষণ করে থাকে। ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অত্যাধুনিক এই সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিক জানতে পারেন। সিমেডের রেকর্ডকৃত স্বাস্থ্যসংক্রান্ত তথ্যাবলি ব্যবহারের মাধ্যমে ডাক্তারগণ রোগ নির্ণয়ের সময় কমিয়ে এনে উন্নত চিকিৎসা প্রদানে সমর্থ হন।
এ বছরে সিডস্টার ওয়ার্ল্ড সামিটে ৬৬টি দেশ থেকে ৬৬ উদ্ভাবনী স্টার্টআপস অংশগ্রহণ করে। আঞ্চলিকভাবে বিজয়ীদের নিয়ে গ্লোবাল সামিট গত  ৯-১২ এপ্রিল সুইজারল্যান্ডের লাউসনে সুইস টেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ১২টি দেশের ১২জন শীর্ষ উদ্যোক্তা এবং  ৫টি দেশের শীর্ষ ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক এক্সিকিউটিভ প্যানেলের মাধ্যমে গ্লোবাল উইনার, টপ ইনোভেশন, টপ ফিনটেক, আফ্রিকান হেলথ টেক, আফ্রিকান এনার্জি, নারী উদ্যোক্তা, সর্বাধিক সময় সংরক্ষণ এবং টপ এডুটেক স্টার্টআপস- এই ৮ বিষয়ের ওপর পুরস্কার প্রদান করা হয় । 
#
 
শহিদুল/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১২৯১

বিশ্ব বই ও কপিরাইট দিবস উদ্যাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী 
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল ) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভাল মানুষ হতে হলে ভাল বই পড়তে হবে। ভাল বই পড়ার প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট ও অনুপ্রাণিত করতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ তৈরিতে বইয়ের গুরুত্ব অপরিসীম। আলোকিত নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য বই পড়ার বিকল্প নেই।

মন্ত্রী আজ ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘আলোকিত প্রজন্মের জন্য সৃজনশীল বই পড়ার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিশ্ব বই ও কপিরাইট দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন এনহ্যান্সমেন্ট (সেকায়েপ) প্রকল্পের মাধ্যমে ২০১০ সাল থেকে পর্যায়ক্রমে ২৫০টি উপজেলায় ১২ হাজার ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২০১৭ পর্যন্ত ৮৩ লাখ শিক্ষার্থী বই পড়ার সুযোগ পেয়েছে। স্কুল-মাদ্রাসার লাইব্রেরিগুলোতে ৩৫ লাখ ৬৭ হাজার বই দেয়া হয়েছে। পুরস্কার হিসেবে আরো ৪৫ লাখ ৪৩ হাজার কপি বই বিজয়ী পাঠকদের দেয়া হয়েছে।  তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ২৫০টি উপজেলার ১৪ হাজার সহকারি লাইব্রেরিয়ান ও সহকারি শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি পেয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব বই দিবস উদ্যাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বইপড়া কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রায় ১০ হাজার উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হচ্ছে। এছাড়া লাইব্রেরি উন্নয়নের পরিকল্পনাসহ দেয়াল পত্রিকা প্রকাশ এবং বইপড়ার সচেতনতা বৃদ্ধির জন্য বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৮ সালে ২০ লাখ ৮২ হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ২৫০টি উপজেলায় ১২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় বইপড়া কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। 
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মাহাবুবুর রহমান, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মোঃ মনজুর হোসেন, কথাসাহিত্যিক আনিসুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের কো-টিম লিডার শরীফ মোঃ মাসুদ এবং টিভি ব্যক্তিত্ব আব্দুর নূর তুষার বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান।
#
আফরাজ/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৮/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৯০
 
ঢাকাকে বাঁচাতে আইন প্রয়োগে কঠোর হতে হবে
                           ---এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল ) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শহর হিসেবে ঢাকাকে টিকিয়ে রাখতে পর্যাপ্ত পরিমাণে উন্মুক্ত স্থান রাখতে হবে। ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাসমূহকে আইনানুযায়ী ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।
 
মন্ত্রী আজ সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২তম মুলতুবি সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ড্যাপের অন্তর্ভুক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্পকারখানা গড়ে উঠেছে যা ঐ স্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্পকারখানার বিষয়ে কঠোর ভূমিকা নিতে হবে। তিনি আরো বলেন, ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। তিনি আরো পরীক্ষানিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্য। 
 
#
জাকির/মাহমুদ/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৮৯
 
ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের খেলা শুরু
 
ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হলো দেশের আটটি বিভাগের অনূর্ধ্ব ১৬ বালকদের নিয়ে গড়া ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের খেলা। 
আজ মোহাম্মদপুরে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
টুর্নামেন্ট শেষে ৮টি বিভাগীয় দল থেকে ৪০ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে পরিকল্পিত উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দলের প্রশিক্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকেন। এ পর্যন্ত ৪টি আসরের ১২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের থেকে সর্বশেষ প্রতিযোগিতায় বি লিগে ৫ জন, প্রথম বিভাগে ৭ জন, দ্বিতীয় বিভাগে ১৫ জন, তৃতীয় বিভাগে ২১ জন, পাইওনিয়ার লীগে ৩১ জন এবং বাকি খেলোয়াড়রা জেলা দলে নিয়মিত অংশ নিচ্ছেন। গত আসরের বাছাইকৃত খেলোয়াড়দের জাতীয় অনূর্ধ্ব ১৬ দলে সরাসরি বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর মধ্যে ৪ জন জাতীয় দলে জায়গা করে নেয়।  
পরে তৃণমূল পর্যায়ে ক্রীড়া কর্মকা-কে বিস্তৃত করার লক্ষ্যে জেলা ক্রীড়া কর্মকর্তাদের কাছে মোটর সাইকেলের চাবি হস্তান্তর করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সারাদেশের ক্রীড়া কর্মকা-কে আরো বেগবান করার জন্য আন্তরিকতার সাথে ক্রীড়া কর্মকা- পরিচালনার জন্য জেলা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 
আজ সিলেট ও খুলনা বিভাগের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
#
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৮৮
 
থাই বাণিজ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
থাইল্যান্ডে রপ্তানি বৃদ্ধি করতে এফটিএ করা হচ্ছে
 
ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, থাইল্যান্ডে রপ্তানি বৃদ্ধি করতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করা হচ্ছে। উভয় দেশ এ বিষয়ে কাজ করছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ এবং থাইল্যান্ড এফটিএ স্বাক্ষর করবে। এ মুহূর্তে থাইল্যান্ড বাংলাদেশকে ৬ হাজার ৯৯৮টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। উভয় দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে পাটজাত পণ্য ও তৈরিপোশাক রপ্তানিতে বিনা শুল্ক অথবা ন্যূনতম শুল্ক সুবিধা চেয়েছে বাংলাদেশ। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস আয়োজিত ৪ দিনব্যাপী ‘থাইল্যান্ড উইক-২০১৮’ নামে বাণিজ্যমেলার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর পর্যটন, চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফর করেন। এক্ষেত্রে ভিসা পদ্ধতি সহজ করতে থাই কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কিছুদিন আগে ঢাকায় অনুষ্ঠিত জয়েন্ট ইকোমিক কমিশনের মিটিংয়ে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জনানো হয়েছে। থাইল্যান্ড বিষয়টি বিবেচনার আশ^াস দিয়েছে। এর ফলে উভয় দেশের বাণিজ্য ব্যবধান অনেক কমে আসবে।
মেলায় থাইল্যান্ডের ৪৫টি কোম্পানি এবং বাংলাদেশের ২৮টি আমদানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় স্টলের সংখ্যা ৭৯টি। যন্ত্রাংশ, ইন্ডাস্ট্র্রিয়াল পণ্য, হার্ডওয়্যার, ফলমূল, খাদ্যপণ্য, গৃহস্থালিপণ্য, গিফ্ট এন্ড ডেকোরেটিভ পণ্য, স্টেশনারি, শিশুদের ব্যবহার্য পণ্য, তৈরিপোশাক, জুয়েলারি এবং সৌন্দর্য বৃদ্ধির বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ ক্যাটেগরির পণ্য বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। থাইল্যান্ড উইক-২০১৮ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এবং প্রতিদিন সাকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য থোলা থাকবে। 
ঢাকাস্থ রয়েল থাই এম্বাসেডর পানপিমোন সোয়ানাপঙ্গস (চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব)-এর সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে ঢাকাস্থ থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (কমার্সিয়াল) বক্তব্য রাখেন। উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী মেলা ঘুরে দেখেন।
#
 
বকসী/মাহমুদ/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১২৮৭
 
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হবে
                        --আইনমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সম্পাদক পরিষদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা সংশোধনের যে প্রস্তাব দিয়েছেন তা যৌক্তিক। তবে কিছু কিছু ধারার বিষয়ে সংসদীয় কমিটির বক্তব্য শুনলে অনেক কিছুই পরিষ্কার হবে এবং ধারাগুলো সংশোধনের ব্যাপারে যেসব প্রস্তাবনা এসেছে সেগুলোরও হয়তবা কিছু সংশোধন বা পরিমার্জন বা পরিবর্ধন হবে। তাই এ বিষয়ে সংসদীয় কমিটিতে আলোচনা করা হবে।
 
আজ সচিবালয়ে নিজ দপ্তরে বিএফইউজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।  
 
বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ^াসী উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংবিধানে সংবাদপত্র ও বাকস্বাধীনতার বিষয়ে যে কথা বলা আছে তা বর্তমান সরকার অত্যন্ত দৃঢ়ভাবে বিশ^াস করে। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদপত্র ও বাকস্বাধীনতা হরণের বিষয়ে কোনো কিছু থাকলে সেটা দূর করার জন্য যা যা করা দরকার সরকার তা করবে। তিনি বলেন, সংসদীয় কমিটিতে এই ব্যাপারে খোলামেলা আলোচনার মাধ্যমে যে আইন হবে তা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সেই আইনটায় কেউ ভীত হবে না এবং এ ধরণের আইন করাই হচ্ছে সরকারের আসল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য এই আলোচনার মাধ্যমে সাধিত হবে বলে তিনি বিশ^াস করেন।
 
মন্ত্রী জানান, গতকাল রোববার সিদ্ধান্ত হয়েছে, মে মাসের শেষের দিকে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি, সম্পাদক পরিষদ, বিএফইউজে এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে এ বিষয়ে একটি সভা করা হবে।
 
বৈঠকে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূধন ম-ল এবং সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা উপস্থিত ছিলেন।
 
#
 
রেজাউল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৮২৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৮৬
 
সংযুক্ত আরব আমিরাতে কর্মীসহ পেশাজীবী নিয়োগে কোন বাধা নেই
                                           --- নুরুল ইসলাম বি.এসসি
 
ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তি পর্যায়ে চাহিদার ভিত্তিতে ১৯ ক্যাটেগরিতে বাংলাদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করা সম্ভব হলে পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতের বড় প্রতিষ্ঠানগুলোতেও বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ পেশাজীবী নিয়োগের ক্ষেত্রে কোন বাধা নেই। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি আজ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংযুক্ত আরব আমিরাতে শ্রমবাজার উন্মুক্তকরণ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। 
মন্ত্রী আরো বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি অন্যতম শ্রমবাজার। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী প্রেরণের ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার অবসান  হলো। তিনি বলেন, শ্রমবাজারটি উন্মুক্ত হবার প্রেক্ষিতে আমাদেরকে উভয় দেশের নিয়মনীতি অনুসরণপূর্বক কর্মী প্রেরণ করতে হবে। মন্ত্রী সম্ভাবনাময় এ শ্রমবাজারটিতে প্রশিক্ষিত কর্মী প্রেরণের মাধ্যমে আরো সম্প্রসারণ ও সুসংহত করার জন্য মন্ত্রণালয়ের সকলকে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি এক্ষেত্রে মিডিয়ার জোরালো ভূমিকা আশা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেল এর  ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৮৫

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গৃহীত চতুর্দশ শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষার ফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ৬২৪ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জনসহ মোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন।
উল্লেখ্য, চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে-২ এ ২৩টি, স্কুল পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ সর্বমোট ৮১টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষার ফল যঃঃঢ়://িি.িহঃৎপধ.মড়া.নফ ও যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক থেকে ঝগঝ -এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে।
#

আজাহার/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                           নম্বর ঃ ১২৮৪
 
নরসিংদী জেলার নুরালাপুর ও মহিষাশুড়া ইউনিয়নে ২৫ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
 
নরসিংদী জেলার সদর উপজেলার নুরালাপুর ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ২৫ এপ্রিল ২০১৮ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এই ছুটি ঘোষণা করা হয়েছে। 
তবে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীবৃন্দ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ এই তথ্য জানানো হয়। 
 
#
মাসুম/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১৫৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর ঃ ১২৮৩
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা স্থগিত 
ঢাকা, ৯ বৈশাখ ( ২২ এপ্রিল ) :
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সংশোধিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
 
#
ফয়জুল/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর ঃ ১২৮২
 
কপিরাইট সম্পর্কে সচেতনতা জরুরি
                 -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কপিরাইট আইন সম্পর্কে সচেতনতা নিয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত, তারা সবাই এ আইনের অংশীজন। আমাদের অর্জিত মেধাসম্পদ অন্য কেউ দাবি করলে আমরা সাধারণত আইনগত ব্যবস্থা নিতে চাই না। আমাদের এ মনোবৃত্তি পরিহার করতে হবে। মেধাসম্পদ সংরক্ষণ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে কপিরাইট অফিস আয়োজিত “মেধাসম্পদ বিকাশে কপিরাইট আইনের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কপিরাইট অফিসের রেজিস্ট্রার অভ্ কপিরাইট জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কপিরাইট আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি মুহাম্মদ নুরুল হুদা।
মন্ত্রী বলেন, বিদ্যমান কপিরাইট আইন-২০০০ সংশোধনপূর্বক যুগোপযোগী কপিরাইট আইন-২০১৮ প্রণয়নের লক্ষ্যে এর একটি খসড়া অংশীজনদের মতামত প্রদানের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কপিরাইট অফিসের ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে। মন্ত্রী বলেন, এ আইন সম্পর্কে সবার মতামত দেয়া জরুরি। এটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এতে ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে কপিরাইট সংশ্লিষ্ট আমাদের অংশীজনরা ক্ষতিগ্রস্ত হবে। তাই এ আইন নিয়ে সবার পর্যবেক্ষণ ও পর্যালোচনা প্রয়োজন।
 
#
ফয়সল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৫০৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর ঃ ১২৮১
 
দুবাইতে শুরু  হল ট্যুরিজম মেলা
দুবাই, ২৩ এপ্রিল :
এরাবিয়ান ট্রাভেল মার্কেট (ট্যুরিজম মেলা) চারদিনব্যাপী সংযুক্ত আরব আমিরাতের দুবাই সেন্টারে আজ থেকে শুরু হয়েছে। এ মেলা  আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশসহ বিশ্বের ৬৮টি দেশের ২ হাজার ৯ শত ৩৬টি পর্যটন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) তত্ত্বাবধানে প্রথমবারের মতো ৮টি ট্যুর অপারেটর কোম্পানি এ মেলায় অংশ নিচ্ছে। 
বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করে মন্ত্রী বলেন, পর্যটন পৃথিবীর পথে পথে মানুষের মাঝে শুধু সম্পর্কের উত্তরণই ঘটায় না, বিনিয়োগ, বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিত্ওে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে আরবদেশসমূহ এবং বাংলাদেশ রিলিজিয়াস ট্যুরিজম এবং হালাল ট্যুরিজমকে প্রমোট করতে একসাথে কাজ করতে পারে। 
উদ্বোধনশেষে শ্রীলংকা, মরিশাস এবং মালদ্বীপের পর্যটন মন্ত্রীদের সাথে পর্যটনশিল্পের উন্নয়ন ও পারষ্পরিক সহযোগিতা নিয়ে মন্ত্রী বৈঠক করেন এবং তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 
বিটিবির পরিচালক নিখিল রঞ্জন রায়, কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর 
এস বদিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। 
#
তুহিন/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৫৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর ঃ ১২৮০
 
 
পাহাড়ের ঢালে বসবাসকারী সকলকে অবিলম্বে সরিয়ে নিতে হবে
                                                             -মায়া চৌধুরী
রাঙ্গামাটি, ১০ বৈশাখ ( ২৩ এপ্রিল ) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, পাহাড়ের ঢালে বসবাসকারী সকলকে অবিলম্বে সরিয়ে নিতে হবে। জেলা পর্যায়ে সকল সংস্থার সমন্বয়ে একটি কমিটি করে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন করতে হবে। 
তিনি সোমবার রাঙ্গামাটি জেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রে পাহাড় ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন। মূল প্রবন্ধে তিনি বলেন ২০১৭ সালে মাত্র ৩ দিনে রেকর্ড ৩৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বেলে ও দোআঁশ মাটিতে গঠিত এ পাহাড়গুলো এ পরিমান বৃষ্টির পানি শোষন করতে না পারায় পাহাড় ধস হয়। এতে ১৬৬ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে শুধু রাঙ্গামাটিতেই ১২০ জনের প্রাণহানি ঘটে। পাহাড়ে অপরিকল্পিত বসবাস, পাহাড় কাটা, বৃক্ষ নিধন, পানি বেরিয়ে যাওয়ার নালার অভাব ইত্যাদি কারণে পাহাড় ধস হয়।
একটি সমন্বিত পাহাড় ব্যবস্থাপনা নীতিমালা, অধিক বৃষ্টিপাতের আগাম সংকেত, পাহাড় ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও কৌশল গ্রহণের ওপর মোহসীন গুরুত্বারোপ করেন।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, পাহাড় ব্যবস্থাপনা নিয়ে আধুনিক চিন্তাভাবনা করতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হবে। বিগত ২০১৭ সালে রাঙ্গামাটিতে পাহাড় ধসে মর্মান্তিক প্রাণহানির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন সরকার পাহাড় ধসে আর একটি মানুষেরও প্রাণহানি চায়না। 
এর পূর্বে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে কাঠালতলা হয়ে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে সার্কিট হাউজে এসে শেষ হয়। র‌্যালিতে পাহাড় ধস ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন ধরনের রঙিন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি প্রদর্শন করা হয়, দুর্যোগপ্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 
রাঙ্গামাটি জেলা প্রশাসক মামুনুর রশিদের সভাপতিত্বে উষাতন চাকমা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. শাহ্ কামাল, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙ্গামাটি ৩০৫ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার গোলাম ফারুক, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
 
#
ওমর/অনসূয়া/আশরোফা/সুবর্ণা/শামীম/২০১৮/১৫০০ ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon