Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ১৮/১০/১৫

তথ্যবিবরণী                                                     নম্বর : ৩০৫২

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    রাজধানীর ইডেন কলেজে ছাত্রীদের জন্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

    আজ ঢাকায় ইডেন কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ইডেন কলেজ অধ্যক্ষ হোসনে আরাসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

    ৬শ’ ছাত্রীকে দেড় হাজার টাকার বিনিময়ে তিন ডোজ টিকা দেয়া হচ্ছে। প্রতিটি ডোজের মূল দাম ৮ হাজার টাকা। এ টিকাদান কার্যক্রমে সহায়তা করছে মেরি স্টোপস ক্লিনিক।

    কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বলেন, মেয়েদের স্বাস্থ্য সচেতন করতে পাঠ্যপুস্তকে এসব বিষয় রাখা হয়েছে। মেয়েদের এ ধরনের স্বাস্থ্য কার্যক্রমে সহায়তার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

    পরে শিক্ষামন্ত্রী কলেজের দেওয়ালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত ম্যুরাল উদ্বোধন করেন।

    এছাড়া, মন্ত্রী মোবাইল থেকে ছাত্রীদের কলেজের বিভিন্ন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এর ফলে, এখন থেকে আর ব্যাংকে লাইন ধরে ফি দিতে হবে না।

    মন্ত্রী কলেজের লাইব্রেরি অটোমেশন কার্যক্রম এবং সভাকক্ষ ও দর্শনার্থী কক্ষের উদ্বোধন করেন।

#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৫১

ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান স¦াস্থ্যমন্ত্রীর

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
ডেঙ্গু জ্বর নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে এ রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
 মন্ত্রী আজ গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রাপূর্ব সমাবেশে একথা বলেন। তিনি ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান। তিনি বলেন, পাঁচ বছর পর পর বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ২০১১ সালের পর এ বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গত নয় মাসে প্রায় দুই হাজার এবং ডিএনসিসিতে ২২১ জন আক্রান্ত হয়েছে। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টি ও গরম আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ডেঙ্গু নির্র্মূলের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিষয়ে জনসচেতনতা বাড়ছে। এক সময়ের আতঙ্ক কলেরা, ম্যালেরিয়া ও পোলিও দেশ থেকে মুক্ত হয়েছে। ইবোলা ভাইরাসও আসতে পারেনি। সবাই সচেতন হলে এ রোগ নির্মূল করা সময়ের ব্যাপার। সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ পাড়া মহল্লায় লিফলেট ও প্রচারপত্র বিলির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 
সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেন, সিটি করপোরেশন চাইলেই ডেঙ্গু প্রতিরোধ করতে পারেনা। সিটি করপোরেশনে নয়; আশপাশের এমন অনেক এলাকায় মশার জš§ হয়। সেসব এলাকার জনগণকেও সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ১০ থেকে ১২ বছর আগে ডেঙ্গু নিয়ে যে আতঙ্ক ছিল এখন তা নেই বলে মনে করেন মেয়র।
    সমাবেশে অন্যান্যের মধ্যে একেএম রহমত উল্লাহ এমপি বক্তৃতা করেন। সমাবেশ শেষে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রার উ™ে^াধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শোভাযাত্রাটি গুলশান ইয়ুথ ক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সামনে এসে শেষ হয়।
#
পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৫০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর 
সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শারণ (চধহশধল ঝধৎধহ) আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন। 

    এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। ভারতের হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভারত বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা করতে আগ্রহী। 
    
    রামপাল প্রকল্প, ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগ ক্রস বর্ডার বিদ্যুৎ বানিজ্য, ৮০০ কেভি ডিসি মাল্টি টার্মিনাল বাইপোল লাইন, ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন, পশ্চিমবঙ্গ থেকে আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে এলএনজি এবং প্রাইভেট বিনিয়োগ ইত্যাদি বিষয়ে তাঁরা আলোচনা করেন।  

    প্রতিমন্ত্রী হাইকমিশনারকে বাংলাদেশে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশ ভারতের সহযোগিতা চায়। এ সময় ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানির বিষয়টি আলোচনা করা হয়। হাইকমিশনার জানান, প্রতিশ্রুতি মোতাবেক প্রয়োজনীয় বিদ্যুৎ বাংলাদেশকে দেয়া হবে। ভুটান বা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির ওপর ভারতের অনাপত্তির কথাও হাকমিশনার প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী বিদ্যমান প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। 

    এসময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।  

#

আসলাম/আফরাজ/মোশাররফ/জসীম/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৪৯

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে 
আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

         জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এক বৈঠক আজ মো. ইসরাফিল আলম এর সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেগম শিরীন আখতার, মো. রেজাউল হক চৌধুরী এবং রোকসানা ইয়াসমিন ছুটি বৈঠকে অংশগ্রহণ করেন। 

          বৈঠকে আইএলও-এর চিফ অভ্ মিশন কধৎড়হ গড়হধমযধহ, ওহঃবৎহধঃরড়হধষ খধনড়ঁৎ ঝঃধহফধৎফং উবঢ়ধৎঃসবহঃ এর বিশেষজ্ঞ ঈড়বহ কড়সঢ়রবৎ ও লিগ্যাল অফিসার ঝরংশধ উঁননবৎঃ এবং জগএ ঝবপঃড়ৎ চৎড়মৎধসসব এর  প্রোগ্রাম ম্যানেজার ঞঁড়সড় চড়ঁঃরধরহবহ অংশগ্রহন করেন । 

           বৈঠকের সভাপতি ইসরাফিল আলম প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লেবার ল’ ২০১৩ প্রণয়নে আইএলও এর সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন । তিনি ভবিষ্যতে শ্রমিকদের স¦ার্থসংরক্ষণে সর্বদা তাদের পরামর্শ কামনা করেন।

    প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থিত কলকারখানার শ্রমিকদের কর্মপরিবেশ, তাদের উপযুক্ত বেতন ভাতা এবং লেবার ল’ ২০১৩ সম্পর্কে কমিটির কাছে বিভিন্ন তথ্য জানতে চান এবং কমিটির বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন। 

           কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তরের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#
মিজানুর/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৯১৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৪৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি
 র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন। 

        বৈঠকে ইউএনডিপিসহ পার্বত্য জেলাসমূহে পরিচালিত এনজিওসমূহের কার্যক্রম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

    বৈঠকে পার্বত্য এলাকায় ২২৮টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও জাতীয়করণের অন্তর্ভুক্ত না হওয়ায় কমিটি তীব্র ক্ষোভ প্রকাশ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে পরবর্তী বৈঠকে তা অবহিত করা জন্য কমিটি সুপারিশ করে। 

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তের জন্য কমিটির সদস্য এম এ আউয়ালকে সভাপতি করে প্রতিবেদন প্রদানের জন্য কমিটি সুপারিশ করে। 

           পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#
সাব্বির/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৯০৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩০৪৭

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
         জাতীয় সংসদের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়  সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি  মীর শওকাত আলী বাদশার  সভাপতিত্বে  জাতীয়  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক, মো. কামাল আহমেদ মজুমদার, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, মুহম্মদ আলতাফ আলী এবং সামছুন নাহার বেগম (এডভোকেট) বৈঠকে অংশগ্রহণ করেন। 
        বৈঠকে চলতি মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণার ফলাফল পর্যালোচনা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত বা নিখোঁজ জেলে পরিবারের পুনর্বাসন এবং সাবকমিটির তদন্ত প্রতিবেদন সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।
         বৈঠকে জানানো হয় যে, ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করায় ইলিশের প্রজনন অধিকতর ফলপ্রসু হয়েছে।  উক্ত সময়ে দেশব্যাপী ইলিশ আহরণ নিষিদ্ধ করায় মৎস্য অধিদপ্তর তা বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত থাকলে ইলিশের প্রজনন সাফল্য, জাটকার প্রাপ্যতা এবং ইলিশের উৎপাদন শতকরা ২৫-৩৫ ভাগ বৃদ্ধি পাবে ।          
          কমিটি চলতি মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের জন্য ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম ১৫ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করার পরিবর্তে ৩০ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা যায় কিনা সে সম্পর্কে কমিটির পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন প্রদান এবং চিড়িয়াখানার সার্বিক বিষয়ে আলোচনার জন্য কিউরেটরকে কমিটির আগামী বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ।
         উপকূলে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত বা নিখোঁজ জেলে পরিবারের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কমিটি সুপারিশ করে ।
          মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক থেকে দশম বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত সমূহের কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। 
          মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩০৪৬

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কমিটির সদস্য খাদ্য মন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. আব্দুল মালেক, শেখ মো. নূরুল হক ও শেখ ফজলে নূর তাপস বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটি দেশের বিভিন্ন জেলাতে ন্যায্যতার ভিত্তিতে খাদ্যশস্য বরাদ্দ প্রদানের সুপারিশ করে। বৈঠকে দেশের বাহির থেকে যেসব খাদ্যশস্য আমদানি করা হয় সেগুলোর গুণগতমান যাচাইয়ের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

মৌমিতা/আফরাজ/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                                           নম্বর : ৩০৪৫

দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স¦াস্থ্যমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে জনগণের হাসপাতালে পরিণত করতে হবে। সাধারণ মানুষের কাছে এ হাসপাতালটির পরিচিতি কম। এ কারণে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঢাকা মেডিকেল, মিটফোর্ড ও সোহরাওয়ার্দীসহ অন্যান্য মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ভিড় করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সব রোগের চিকিৎসা পাওয়া যায় তা জানলে রোগীরা এ হাসপাতালমুখী হবে।
 স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধনাঢ্য মানুষ রোগে আক্রান্ত হলে পাঁচতারা হোটেলের মতো বড় বড় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু দরিদ্র মানুষের সেই সামর্থ্য নেই। তাদের আশ্রয়স্থল সরকারি হাসপাতাল। ১৬ কোটি মানুষের দেশে সরকারি হাসপাতালে শয্যা কম বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। কুর্মিটোলা হাসপাতাল সেগুলোর একটি। দরিদ্র মানুষ এখানে সেবা পাবে।
মন্ত্রী আজ কুর্মিটোলা হাসপাতাল মিলনায়তনে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক এবং সামরিক চিকিৎসা অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল রবিউল হোসেইন এতে স্বাক্ষর করেন। 
এই সমঝোতা স্মারকের ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের একসঙ্গে পথচলা শুরু হলো। এখন থেকে এদু’টি প্রতিষ্ঠান একীভূত হয়ে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করবে। 
 সমঝোতা স্বারক অনুযায়ী আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যায়ের চিকিৎসকরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসা ও চিকিৎসকদের প্রশিক্ষণের কাজে সম্পৃক্ত হবেন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পাশকৃত ইন্টার্নি চিকিৎসকরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রশিক্ষণ নিবেন। এছাড়া, তৃতীয় বর্ষ থেকে কলেজের ছাত্র-ছাত্রীরা হাসপাতাল থেকে ক্লিনিক্যাল প্রশিক্ষণ পাবেন। চিকিৎকদের ¯œাতকোত্তর প্রশিক্ষণ দেয়া হবে। অধ্যাপকরা যোগদানের পর হাসপাতালে নেফ্রলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, মনোরোগ, রক্ত পরিসঞ্চালন বিভাগসহ আরো নতুন বিভাগ চালু করা হবে। কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহায়তায় হাসপাতালে স্থাপিত আধুনিক মরচুয়ারি এবং ময়না তদন্ত শুরু হবে। 
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের সভাপতিত্বে সমঝোতা স্বারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালটির পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষার প্রসারের কথা চিন্তা করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজকে একীভূত করা হয়েছে। এ দু’টি প্রতিষ্ঠানের একীভূত হয়ে যাত্রা শুরু একটি ঐতিহাসিক ঘটনা। দু’টি প্রতিষ্ঠানের একত্রে পথচলার মধ্য দিয়ে দরিদ্র রোগীদের আরো বেশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। 
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল একীভূত হওয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেয়ার সুযোগ পেল। সশস্ত্র বাহিনী দেশরক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেবামূলক কাজে আত্মনিয়োগ করবে। হাসপাতালে দরিদ্র মানুষের সুচিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিকসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   
 #
পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩০৪৪

প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্বে থাকবেন


ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এর অনুপস্থিতকালীন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

    প্রধান বিচারপতি আগামী ২২ থেকে ২৮ অক্টোবর এবং আগামী ৫ নভেম্বর থেকে 
১৪ নভেম্বর ২০১৫ পর্যন্ত অথবা উভয়ক্ষেত্রে তাঁর যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত  বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া এ দায়িত্ব পালন করবেন।

#
আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৮২৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩০৪৩

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত 
সংসদীয় সাবকমিটি কর্তৃক স্কুল পরিদর্শন

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ৩নং সাবকমিটি আজ মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রমনায় সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে। 
    সাবকমিটির আহ্বায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সদস্য মো. নজরুল ইসলাম বাবু ও বেগম উম্মে রাজিয়া কাজল পরিদর্শনে অংশগ্রহণ করেন। মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ উপস্থিত ছিলেন।
    পরির্দশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

ইনামুল/আফরাজ/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/১৯১০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৪০

অটোরিক্সা-অটোটেম্পু চলাচলে সিদ্ধান্তের ভিত্তি হবে আধুনিক যোগাযোগ কৌশল
                                ---তথ্যমন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
    
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আধুনিক যোগাযোগ কৌশল নির্ধারণের মাধ্যমেই অটোরিক্সা-অটোটেম্পু চলাচলে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। অটোরিক্সা-অটোটেম্পুকে গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের রূপায়ক বলে বর্ণনা করেন তিনি।  

    মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত মহাসড়কে অটোরিক্সা-অটোটেম্পু চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়া, তিন চাকার যান চলাচলের পৃথক লেন এবং এ ব্যবসাটিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কনভেনশনে অটোরিক্সা-অটোটেম্পু মালিক-চালকদের উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার জন্য তুলে ধরবেন বলে আশ্বাস দেন হাসানুল হক ইনু।

    তিন চাকার যানের জন্য প্রধানমন্ত্রীর দরদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নে গ্রামীণ অর্থনীতির অবদান সবচেয়ে বেশি। আর এ উন্নতির পেছনে রয়েছে দ্রুত যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন। অটোরিক্সা-অটোটেম্পুই এই পরিবর্তনের সূচনা করে গ্রামের নিশ্চল জীবনকে করেছে সচল, সবল ও জীবন্ত। তাই এদের বাদ দিয়ে গ্রামীণ অর্থনীতির কথা ভাবা যায়না।

    বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. গোলাম ফারুকের সভাপতিত্বে কনভেনশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আজিজুর রহমান পটু, কমরেড আবুল হোসাইন, কমরেড রুহিন হোসেন প্রিন্স এবং কমরেড রাজেকুজ্জামান রতন বক্তব্য রাখেন। 
#
আকরাম/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৭১৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৪২

আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে
                    ---এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আশ্রয়ণ প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রকল্প বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

    আজ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন।

    এ ব্যাপারে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো চিহ্নিত করে প্রকল্পের কাজ সঠিকভাবে এগিয়ে নেয়ার জন্য মন্ত্রী সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেন। 

সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে ১৯৯৭ সালে তৎকালীন মেয়াদে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উক্ত প্রকল্পটি গ্রহণ করা হয়।

উক্ত প্রকল্পের আওতায় চলতি মেয়াদে ৩০টি জেলার ৭৫টি উপজেলায় ২৯২৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আরও ৪৫৪৫টি পরিবারকে পুনর্বাসন করা হবে বলে বৈঠকে জানানো হয়।

#
শহিদুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৭২৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০৪১

চীনে সিল্ক রোড সম্মেলনে যোগদানকালে চীনের প্রেসিডেন্টের সাথে স্পিকারের সাক্ষাৎ

বেইজিং (চীন), ১৮ অক্টোবর :  

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল ১৪-১৬ অক্টোবর চীনের বেইজিং-এ অংরধহ চড়ষরঃরপধষ চধৎঃরবং’ ঝঢ়বপরধষ ঈড়হভবৎবহপব ড়হ ঃযব ঝরষশ জড়ধফ এ অংশগ্রহণ করে। 

সফরকালে স্পিকার ১৫ অক্টোবর চীনের বেইজিং এর গ্রেট হল অভ্ দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং (ঢর ঔরহঢ়রহম) এর সাথে সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাও (খর ণঁধহপযধড়) এবং স্ট্যান্ডিং কমিটি অভ্ ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাং দেজিয়াং (তযধহম উবলরধহম) এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।  

বৈঠকে বাংলাদেশ ও চীন উভয় দেশ অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে অর্থনৈতিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার বিষয় আলোচনা হয়।

উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয় সংসদ ও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের মধ্যকার সম্পর্ক জোরদার করার মধ্য দিয়ে উভয় দেশের জনগণের মধ্যে মেলবন্ধন রচনার ওপর গুরুত্ব আরোপ করা হয়। 

#
মঞ্জুর/আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/১৮২২ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০৩৯


নতুন উদ্ভাবিত পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
                                                                       - শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) : 
  
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন উদ্ভাবিত পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে শিক্ষার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শিক্ষাপ্রতিষ্ঠানের পিয়ার ইন্সপেকশন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।
    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষার দায়িত্বে নিয়োজিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এর পক্ষে প্রতিষ্ঠানটির অত্যন্ত সীমিত জনবল দিয়ে সারাদেশে শিক্ষামন্ত্রণালয়ের অধীন ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কাজ পরিচালনা করা একেবারেই অসম্ভব। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী শেখ হাসিনার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি চালু করেছে।
    তিনি বলেন, প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক এসব পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন সবার জানার জন্য ডিআইএ’র ওয়েবসাইটে আপলোড করতে হবে।
    ডিআইএ’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ার ইন্সপেকশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ’র পরিচালক প্রফেসর মো. মফিজ উদ্দিন আহমদ ভূইয়া।
    এরআগে শিক্ষামন্ত্রী মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচির উদ্বোধন করেন।
#

সাইফুল্লাহ/শাহআলম/মিজান/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০৩৮


পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ৩ কার্তিক (১৮ অক্টোবর) :
   
জাতীয় সংসদের ‘পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন-এর সভাপতিত্বে কমিটির সদস্য পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান ও মোস্তাফিজুর রহমান চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে ১৪তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন এবং অগ্রগতি, অর্থমন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিডবেস সেটআপসংক্রান্ত পর্যালোচনা, ঢাকা শহররক্ষা বাঁধপ্রকল্প এবং এই প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির বর্তমান অবস্থা এবং ভোলা শহররক্ষা প্রকল্প (৩য় পর্যায়) এর অগ্রগতির প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।   
কমিটি নভেম্বর/২০১৫ মাসের প্রথম সপ্তাহে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নীড বেসড সেটআপচূড়ান্ত করার জন্য সুপারিশ করে। 
বৈঠকে ঢাকা শহররক্ষা বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলদার বিনানোটিশে উচ্ছেদ করে দখলমুক্ত করা

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon