Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৮

তথ্যবিবরণী 17/3/2018

তথ্যবিবরণী                                                                             নম্বর :  ৮৫৫
বঙ্গবন্ধু কোনোদিন অন্যায়ের কাছে মাথানত করেননি
-- অর্থমন্ত্রী
টাঙ্গাইল, ৩ চৈত্র (১৭ মার্চ) : 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বঙ্গবন্ধু কোনোদিন অন্যায়ের কাছে মাথানত করেননি। সত্য ও ন্যায়ের পথে থেকেছেন সবসময়। তিনি বলেন, বঙ্গবন্ধুর কাছে সবচেয়ে প্রিয় ছিল শিশুরা। তাই শিশুদের মাঝেই যুগযুগান্তরে বেঁচে থাকবেন তিনি।
 
মন্ত্রী আজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তার আওতা প্রতিবছরই বাড়ছে, আগামীতেও বাড়বে। তিনি আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার ৪ লাখ ৬০ থেকে ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা হবে বলে জানান।
 
মন্ত্রী আরো বলেন, জনসংখ্যা, আয়তন, সম্পদ, মানবসম্পদ বিবেচনা করে প্রতিটি জেলার শ্রেণিবিন্যাস করা হয়েছে। এ অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে সারাদেশে জেলাওয়ারি বাজেট করা হবে।
 
এরপর অর্থমন্ত্রী কুমুদিনী হাসপাতালের নতুন সংযোজন আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতি সাহা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদার।
 
#
 
শাহেদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২২৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৮৫৪
 
বঙ্গবন্ধুর জীবনীর উপর চলচ্চিত্র নির্মাণ করা হবে
                               -- তথ্য প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) : 
 
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন,  বাংলাদেশ ও ভারতের  যৌথ প্রযোজনায় জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জীবনীর উপর ভারতের মহাত্মা গান্ধীর নামে যেরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে  সে রকম একটি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ করা হবে। ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ লক্ষ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এ চলচ্চিত্র নির্মাণে প্রয়োজন হলে বিশ্বখ্যাত পরিচালক ও কলাকৌশলী দ্বারা বিশ্বমানের ছবি নির্মাণ  করা হবে। আগামী জাতীয় নির্বাচনের আগেই এ ছবির কাজ শুরু করা হবে। তিনি বলেন, জাতির পিতার নামে একটি আন্তর্জাতিক ছবি অনেক আগেই হওয়া দরকার ছিল, এটা এখন সময়ের দাবি।
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
 
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন কালজয়ী নেতার অনন্য নেতৃত্বে আমাদের মুক্তিসংগ্রামের বিজয় এসেছিল। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুও এ দেশের মানুষের হদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন। তিনি বলেন, একদিনে কেউ জাতির পিতা হয় না, একদিনে স্বাধীনতার ঘোষক হওয়া যায় না। এর পেছনে লম্বা ইতিহাস থাকে, বঙ্গবন্ধুর সে লম্বা ইতিহাস ছিল, সে কারণেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো রাজনৈতিক কর্তৃত্ব বাংলাদেশের জনগণ তাঁকে দিয়েছিলেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং শিল্পকলা একডেমির মহাপরিচালক লিয়াকত আলী  লাকী বক্তৃতা করেন।
 
#
 
এনায়েত/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২২০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                             নম্বর :  ৮৫৩
 
বান্দরবানে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন
 
বান্দরবান, ৩ চৈত্র (১৭ মার্চ) : 
 
‘‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশ, থাকবে শিশু ভালো ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবস উদযাপিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের  প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে মিলিত হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
পরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
 
#
 
জুলফিকার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৫০ ঘণ্টা 
ঐধহফড়ঁঃ         ঘঁসনবৎ : ৮৫২
 
৯৮ঃয ইরৎঃয অহহরাবৎংধৎু ড়ভ ঃযব ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ
ধহফ ঘধঃরড়হধষ ঈযরষফৎবহ'ং উধু ড়নংবৎাবফ রহ ণধহমড়হ
 
ণধহমড়হ (গুধহসধৎ), গধৎপয ১৭ :
 
ইধহমষধফবংয ঊসনধংংু, ণধহমড়হ পবষবনৎধঃবফ ৯৮ঃয ইরৎঃয অহহরাবৎংধৎু ড়ভ ঃযব ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ ইধহমধনধহফযঁ ঝযবরশয গঁলরনঁৎ জধযসধহ ধহফ ঘধঃরড়হধষ ঈযরষফৎবহ উধু রহ ধ নবভরঃঃরহম সধহহবৎ রহ ঃযব ঊসনধংংু ঢ়ৎবসরংবং ড়হ ১৭ঃয গধৎপয ২০১৮. ঞযব ঊসনধংংু ধৎৎধহমবফ ধহ বষধনড়ৎধঃব ঢ়ৎড়মৎধসসব ঃড় সধৎশ ঃযব ফধু.
 
ঞযব ঢ়ৎড়মৎধস ড়ভ ঃযব ফধু পড়সসবহপবফ রিঃয ঃযব ৎবধফরহম ড়ঁঃ ড়ভ ঃযব সবংংধমবং ড়ভ ঃযব চৎবংরফবহঃ ধহফ চৎরসব গরহরংঃবৎ ড়ভ ইধহমষধফবংয ধহফ ধ ফরংপঁংংরড়হ ড়হ ঃযব ংরমহরভরপধহপব ড়ভ ঃযব ফধু. গবসনবৎং ড়ভ ইধহমধষফবংয পড়সসঁহরঃু রহ ণধহমড়হ ঢ়ধৎঃরপরঢ়ধঃবফ রহ ঃযব ফরংপঁংংরড়হ ধহফ যরমযষরমযঃবফ ঃযব ংঃৎঁমমষব ধহফ ফৎবধস ড়ভ ঃযব ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ ঃড় নঁরষফ ঃযব "এড়ষফবহ ইবহমধষ" - ঝড়হধৎ ইধহমষধ, ইধহমষধফবংয অসনধংংধফড়ৎ ঃড় গুধহসধৎ গধহলঁৎঁষ কধৎরস কযধহ ঈযড়ফিযঁৎু ঢ়ধরফ ফববঢ় ঃৎরনঁঃব ঃড় ঃযব ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ ধহফ ৎবপধষষবফ যরং মৎবধঃ পড়হঃৎরনঁঃরড়হ ঃড় ঃযব নরৎঃয ড়ভ ধহ রহফবঢ়বহফবহঃ ইধহমষধফবংয. ঐব রহংঢ়রৎবফ ঃযব পযরষফৎবহ ঢ়ৎবংবহঃ ঃড় ফবফরপধঃব ধহফ ঢ়ৎবঢ়ধৎব ঃযবসংবষাবং ভড়ৎ ঘধঃরড়হ নঁরষফরহম ঃড় ৎবধষরুব ঃযব ফৎবধস ড়ভ ঃযব ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ.
 
অ পঁষঃঁৎধষ ঢ়ৎড়মৎধসসব ভড়ষষড়বিফ ঃযব ফরংপঁংংরড়হ যিবৎব রহ ঃযব পযরষফৎবহ ড়ভ ইধহমষধফবংয পড়সসঁহরঃু ধহফ ঊসনধংংু ভধসরষু ঢ়ধৎঃরপরধঢ়ধঃবফ রহ নধহমষধ ঢ়ড়বঃৎু ৎবপরঃধঃরড়হ ধহফ ধৎঃ পড়সঢ়বঃরঃরড়হ. অৎড়ঁহফ ঃড়ি যঁহফৎবফ ইধহমষধফবংয পড়সসঁহরঃু সবসনবৎং ধঃঃবহফবফ ঃযব পবষবনৎধঃরড়হ ধহফ ধঢ়ঢ়ৎবপরধঃবফ ঃযব পঁষঃঁৎধষ ঢ়বৎভড়ৎসধহপব. 
 
#
 
ঝবষরস/গড়ংযধৎধভ/ঝধষরসুুঁধসধহ/২০১৮/২১.৩০ ঐৎং. 
তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৮৫১ 
 
বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান 
                                 -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) : 
 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, 'মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।'
 
জাতির পিতার ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীতে কানাডিয়ান ইউনিভার্সিটি অভ বাংলাদেশ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।
 
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সভাপতি চৌধুরী নাফিস শরাফতের সভাপতিত্বে বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. আতিউর রহমান, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ইতালীয় গবেষক আনা ককিয়ারেলা (অহহধ ঈড়পপযরধৎবষষধ) প্রমুখ সভায় তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
 
কোনো কোনো রক্তের দাগ কখনো শুকিয়ে যায় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর রক্তঋণ এ জাতির পক্ষে শোধ করা সম্ভব নয়। ঋণস্বীকার করে চিরন্তন শ্রদ্ধা জানানোর সাথে তার আদর্শে দেশগড়ার মাধ্যমেই তাঁর প্রতি সম্মান জানাতে হবে।' 'মনে রাখতে হবে, বঙ্গবন্ধু বাঙালির অধিকারের জন্য গণতন্ত্র, বৈষম্যমুক্তির জন্য  সমাজতন্ত্র আর সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ধর্মনিরপেক্ষতার পথ দেখিয়েছেন, আর সেপথেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিস্ময়কর উন্নতির পথে এগিয়ে নিচ্ছেন', বলেন হাসানুল হক ইনু। তিনি বলেন, 'বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাঙালিরা বিশ্বে বীরের জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। বঙ্গবন্ধুর জন্মজয়ন্তীর এ মহাক্ষণে সমগ্রজাতি তার পিতা, সকল মুক্তিযোদ্ধা ও শহিদকে স্মরণ করছে, শ্রদ্ধা জানাচ্ছে।'
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
 
#
 
আকরাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৮৫০
 
মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত
 
মুম্বাই (ভারত), ১৭ মার্চ : 
 
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশন মিশন আয়োজিত শিশুকিশোরদের একটি সাংস্কৃতিক সমাবেশে সকল শিশুকে দেশকে ভালোবাসার এবং দেশকে জানার জন্য আহ্বান জানিয়েছেন। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির পিতার জন্মদিন সকল শিশুর জন্যই আনন্দের দিন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি বিশেষত শিশুদের প্রতি তাঁর ভালবাসা ছিল অসীম ও কুণ্ঠাহীন। তিনি শিশুদেরকে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়েতোলার উপর সবসময় গুরুত্বারোপ করেছেন। 
 
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ, উপহাইকমিশনারের বক্তব্য জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। 
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুকিশোররা বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে প্রবন্ধ পাঠ ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করে। এছাড়াও ভারতীয় শিশুকিশোররা রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন শিশুতোষ নৃত্য, গীত ও নাটিকা উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষে উপহাইকমিশনার অংশগ্রহণকারী শিশুকিশোরদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচিত ‘গ্রাফিক নভেল: মুজিব’ উপহার হিসেবে তুলে দেন।  
 
অনুষ্ঠানে আগত সকল বিদেশি অতিথি বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ও তাদের  আগ্রহ সৃষ্টি করতে উপহাইকমিশনের এ উদ্যোগের প্রশংসা করেন।  
 
#
 
নাফিসা/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                     নম্বর : ৮৪৯
 
ইসলামাবাদে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত
 
ইসলামাবাদ (পাকিস্তান), ১৭ মার্চ :
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও মর্যাদার সাথে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চ্যান্সেরি প্রাঙ্গণে রঙিন বেলুন দিয়ে সাজানো হয়। 
 
দিবসটি পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
 
হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ, প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ এবং শিশুরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণশেষে হাইকমিশনার শিশুসহ সকলকে সাথে নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটেন।
 
এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। 
 
  অলোচনাসভায় হাইকমিশনার তারিক আহসান জাতির পিতার স্মৃতির প্রতি গভীর  শ্রদ্ধা নিবেদন করেন এবং শিশুদের জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানান। এরপর জাতির পিতার আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। 
 
এর আগে সকালে জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশি শিশুরা হাইকমিশন আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ বিষয়ে রচনা লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শিশুরা বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা ও ছড়া আবৃত্তি এবং দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে। হাইকমিশনার ও হাইকমিশনার পতœী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
 
পরিশেষে, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
 
#
ইকবাল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                      নম্বর :  ৮৪৮
 
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত
 
কলকাতা, ৩ চৈত্র (১৭ মার্চ ) : 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
 
দিনের কর্মসূচি অনুযায়ী সকালে বঙ্গবন্ধুর ছাত্রজীবনের স্মৃতি-বিজড়িত মৌলানা আজাদ কলেজ (পূর্বতন ইসলামিয়া কলেজ)-এর বেকার গভর্নমেন্ট হোস্টেলে (কক্ষ নং-২৪) তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে উপ-হাইকমিশনের রাজনৈতিক, ক্রীড়া ও শিক্ষা, বাণিজ্য, কনস্যুলার ও প্রেস শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া উপ-হাইকমিশনের কর্মচারী, কলকাতায় বাংলাদেশ বিমান, কলকাতাস্থ সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনও বঙ্গবন্ধুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
দিবসটি উপলক্ষে বিকেলে উপ-হাইকমিশনের আর্ট গ্যালারিতে শিশুকিশোরদের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এর ওপর চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কলকাতার বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপ-হাইকমিশনের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর প্রায় ৩০০টি আলোকচিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। এছাড়া বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুকিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#
 
ইকবাল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯৩২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                     নম্বর :  ৮৪৭
 
বঙ্গবন্ধুই প্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চালু করেন 
-- সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ ) :
 
স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ১৯৭৪ সালে প্রথম দেশের সাধারণ মানুষের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চালু করেছিলেন। বঙ্গবন্ধু দেশের মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালবাসতেন। তিনি খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের কথা ভাবতেন। তাদের পেটে কীভাবে দু’বেলা খাবার জুটবে তা নিয়ে চিন্তা করতেন। 
 
আজ ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
 
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, পরিচালক (কার্যক্রম) আবু মোঃ ইউছুফ। 
 
#
 
মাইদুল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩৫ ঘণ্টা     
তথ্যবিবরণী                                                                      নম্বর : ৮৪৬
 
টোকিওতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
টোকিও (জাপান), ১৭ মার্চ :
শ্রদ্ধা আর ভালোবাসায়, প্রাণবন্ত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে আজ শনিবার, বিকালে এক বর্ণিল শিশু মেলা’র আয়োজন করা হয়। 
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে আগত অতিথিদের শুনানো হয়। 
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাঁর শুভেচ্ছা বক্তব্যে সবাইকে স্বাগত জানান, তিনি বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, ত্যাগ ও কর্মজীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন। রাষ্ট্রদূত বলেন, ‘বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন, শিশুরাও বঙ্গবন্ধুকে আপন করে নিতো’। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত হিসেবে উল্লেখ করে, বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতির পিতার সাহসী নেতৃত্ব এবং প্রত্যয়ী  ভূমিকার কথা তুলে ধরেন।  তিনি শিশুকিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার ও পরবর্তীতে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান। 
পরে রাষ্ট্রদূতের নেতৃত্বে আগত সকল শিশুকিশোর ও ছোট সোনামনিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 
জাপানে বসবাসরত বাংলাদেশি শিশুকিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা’ ছিল শিশুমেলার অন্যতম আয়োজন। দু’টি ভাগে বিভক্ত হয়ে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ওপর ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত করে। বর্ণিল সাজে শিশুগণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। এরপরই শুরু হয় শিশুকিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 
টোকিও ও আশপাশের অঞ্চল থেকে আগত প্রবাসী ও তাঁদের সন্তানদের উৎসাহ ও উদ্দীপনায় মুখোর ও প্রাণোচ্ছল হয়ে উঠেছিল দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তন। জাপানে বসবাসরত শিশু-কিশোরদের জন্য আয়োজনটি ‘প্রাণের মেলা’ হয়ে উঠেছিল। সেখানে গভীর শ্রদ্ধা ও পরম মমতায় তাঁরা স্মরণ করেছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শিক্ষা নিয়েছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে। 
অনুষ্ঠানের শেষাংশে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল শিশুকেই উপহার প্রদান করা হয়। পরে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জন্মদিনকে আরো আনন্দময় করতে আগত শিশুদের নিয়ে কেক কাটেন । সবশেষে উপস্থিত সবাইকে মিষ্টিসহ আপ্যায়ন করা হয়।
এসময় বিপুলসংখ্যক প্রবাসী ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সপরিবারে উপস্থিত ছিলেন। 
#
শিপলু/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা     
তথ্যবিবরণী                                                               নম্বর :  ৮৪৫
 
¢র¬েঁধব¡ল ¢লহ্লবে যযৈভ্র¥ষ ঝজ্জলয¡¢ড়Ñখ£ ঐযি ঝ¡ধ£ঁ ¢হস্খ ¢পযঢ় উদ্যাভব
 
হ্যানয় (ভিয়েতনাম), ৩ চৈত্র (১৭  মার্চ ) : 
 
ঝ¡¢ধষ পিতা যযৈভ্র¥ ®হগ লম্ভঝয¤ষ ষয়ল¡¬বেষ ৯৮ধল ঝজ্জল য¡¢ড়Ñখ£ ঐযি জাতীয় ¢হস্খ ¢পযঢ় ১৭ ল¡ছÑ ২০১৮ ¢র¬েঁধব¡¬ল য¡সি¡¬দেশ প§ধ¡য¡ঢ়ে শন¡¬শে¡ঘণ্ঠ লশÑ¡প¡ ঐযি ঊাঢ়¡য়-ঊŸ£ভব¡ষ লফণ্ঠ ¢প¬ঁে ভ¡সব খষ¡ য়ঁ ু    
পিযঢ়¢ঠ উদ্যাভব ঊভস¬ৎে ¢র¬েঁধব¡¬লে য¡সি¡¬দেশের ষ¡øত্থপ§ধ ¢লঝ ঢ়¡¢লব¡ ব¡ঝ 
ভ-ধ¤¬েড় জাতীয় ভধ¡খ¡ অ¡ব¤স্ফ¡¢বখর¡¬বে উত্তোসনের ল¡ধ্যমে ¢পযঢ়েষ খর্মসূচির ঢ়§ছব¡ করেনু প§ধ¡য¡¬ঢ়েষ খলÑখধÑ¡ ঔ খলÑছ¡ষ£ঘত ঐযি ¢রঁেধব¡¬মে যঢ়য¡ঢ়ষধ য¡সি¡-দেশি ভ-য¡ঢ়£ ও দ্মন্ড¡ব£ঁ গণ্যম¡বণ্ঠ অ¢ধ¢নয্রজ্জপ ঐঢ়লঁ ঊভ¢দ্মন্ডধ ¢ছসেবু ভধ¡খ¡ উত্তোসব শেষে যযৈভ্র¥ ®হগ লম্ভঝয¤ষ ষয়ল¡¬নের আত্মার ল¡ঘমেষ¡ধ ঐযি ¬দেশের ঊু¢ধ খ¡লব¡ করে ¢বশেষ ভ-¡নÑব¡ষ অ¡¬েঁ¡ঝব খষ¡ য়ঁ ু ¢পযঢ়¢ঠ উপলক্ষে ষ¡øত্থভ¢ধ, ভ-ফ¡বল¿গ্ধ£, ভষষ¡øত্থ ল¿গ্ধ£ ভ-পš য¡ণী ভ¡ড করে ®হ¡ব¡বে¡ য়ুঁ    
ঐ ¢পয¬সে ¢বশেষ অ¢ধ¢ন হিসেবে ঊভ¢দ্মন্ডধ ¢জ¬লেন য¡সি¡¬দেশের ঢ়ঢ়িপ ঢ়পঢ়ণ্ঠ ক্কঢ়ঁপ অ¡য¤ ®য়¡¬ঢ়েব, অ¡ল্ট¥ষ ষয়ল¡ব য¢প ঐযি হ¢মখ¥স ঈঢ়স¡ল ¢হল¤সু ঢ়ঢ়িপ ঢ়পঢ়ণ্ঠ ¯ঢ়ঁপ অ¡য¤ ®য়¡¬ঢ়েব ঐযি হ¢মখ¥স ঈঢ়স¡ল ¢হল¤স অব¤স্ফ¡¬নে বক্তৃতা করেনু যšক্ষ্ম্রধ¡ঁ ধু¡ষ¡ যযৈভ্র¥ষ ঝ£যব¡প¬হেÑষ ভ-¢ধ অ¡¬সে¡খভ¡ধ খ¬ষেবু   
ঐ ¢পযঢ় ঊভস¬েৎ ¢হস্খ¬পেষ ঝবণ্ঠ ঐখ ¢য¬েহড় অ¡ঠÑ খণ্ঠ¡¬েড্ডভষ অ¡¬ঁে¡ঝব খষ¡ য়ঁ 
®শগ¡¬বে য¡সি¡¬পেহ ঔ ¢র¬েঁধব¡¬লেষ ¢হস্খষ¡ অহিঘত্তয়ণ খ¬ষেু অ¡ঠÑ খণ্ঠ¡¬ড্ডেভ অংশগ্রহণকারী ¢হস্খ¬েপষ ল¬ফেণ্ঠ পুষú¡ষ ¢যধষত খষ¡ য়ঁ ু    
#
 
আমিনুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮২৭ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৮৪৪
 
বঙ্গবন্ধুকে জানতে পারলেই দেশের উন্নয়ন ও মানুষকে ভালবাসার মূলমন্ত্র জানা যাবে
                                                                                    ---ত্রাণ মন্ত্রী
 
ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ ) : 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন,  বঙ্গবন্ধুকে জানতে পারলেই, দেশের উন্নয়ন ও মানুষকে ভালবাসার মূলমন্ত্র জানা যাবে। শুধু মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললেই হবে না। নিজেদের অন্তরে ধারণ করতে হবে, পরিবারের সদস্যদের মাঝে তুলে ধরতে হবে।
 
মন্ত্রী আজ মতলব উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন ও ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ বক্তব্য রাখেন।
#
 
ওমর/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৮৪৩
 
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
 
ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ ) : 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা  এবং আলোচনাসভা আজ ঢাকার আগারগাঁওয়ে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
 
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শিশুদেরকে  অত্যন্ত ভালবাসতেন ও ¯েœহ করতেন। তাঁকে অনুসরণ করতে হবে, তাঁর জীবনাদর্শ মেনে চলতে হবে। তিনি আরো বলেন, শিশুরাই সোনার ছেলে। এরাই ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। মন্ত্রী এসময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সৎ উপার্জনের মাধ্যমে সন্তানদেরকে লালন পালন করতে হবে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুযায়ী শিশুকিশোরদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । যাতে শিশুরা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
 
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী এবং জাদুঘরের কিউরেটর কাজী হাসিবউদ্দীন আহমেদ।
#
 
কামরুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৪০ ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৮৪২
 
বড়াল নদী উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে
---নৌপরিবহণ মন্ত্রী
 
চাটমোহর (পাবনা), ৩ চৈত্র (১৭ মার্চ ) :
 
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বড়াল নদী উদ্ধার ও দখল-দূষণরোধে যা যা করণীয় তা অবশ্যই করা হবে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা শেষে স্লুইচ গেট ও বাঁধ অপসারণের ব্যবস্থা নেয়া হবে। তিনি আজ পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে বড়াল নদী পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিন। 
 
মন্ত্রী বলেন, যারা নদী দখল করে তারা এ যুগের রাজাকার। বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। বিগত সরকারগুলোর অযতœ ও অবহেলার কারণে নৌপথগুলো হারিয়ে এখন তা দাঁড়িয়ে মাত্র ৩ হাজার ৬০০ কিলোমিটারে। বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৪০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে। নৌপথ খননের জন্য ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে।
#
 
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৮৪১
 
সমবায় অধিদপ্তরে জাতির পিতার ৯৯তম জন্মদিন পালন
 
ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ ) : 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় সমবায় অধিদপ্তরে পালিত হয়। এ উপলক্ষে সমবায় অধিদপ্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৯টায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সন্তানরা অংশগ্রহণ করে। এ উপলক্ষে কেক কাটা হয় এবং শিশুকিশোরদের মধ্যে বিতরণ করা হয়। 
 
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
#
 
সাইফুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৩৪ ঘণ্টা
 
Todays handout (12) (2).docx Todays handout (12) (2).docx