Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০১৬

তথ্যবিবরণী ২১ জুন ২০১৬


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২০৩৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মোবাইল অ্যাপ

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপ উদ্বোধন করা হবে আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে। এছাড়া কর্মজীবী মায়ের শিশুর সেবা প্রদানে বেসরকারি ব্যবস্থাপনায় ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন এ বছরের  মধ্যে চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।
      আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
    প্রতিমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটার সময় প্রয়োজনীয় সাহায্য চাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়াও উপযুক্ত প্রমাণের অভাবে অপরাধীকে সনাক্ত করা দুঃসাধ্য হয়ে ওঠে। এসব সমস্যার সমাধানে স্মার্ট ফোনে ব্যবহারযোগ্য ‘জয় : নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে একটি আইসিটিভিত্তিক টুল’ নামের মোবাইল অ্যাপ তৈরি হয়েছে।
    তিনি বলেন, যদি কোনো নারী নির্যাতনের শিকার হতে যাচ্ছেন অথবা হয়েছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মোবাইলের অ্যাপ স্পর্শ করতে হবে। অ্যাপ স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের ঠিকানাসহ বিপদ সংকেতের সংক্ষিপ্ত বার্তা পৌঁছে যাবে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর, সংশ্লিষ্ট থানা, নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (১০৯২১) এবং পুলিশ কন্ট্রোল রুমে। এছাড়া, এই অ্যাপ স¦য়ংক্রিয়ভাবে আলাপচারিতা সংরক্ষণ করবে। নির্দিষ্ট সময় পর পর ওই অ্যাপ ছবিও তুলবে এবং মোবাইলে তা সংরক্ষিত হবে। যা স¦য়ংক্রিয়ভাবে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের সার্ভারে প্রেরিত হবে। নারীর নিরাপত্তা ও অধিকার সম্পর্কিত তথ্য বাংলা ও ইংরেজিতে এই অ্যাপে দেয়া থাকবে।
    প্রেস ব্রিফিংয়ে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের পরিচালক ড. আবুল হোসেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।  
    প্রতিমন্ত্রী আরো বলেন, শিশুদের দিবাকালীন সেবা প্রদানের জন্য বেসরকারি পর্যায়ে ডে-কেয়ার সেন্টার করার ব্যবস্থা রেখে নীতিমালা করা হবে। নীতিমালার আওতায় লাইসেন্স নিয়ে বেসরকারি পর্যাায়ে ডে-কেয়ার সেন্টার পরিচালনা করা যাবে। কর্মজীবী মায়েদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে এ পদক্ষেপ নেওয়া হবে।
    শিশুদের পরিচ্ছন্ন রাখা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, সুষম খাবার প্রদানের পাশাপাশি শিষ্টাচার শেখানো, পরিবেশ ও স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞান প্রদান করা হবে ডে-কেয়ার সেন্টারে। শিশুদের জন্য শিক্ষা ও খেলাধুলার ব্যবস্থা থাকবে।
#
খায়ের/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২০৩৫

কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):

    চাঁদপুর কোস্টগার্ডের একটি অপারেশন দল গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রীবাহী লঞ্চ এমভি অন্যতম-১ থেকে ৬ লাখ ২ হাজার বর্গমিটার  কারেন্ট জাল এবং একজন কারেন্ট জাল পাচারকারী আটক করা হয়। আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। 

    আটককৃত কারেন্ট জাল এবং পাচারকারীকে আইনানুগ ব্যবস'া গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার নিকট হসত্মানত্মর করা হয়। 


#

শামীম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০৬ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২০৩৪

বাজার তদারকি  
৬৭ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
    বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, মাদারীপুর, ঝালকাঠি, টাঙ্গাইল, হবিগঞ্জ, যশোর, নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, গোপালগঞ্জ ও ময়মনসিংহে গতকাল বাজার তদারকি করা হয়।
    ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে সম্রাট ঘরোয়া রেস্তোরা এন্ড হোটেলকে ৩০ হাজার টাকা, ঝালমুখ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও ক্যাফে দিলকুশাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পল্টন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও জালালাবাদ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তেজগাঁও এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আল আমিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ক্যাফে আলী রেস্তোরা-২কে ১০ হাজার টাকা ও সেবা হোটেলকে ১৭শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে আল্লাহর রহমত খাসির দোকানকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আল আমিন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে জরিমানা করা হয়।
    অপরদিকে চট্টগ্রাম মহানগরের কোতয়ালী থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, রাজশাহী মহানগরের বোয়ালিয়া থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, বরিশালের উজিরপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, মাদারীপুর সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, টাঙ্গাইল সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা, যশোর সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, নোয়াখালী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ’ টাকা কুমিল্লার বুড়িচং উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা, পটুয়াখালী সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫শ’ টাকা, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, ময়মনসিংহ সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা এবং বরিশালের উজিরপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
#
আফরোজা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২০৩৩

গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নতুন জাতীয়করণকৃত স্কুলের শিক্ষার মানে সমতা আনয়ন এবং শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্যে জনস্বার্থে শিক্ষকদের আন্তঃবদলির কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম আরো জোরদার করার সুপারিশ করে। বৈঠকে প্রথমিক বিদ্যালয়ের শিক্ষাদান মানসম্মত না হলে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষকদের অন্যত্র বদলির সুপারিশ করা হয়।
 কমিটি নবনিয়োগকৃত শিক্ষকদেরকে যে সকল বিদ্যালয়ে শিক্ষকস¦ল্পতা বেশি সে সকল বিদ্যালয়ে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষক পদায়নের জোর সুপারিশ করে। তাছাড়া, প্রথমিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের অধিকতর যতœবান হওয়ার সুপারিশ করে।
কমিটি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের জরুরিভিত্তিতে নিয়োগ প্রদানের সুপারিশ করে।
বৈঠকে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়সমুহের ভূসম্পত্তির রক্ষণাবেক্ষণ, খাজনা হালনাগাদকরণের জন্য মন্ত্রণালয়ে একটি উইং খোলার সুপারিশ করা হয়। তাছাড়া, গণশিক্ষা কার্যক্রম বেগবান করারও সুপারিশ করা হয়। কমিটি সমগ্র দেশের বিদ্যালয়সমূহের আনুপাতিক হারে প্রাথমিক উপজেলা সহকারী শিক্ষা অফিসারের পদ সৃজনের সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৩২

শ্রমিক কল্যাণ তহবিলে ডিএসই এবং বেক্সিমকো ফার্মার দুই কোটি টাকা প্রদান

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):

    ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় দুই কোটি পনের লাখ টাকা প্রদান করেছে।

    আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিবৃন্দ ২ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকার চেক হসত্মানত্মর করেন।

    এর আগে দেশীয় ও বহুজাতিক ৬৬টি কোম্পানির লভ্যাংশের একটি অংশ এ তহবিলে জমা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বেক্সিমকোসহ এ তহবিলে লভ্যাংশ জমা দেয়া কোম্পানির সংখ্যা দাঁড়ালো ৬৮তে।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার লড়্গ্যে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মজীবীদের কল্যাণে সরকার এ তহবিল গঠন করেছে। তিনি বলেন, এ বিষয়ে জনসচেতনতা আগের থেকে বেড়েছে। শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ জমা দেয়ার তালিকায় নতুন নতুন কোম্পানির নাম যোগ হচ্ছে। এ তহবিলে জমার পরিমাণ দ্রম্নত বাড়ছে। এ পর্যনত্ম তহবিলে জমার পরিমাণ প্রায় দেড়শ কোটি টাকা। শ্রমজীবীদের কল্যাণে এ ধরনের তহবিল উলেস্নখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 

দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স'ায়ীভাবে অড়্গম, দুর্ঘটনার আহত শ্রমিকের জরম্নরি চিকিৎসা, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন এবং শ্রমিকদের সনত্মানদের উচ্চ শিড়্গালাভের জন্য শিড়্গাবৃত্তির অর্থ এ অর্থ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকখাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বিমার প্রিমিয়ামের অর্থও এ তহবিল থেকে দেয়া হচ্ছে। এ তহবিল থেকে এখন পর্যনত্ম প্রায় আড়াই কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।   

    চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস'াপনা পরিচালক মো. আবদুল মতিন পাটওয়ারী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রধান অপারেটিং অফিসার রাববুর রেজা, নির্বাহী পরিচালক জামাল আহমেদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, যুগ্মসচিব ম আ কাশেম মাসুদ, খন্দকার মোসত্মান হোসেন এবং 
মো. আমিনুল ইসলামসহ মন্ত্রণালয় ও কোম্পানি দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপসি'ত ছিলেন।

#

আকতারম্নল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬৩০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২০৩১

নুরম্নজ্জামান আহমেদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যোগদান

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):

সংসদ সদস্য নুরম্নজ্জামান আহমেদ আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ২০১৫ সালের ১৪ জুলাই খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। তিনি লালমনিরহাট-২ আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। উলেস্নখ্য, গত ১১ মে এডভোকেট প্রমোদ মানকিন পরলোক গমন করলে সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীশূন্য হয়ে পড়ে।

    যোগদান অনুষ্ঠানে জনাব নুরম্নজ্জামান এই পবিত্র রমজান মাসেই তাকে সমাজসেবামূলক কর্মকা-ের অন্যতম ধারক ও বাহক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়ার সুযোগ দান করায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যের শুরম্নতেই কৃতজ্ঞচিত্তে স্বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ সনত্মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া সকল মুক্তিযোদ্ধাদের। তিনি কৃতজ্ঞচিত্তে আরো স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি তাঁর মত একজন গ্রামের তৃণমূল পর্যায়ের কর্মীকে তুলে এনে মন্ত্রীত্বের আসনে বসিয়ে তাকে ও তার এলাকাবাসীকে সম্মানিত করেছেন।
    
    প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর। তৃণমূল পর্যায়ের নেতা হিসেবে তিনি সমাজের আনাচে-কানাচে পড়ে থাকা অবহেলিত মানুষের কাছে বর্তমান সরকার প্রদত্ত সকল সুবিধা পৌঁছে দিতে চান। দেশের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের শিখরে পৌঁছাতে তিনি কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।

যোগদান অনুষ্ঠানে উপসি'ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী বাবুল হাসান, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরম্নল কবির, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস'াপনা পরিচালক নাসরিন সুরাত আমিন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

#

মাইদুল/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০৩০


ঢাকা ও নারায়ণগঞ্জের মেয়রদের মন্ত্রী ও উপমন্ত্রীর মর্যাদা প্রদান

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    
    সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স¦ স¦ পদে থাকাকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন মন্ত্রীর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
    আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
#
আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২০২৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
    আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থা ও বিভাগের প্রধানদের সাথে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সাথে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি চৌধুরী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
    বীর বাহাদুর উ শৈ সিং স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক এর প্রতিটি অংশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের প্রধানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
    চুক্তি স্বাক্ষরের এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থা ও বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    এর আগে মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সমন¦য় সভা অনুষ্ঠিত হয়।
#
জুলফিকার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৩৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২৮
একনেকে ২ হাজার ৪শ’ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক ) চলতি অর্থবছরের ৩৪তম সভায় ২ হাজার ৪শ’ ৫৪ কোটি  ৬৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে পশ্চিম জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প, নর্থবেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ  উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন প্রকল্প এবং থ্রিজি প্রযুক্তি চালুকরণ ও ২ দশমিক ৫ জি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পসহ ৫টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে।

    আজ ঢাকায় এনইসি সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব এবং  মুখ্যসচিব উপস্থিত ছিলেন ।

    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভা শেষে সাংবাদিকদের একনেক সভার বিস্তারিত উল্লেখ করে বলেন, ২০১৮ সালে পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুতের বর্ধিত চাহিদা মেটাতে পশ্চিম জোন পাওয়ার ডিস্ট্রিভিউশন কোম্পানির অধীন এক হাজার ২শ’ ৫০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়ন সময় কমিয়ে আড়াই থেকে তিন বছরের মধ্যে করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এই প্রকল্পের আওতায়  ৬৩টি উপকেন্দ্র নির্মাণ, আধুনিকায়ন ও নবায়ন, ৪৪৯ দশমিক ২৫ কিলোমিটার নতুন বিতরণ লাইন ও ৬০৫ কিলোমিটার বিদ্যুৎ  বিতরণ লাইন নবায়ন করা হবে। মন্ত্রী বলেন, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত নর্থবেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি দেশের চিনিশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৪৭ লাখ টাকা। দেশের হাওর-অঞ্চলের জলাধারের স্বাভাবিক প্রবাহ  রক্ষা করে হাওরবাসীর উন্নত সড়ক-যোগাযোগ নিশ্চিত করতে এলিভেটেড রোড নির্মাণে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদেরকে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান।
 
    অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে ১১৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ প্রকল্প এবং ৬০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে টেকনাফ-রামু গ্যারিসন-মরিচ্যা-পালং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।

#

শেফায়েত/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬২৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২০২৭


বাংলাদেশে আইনের শাসন ইউএনসিএসি’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
                                                    --  আইনমন্ত্রী

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের আইনের শাসন ইউএনসিএসি’র সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত অধ্যায়-৫-এর সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। উদাহরণস্বরূপ তিনি বলেন, সম্পদ পুনরুদ্ধার সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এবং মিউচুয়াল লিগ্যাল এসিস্ট্যান্স ইন ক্রিমিনাল এক্ট-২০১২ এর মধ্যে পরিপূর্ণ বিধান রয়েছে।
মন্ত্রী গতকাল সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) ৭ম অধিবেশনে বাস্তবায়ন পর্যালোচনা পর্বের ভাষণে একথা বলেন। পাঁচ দিনব্যাপী (২০-২৪ জুন) এই কনভেনশনের আয়োজন করেছে ভিয়েনাস্থ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ এন্ড ক্রাইম। কনভেনশনে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
     এছাড়াও অধিবেশনে মন্ত্রী একটি কান্ট্রি পেপার উপস্থাপন করেন। সেখানে বাংলাদেশের সম্পদ পুনরুদ্ধারের অনেক সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম পর্বের পর্যালোচনা উল্লেখ করে তিনি বলেন, এই পর্যালোচনা আমাদের অনেক নতুন ধারণা দিয়েছে, এতে আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর করতে এবং সুশাসন বাস্তবায়নের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
মন্ত্রী বলেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে ইউএনসিএসি’র অধ্যয়-২-এর অনেক কর্মসূচি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বাস্তবায়ন করছে। এ ছাড়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি নয়টি মহানগরে, ৬২টি জেলায় ও ৪২১টি উপজেলায় সচেতনতা তৈরি করতে সমাজের সদস্যদের নিয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
#
রেজাউল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২০২৬

চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ সালের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত নি¤œলিখিত চারটি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।

বিলগুলো হচ্ছে: নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৬; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৬;     ঘধাু (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬ এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১৬।

#

মোতাহের/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬০০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০২৫

রমজান মাস জুড়ে ইসলামি বইমেলা

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন):
    পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৬ জুন থেকে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা। গত ৬ জুন ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মেলার উদ্বোধন করেন।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৬১ টি স্টল অংশগ্রহণ করেছে।  এ মেলা চলবে পুরো রমজান মাস জুড়ে।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিস বিক্রি হচ্ছে।

#
নিজাম/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৪৪৫  ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২৪

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মূল ভূমিকা রাখবে কারিগরি শিক্ষা


ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :


    কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। সরকার কারিগরি শিক্ষায় তালিকাভুক্তি ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বর্তমানে এই তালিকাভুক্তি ১৩ শতাংশ।
    শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন আজ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের সভাকক্ষে দক্ষতা ও পেডাগজি প্রোগ্রামের ওপর ১৫ দিনব্যাপী মাস্টার ট্রেইনারদের বিস্তারণ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    শিক্ষাসচিব বলেন, কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতা বাড়ছে। প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবে কারিগরি শিক্ষা। সরকার তাই কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এর অবকাঠামো, তালিকাভুক্তি, কারিকুলাম প্রশিক্ষণসহ সবই ঢেলে সাজাচ্ছে। তিনি বলেন, বি এ বা এম এ পাস করে হাজার হাজার শিক্ষার্থী বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। তাই দক্ষতা অর্জনের ওপর অধিক জোর দিতে হবে।
    অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) এর প্রকল্প পরিচালক মো. ইমরান, সিঙ্গাপুরস্থ ওঞঊ ঊফঁপধঃরড়হ ঝবৎারপবং এর পরিচালক খরস ইড়ড়হ ঞরড়হম, ঞবসধমপশ ঋড়ঁহফধঃরড়হ –এর সিনিয়র পরিচালক ণবড় ঞবহম ঐধহ এবৎধষফ ও অধিদপ্তরের পরিচালক ড. শেখ আবু রেজা বক্তৃতা করেন।
    উল্লেখ্য, সিঙ্গাপুরের ঞবসধংবশ ঋড়ঁহফধঃরড়হ এর আর্থিক সহায়তায় ওঞঊ ঊফঁপধঃরড়হ ঝবৎারপবং গত দু’বছরে বাংলাদেশের ৯০ জন কারিগরি শিক্ষককে উচ্চতর দক্ষতা ও পেডাগজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণের শর্ত মোতাবেক এই ৯০ জনের প্রত্যেককে দেশের ৩ জন করে শিক্ষককে ঐ বিষয়ে প্রশিক্ষিত করার কথা। আজ ছিল তাদের শেষ ব্যাচের প্রশিক্ষণের সমাপনী দিন। অর্থাৎ একই প্রশিক্ষণে দেশের ৩৬০ জন শিক্ষক প্রশিক্ষিত হয়েছে। তাছাড়া সিঙ্গাপুরে নানইয়াং পলিটেকনিক থেকে ইতোমধ্যে ৪২০ জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন এবং আরো ১১৫০ জনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
#

ঢালী/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০২৩


পল্লি সঞ্চয় ব্যাংকের একশটি শাখার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

    
    প্রতি উপজেলায় পল্লি সঞ্চয় ব্যাংকের শাখা খোলার কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে পল্লি সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখা আগামী ২২ জুন দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি কয়েকটি শাখার কর্মকর্তা ও সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলবেন।  
#
আখতারুজ্জামান/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৩৩০ ঘণ্টা

 

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon