Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ১৭/৪/২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১২৮১
কলকাতায় মুজিবনগর দিবস পালিত

কলকাতা, ১৭ এপ্রিল :   

    বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ‘মুজিবনগর দিবস’ আজ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। আজ কলকাতার শেক্সপিয়ার সরণি (থিয়েটার রোড) এর অরবিন্দ ভবনে অনুষ্ঠিত হয় মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি, বাংলাদেশ সরকার কর্তৃক স¦াধীনতা সম্মাননা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মানস ঘোষ ও দূরদর্শনের বিশিষ্ট সাংবাদিক ভবেশ দাস।

    সভাপতির বক্তব্যে উপহাইকমিশনার বলেন, বাংলাদেশের স¦াধীনতার জন্য ১৭ এপ্রিল একটি অবিস্মরণীয় দিন। বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি, মুক্তিযোদ্ধাদের সুসংঠিত করে যুদ্ধ সুচারুভাবে পরিচালনা করা এবং শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থাসহ সকলক্ষেত্রে দৃষ্টি রাখার জন্য বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অপরিসীম। তিনি মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট সকলের অসামান্য অবদানের কথা শুদ্ধাভরে স্মরণ করেন।

    হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, আমি খুব ভাগ্যবান এইজন্য যে, আজ যে ভবনটিতে দাঁড়িয়ে কথা বলছি সেই অরবিন্দ ভবন থেকেই মুজিবনগর সরকারের কার্যক্রম পরিচালিত হতো। তিনি মুজিবনগর দিবসের অনুষ্ঠানের জন্য ভবনটি দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    
#
ইকবাল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২১৩৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৮০
 
সংশোধিত হজনীতি অনুমোদন

ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
    ২০১৬ সালের (১৪৩৭ হিজরি) সংশোধিত হজনীতি ও প্যাকেজ মন্ত্রিসভায় ১১ এপ্রিল অনুমোদিত হয়েছে।
    অনুমোদিত হজ প্যাকেজ অনুযায়ী এবছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজে গমন করতে পারবেন যার প্রাক-নিবন্ধন চলছে এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন যার প্রাক-নিবন্ধন গত ২৮ মার্চে  সম্পন্ন হয়েছে।
    বেসরকারি ক্ষেত্রে একটি হজ এজেন্সি সর্বনি¤œ ১৫০ জন এবং সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী প্রেরণ করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা লাগবে।
    এখন থেকে প্রাক-নিবন্ধিত হজযাত্রীগণ ৩০ মে’র মধ্যে সাকুল্য টাকা পরিশোধ করে পিলগ্রিম আইডি সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের িি.িসড়ৎধ.মড়া.নফ এবং িি.িযধলল.মড়া.নফ ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।
#

জাকের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৯
আঞ্চলিক তথ্য অফিসে শুদ্ধাচার কৌশল বিষয়ে মতবিনিময়
 
রাজশাহী, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):
    রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস কার্যালয়ে আজ কর্মকর্তাকর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ উদ্বোধন, জাতীয় শুদ্ধাচার কৌশলভিত্তিক ভিডিও প্রদর্শন, শুদ্ধাচারের নৈতিক দিক, মৌলিক আচরণ ও শৃঙ্খলা, সিটিজেন চার্টার এবং ‘এপিএ’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
    সভায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিষয়ের ওপর  প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
    প্রধান তথ্য অফিসার বলেন, শুদ্ধাচার ও নৈতিকতার সাথে আমাদের সামগ্রিক জীবনের কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, শুদ্ধাচার ও নৈতিকতার গুরুত্ব অনুভব করে বর্তমান সরকার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করেছে। গণতান্ত্রিক চর্চায় ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শুদ্ধাচার কৌশল অনুশীলনের কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনায় আমরা ইতোমধ্যে এমডিজি  অর্জনে সফল হয়েছি উল্লেখ করে শামীম চৌধুরী বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা পূরণেও আমাদের সচেষ্ট হতে হবে। পরিবর্তনশীল বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে শুদ্ধাচারের মাধ্যমে নিজেদের পরিবর্তন করার মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলকে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপপ্রধান তথ্য অফিসার বিধান চন্দ্র কর্মকার, সিনিয়র তথ্য অফিসার ফারুক
মো. আব্দুল মুনিমসহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

#

নাফেয়ালা/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/২০২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৮
 
বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :
    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান অংশগ্রহণ করেন।
    গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রাজস্ব আয় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।
    বৈঠকে পরিবেশ অধিদপ্তরের কাজে গতিশীলতা আনয়নে এনফোর্সমেন্টের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষানিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি। কর্ণফুলী নদীর দূষণ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুবিধার্থে কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালককে পরবর্তী বৈঠকে উপস্থিত হতে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
    বৈঠকে শেখ রাসেল এভিয়ারি’র কেবল তার এবং গেট ইজারা দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়।
    এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয়, শ্যালা নদীতে নৌ চলাচল গত ২১ মার্চ হতে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
    পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/আফরাজ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১২৭৭
দেশের সকল এলাকার উন্নয়ন হবে
             ---স্পিকার
রংপুর, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার গৃহীত কর্মসূচিগুলো সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল এলাকার উন্নয়ন সাধন করা সম্ভব হবে।
স্পিকার আজ পীরগঞ্জ উপজেলা চত্বরে পীরগঞ্জ  উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র চাষিদের মধ্যে বীজ, সার ও কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে একথা বলেন।
স্পিকার বলেন, গ্রামীণ জনগণের উন্নয়ন উপযোগী পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী অর্থ বরাদ্দ করা হলে উন্নয়ন ত¦রান্বিত হবে। তিনি বলেন, অর্থ কোনো সমস্যা নয়, প্রকল্প বাস্তবায়ন করাই মূল কথা। তিনি আরো বলেন, পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের উন্নয়নের মধ্যদিয়ে সমগ্র পীরগঞ্জের উন্নয়ন করা হবে। তিনি এক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের মুখ্য ভূমিকা পালনের আহ্বান জানান।
স্পিকার বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী ও নারীদের উন্নয়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। তাদের জন্য হস্তশিল্প ও কুটির শিল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাদের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বাজারজাত করা যায় এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হয় সে বিষয়ে গুরুত্ব প্রদান করতে হবে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতাহারুল হক বাবলু বক্তব্য রাখেন।
স্পিকার পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আউশ প্রণোদনা-২০১৬ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্যপুষ্টি নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপ্রাতি বিতরণ, সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র বিতরণ, নারী উন্নয়ন ফোরাম ও দিন বদলের নারী জাগরণ সদস্যদের মাঝে হস্ত ও কুটিরশিল্প প্রশিক্ষণসহ উপকরণ বিতরণ করেন।
#
হালিম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১২৭৫

পাটমন্ত্রীর সাথে কলকাতার ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :  

    আজ বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সাথে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে কলকাতার বেঙ্গল চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

    সাক্ষাৎকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

    সাক্ষাৎকালে ব্যবসায়ী প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। ভারত আন্তরিকভাবে বিশ্বাস করে  বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ।  দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। তাঁরা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।

    মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০’ শতভাগ বাস্তবায়ন হয়েছে। খুব দ্রুত বন্ধ পাটকল পুনরায় চালু করা সম্ভব হবে। এছাড়াও পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণের কাজ দ্রুত করা হবে।

    ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এসময় উপস্থিত ছিলেন ট্রেড প্রমোশন এন্ড বিজনেস ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান প্রকাশ সাহা, সচিব (মার্কেটিং) উৎপল রায় এবং সদস্য আয়শা আকতার।   

#
সৈকত/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮০৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৬
তেজগাঁও শিল্প এলাকা হবে অত্যাধুনিক
            --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):
    তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প কাম বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তর করে ঢাকার মধ্যে অত্যাধুনিক ঢাকা গড়ে তোলা হবে। এ এলাকায় যেকোনো স্থাপনা নির্মাণে এ মাস্টার প্ল্যান অনুসরণ করতে হবে।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তেজগাঁও শিল্প এলাকাকে শিল্প কাম বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তরের মাস্টার প্ল্যান পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে একথা বলেন।
    মন্ত্রী বলেন, এখানে প্রতিটি ভবনের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকবে। এ এলাকায় কাজের জন্য আগত বা অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য পৃথক পার্কিং ভবন নির্মাণ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের নিয়ন্ত্রিত প্লটগুলোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ এলাকায় কোন ভারী ও শ্রমঘন শিল্প স্থাপনে অনুমতি দেয়া হবে না। বেসরকারি প্লটে শিল্প, বাণিজ্যিক, হোটেল, হাসপাতাল ইত্যাদি স্থাপনা নির্মাণ করা হলে পয়ঃবর্জ্য, রাসায়নিক বর্জ্য ও বায়ু পরিশোধনের নিজস্ব ব্যবস্থা রাখতে হবে। এ এলাকার মাস্টার প্ল্যানের বিভিন্ন সুপারিশ সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতিকে সম্পৃক্ত করা হয়েছে। এ সমিতি কোন বিষয়ে ত্রুটি দেখলে তা রাজউককে অবহিত করবে।
    সভায় মাস্টার প্ল্যানের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গৃহীত সুপারিশমালা চূড়ান্ত করা হয়। এ সুপারিশমালা শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
    সভায় গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, অতিরিক্ত সচিব এম বজলুল করীম চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজী বিন ফরিদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জ্যোর্তিময় দত্ত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮২৬ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৪
প্রতিটি গ্রামে জলাধার করা হবে
          -- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সুপেয় পানি নিশ্চিতকল্পে পুকুর খনন করে প্রতিটি গ্রামে একটি করে জলাধার সৃষ্টি করা হবে। এলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গ্রহণ করছে। তিনি বলেন, ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে পুকুর খনন করে ভূ-উপরিস্থ পানি যথাযথভাবে কাজে লাগানো হবে।

মন্ত্রী আজ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের আওতাভুক্ত দপ্তর ও সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের পর্যালোচনাসভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী রাজধানীসহ সকল এলাকার সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে এবং বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম এসময় উপস্থিত ছিলেন।

#

শহিদুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮০৫ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭৩
মুম্বাইয়ে মুজিবনগর দিবস পলিত
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):
    ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনে আজ যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
    আজ প্রত্যুষে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মিজ্ সামিনা নাজ জাতীয় পতাকা আনুষ্ঠানিভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি, উপহাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এবং স্থানীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে উপহাইকমিশনার আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
    উপহাইকমিশনার তাঁর বক্তব্যে ১৭ এপ্রিলকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে এ সরকারের হাত ধরে বাংলাদেশ স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। তিনি মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা ও ঐতিহাসিক মুজিবনগর সরকারের সকল সদস্যদের ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
    অনুষ্ঠানের শেষপর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘আমাদের বঙ্গবন্ধু (ইধহমধনধহফযঁ : ঙঁৎ এৎবধঃ খবধফবৎ)’ প্রদর্শন করা হয়।
#

আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৪৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১২৭২
মানবসেবার ব্রত নিয়ে লায়নরা কাজ করেন                                                                                                          
                                  ---স্পিকার
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল) :  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, আন্তরিকতা ও মানবিকতা থেকে উৎসারিত চেতনাবোধের কারণে এবং মানবসেবার মহান ব্রত থেকে লায়নরা সম্মিলিতভাবে কাজ করে থাকেন।  
স্পিকার গতকাল ঢাকায় একটি হোটেলে লায়ন্স ক্লাব আয়োজিত লায়ন্স জেলা ৩১৫ এ১ এর ২১তম বার্ষিক কনভেনশন-২০১৬  এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  
স্পিকার বলেন, লায়নরা আর্তমানবতার সেবায় যেভাবে কাজ করে তা বিশ্বব্যাপী স্বীকৃত। সমাজের প্রতি সকলের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কারণ সমাজে সকল মানুষ সমান সুযোগসুবিধা পায় না। ফলে সিদ্ধান্ত গ্রহণে সুবিধাভোগী অল্পসংখ্যক ব্যক্তি ব্যতীত সকলের পক্ষে সমান ভূমিকা রাখা সম্ভব হয় না। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য লায়নরা তাদের হাতকে প্রসারিত করায় সুন্দর সমাজ বিনির্মাণের কাজ সহজতর হচ্ছে।  
বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের পাশাপাশি লায়নদেরকে এ সকল কাজে সহযোগিতা প্রদানের মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনের পর এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষাই মূল ভিত্তি। তিনি শ্রম ও অধ্যবসায়কে অগ্রগতির মূল সোপান হিসেবে উল্লেখ করে বলেন, ইতিবাচকভাবে সমাজের সমস্যাগুলো স্পর্শ করা সম্ভব হলে সামাজিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন অবধারিত।
লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর এম এ হালিম পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য রাজিউদ্দিন রাজু, শেখ কবীর হোসেন, মোসলেম আলী খান, ইঞ্জিনিয়ার এম এ আওয়াল, কাজী আকরামুদ্দিন আহমেদ, এ কে এম রেজাউল হক এবং এডভোকেট সালাউদ্দিন আব্দুল্লাহ বক্তৃতা করেন।  
এর আগে স্পিকার নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর কল্পনা রাজিউদ্দিন, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর এম নূরুল হুদা এবং প্রথম  ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর শেখ রবিউল হককে অভিনন্দন জানান এবং তাঁদেরকে ব্যাজ পরিয়ে দেন।
#
হালিম/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২৯ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭১
২৩ এপ্রিল ও ৭ মে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি
ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):
    ৩য় পর্যায়ের ৬৮৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৩ এপ্রিল এবং ৪র্থ পর্যায়ের ৭৪৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ৭ মে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তাকর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে  ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
    সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
#
আলমগীর/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৭০
শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে
                    -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৪ বৈশাখ (১৭ এপ্রিল):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম আইন সংশোধন করেছে। শ্রমিক ও কারখানা মালিকদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। শান্তিপূর্ণ পরিবেশে কারখানায় উৎপাদন কাজ চলছে। ইতোমধ্যে দেশের তৈরিপোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্স করা হয়েছে। ক্রুটিপূর্ণ কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানাগুলোর বিল্ডিং সেফটি, ফায়ার সেফটিসহ শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। দেশে এখন আন্তর্জাতিক মানের গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে।
    বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত জাতিসংঘে কেনিয়ার প্রতিনিধি মিনিস্টার কাউন্সিলর (লেবার) এলিজাবেথ ফেইথ অনুকো (ঊষরুধনবঃয ঋধরঃয ঙহঁশড়)-এর নেতৃত্বে ৫ সদস্যের আইএলও প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন।
    মন্ত্রী বলেন, ইপিজেডের শ্রমিকরা শ্রম আইনের বিধান মোতাবেক সকল সুযোগসুবিধা ভোগ করছেন। বাইরের কারখানাগুলোর শ্রমিকদের চেয়েও তারা বেশি বেতন পাচ্ছেন। তারা  ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠন করে মালিকপক্ষের সাথে বার্গেনিং করতে পারছেন। সেখানে কোনো শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে না। ইউকে এন্ড ইউএসএইড-এর অর্থায়নে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের এক সার্ভে রিপোর্টে দেখা গেছে ইপিজেডের শ্রমিকরা কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্য থেকে তাদের শ্রমিক নেতা নির্বাচন করতে আগ্রহী। কারখানার কাজের পরিবেশ এবং বেতন কাঠামোয় তারা সন্তুষ্ট। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ বিভিন্ন তৈরিপোশাক কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, একটি কারখানার ৩০ ভাগ শ্রমিক একটি ইউনিয়ন গঠন করার জন্য লিখিত আবেদন করলে শ্রমিক ইউনিয়ন গঠনের অনুমতি প্রদান করা হয়। বাংলাদেশে শ্রমিকরা পূর্ণ অধিকার ভোগ করছে। সরকার শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করেছে। কারখানা পরিদর্শনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। সরকার ইতোমধ্যে দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৩০টির স্থান নির্বাচন করা হয়েছে এবং ১০টি উদ্বোধন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
    তোফায়েল আহমেদ বলেন, চীন তৈরিপোশাক রপ্তানিতে বিশে^র মধ্যে প্রথম, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। চীনে কোনো শ্রমিক ইউনিয়ন নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে বেসরকারি কারখানার ৭ ভাগে এবং সরকারি কারখানার ৩৫ ভাগে শ্রমিক ইউনিয়ন রয়েছে। ভিয়েতনামে শ্রমিক কারখানার নেতা থাকেন মন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মো. শওকত হোসেন ওয়ারেছিসহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭২৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৬৮

ইসলামাবাদে মুজিবনগর দিবস পালিত

ইসলামাবাদ, ১৭ এপ্রিল :  

    যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে চ্যান্সরি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মুনাজাত ও আলোচনাসভার অয়োজন করা হয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।
আলোচনায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মুজিবনগর সরকারের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও ঐতিহাসিক মুজিবনগরের প্রেক্ষাপট নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত প্রয়াসে সকল বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ অবদান রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে, ঐতিহাসিক মুজিবনগর দিবস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মিশনের সকল কর্মকর্তা কর্মচারী অনুষ্ঠানে যোগ দেন।
#

ইকবাল/মোবাস্বেরা/খাদীজা/মিজান/আলী/শামীম/২০১৬/১২৪৮ ঘণ্টা
 
ঐধহফড়ঁঃ                                                  ঘঁসনবৎ : ১২৬৭


চধযবষধ ইধরংযধশয ঈবষবনৎধঃবফ রহ ডধংযরহমঃড়হ উঈ


ডধংযরহমঃড়হ উঈ, ১৭ অঢ়ৎরষ :      

    ঞযব চধযবষধ ইধরংযধশয, ঃযব ভরৎংঃ ফধু ড়ভ ঃযব ইবহমধষর ঘবি ণবধৎ-১৪২৩, ধিং পবষবনৎধঃবফ ধঃ ইধহমষধফবংয ঊসনধংংু রহ ডধংযরহমঃড়হ উঈ ধসরফ ঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ংঢ়বপঃধপঁষধৎ ফধহপব, ংড়হমং ধহফ ঢ়ড়বঃৎু ৎবপরঃধঃরড়হ ঢ়ড়ৎঃৎধুরহম ইবহমধষর পঁষঃঁৎব ধহফ যবৎরঃধমব.  
    ঝযবফফরহম ঃযব ঢ়ধংঃ ুবধৎ’ং ঢ়ধহমং ধহফ ঢ়ধরহং ঃড় ড়নষরারড়হ, ঃযব সবসনবৎং ড়ভ ঃযব ইধহমষধফবংযর ফরধংঢ়ড়ৎধ ধঃঃবহফরহম ঃযব পবষবনৎধঃরড়হ বিষপড়সবফ ঃযব ঘবি ণবধৎ রিঃয ধ হবি ঢ়ষবফমব ঃড় বহৎরপয ঃযব ঃযড়ঁংধহফ ুবধৎ’ং ইবহমধষর পঁষঃঁৎব ধহফ যবৎরঃধমব বাবহ ষরারহম ধনৎড়ধফ.
    ঋড়ৎবরমহ ফরঢ়ষড়সধঃং, ড়ভভরপরধষং ড়ভ ঃযব টঝ ংঃধঃব ফবঢ়ধৎঃসবহঃ, সবসনবৎং ড়ভ পরারষ ংড়পরবঃু, ধহফ যরময পরারষ ধহফ সরষরঃধৎু ড়ভভরপরধষং ধষংড় ধঃঃবহফবফ ঃযব পবষবনৎধঃরড়হ. গফ. ঝযধযধনঁফফরহ চধৎঃধিৎু, গরহরংঃবৎ (ঊপড়হড়সরপ) ধঃ ঃযব বসনধংংু, বিষপড়সবফ ঃযব মঁবংঃং.ঞযব সবৎৎুসধশবৎং রহ ষধৎমব হঁসনবৎ ধঃঃরৎবফ রহ পড়ষড়ঁভঁষ ংধৎববং ধহফ ঢ়ধলধসধ-ঢ়ধহলধনর ঃঁৎহবফ ড়ঁঃ রহ ঃযব ভঁহপঃরড়হ পবষবনৎধঃরহম ঃযব সড়ংঃ পড়ষড়ঁৎভঁষ ভবংঃরাধষ ড়ভ ঃযব ইবহমধষর ুবধৎ.
    ঞৎধফরঃরড়হধষ চধযবষধ ইধরংযধশয ংড়হম—ঊংযড় যবু ইধরংযধশয—ঊংড়, ঊংড়-- ধিং ংঁহম রহ পযড়ৎঁং নু ঃযব বসনধংংু ভধসরষু সবসনবৎং ধঃ ঃযব ঃধংঃবভঁষষু ফবপড়ৎধঃবফ ঢ়ড়ফরঁস ড়ভ ঃযব ইধহমধনধহফযঁ অঁফরঃড়ৎরঁস. অৎঃরংঃবং ড়ভ ‘ইধৎহধসধষধ’, ‘ঊশঃধৎধ’ ধহফ ‘ঋৎরবহফং ধহফ ঋধসরষু’ ঢ়বৎভড়ৎসবফ ংড়হমং ধহফ ফধহপবং বহঃযৎধষষরহম ঃযব ধঁফরবহপব.
    ঝধৎশধৎ কধনরৎঁফফরহ ৎবপরঃবফ জধনরহফৎধহধঃয ঞধমড়ৎব’ং ঢ়ড়বস যিরষব উরহধৎ গড়হর ংধহম ধ ংড়হম. অঁঢ়ংড়ৎধ ইধহরশ ধহফ জরুধহ ংধহম ংড়ষড় সঁংরপং. ঝধসরধ ওংৎধঃ জড়হবব, ঋরৎংঃ ঝবপৎবঃধৎু (ঢ়ড়ষরঃরপধষ ধহফ পঁষঃঁৎধষ) ধঃ ঃযব বসনধংংু পড়হফঁপঃবফ ঃযব পঁষঃঁৎধষ ঢ়ৎড়মৎধস.
#

গড়নধংংবৎধ/ঘঁংৎধঃ/কযধফরুধ/গরুধহ/অষর/জবুুধশঁষ/অংসধ/২০১৬/১২৪০ যড়ঁৎং

 

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon