Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০১৮

তথ্যবিবরণী 25/8/2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৬১
 
সড়ক দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
 
ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):
 
সম্প্রতি ঈদুল আযহার আগে ও পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে আজ সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
 
সড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামকে দশ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
 
কমিটিকে আগামী দশদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য বলা হয়েছে।
 
#
 
নাছের/নাইচ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২২৪০ ঘণ্টা

Handout                                                                                                     Number : 2360

 

Bangladesh High Commissioner attends the Convocation

of the Gujarat Forensic Sciences University

 

New Delhi (India), August 25 :

 

            Bangladesh High Commissioner Syed Muazzem Ali attended the 4th Convocation of Gujarat Forensic Sciences University (GFSU) at Gandhinagar, Gujarat, as a guest of honour, on 23 August 2018. Prime Minister of India Narendra Modi attended the convocation as the Chief Guest.

 

            Ambassadors and diplomats of nineteen foreign missions based in New Delhi attended the Convocation at the invitation of the University.  Prime Minister Narendra Modi greeted the Envoys during the convocation.

 

            The GFSU, the only forensic university in the world, has good association with Bangladesh. Bangladesh has signed an MOU with the Gujarat Forensic Sciences University, wherein our police officers come here for training every year. Since 2010, around 200 officers from Bangladesh have received training here on forensic sciences. 

 

            On the sidelines of the Convocation, Bangladesh High Commissioner held meeting with the University authorities and discussed on possible ways to further consolidate our existing links with the University and explore newer areas of cooperation, to further strengthen the expertise of Bangladeshi Police Officers to counter the growing challenge of Cyber Crime.

 

            Later the following day, the High Commissioner visited the Maharaja Sayajirao University of Baroda at Vadodara in Gujarat. He held meeting with the Chancellor of the University, Her Highness Rajmata Shubhangini Raje Gaekwad and the Vice Chancellor, Professor Parimal Vyas separately to discuss and explore possible areas of cooperation with the University. He also visited various faculties of the University and met the students from Bangladesh who are currently studying in this University.

 

            Maharaja Sayajirao University has very deep historical and cultural link with Bangladesh. One of the greatest writers of Bengali literature, Syed Mujtaba ali taught at the University for 8 years from 1936-1944 at the invitation of the then king Maharaja Sayajirao Gaekwad. 

 

#

 

Nice/Sanjib/Salimuzzaman/2018/2010 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৫৯
 
গুজারাট ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে 
বাংলাদেশ হাই কমিশনার মোয়াজ্জেম আলী
 
নয়াদিল্লী (ভারত), ২৫ আগস্ট :
 
গুজারাট ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। গত ২৩ আগস্ট ২০১৮-এ অনুষ্ঠিত এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 
নয়াদিল্লীতে অবস্থিত ১৯টি দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিবিদগণ এই সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রদূত এবং কূটনীতিবিদদের শুভেচ্ছা জানান। 
 
গুজারাট ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের সাথে এই বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে যার আওতায় প্রতি বছর বাংলাদেশ পুলিশের সদস্যগণ প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। ২০১০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ২০০ বাংলাদেশ পুলিশ কর্মকর্তা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। 
 
সমাবর্তন অনুষ্ঠানের প্রাক্কালে হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাক্ষাতে ফরেনসিক সায়েন্স বিষয়ে দু’দেশের সহযোগিতা আরো সম্প্রসারণের জন্যে সম্ভাব্য পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন। তিনি এ সময় ক্রমবর্ধমান সাইবার সন্ত্রাস মোকাবিলায় ফরেনসিক সায়েন্স দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।   
 
সমাবর্তনে যোগদান শেষে পরদিন হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভাদোদরায় (প্রাক্তন বরোদা) মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি এসময় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজমাতা শুভাঙ্গিনি রাজে গায়কোয়াড় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পরিমল ভিয়াসের সাথে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ সহযোগিতার কাঠামো আরো সম্প্রসারণের ওপর জোর দেন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।  
 
উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম লেখক সৈয়দ মুজতবা আলী তৎকালীন রাজা এবং আচার্য মহারাজা সায়াজিরাও গায়কোয়াড়ের আমন্ত্রণে ১৯৩৬-১৯৪৪ সময় পর্যন্ত ৮ বছর এ বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষকতা করেন।     
#
 
নাইচ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা
Todays handout (1).docx