Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী ৩১/১০/২০১৫

তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩১৭১

 

বর্বরতা মেনে নেয়া যায় না

-- রাশেদ খান  মেনন

 

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :

 

          জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আহমেদ দীপন হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, এ ধরনের বর্বরতা মেনে নেয়া যায় না ।

 

          মন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজে দুস্কৃতিকারিদের হাতে নিহত ফয়সাল আহমেদ দীপনের মরদেহ দেখতে এসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।

 

          তিনি সাম্প্রদায়িক, জঙ্গি এবং অশুভ অপশক্তির বিরম্নদ্ধে দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরম্নত্বারোপ করেন ।

 

          মন্ত্রী পরে দৃস্কুতিকারীদের হাতে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পাশে কিছু সময় অতিবাহিত করেন ।

#

 

শেফায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/২২৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩১৭০

 

কন্যাশিশুদের নিয়ে গর্ব করার সময় এসেছে

                               -- চিফ হুইপ

 

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :

 

          চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, বর্তমানে বিভিন্ন ড়্গেত্রে  ছেলেদের চেয়ে  মেয়েরা এগিয়ে আছে। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয়  নেত্রী নারী। তাই এখন কন্যাশিশুদের নিয়ে গর্ব করার সময় এসেছে। কন্যাশিশুকে অভিশাপ না ভেবে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। তিনি কন্যাশিশুর ভবিষ্যৎ সুপ্রশসত্ম  করতে সবার প্রতি আহ্বান জানান।

 

          চিফ হুইপ আজ ঢাকায়  সেগুনবাগিচায় ‘প্রজন্ম শিশুকিশোর সংগঠন’ কর্তৃক বিশ্ব কন্যা শিশু দিবস উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

          তিনি বলেন, এক সময় কন্যাশিশু নিগৃহীত অবস'ায় ছিল। বর্তমানে এ অবস'ার উত্তরণ হয়েছে। বর্তমানে পুত্র সনত্মানের  চেয়ে কন্যা সনত্মান পিতামাতাকে  বেশি সম্মান করে।

         

          প্রজন্ম শিশুকিশোর সংগঠনের সভাপতি মো. শিপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য  মো. নজরম্নল ইসলাম বাবু বক্তৃতা করেন।  মূলপ্রবন্ধ পাঠ করেন প্রকৃতজ শামীমরম্নমি টিটন। কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপসি'ত ছিলেন।

 

#

 

সাব্বির/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৪৫ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩১৬৯

ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ অনুষ্ঠানে শিড়্গামন্ত্রী
কারিগরি কোর্সের শিড়্গার্থীদের শিল্পকারখানায় বাসত্মব অভিজ্ঞতা অর্জন করতে হবে

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :

    শিড়্গামন্ত্রী নূরম্নল ইসলাম নাহিদ বলেছেন, এখন  থেকে সবধরনের কারিগরি শিড়্গাকোর্সে অংশগ্রহণকারীদের অত্যাবশ্যকভাবে শিল্পকারখানায় বাসত্মব অভিজ্ঞতা অর্জন করতে হবে।

    শিড়্গামন্ত্রী আজ ঢাকায় আনত্মর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ স'াপন উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    জনাব নাহিদ বলেন, চিকিৎসক তৈরির জন্য মেডিকেল কলেজের সাথে যেমনি অত্যাবশ্যকভাবে হাসপাতাল থাকতে হয়, তেমনি কারিগরি শিড়্গাপ্রতিষ্ঠানের সাথে শিল্পকারখানার প্রত্যড়্গ সম্পর্ক থাকতে হবে।

    শিড়্গামন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে চালু সাত হাজার সরকারি-বেসরকারি কারিগরি শিড়্গাপ্রতিষ্ঠানের সাথে শিল্পকারখানাসমূহের সরাসরি সম্পর্ক  স'াপনের মাধ্যমে বাসত্মব অভিজ্ঞতা সম্পন্ন দড়্গ জনশক্তি গড়ে  তোলা যাবে, যারা প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নে অগ্রণী ভূমিকা রাখতে সমর্থ হবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিড়্গাসচিব মো. নজরম্নল ইসলাম খান এবং কারিগরি শিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।    

    অনুষ্ঠানে ১২২ জন উদ্যোক্তা বিভিন্ন কারিগরি শিড়্গাপ্রতিষ্ঠানের সাথে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ স'াপনের লড়্গ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাড়্গর করেন। 

    এর আগে শিল্পকারখানায় কারিগরি শিড়্গার্থীদের বাসত্মব কাজের সুযোগ সৃষ্টি ও কর্মসংস'ানের লড়্গ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৩১৬৮

জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় যুব দিবস ২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “দেশের যুবসমাজকে দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাগ্রত করে জাতিগঠনমূলক কাজে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে প্রতি বছরের ন্যায় এবারও পয়লা নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
    জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য ‘জেগেছে যুব, জেগেছে দেশ; লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে- যা যুবসমাজের মধ্যে নবতর কর্মোদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। 
    দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব। এরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার মূর্ত প্রতীক। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাঁদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
    যুবসমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্নমুখী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুবদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর ও কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে ১ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ গমনেচ্ছুরা বিনা জামানতে সর্বোচ্চ ২ লাখ টাকা অভিবাসী ঋণ এবং চুক্তি শেষে দেশে ফিরে আসার পর ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে পুনর্বাসন ঋণ সুবিধা গ্রহণ করতে পারছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিসের আওতায় এ পর্যন্ত ৮১ হাজার ৩৫৫ জনকে ২ বছর মেয়াদি অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে।
    জিডিপি’র অব্যাহত প্রবৃদ্ধি, মাথাপিছু আয়বৃদ্ধি, এমডিজি অর্জনে সাফল্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন এবং তথ্যপ্রযুক্তিসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন ইতোমধ্যে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আমরা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অভ্ দ্য আর্থ’ এবং ‘ওঈঞং রহ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ অধিৎফ’ অর্জন করেছি। আমাদের প্রতিটি অর্জনই সম্ভব হয়েছে দেশের যুবসমাজের অদম্য কর্মস্পৃহার কারণে।
    ইতোমধ্যে আমরা নি¤œ মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছি। আমি বিশ্বাস করি, ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ কাজে লাগিয়ে ২০২১ সালের আগেই আমরা মধ্যমআয়ের দেশে পরিণত হতে সক্ষম হব। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ।
    আমি আশা করি, বিপুল প্রাণশক্তিতে উজ্জীবিত যুবসমাজ তাঁদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে কাক্সিক্ষত লক্ষ্যে নিয়ে যাবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবে।
    আমি জাতীয় যুব দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নুরএলাহি/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১৬৭

জাতীয় যুব দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) : 

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘জাতীয় যুব দিবস ২০১৫’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    ‘‘প্রতি বছরের ন্যায় এ বছরও  ‘জাতীয় যুব দিবস ২০১৫’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

    যুবরা দেশের প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান কারিগর। ১৯৫২ এর মহান ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৯৬ এর ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, স¦াধিকার ও গণতান্ত্রিক আন্দোলনসহ মহান মুক্তিযুুদ্ধে আমাদের যুবসমাজের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ¦ল। পৃথিবীর বিভিন্ন দেশে আজ বয়স্ক ও নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ উন্নয়নের জন্য প্রয়োজন যুব ও তরুণ সমাজ। বাংলাদেশের জনংসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুব যা আমাদের বিশাল সম্পদ। তাই যুবদের উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের অমিত সম্ভাবনাকে স¦ স¦ ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যুবদের কর্মতৎপরতা, মেধা, মনন ও সৃজনশীলতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সমৃদ্ধির স¦র্ণশিখরে আসীন হবে।

    বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট অগ্রগতি অর্জন করলেও স¦াধীনতার কাক্সিক্ষত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। তাঁর সেই স¦প্নপূরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ ঘোষণা করেছেন। আমাদের লক্ষ্য ২০২১ সালে স¦াধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা। ইতোমধ্যে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হতে চলেছি। আমার বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যে আমরা দেশকে তথ্য-প্রযুক্তিনির্ভর সুখী-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে সক্ষম হবো ইনশাল্লাহ। এ প্রেক্ষাপটে এ বছর জাতীয় যুব দিবসের মূল প্রতিপাদ্য ‘জেগেছে যুব, জেগেছে দেশ; লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

    মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের যুবসমাজ একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখবে জাতীয় যুব দিবসে এ প্রত্যাশা করি।

    আমি ‘জাতীয় যুব দিবস-২০১৫’ এর সার্বিক সাফল্য কামনা করি।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’ 
#
আজাদ/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৭০২ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                নম্বর :  ৩১৬৬

চট্টগ্রাম আবাহনীকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :

 শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কলকাতা ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। 

এক অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী চট্টগ্রাম আবাহনী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

#

শফিকুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা

Todays handout (3).doc Todays handout (3).doc