Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 02/02/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৩৫৬
কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবসের সেমিনার অনুষ্ঠিত
কলকাতা (ভারত), ২ ফেব্রম্নয়ারি :   
    কলকাতা ৪০তম আনত্মর্জাতিক পুসত্মকমেলায় আজকের দিনটিকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হয়। এ উপলড়্গে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সহযোগিতায়  মেলার এস বি আই অডিটোরিয়ামে ‘ বাঙ্গালিয়ানা ও  বৈশ্বিকতা’ শীর্ষক  সেমিনারের আয়োজন করা হয়।
    বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্‌তারী মমতাজের সভাপতিত্বে  সেমিনারে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিষয়ক মন্ত্রী ব্রাত্য বসু উপসি'ত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  মেহের আফরোজ চুমকি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের  চৌধুরী। এছাড়া,  সেমিনারে মূলপ্রবন্ধ উপস'াপন করেন কথাশিল্পী ও প্রাবন্ধিক অধ্যাপক  সৈয়দ মনজুরম্নল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও কথাশিল্পী সমরেশ মজুমদার।  সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ।
    প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রী বলেন, ভয়  দেখিয়ে বাঙালিকে থামিয়ে  দেয়া যাবে না। একাত্তরে বাঙলা ভাষার ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে পারেনি।  তেমনি মুক্তচিনত্মত্মার মানুষকে হত্যা করেও বইমেলায় মানুষের আগমন থামানো যাবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক  কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। 
    তিনি বলেন, বাঙলা ভাষার শ্রেষ্ঠ  লেখাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে পৃথিবীর বিভিন্ন প্রানেত্ম  পৌঁছে  দেয়া উচিৎ। 
    সম্মানিত অতিথি ব্রাত্য বসু বলেন, বাঙালি আসলে  বৈশ্বিক নয়।  বৈশ্বিক হতে হলে আড্ডা কমিয়ে বাঙালিকে কর্মঠ হতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায়  মেহের আফরোজ চুমকি বলেন, দুই বাংলার সম্পর্ক  যে  কোনো সময়ের  চেয়ে ভালো। এ সময়ে আমাদের মধ্যে দ্বিপাড়্গিক সম্পর্ক আরো বৃদ্ধি করা উচিৎ।
    সবশেষে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
    উলেস্নখ্য, এবারের পুসত্মকমেলায় বাংলাদেশের স্বনামধন্য ৫টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ২৭টি প্রকাশনা প্রতিষ্ঠানসহ  মোট ৩২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
#
মোফাকখারম্নল/আফরাজ/মিজান/নবী/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৫৫

সরকার প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে ব্যবস'া গ্রহণ করেছে 
                                -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রম্নয়ারি) :   

    শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, সরকার প্রতিবন্ধীদের দড়্গতা উন্নয়ন করে তাদের কর্মসংস'ানের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে অগ্রাধিকারভিত্তিতে ব্যবস'া গ্রহণ করেছে। এ লড়্গ্যে সরকারি চাকরির ড়্গেত্রে তাদের নির্দিষ্ট কোটা নির্ধারণ করা হয়েছে। 

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এমপস্নয়ার্স ফেডারেশন এবং আনত্মর্জাতিক শ্রম সংস'া আয়োজিত বিজনেস এন্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 

    ফেডারেশনের সভাপতি সালাহ উদ্দিন কাসেম খানের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় আইএলও’র জ্যেষ্ঠ উন্নয়ন দড়্গতা বিশেষজ্ঞ কিশোর কুমার সিংহ অংশ নেন । 

    প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরড়্গায় কাজ করছে। কর্মসংস'ান সৃষ্টির জন্যই প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির ড়্গেত্রে তাদের জন্য এক শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরির ড়্গেত্রে ১০ শতাংশ কোটা সংরড়্গণ করেছে। 

    প্রতিবন্ধীদের বিষয়ে সরকার আনত্মরিক উলেস্নখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন এবং তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লড়্গ্যে সরকার বেশ কিছু আইন এবং বিধি প্রণয়ন করেছে। এসব কর্মকা-ের মধ্যে অটিজমকে অত্যনত্ম প্রাধান্য দিয়ে কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। 

    প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধী অধিকার ও সুরড়্গা আইন এবং নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরড়্গা ট্রাস্ট আইন, অধিকার ও সুরড়্গা বিধিমালা প্রণয়ন করেছে। তিনি বলেন, সরকার এক দশক ধরে শিড়্গা, প্রশিড়্গণ ও পুনর্বাসনের জন্য যথাযথ নীতি, আইন ও পরিকল্পনার প্রয়োজনীয় পদড়্গেপ গ্রহণ করেছে।  

    প্রতিমন্ত্রী সমাজে প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা তৈরি করতে স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওসহ অন্যান্য সংগঠনকে আরো প্রায়োগিক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।  

#

আকতারম্নল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৫৪

পাঁচ উৎসব দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখবে
                                 -- তথ্যমন্ত্রী

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ ও একুশের বইমেলা - এ পাঁচ উৎসব যতদিন চলবে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো জঙ্গিবাদ, সাম্প্রদায়িক বা আগুনসন্ত্রাসের ষড়যন্ত্র সফল হবে না।
    মন্ত্রী আজ রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বইকেন্দ্র উদ্বোধনকালে একথা বলেন।
    ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দফতর সম্পাদক মেহেদী হাসানসহ ইউনিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।
    বাংলাভাষা ও দেশীয় ঐতিহ্য রক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, আঞ্চলিকতা রক্ষা করুন, কিন্তু ভাষার বিকৃত উচ্চারণ রোধ করুন।
#

আকরাম/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৫৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. আব্দুল ওদুদ, মো. ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সার্বিক অবস্থা, জনবল নিয়োগ ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট স্থাপন এবং গোপালগঞ্জ এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের সার্বিক অবস্থা সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

    কমিটি কোরিয়ার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য এস্টাবলিশমেন্ট অভ্ মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালাইজড হসপিটাল স্থাপন (ঊংঃধনষরংযসবহঃ ড়ভ গঁষঃর-ফরংপরঢ়ষরহধৎু ঝঁঢ়বৎ-ংঢ়বপরধষরুবফ ঐড়ংঢ়রঃধষ) প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু তদারকির মাধ্যমে এগিয়ে নেয়ার জোর সুপারিশ করে।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হালিম/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৫২

একনেক বৈঠকে ৫ হাজার কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদিত

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এবং টাঙ্গাইলে মেডিকেল কলেজ স্থাপনসহ মোট নয়টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন লাভ করেছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে আজ ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত একনেকের ১৯তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত নতুন ও সংশোধিত প্রকল্পসমূহের জন্য প্রকল্প ব্যয় হবে ৪ হাজার ৮শ’ ৫৮ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে জিওবি ২ হাজার ৪৭৭ কোটি ৪৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ১৭৩ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ২০৭ কোটি ৩৫ লাখ টাকা ।  
    একনেক বৈঠকশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। ব্রিফ্রিংকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলামসহ পরিকল্পনা কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
    পরিকল্পনামন্ত্রী প্রেসব্রিফিংয়ে বলেন, স্বাস্থ্যসেবা বিশ^মানে উন্নীত করার লক্ষ্যে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে সরকার মেডিকেল সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। সক্ষমতা বৃদ্ধি করতে পারলে চিকিৎসা সেবার ব্যয় হ্রাস পাবে, চিকিৎসা গ্রহণে বিদেশ নির্ভরতা কমে আসবে। তিনি বলেন, দেশে চিকিৎসক তৈরির পাশাপাশি আধুনিক নার্সিং পেশার প্রসার আবশ্যক। নার্সিং ইনস্টিটিউটের পাশাপাশি চাহিদা নিরূপণ করে নার্সিং কলেজ প্রতিষ্ঠার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়।
    মন্ত্রী জানান, আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ১ হাজার ৩শ’ ৬৬ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়সংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে বিশেষায়িত চিকিৎসাসেবার নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় এবং বারডেম হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণে আগত রোগীদের দুর্ভোগ লাঘবে একটি আন্ডারপাস নির্মাণের জন্য প্রধানমন্ত্রী বৈঠকে অনুশাসন দিয়েছেন বলে তিনি জানান।
    পরিকল্পনা মন্ত্রী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের  আসনসংখ্যা বর্তমান ৪ হাজার দুইশ’ থেকে বৃদ্ধি পেয়ে সাড়ে ছয় হাজারে উন্নীত হবে এবং ভবিষ্যতে এ আসনসংখ্যা ১৫ হাজারে উন্নীত করা হবে।
    একনেক অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে, তিতাস গ্যাস ফিল্ডে গ্যাস উদ্গিরণ নিয়ন্ত্রণ এবং ফিল্ডের মূল্যায়ন ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প, নগরাঞ্চলের ভবন সুরক্ষা প্রকল্প, জাতীয় স্যানিটেশন (৩য় পর্যায়) প্রকল্প এবং ফরিদপুর (বদরপুর) সালথা -সোনাপুর -মকসুদপুর সড়ক উন্নয়ন প্রকল্প ।
    একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#


শেফায়েত/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

Handout                                                                                                         Number : 351

BD Foreign Secretary meets

his Indian counterpart in New Delhi

New Delhi (India), February 2 :

            Bangladesh Foreign Secretary Md. Shahidul Haque, who is on a two-day visit to New Delhi, met his counterpart Dr. S Jaishankar at the Indian capital yesterday.

            The bilateral talks were held at the Hyderabad House last evening where the two Foreign Secretaries discussed the whole range of bilateral issues including security and peace; water resources management; power and energy sector cooperation; trade, business and investment; development cooperation; sub-regional cooperation; connectivity; regional and multilateral cooperation and people-to-people contact.

            Taking stock of the Joint Declaration issued by the Prime Ministers of Bangladesh and India in June last year, the two sides expressed satisfaction at the progress of its implementation so far. 

            Bangladesh Foreign Secretary also briefed Indian Foreign Secretary on Bangladesh’s chairmanship of the 9th Global Forum on Migration and Development to be held in Dhaka in December 2016.

            Foreign Secretary is expected to meet India’s National Security Adviser Ajit Doval and Special Secretary of Water Resources Ministry Dr. Amarjit Singh today.

#

Khaleda/Afraz/Sanjib/Selim/2016/18.35 Hrs

Handout                                                                                                                 Number: 350

Bangladesh Consulate General in New York

donates books to the Manhattan Bangla School

Dhaka, February 2 :

Consul General of Bangladesh in New York Md. Shameem Ahsan donated books (Class I to V) to the  Manhattan Bangla Cultural School on Saturday, 30 January.

The books, published by the National Curriculum and Textbook Board, Dhaka, Government of Bangladesh, were received by the jubilant students in the presence of the president of the management committee of the school Manika Roy. Among others, teachers, members of the management committee and guardians were present on the occassion. The Consul General assured to make more books available in near future.

It may be mentioned here that Manhattan Bangla Cultural School was launched recently to help the children of Bangladesh community in New York to learn their mother tongue as well as retain and nurture the unique and distinct culture and tradition of Bangladesh.

#

Kamruzzaman/Afraz/Sanjib/Rezaul/2016/1828 hours


 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৪৯

বস্ত্র শিল্পে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে সরকার
                            --বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :   

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বস্ত্র শিল্পে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে সরকার । দেশের প্রতিটি বৃহত্তম জেলায় একটি করে টেক্সটাইল কলেজ এবং প্রতিটি জেলায় একটি করে ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
 
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বস্ত্র পরিদপ্তরের সম্মেলনকক্ষে বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বস্ত্রখাত থেকে  রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিরাষ্ট্রীয়করণের মাধ্যমে বেসরকারিখাতে দিয়ে দেয়া অনেক বস্ত্রকল বর্তমানে বন্ধ রয়েছে। বেসরকারিখাতে  দেয়ার সময় যেসব শর্ত দেয়া হয়েছিল সেসব শর্ত ভঙ্গকারীদের থেকে বস্ত্রকল আবার ফিরিয়ে আনা হবে। এসব বস্ত্রকল যেসব জমির উপর প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাইলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর মাধ্যমে তাদের মধ্যে লিজ দেয়া হবে।
    
    তিনি  আরো জানান, বস্ত্র ও পোশাকখাতে দক্ষ জনবল সৃষ্টির প্রয়োজনে দেশে বিদ্যমান ৫টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ৩টি টেক্সটাইল ইনস্টিটিউট এবং ৪০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে ২০১৪ ও ২০১৫ সালে মোট ৬ হাজার ৪৭৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে, যার মধ্যে ৪২৫ জনকে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ১ হাজার ৭৬ জন টেক্সটাইল ডিপ্লোমা এবং ৪ হাজার ৯শ’ ৭৫ জনকে ভোকেশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া, বর্তমানে ৪টি নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ৬টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের কাজ চলমান আছে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে  প্রতিবছর আরো ৯শ’ জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবে।

    প্রতিমন্ত্রী বলেন, দেশের বস্ত্রশিল্পের দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে নতুন  বস্ত্র আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে খসড়া আইনটির ওপর বিভিন্ন মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারগণ মতামত দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

    বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ে সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী , বস্ত্র পরিদপ্তরের পরিচালক ইসমাইল হোসেন, বিটিএমসি’র  সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. বায়জিদ সারোয়ারসহ বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র প্রতিনিধিগণ  সভায় উপস্থিত ছিলেন।
                                                                                                                  
#
সৈকত/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৪৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বর্ষ অনার্স পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের তৃতীয়বর্ষ অনার্র্র্স পরীক্ষা আগামীকাল ৩ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে।

    সারাদেশের ৩১৯টি কলেজের ১৬৫টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৮ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন     হয়েছে।

    সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

#

ফয়জুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৪৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ

ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
কাতারে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রীর আমন্ত্রণে এবং বাংলাদেশ সরকার কর্তৃক ইতোমধ্যে নেওয়া কর্মসূচি, কর্মীদের কর্মপরিবেশ, অধিকার সুরক্ষা ও মর্যাদা বিষয়ে আলোচনার জন্য আজ সকাল ১০ টা ৪০ মিনিটে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

উল্লেখ্য, বাংলাদেশ ও কাতারের মধ্যে ১৯৮৮ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় কাতারে বাংলাদেশের কর্মী প্রেরণ করা হচ্ছে। বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মী কাতারে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। কাতারে আরো বেশি কর্মী নিয়োগের বিষয় দু’দেশ উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাংলাদেশের ছয় সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রউফ, উপসচিব বদরুল আরেফিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. নুরাল ইসলাম, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী।

কাতার সফরকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী সেদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে অবকাঠামো উন্নয়নে কর্মী প্রেরণসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠককালে মন্ত্রী দু’দেশের মধ্যে কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

মন্ত্রী আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

#

জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/কামাল/২০১৬/ ১৫৩০ ঘণ্টা

 

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon