Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ৯ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৯৩৩

 

শহিদ মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে

                                                 -- মৎস্য উপদেষ্টা

খুলনা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহিদ মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তরুণরা জীবন দিয়ে প্রমাণ করেছেন দেশের প্রয়োজনে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এই বীর শহিদদের স্মৃতি রক্ষার দায়িত্ব আমাদের।

আজ দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাসে মীর মুগ্ধ’র মতো রাজনীতি সচেতন শিক্ষার্থীরা গড়ে উঠছে। মীর মুগ্ধকে আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু তাঁর মতো অনেকেই এই ক্যাম্পাসে এখনো আছে। মুগ্ধ ছিলো মানবিক ব্যক্তিত্বসম্পন্ন একজন শিক্ষার্থী। তিনি আরো বলেন, আন্দোলনের মধ্যে ‘ভাই, পানি লাগবে পানি’ বলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাঁর গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে। আজ তাঁর স্মৃতি রক্ষার উদ্দেশ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ আমি এবং মুগ্ধ’র ভাই স্নিগ্ধ উদ্বোধন করতে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের।

ফরিদা আখতার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের জন্য শিক্ষার্থীরা যে দাবি করেছে, তা অত্যন্ত যৌক্তিক। খুলনা বিশ্ববিদ্যালয় এবং মৎস্য বীজ উৎপাদন খামার দু’টিই সরকারি প্রতিষ্ঠান। উভয় প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে আশা করি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সভায় স্বাগত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

উল্লেখ্য, জুলাই-২০২৪ অভ্যুত্থানে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র স্মৃতি রক্ষার্থে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ নামকরণ করা হয়েছে।

পরে উপদেষ্টা খুলনার বটিয়াঘাটা উপজেলায় মৎস্য বীজ উৎপাদন খামারে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি খামারিদের মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করেন। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. নুরুল্লাহ মোঃ আহসানের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ শরিফুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্বী ও এলডিপি প্রকল্পের উপপরিচালক ড. হিরন্ময় বিশ্বাস।

#

মামুন/মাহমুদুল/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০৩০ ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৯৩২

ঈদযাত্রায় যোগ হচ্ছে পাঁচ জোড়া বাড়তি ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে,

থাকবে না আন্তঃনগরের সাপ্তাহিক বিরতি

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। এসময় নিয়মিত আন্তঃনগর ট্রেনসমূহ চলবে আগের মতোই, তবে এসব ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি  থাকবে না। অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন নিম্নলিখিত শিডিউল অনুযায়ী বিভিন্ন রুটে চলাচল করবে।

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৩ ও ৪; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮; জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০।

            ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌছাবে ২টা ৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে জয়দেবপুর পৌছাবে সকাল ৫টা ৪৫ মিনিটে।

            ১৪ মার্চ ২০২৫ তারিখ হতে আন্তঃনগর ট্রেনের ঈদ অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। ঈদ অগ্রিম টিকিট বিক্রয় সূচি: ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চের টিকিট বিক্রয় করা হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ।

যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল ২০২৫ তারিখের টিকিট বিক্রয় করা হবে।  

ঈদের ফেরত যাত্রার টিকিট পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের জন্য সকাল ৮টা হতে ইস্যু করা হবে। ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ।

২৭ মার্চ ২০২৫ তারিখ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক বন্ধ কার্যকর থাকবে।

 ঢাকা হতে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৫ হাজার ৯১৩টি যা শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ৪৪টি কোচ যুক্ত করা হবে।

টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ২৪ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর ও বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ যাত্রা শুরুর দিন ২৬ মার্চ ২০২৫ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

ঈদের ১০ দিন পূর্বে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফরম থেকে পরিচালনা করা হবে। 

আজ রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

#

রেজাউল/মাহমুদুল/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০৩০ ঘণ্টা  

Handout                                                                                                           Number: 2931

Need to Increase the use of Jute-based Products

to Reduce the Harmful Effects of Polythene
                                   --- Environmental Advisor

Dhaka, 9 March:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, emphasized the need to increase the use of jute products to reduce the harmful effects of polythene. She stated that expanding the use of jute-based products is essential for ensuring sustainable development. The government is actively working to make essential jute products more affordable and accessible to the public.

            The Advisor made these remarks while visiting stalls at the ‘Multipurpose Jute Product Fair & Handloom Textile Fair 2025’, organized by the Jute Diversification Promotion Center (JDPC) at Manipuripara, Farmgate today. The fair aims to popularize eco-friendly and sustainable jute products.

            The Environmental Advisor highlighted that jute is a symbol of Bangladesh’s heritage and a promising sector for a green economy. While the government is providing policy support to revive the jute industry, she urged entrepreneurs to step forward as well. She thanked the organizers and called for more innovative initiatives to promote jute products. She also stressed the need to expand the market for these eco-friendly products both locally and internationally.

            Sheikh Bashir Uddin, Advisor to the Ministry of Textiles and Jute and the Ministry of Commerce, stated that various government agencies, including the Ministry of Environment, Forest and Climate Change, are collaborating with private entrepreneurs to promote the use of jute products.

            Both advisors toured the fair, visited different stalls, and praised the diverse applications of locally produced jute goods. Senior officials, including JDPC Executive Director Zeenat Ara, were present at the event. Entrepreneurs showcased a variety of jute products, including bags, household items, fashion accessories, footwear, and furniture.

#

Dipankar/Mahmudul/Paban/Rana/Mosharaf/Joynul/2025/2020 hour

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৯৩০

পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে

                                                                                      --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে আমাদের পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পাটপণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো অতীব জরুরি। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পাটজাত পণ্য জনগণের কাছে সহজলভ্য করতে কাজ করছে সরকার।

          আজ পরিবেশবান্ধব ও টেকসই পাটপণ্য জনপ্রিয়করণের লক্ষ্যে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার, মনিপুরীপাড়া, ফার্মগেটে আয়োজিত ‘বহুমুখী পাটপণ্য মেলা ও তাত বস্ত্র মেলা-২০২৫’-এর স্টল পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলে।

          উপদেষ্টা বলেন, পাট আমাদের ঐতিহ্যের প্রতীক এবং পরিবেশবান্ধব অর্থনীতির সম্ভাবনাময় খাত। সরকার পাটখাত পুনর্জীবিত করতে নীতি সহায়তা দিচ্ছে, তবে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। উপদেষ্টা মেলার আয়োজকদের ধন্যবাদ জানান এবং পাটপণ্যের প্রসারে আরো উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এসব পরিবেশবান্ধব পণ্য ছড়িয়ে দিতে হবে।

          বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সংস্থা এবং বেসরকারি উদ্যোক্তাদের সাথে একসাথে কাজ করা হচ্ছে।

          উপদেষ্টাদ্বয় মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় পাটপণ্যের বহুমুখী ব্যবহারের প্রশংসা করেন। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।

          মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পাটপণ্য প্রদর্শন করেন, যার মধ্যে ছিল ব্যাগ, গৃহস্থালি সামগ্রী, ফ্যাশন পণ্য, জুতা ও আসবাবপত্র।

#

দীপংকর/মাহমুদুল/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর: ২৯২৯

শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির সামগ্রিক সুষম বিকাশ সাধন

                                                      --- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কক্সবাজার, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

            প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির সামগ্রিক সুষম বিকাশ সাধন। যদি জাতি হিসেবে ভালো থাকতে চাই তাহলে এর বিকল্প নাই। আর্থিক স্বচ্ছতা থাকলেও প্রকৃত শিক্ষা না থাকলে সুস্থিত জীবন যাপন করতে পারব না। শিক্ষাটা অবশ্যই আনন্দময় হওয়া উচিত। শিশুদের যুক্তিশীলতা, সৃজনশীলতা এবং অন্যের প্রতি দায় দায়িত্ব শেখানো উচিত। তা না হলে আমরা আগাতে পারব না। শুধু শিক্ষক নয়, একজন নাগরিক হিসেবে বিষয়টি ভেবে দেখবেন। এর অন্য কোনো পথ নাই।

            উপদেষ্টা আজ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘মাঠ প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়া।

            উপদেষ্টা বলেন, আমাদের টার্গেট ঠিক করতে হবে। শিশুরা যাতে মাতৃভাষায় সাবলীলভাবে লিখতে, পড়তে ও গণিত করতে পারে-সে বিষয়টি অবশ্যই করতে হবে। এর থেকে নীচে নামা যাবে না। শিশুরা কেন পারে না সেটা দেখতে হবে। প্রাথমিক শিক্ষার প্রতি মানুষের ন্যূনতম যে আকাক্সক্ষা সেটা পূরণ অসম্ভব নয়। মানুষের আকাক্সক্ষা পূরণ করতে হবে- এর কোন বিকল্প নাই।

            জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, অভিভাবক, শিক্ষকগণ মতবিনিময় সভায় অংশ নেন।

            উল্লেখ্য, কক্সবাজার জেলায় ৬৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

            উপদেষ্টা পরে কক্সবাজারের লংবীচ হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফ আয়োজিত 'লোকাল লেভেল অফিসিয়ালস অন ইমপ্রুভড এক্সেস এন্ড ইউজ অভ্ ওয়াস ফ্যাসিলিটিস' বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

            উপদেষ্টা এরপর কক্সবাজারের রামু উপজেলার জোয়ারনালা বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা স্কিলফো' প্রকল্পের (পাইলট)  চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

            উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা ‘স্কিলফো’ প্রকল্পটি (পাইলট) কক্সবাজারের আটটি উপজেলায় চলমান আছে। প্রকল্পের মেয়াদ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২০২৫ এর ৩০ জুন পর্যন্ত।

#

জাহাঙ্গীর/মাহমুদুল/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/২০৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর: ২৯২৮

বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না

                             -- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। একইভাবে যদি দেশের কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে জড়িতদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি আরো বলেন, নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গত শুক্রবার জুমার নামাজ শেষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর-এর সদস্যরা বায়তুল মোকাররম এলাকায় একটি মিছিল করে। পরে পুলিশের বাধার মুখে সেটি পণ্ড হয়ে যায় ও তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, সরকার এ বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছুদিন আগে চট্টগ্রামের পতেঙ্গায় এক এসআইকে কিছু স্থানীয় মাদকসেবী, দুষ্কৃতকারী ও ছিনতাইকারীরা মব সৃষ্টি করে মারধর করেছে যাদেরকে পরবর্তীতে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কোনো আক্রমণ বরদাশত করা হবে না, কঠোর হস্তে তা দমন করা হবে। কোনো ঘটনা ঘটলে নিকটস্থ থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে অবহিত করুন। তারা আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশিচৌকি ও চেকপোস্ট বসানো হয়েছে ও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবি’র সমন্বয়ে যৌথবাহিনী টার্গেট এলাকাসমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে। তিনি বলেন, রমজানে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং বিভিন্ন বিপণী বিতানে যাতায়াতকারী ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, রমজান ও আসন্ন ঈদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কসমূহে চাঁদাবাজি ও ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, যে সকল অপরাধের ভিডিও ফুটেজ পাওয়া যাবে, সেগুলো সংগ্রহপূর্বক ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্তকরণ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

#

ফয়সল/মাহমুদুল/পবন/মোশারফ/সেলিম/২০২৫/১৮৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৯২৭

জুলাই শহিদদের কাছে আমরা সবাই ঋণী

--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

খুলনা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাইয়ের শহিদ ও আহত পরিবারের সদস্যদের যে আর্থিক সাহায্য করা হচ্ছে তা যথেষ্ট নয়। তাদের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই শহিদদের কাছে আমরা সবাই ঋণী।

          আজ খুলনা জেলা শিল্প কলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২০২৪ এ ছাত্র-জনতার আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে অন্যায় ও অবিচার বাংলাদেশের ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ কখনোই মেনে নেয় না। তাদের এ আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

          উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আহতদের যতদিন প্রয়োজন ততদিন চিকিৎসা সুবিধা দেবে। আহত এবং শহিদ পরিবারদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর হচ্ছে। তিনি আরো বলেন, যে ছাত্ররা সুস্থ আছেন, তারা নারী নির্যাতনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স¦াভাবিক রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

          খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

          জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে খুলনার ৬১ জন আহতের মধ্যে ৪০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

          এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই বিপ্লব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

#

মামুন/মাহমুদুল/পবন/মোশারফ/জয়নুল/২০২৫/১৭৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                     নম্বর: ২৯২৬         

দুল ফিতর উপলক্ষ্যে বেতন ও অবসর ভাতা ২৩ মার্চ প্রদান করবে সরকার

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড) ও সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের এ মাসের (মার্চ মাসের) বেতন ভাতাদি আগামী ২৩ মার্চ প্রদান করা হবে। এছাড়া, অবসরপ্রাপ্ত পেনশনারগণের এ মাসের অবসর ভাতা একই তারিখে প্রদান করা হবে। 

আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। 

#

গফুর/তৌহিদ/মিতু/রমজান/আলী/শফিক/২০২৫/ ১২৫০ ঘন্টা

তথ্যবিবরণী                                                            নম্বর: ২৯২৫

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে আজ সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসাসেবার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

এসময় উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারীরা নির্ভয়ে ও নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে বাধা প্রদান এবং সহিংসতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এছাড়া, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্র ‍উপদেষ্টা। তিনি পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালনের অনুরোধ জানান।

এর আগে ঘটনার দিন দুপুরে শিশুটির মাকে ফোন দিয়ে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

#

ফয়সল/তৌহিদ/মিতু/রমজান/আলী/মাসুম/২০২৫/১০৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর : ২৯২৪

খাদ্য উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৪ ফাল্গুন (৯ মার্চ):  

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে মন্ত্রণালয়ের অফিসকক্ষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের এগ্রিকালচার প্রাকটিস গ্রুপের প্রাকটিস ম্যানেজার Tomas Ricardo Rosada Villamar-এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।  

খাদ্য উপদেষ্টা Tomas Ricardo Rosada Villamar-কে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এদেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

#

ইমদাদ/তৌহিদ/মিতু/রমজান/সাঈদা/আসমা/২০২৫/১১৪৫ ঘণ্টা

2025-03-09-15-36-452f9b47e5ba143ca39275a36aa93dd9.docx