Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ August ২০১৫

তথ্যবিবরণী 4/8/2015

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুসলমান
                                                              -- ডেপুটি স্পিকার

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
    ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি শ্রেষ্ঠ বাঙালি মুসলমান। তাই তাঁর সম্পর্কে কোনো ধরণের কটূক্তি বা তাঁকে অশ্রদ্ধা করে কোনো মন্তব্য যারা করে তারা বিবেকের সাথে প্রতারণা করছে।
    ডেপুটি স্পিকার আজ ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি বিভাগের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ভিশন - ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দ্বীনি দাওয়াতি কার্যক্রমের প্রসারে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আলেমগণকে কর্পোরেট মোবাইল নেটওয়ার্কের আওতায় আনয়ন কৌশল নির্ধারণ বিষয়ক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
     বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাউত্তর সময়ে বাঙালি মুসলমানদের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুসলমানদের অধিকার আদায়ে পশ্চিম পাকিস্তানকে কখনোই ছাড় দিতেন না। আজ যে ইসলামিক ফাউন্ডেশন সেটি বঙ্গবন্ধুরই সৃষ্টি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য, বিশ্ব ইজতেমার জন্য জমির ব্যবস্থা তিনিই করে দিয়েছেন। সারাবিশ্বে বাঙালি মুসলমানদের পরিচয় তিনিই করে দিয়েছেন আলজিয়ার্সে ইসলামিক সামিটে অংশগ্রহণের মধ্য দিয়ে। মদিনা সনদের আলোকে সাম্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ উপহার দিয়েছেন। আলেম ওলামাদের এ বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে তাঁর মহান আদর্শে দেশ গড়তে তিনি আলেম সমাজসহ সকল বিবেকবান মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে  সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য প্রফেসর  ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বক্তব্য রাখেন।
#
স¦পন/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৫৮
 
স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি শীর্ষক প্রকল্পের
সমঝোতা স¥ারক স্বাক্ষরিত

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
    আজ ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলনকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এর মধ্যে “স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি” শীর্ষক প্রকল্পের সমঝোতা স¥ারক (গড়ট) স্বাক্ষরিত হয়।
    সমঝোতা স¥ারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ এবং চায়না রেলওয়ের চিফ রিপ্রেজেনটেটিভ উই জিয়াওজুন স্বাক্ষর করেন। স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সচিব শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন ।
    এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ২ হাজার ২৫০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ তৃণমূল পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা পৌঁছে দেয়া হবে।
#

তুহিন/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২১৫৭
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনা
দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে
                                                          -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হবার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। সে যেই হোক না কেন গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে বলে তিনি জানান । তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। এ ঘটনার সাথে জড়িত ৬ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করা হবে।  
    স্বাস্থ্যমন্ত্রী আজ মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে একথা বলেন।
    মন্ত্রী বলেন, চিকিৎসকদের সেবায় গুলিবিদ্ধ শিশুটি নিরাপদে রয়েছে। মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বিরল। সফল অপারেশনের পর শিশুটিকে  মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে।  শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবজাতকের সুস্থতায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
    তিনি নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন নবজাতক ও গাইনি ওয়ার্ডে  চিকিৎসাধীন তার মা নাজমা খাতুনের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এসময় তিনি বিনামূল্যে তাদের চিকিৎসার ঘোষণা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের সঠিকভাবে চিকিৎসা দেয়ার নির্দেশ দেন।
    
    এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়েরুজ্জামান লিটন, স্বাস্থ্য ধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ নবজাতকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
    এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম শহিদ এইচ এম কামরুজ্জামানের অসুস্থ সহধর্মিণী জাহানারা জামানের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর বারডেম হাসপাতালে যান। এসময় তিনি শহীদ কামরুজ্জামানের সন্তান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়েরুজ্জামান লিটনের কাছ থেকে তার মা জাহানারা জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মোহাম্মদ নাসিম কিছুক্ষণ তাঁর শয্যাপাশে অবস্থান করেন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎকদের নির্দেশ দেন।
    এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হক, বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুন নাহার, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শহিদুল হক মল্লিকসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৫৬

যুদ্ধাপরাধীদের ঘৃণ্য ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে
                                     -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সুনামগঞ্জ, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
      মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য ভূমিকা পাঠ্যপুস্তকে অর্šÍভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
    মন্ত্রী আজ সুনামগঞ্জ জেলায় নবনির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে একথা বলেন।
    মন্ত্রী বলেন, বর্তমান পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কী ঘৃণ্য ভূমিকা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।
    তিনি আরো বলেন, জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৮ হাজার টাকা এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে দশ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বয়স নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা সমান ভাতা পাবেন। মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে । প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা আবাসনপল্লি তৈরি করা হবে। এছাড়া, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কবরসমূহ একই ডিজাইনে পাকা করা হবে যাতে শত বছর পরেও দেখে বোঝা যায় সেগুলো মুক্তিযোদ্ধার কবর।
    উল্লেখ্য, সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।
    সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নূরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য পীর ফজলুর রহমান ও শামসুন নাহার বেগম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হারুন-অর রশীদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
#
মারুফ/মিজান/মোশাররফ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৫৫
বর্তমান সরকার সন্ত্রাস ও অন্যায়ের প্রশ্রয় দেয় না
                -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
    মহিলা ও শিশু  বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাস ও অন্যায়ের প্রশ্রয় দেয় না। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সন্ত্রাসী যে দলেরই হোক, কোনো ছাড় দেয়া হবে না।  প্রধানমন্ত্রী এ বিষয়ে জিরো টলারেন্স দেখাতে বলেছেন।  

    প্রতিমন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় সন্ত্রাসী হামলায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও তার মা নাজমা বেগমকে দেখতে গিয়ে  একথা বলেন ।  
 
    প্রতিমন্ত্রী গুলিবিদ্ধ শিশু ও তার মায়ের খোঁজখবর নেন। তিনি সরকারের পক্ষ থেকে নাজমা বেগমের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

    এরপর প্রতিমন্ত্রী উত্তরা (পশ্চিম), মিরপুরের পীরেরবাগ ও হাজারীবাগে ধর্ষণের শিকার তিন শিশুকে দেখতে ঢামেক ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) যান। এ সময় তিনি ধর্ষণ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন।

#

খায়ের/মিজান/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮২৫ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৫৪

বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী প্রেরণে প্রবাসী কল্যাণ মন্ত্রীর আহ্বান

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি পৃথিবীর বিভিন্ন দেশের চাহিদানুযায়ী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষিত জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

    মন্ত্রী বলেন, অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও ভিসা ট্রেডিং বন্ধে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে বিদ্যমান ৪৭টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), ৬টি ইনস্টিটিউট অভ্ মেরিন টেকনোলজিতে ৪৮টি ট্রেডে স্বল্প ও দীর্ঘমেয়াদি চলমান প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত তদারকি করার জন্য তিনি বিএমইটি’র কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি পৃথক ট্রেনিং ডাইরেক্টরেট প্রতিষ্ঠা করার ওপরও গুরুত্বারোপ করেন।

    প্রবাসী কল্যাণ মন্ত্রী কর্মী প্রেরণের বিষয়ে ডাটাবেজ তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি রিক্রুটিং এজেন্সিসমূহকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তাদের তাগিদ দেন।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার, বিএমইটি’র মহাপরিচালক বেগম সামছুন নাহার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

#

শহিদুল/মিজান/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮০২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৫৩

শিক্ষকদের শুধু দক্ষ হলেই হবে না, হতে হবে অনুকরণীয়
                                                 - শিক্ষামন্ত্রী
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে দক্ষ ও গুণগত মানসম্পন্ন শিক্ষক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। মন্ত্রী আজ ঢাকার নায়েম মিলনায়তনে কলেজ অধ্যক্ষ ও অধ্যাপকদের জন্য শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়েল প্রণয়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
    শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইউনেস্কোর অর্থায়নে নায়েম আয়োজিত এ শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়েল প্রণয়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান এবং বিএনসিইউ-এর সচিব মো. মনজুর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক।
    শিক্ষামন্ত্রী বক্তৃতায় সারা দেশে শিক্ষকদের প্রশিক্ষিত করতে সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার কথা বিবেচনা করে এ দু’টি বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণে সরকার বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
    শিক্ষকতা পেশার আদর্শগত দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শুধু দক্ষ হলেই হবে না-একইসাথে অনুকরণীয়ও হতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কতিপয় শিক্ষকনামধারী ব্যক্তি কোমলমতি শিক্ষার্থীদের ক্লাশে যথাযথভাবে না পড়িয়ে তাদের প্রাইভেট পড়তে বাধ্য করছেন। তাদের অনেকে আবার ছাত্র-ছাত্রীদেরকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করছেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো বিভিন্ন কেলেংকারীর সাথে যুক্ত বলে অভিযোগ উঠছে। এ ধরণের নীতি আদর্শহীন শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেন।
#
সাইফুল্লাহ/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৫২

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত   

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক  আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত-এর সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, তালুকদার মো. ইউনুস, এড. মো. জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম অংশগ্রহণ করেন।
বৈঠকে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিস্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের কারণ বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, এই মামলার অভিযোগপত্র ও সম্পুরক অভিযোগপত্রে মোট সাক্ষী ৪ শত ৯১জন। ইতিমধ্যে ২টি মামলার প্রত্যেকটিতে ১ শত ৬৭ জন করে ৩ শত ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীদের সংখ্যা বেশি হওয়ায় বিচার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। কমিটি সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ করে মামলাটি দ্রুত নিস্পত্তির সুপারিশ করে।
সভায় সারাদেশে জমে থাকা মামলাসমূহ দ্রুত নিস্পত্তির বিষয়ে আইন কমিশনের দু’টি এবং সংসদীয় কমিটির একটি রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে অনুমোদিত বিচারকের পদ রয়েছে ১ হাজার ৬শ’ ৫৫টি। তন্মধ্যে সুপ্রীম কোর্টের প্রতিবেদন অনুসারে ৪শ’ ৫৭ টি পদ শূন্য রয়েছে। এমতাবস্থায় সারা দেশে জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পর্যায়ক্রমে বিচারক নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত পেশাজীবিগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়।
    বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান, আইন কমিশনের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নীলুফার/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৫১

সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :

    দশম জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।  
    কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, আব্দুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটিকে জানানো হয় যে, ১৯৭৮ থেকে ২০১৩-১৪ পর্যন্ত মোট অডিট আপত্তির সংখ্যা ৬ শত ১৯টি, নিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ১ শত ৩২টি এবং অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা ৪ শত ৮৭টি। অনিষ্পন্ন অডিট আপত্তির জড়িত টাকার পরিমাণ ৯৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার তিনশত ঊনপঞ্চাশ টাকা তেত্রিশ পয়সা।   
ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর জনবল নিয়োগের জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা পূরণসহ এবং সরকারি বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিয়মনীতি পালন এবং ভবিষ্যতে যাতে অডিট আপত্তি না হয় সে বিষয়ে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অডিট আপত্তিসমূহ দ্বিপাক্ষিক এবং প্রয়োজনে ত্রিপাক্ষিক পর্যায়ে বৈঠক করে অডিট আপত্তি নিষ্পত্তি করার সুপারিশ করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৪৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৪৯

‘তথ্যভবন’ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলবে

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
    সরকার ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধ গড়ার লক্ষ্যে রাজধানীর সার্কিট হাউজ রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে ‘তথ্যভবন’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৬ আগস্ট) এ প্রকল্পের আওতায় তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
    সরকারের উন্নয়ন বার্তা সংগ্রহ ও তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সে তথ্য প্রেরণে এ তথ্যভবন অগ্রণী ভূমিকা পালন করবে।
    এ তথ্যভবন সরকারের তথ্য সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের মিলনমেলা হবে। তথ্যপ্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি ও তথ্য সঞ্চালনের সুবিধা সংবলিত এ ভবন সংশ্লিষ্ট গবেষক, পাঠক ও চলচ্চিত্রপ্রেমী ব্যক্তিবর্গের বিচরণভূিম হবে।
    ষাট কোটির বেশি টাকা ব্যয়ে প্রায় ৩৮ কাঠা জমির ওপর ১৬ তলা বিশিষ্ট এ তথ্যভবন নির্মিত হবে। এ ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অফিসের স্থান সংকুলান হবে।
    তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।  
#

অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১২১৫ ঘণ্টা  

 

Handout                                                                                                             Number : 2150

 

Saudi Arabia to strengthen further cooperation with Bangladesh

 

Dhaka, 4 August :

            The government of Saudi Arabia attaches great importance to its relationship with Bangladesh and ready to sign an MoU on Foreign Office Consultations (FOC) proposed by Bangladesh to strengthen further the relationships between the two countries, said Dr. Nizar bin Obaid Madani, State Minister for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia on August 3 in Jeddah during a bilateral meeting with his Bangladeshi counterpart Md. Shahriar Alam, MP, State Minister for Foreign Affairs.  

            During the bilateral meeting, the two state ministers discussed the whole gamut of bilateral relations between Bangladesh and Saudi Arabia. Shahriar Alam apprised his Saudi counterpart on the success of the present government in Bangladesh under the able leadership of Prime Minister Sheikh Hasina in achieving remarkable socio-economic development, particularly in poverty alleviation, women empowerment, social safety network, health, education, e-governance etc.

            The Saudi State Minister lauded Bangladesh’s achievements in socio economic sectors in recent years and hoped that other countries, particularly OIC member states would be encouraged to follow the suit. Mentioning the existing relationship with Bangladesh 'healthy and going to right direction', he said that signing of an MoU on bilateral political consultations between the two countries, as proposed by the Bangladesh State Minister, would create new platforms for different ministries and departments of the two countries to engage more on mutually beneficial areas of cooperation.

            While extending thanks to the Saudi government for re-opening the iqama transfer and profession change for expatriate Bangladesh nationals in February 2014, Shahriar Alam requested the government of Saudi Arabia to recruit more professionals, skilled, semi-skilled and un-skilled workers from Bangladesh for various infrastructure and development projects in Saudi Arabia. He also requested the Saudi government to facilitate issuance of Umrah visa for Bangladeshi pilgrims. In response, the Saudi State Minister informed that his government had already started recruiting Bangladeshi female domestic helpers and recruitment of workers for all other sectors would began gradually. He also mentioned that issuance of Umrah visa to Bangladeshi pilgrims would resume after the coming Hajj season.

            State Minister also urged that the two countries should work more closely together to explore the full potential of bilateral engagements in trade and commerce. In this regard he mentioned that Bangladesh could provide Saudi Arabia with high quality and international standard products such as readymade garments, medicine, jute and leather goods, plastic items, ceramic items etc. at competitive prices.  

            Shahriar Alam reached Jeddah on August 2nd on a three-day official visit. He was given a warm reception at Royal Terminal of the King Abdul Aziz Airport where he was greeted by the Director General and Chief of Protocol of the Makkah Branch of the Saudi Foreign Ministry.

            Bangladesh State Minister is scheduled to meet the Governor of Jeddah, the Secretary General of OIC and the President of IDB today.

#

 

Khaleda/Anasuya/Khadiza/Lovely/2015/1230 hours.   

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon