Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২৪

তথ্যবিবরণী ৩ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৪৯৭০

আগামীকাল উদ্‌যাপিত হবে ‘জাতীয় চা দিবস’

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):

          আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় চা দিবস’উদ্‌যাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। ‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’- প্রতিপাদ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো ‘জাতীয় চা দিবস’ এবং দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

          আজ বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ‘জাতীয় চা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, ‘চা শিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু’র উদ্যোগের ধারাবাহিকতা ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশে প্রায় ১ দশমিক  শূন্য ৪ মিলিয়ন কেজি চা রপ্তানি করা হয়েছে, যা গত বছরের প্রায় ৩৩ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।

          প্রসঙ্গত, চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটেগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ দেওয়া হবে।  

          এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়ার দাম ঘোষণা করেছে সরকার। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

          ঈদুল আজহা উপলক্ষ্যে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু'র উপস্থিতিতে দাম ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন। তিনি বলেন, 'ঈদুল আজহা উপলক্ষ্যে চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকায় প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার টাকা। খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।'

          প্রতিমন্ত্রী বলেন, এবছর প্রথমবারের মতো চামড়ার সর্বনিন্ম দাম বেঁধে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে চামড়ার বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন সংস্থা চামড়া বিক্রয় কার্যক্রম তদারকি করবে।

          এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

#

আসিফ/পাশা/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৪৯৬৯

জাতি ও দেশ গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):

          মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী মনে, মননে, প্রাণে, ভালোবাসায় সমস্ত কিছুতেই এই জাতি ও দেশ গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সারাক্ষণই দেশ নিয়ে ভাবেন, দেশের মানুষ নিয়ে ভাবেন, প্রাণী নিয়ে ভাবেন। প্রধানমন্ত্রী এদেশকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চান যেখান থেকে এ দেশ কোনদিন আর পিছনে ফিরবে না, এদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

          আজ রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের আওতায় ৮২ দশমিক ৪৫ কোটি টাকা ব্যয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে ২ টি বেজমেন্টসহ ১০ তলা ভিতবিশিষ্ট ৮ তলা মূলভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, শেখ হাসিনার এই বাংলাদেশে যারা দেশকে কন্ট্রিবিউট করতে চায়, যারা মানুষকে কন্ট্রিবিউট করতে চায়, যারা প্রাণী সম্পদকে কন্ট্রিবিউট করতে চায় তাদেরকে স্বাগত জানানো হবে। তবে শেখ হাসিনার এই বাংলাদেশে কোনো নষ্ট মানুষের জায়গা হবে না এবং তথ্যপ্রযুক্তির এই যুগে দৈহিক শক্তি ব্যবহার করে কোনো কিছুই করা যাবে না।

          প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দপ্তর যদি একসাথে একযোগে পরিকল্পনা মাফিক কাজ করতে পারে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন তা আমরা দিতে পারব। প্রাণিসম্পদ অধিদপ্তরের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ সেবা ত্বরান্বিত ও অধিদপ্তরের কর্মপরিবেশ ও কর্মকর্তা/কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়নে ভবনটি বিশেষ অবদান রাখবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নান্দনিক এ ভবনটি নির্মিত হলে সেবাগ্রহীতাদের সেবাপ্রদান আরো সহজতর হবে বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

          প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেন ও এ.টি.এম. মোস্তফা কামাল এ সময় বক্তব্য প্রদান করেন।

#

নাজমুল/পাশা/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৪৯৬৮

 

 

বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা বিশ্বময়,

ডয়েচেভ্যালের প্রতিবেদন অন্তঃসারশূন্য, দেশবিরোধী

                                             -----পররাষ্ট্রমন্ত্রী

 

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :

 

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘ মহাসচিব, এর অন্য কর্তাব্যক্তিরাসহ সারাবিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে, তাদের নিয়ে ডয়েচেভ্যালের নেতিবাচক  প্রতিবেদন অন্তঃসারশূন্য, দেশবিরোধী।

 

গত ২৭ থেকে ২৯ মে এন্টিগায় ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনে যোগদান এবং ৩০ ও ৩১ মে যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ধারাবাহিক সভা শেষে রোববার সন্ধ্যায় দেশে ফিরে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

 

সাংবাদিকরা 'জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ অবদান রাখা বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী নিয়ে ডয়েচেভ্যালে একটি নেতিবাচক প্রতিবেদন করেছে' এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ডয়েচেভ্যালের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল; কারণ কোনো তথ্য-উপাত্তের ভিত্তিতে তা করা হয়নি। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের অবদানকে খাটো করার জন্য  সেটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে।'

 

হাছান মাহ্‌মুদ বলেন, ডয়েচেভ্যালে মাঝেমধ্যেই এমন প্রতিবেদন করে, যা দেশের স্বার্থবিরোধী এবং দেশকে 'আন্ডারামাইন' করে। সেজন্য ঠিক ডয়েচেভ্যালে নয় বরং সেখানে কিছু বাঙালি আছে তারা এগুলোর সাথে যুক্ত। বড়কথা, ডয়েচেভ্যালের প্রতিবেদনটি অসার, অন্তঃসারশূন্য, সেখানে সাবস্ট্যানটিভ কিছু নেই।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। জাতিসংঘ মহাসচিব তার সাথে সাক্ষাতে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন; শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে জাতিসংঘের অন্যান্য কর্তাব্যক্তিরাও আমাদের বাহিনীর দক্ষতার প্রশংসা করেছেন এবং এ পর্যন্ত বাংলাদেশের ১৬৯ জন শান্তিরক্ষী জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্বপালনকালে আত্মদান করেছেন, সেটিও বিশ্বময় অত্যন্ত সম্মানিত হয়েছে।

 

যেখানে বাংলাদেশের শান্তিরক্ষীদের বিশ্বময় প্রশংসা হচ্ছে, সেখানে ডয়েচেভ্যালের প্রতিবেদনের কোনো মূল্য নেই বলে  অভিমত ব্যক্ত করেন হাছান মাহ্‌মুদ। 

 

'জিয়াউর রহমানই গণতন্ত্র হত্যাকারী'

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা  বিএনপির সাম্প্রতিক প্রচারণা- জিয়াকে হত্যায় গণতন্ত্র হত্যা হয়েছে' এ নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র হত্যা করেছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমান ওতোপ্রোতোভাবে জড়িত ছিল। সে কারণেই খন্দকার মোশতাক ক্ষমতা নেওয়ার পর জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছিলেন। সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করেছিলেন। এটি কোনো গণতান্ত্রিক বিধি-বিধান নয়। জিয়াউর রহমানই মূলত: গণতন্ত্রকে হত্যা করেছে আর জিয়াউর রহমানকে হত্যা করেছে তার লোকেরাই' 

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সাত্তার সাহেব রাষ্ট্রপতি ছিলেন, বেগম খালেদা জিয়া সোয়া দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন, তারা কেন জিয়া হত্যার বিচার করল না? 

 

চলমান পাতা-২

 

 

 

 

পাতা-২

 

 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তারা নিশ্চয়ই কেঁচো খুঁড়তে সাপ বেরোবে বলেই জিয়া হত্যার বিচার করেনি। প্রকৃতপক্ষে জিয়াউর রহমানই গণতন্ত্রের হত্যাকারী।

 

সাবেক আইজিপি বেনজীর প্রসঙ্গ: আদালত, দুদক স্বাধীনভাবে কাজ করছে

 

বিএনপির অপর মন্তব্য বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে।  ফলে এ বিষয়গুলো উঠে এসেছে।  আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। সরকার এ বিষয়ে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।

 

'দুর্নীতি দমন কমিশন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ৬ জুন তলব করেছে কিন্তু তাকে দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না' এ প্রশ্নে মন্ত্রী বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে উপস্থিত হন কি না, নাকি তিনি সময় নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।  

 

সিডস সম্মেলন ও জাতিসংঘ মহাসচিবসহ কর্তাব্যক্তিদের সাথে সাক্ষাৎ

 

এর আগে সাম্প্রতিক সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ২৭ থেকে ২৯ মে এন্টিগায় ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের (সিডস) চতুর্থ সম্মেলনে ও সেখানে ইউএন গ্রুপ অভ ফ্রেন্ডস অন ভিশন সম্মেলনে যোগদান, ডোমিনিকান প্রজাতন্ত্র ও জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধির সাথে বৈঠকের বিষয়ে জানান। 

 

এরপর ৩০ ও ৩১ মে যুক্তরাষ্ট্রের নিইউয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, মিয়ানমার বিষয়ে মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং জাতিসংঘের ৬ উন্নয়ন সংস্থার প্রধানদের সঙ্গে পৃথক ধারাবাহিক সভা, রোহিঙ্গা বিষয়ে ওআইসি দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে ব্রিফিং এবং বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস অভ্যর্থনা ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান বিষয়ে আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহ্‌মুদ।

 

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ম্যানতিতস্কির সাক্ষাৎ

 

এ দিন বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ম্যানতিতস্কি। 

 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাশিয়ার রাজধানী মস্কোতে ১০-১২ জুন ব্রিকস মিনিস্টেরিয়াল সম্মেলনে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে লেখা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের (Sergey Lavrov) আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

 

পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণের জন্য মন্ত্রী ল্যাভরভের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সমর্থনের গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। 

 

দু'দেশের মধ্যে শিক্ষা সনদ স্বীকৃতি, রাশিয়ায় আরো জনবল রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করেন তারা। রাষ্ট্রদূত এ দেশ থেকে আরো প্রশিক্ষিত কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানান।

 

 #

আকরাম/রানা/মোশারফ/আব্বাস/২০২৪/২০৫৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ৪৯৬৭

আলবেনিয়ার তিরানায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনে ডক্টর আবদুল মালেক

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):

          বিশ্বের ৮০টি দেশের ১৪০ জন প্রতিনিধির উপস্থিতিতে আলবেনিয়ার রাজধানী তিরানায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের প্যানেল সেশনের আলোচক বক্তা হিসেবে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক ÔEmpowering Vulnerable Groups through Access to Information and TransparencyÕ বিষয়ে বক্তব্য রাখেন। তাঁর প্যানেলে ছিলেন শ্রীলঙ্কার প্রধান তথ্য কমিশনার, আজারবাইজানের ন্যায়পাল (OMBUDSMAN) এবং আমেরিকার কার্টার সেন্টারের সিনিয়র উপদেষ্টা। সম্মেলন উদ্বোধন করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা (Edi Rama)।

          আলবেনিয়ার রাজধানী তিরানায় আন্তর্জাতিক তথ্য কমিশনার সম্মেলনে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

#

লিটন/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৪৯৬৬

আইসিটি বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের মে মাসের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন। 

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

          সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্তসমূহ এবং জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

          সভায় মোবাইল গেম এন্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন, জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট (২য় সংশোধিত), এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বাংলা ভাষা সমৃদ্ধকরণ, ডিজিটাল সিলেট সিটি, বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল, বিজিডি ই-গভ সিআইআরটি এর সক্ষমতা বৃদ্ধি, ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম শক্তিশালীকরণ, কানেক্টেড বাংলাদেশ, সিসিএ কার্যালয়ের সিএ মনিটরিং, জেলা পর্যায়ে আইটি, হাই-টেক পার্ক স্থাপন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইনফো সরকার-৩ প্রকল্প, বঙ্গবন্ধু হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, দুর্গম এলাকায় তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প,  বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী (২ম সংশোধিত) প্রকল্প, লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট এন্ড গ্রোথ অভ্ দ্য আইটি-আইটি ইএস ইন্ডাস্ট্রি প্রকল্প, জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রকল্প, ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিফট প্রকল্প, ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পসহ অন্যান্য সকল প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

          আইসিটি বিভাগের মে ২০২৪ পর্যন্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ৮৭ দশমিক ৪৭ শতাংশ বলে সভায় জানানো হয়।

          উল্লেখ্য, চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ২টি কারিগরিসহ মোট ২৬টি প্রকল্পের জন্য বরাদ্দ ২ হাজার ১২০ কোটি ৮১ লাখ টাকা।

          প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পসমূহের অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রকল্প পরিচালকগণ প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

#

বিপ্লব/পাশা/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪৫ঘণ্টা

Handout                                                                                                       Number : 6965

Controlling air pollution requires cooperation among South Asian Countries

                                                                                 --- Environment Minister

Dhaka, 3 June: 

            Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said air pollution is not just a problem for one country; it is a regional and international issue. To address this problem, regional cooperation and coordination at the South Asian level, particularly among India, Pakistan, and Bangladesh are necessary, as pollution in one country affects others. Additionally, he stressed the importance of increasing the use of technology to prevent air pollution and the need for coordinated actions from all parties.

            Minister Chowdhury made these remarks at a seminar titled ‘Save Your Breath: Policy Dialogue on Clean Air Imperatives’ held at a hotel in the capital on Today.

            Saber Hossain Chowdhury stated that air pollution causes not only physical harm but also economic damage and therefore, every citizen must work to control pollution from their own position. He highlighted that we are causing noise and air pollution in various ways, which affects the health of others. The minister also mentioned that the government is planning to explore alternative energy options. He emphasized that all relevant authorities must come forward to properly enforce laws to combat air and environmental pollution.

            At the event, Professor Dr. Abdus Salam of the Chemistry Department of Dhaka University presented the keynote on Dhaka's air pollution. Other speakers included Nahim Razzaq, the convener of Bangladesh Climate Parliament and Member of Parliament, Stefan Liller, UNDP Resident Representative in Bangladesh, Adil Mohammad Khan, President of the Bangladesh Institute of Planners, Anjali Kaur, Deputy Assistant Administrator of the USAID Asia Bureau, and Imran Ahmed, Deputy Executive Director of the Shakti Foundation.

#

Dipankar/Pasha/Rana/Mosharaf/Joynul/2024/2015 hour

তথ্যবিবরণী                                                                                              নম্বর: ৪৯৬৪

৪-১০ জুন নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৪ পালিত হবে

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):

          ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৪’ শুরু হচ্ছে আগামীকাল। দেশব্যাপী সকল বিভাগীয়, জেলা শহর ও গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহে নৌ নিরাপত্তা সপ্তাহ চলবে ১০ জুন পর্যন্ত।

          দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এ বছরও ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৪’ পালন করা হবে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

          আগামীকাল ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।

          নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

#

জাহাঙ্গীর/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                        &nbs

2024-06-03-16-11-ba37c17302c758ebd872957708923c10.docx 2024-06-03-16-11-ba37c17302c758ebd872957708923c10.docx