Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ১২ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                     নম্বর: ২৯৪৯

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

কুনমিংয়ের ৪টি হাসপাতালে বাংলাদেশিরা চিকিৎসা সেবা পাবে

 কুনমিং, ১২ মার্চ :

          বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমুখীকরণের অংশ হিসেবে চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করছে চীন সরকার। চীন সরকার বিশেষায়িত ক্যান্সার হাসপাতালসহ কুনমিংয়ের চারটি প্রধান অত্যাধুনিক হাসপাতালে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসার জন্য উন্মুক্ত ঘোষণা করেছে।

          ১০ মার্চ চায়না ইস্টার্নের একটি ফ্লাইটে ঢাকা থেকে প্রথম দলটি চিকিৎসার উদ্দেশ্যে কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম, কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ খালেদ, ইউনান পররাষ্ট্র দফতরের মহাপরিচালক ইয়াং শাওচেং, ইউনান স্বাস্থ্য কমিশনের উপ মহাপরিচালক ওয়াং জিয়াঙ্কুন এবং সংশ্লিষ্ট হাসপাতালসমুহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের উষ্ণ অভ্যর্থনা জানান । দলটির সাথে চিকিৎসক, সাংবাদিক, এবং ট্যুর অপারেটরদের একটি দলও কুনমিং সফর করছেন।

          রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশিদের জন্য যৌক্তিক খরচে এবং স্বল্প সময়ে উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হলো। এতে দুই দেশের মানুষের মধ্যে যোগসূত্র বাড়বে এবং পারস্পারিক সম্প্রীতি ও সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। এছাড়া, অচিরেই কুনমিং বাংলাদেশিদের জন্য আধুনিক চিকিৎসার একটি অন্যতম গন্তব্য হিসাবে গণ্য হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। ইউনান পররাষ্ট্র দফতরের মহাপরিচালক ইয়াং শাওচেং কুনমিংয়ে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এবং ইউনানের জনগণের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে চিকিৎসা সহযোগিতার এই অনন্য উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

                  

#

কনস্যুল জেনারেল কুনমিং/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১৪১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৪৮ 

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫ দিনব্যাপী রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল শুরু

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ):

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫ দিনব্যাপী রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল আজ থেকে শুরু হয়েছে। এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত এ উৎসব আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দর্শণার্থীরা আজ থেকে এ উৎসবে নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এতে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, পোশাক, গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন দ্রব্যাদি। 

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শোয়ের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

#

কামাল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/আসমা/২০২৫/১৩৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                            নম্বর: ২৯৪৭

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার শোক

 ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

শোকবার্তায় অর্থ উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ মঞ্জুর এলাহী ৮৩ বছর বয়সে আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

#

তৌহিদুল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১৩৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর: ২৯৪৬

জাপানের ভাইস মিনিস্টারের সাথে প্রধান উপদেষ্টার মুখ্যসচিবের দ্বিপাক্ষিক বৈঠক

টোকিও, ১২ মার্চ :

প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ টোকিওতে জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্ল্যাটফর্মের আওতায় গৃহীত প্রকল্প, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে উন্মুক্ত করার জন্য টার্মিনালের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলেছে। মুখ্যসচিব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন সিক্স ও ঢাকা আউটার রিং রোড – ২ ও ৩ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পর্যটন খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে জাপানের প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, রেল সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মুহাম্মদ রফিকুল ইসলাম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।

#

মিশন টোকিও/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১১৫৫ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৯৪৫

বিশ্ব কিডনি দিবসে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :   

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব কিডনি দিবস ২০২৫’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন: 

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব কিডনি দিবস ২০২৫’ পালনের উদ্যোগকে স্বাগত জানাই। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য ‘Are your kidney ok? Detect early, protect kidney health’ অর্থাৎ আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনির স্বাস্থ্য সুরক্ষা করুন’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

কিডনি মানবদেহে সৃষ্ট আবর্জনা নিষ্কাশনে সহায়তা করে। রক্তের ইলেক্ট্রোলাইটের মাত্রা স্বাভাবিক রাখে এবং লোহিত রক্তকণিকা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিডনি রোগ একটি নীরব ঘাতক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ২০৪০ সাল নাগাদ বিশ্বে কিডনি রোগ মানব মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হয়ে উঠতে পারে। বাংলাদেশেও এ রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অস্বাস্থ্যকর ও অনিয়ন্ত্রিত জীবন-যাপন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্যথানাশক ঔষধের যথেচ্ছ ব্যবহার ও খাদ্যে ভেজালসহ বিভিন্ন কারণ এ রোগের প্রকোপ বৃদ্ধির জন্য দায়ী। দেশে কিডনি রোগের আধুনিক চিকিৎসা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি।

ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস ‘বিশ্ব কিডনি দিবস ২০২৫’ উদ্‌যাপন কিডনি রোগের চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আমি ‘বিশ্ব কিডনি দিবস ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।”

#

আশরোফা/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/৯৪৫ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩০

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ):                                                                     

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:   

মূলবার্তা :

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দেশব্যাপী সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। 

#

সফিউল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৫/১৩০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ২৯

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো: 

মূলবার্তা :

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ নিরসন ও শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং এর লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ জানাতে শ্রমিক হেল্পলাইন নাম্বার ১৬৩৫৭ (টোল ফ্রি) এ কল করুন।

#

মালেক/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/মানসুরা/২০২৫/১০১৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:   

মূলবার্তা :

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৈশাখী মিলনমেলা অনুষ্ঠান আগামী ১৯ এপ্রিল ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেবল জীবন সদস্যরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য duaa-bd.org ।

#

তৌহিদ/শাহিদা/সুবর্ণা/আসমা/২০২৫/১০৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ২৭

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ ):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো: 

মূলবার্তা :

শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি: শ্রমিকদের বকেয়া পরিশোধ অব্যাহত রেখেছে। ১১ মার্চ ২০২৫ প্রতিষ্ঠানটি ১১,২৯৩ জন শ্রমিকের চূড়ান্ত পাওনাদি পরিশোধ করেছে। এ পর্যন্ত মোট ২৭,৬৮০ জন শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ পর্যায়ক্রমে চলতে থাকবে- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

#

মালেক/তৌহিদ/শাহিদা/মিতু/সাঈদা/মাসুম/২০২৫/৯১০ ঘণ্টা 

2025-03-12-09-31-8e019a69b7171bfb02b2cda0327ab55e.docx