Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 23-2-2019

তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৭৪৭
 
মেহেরপুরের উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর 
 
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেহেরপুরের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 
আজ ঢাকার মিরপুরের গোরান চটবাড়িতে ঢাকাস্থ মেহেরপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। 
 
প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুরের ভরাট নদী, খাল, বিল খনন কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি খাল  ও নদী খনন করা হয়েছে এবং আরো তিনটি নদী খননের অনুমোদন পাওয়া গেছে। তিনি আরো বলেন, এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল-সংযোগের কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়াও মেহেরপুরে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাকে ঘিরে এ অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। 
 
এডভোকেট মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট খাদিজা নাসরীন আক্তার বক্তব্য রাখেন । 
 
#
 
শিবলী/নাইচ/পারভেজ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭৪৬
দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে
                              ---পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) : 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তিকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান জানান। সিলেটের  মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের আইসিটি বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ছয়তলা বিশিষ্ট আবুল মাল আবদুল মুহিত শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহ্বান জানান। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে উন্নত দেশে রূপান্তর করতে হলে টেকনোলজিতে উন্নত হতে হবে। সরকার স্বদেশি ও বিদেশি সবাইকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিতে চায়। তিনি আরো বলেন, দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার দেশে উন্নত ও স্থিতিশীল অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়।

তৌহিদুল/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/২১০৮ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                        নম্বর : ৭৪৫
 
অগ্নিকা- নিয়ে ফখরুলের বক্তব্য বিএনপির নাশকতার ইঙ্গিত
                                                     -- তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অগ্নিকা- নিয়ে ফখরুলের বক্তব্য বিএনপির নাশকতার ইঙ্গিত দেয়।’
‘দেশে গণতন্ত্র নেই বলেই রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুন লেগেছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনার সাথে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মতো বিএনপি কোনো নাশকতা করেছেন কি না খতিয়ে দেখা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মন্ত্রী আজ চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড় লেনের নিজের বাসভবনে কবি আবদুর রউফের কাব্যগ্রন্থ ‘দৃষ্টির গোপন গহীনে’ ও কবি মনজিল মুরাদ লাভলুর কাব্যগ্রন্থ ‘ভাঁজ ভাঙ্গা ঘ্রাণ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সম্পর্কে আমার ধারণাটা অনেক উচ্চ ছিল। কিন্তু ইদানিং তিনি অবান্তর কথা বলছেন। গণতন্ত্র নাই বিধায় চকবাজারে আগুন লেগেছে এটি কী রকম দায়িত্ব-জ্ঞানহীন কথা, তা বলার অপেক্ষা রাখে না। এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল প্রকারান্তরে অগ্নিকা-ের সাথে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে তাই জানালেন।'
মন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি দেশে গণতন্ত্র নাই দাবি করে মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে পাঁচশ’র বেশি মানুষকে হত্যা করেছে। সাড়ে তিন হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার নাম দিয়ে। সে সময় পেট্রোল বোমা মেরে মানুষকে যেভাবে পুড়িয়ে হত্যা করেছিল ঠিক একইভাবে চকবাজারের অগ্নিকা-ের সাথে কোনো যোগসূত্র আছে কি না মির্জা ফখরুলের বক্তব্য একই ধরনের নাশকতার দিকে ইঙ্গিত করে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘চকবাজারের আগুনের সাথে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এ কথার মাধ্যমে এটিই ব্যাখ্যা দেওয়া যায়, পেট্টোল বোমার ঘটনাগুলোর মতো চকবাজারের আগুনের ঘটনার সাথেও তাদের সম্পৃক্ততা আছে কি না সেটি খতিয়ে দেখা প্রয়োজন।’
শুক্রবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণশুনানিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র না থাকা ও সরকারের উদাসীনতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। অপকর্ম করলেও সরকারকে জবাবদিহি করতে হচ্ছে না।
অবান্তর কথা না বলে প্রতিবেশী দেশগুলো থেকে শিক্ষা নিতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারতে ৪২ জন জওয়ানের মৃত্যুর ঘটনায় সেখানের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। কয়েক মাস পর নির্বাচন। এ পরিস্থিতিতে সমস্ত বিরোধীদল বলেছে, আমরা সরকারের সাথে আছি। সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে সেটার সাথে আমরা আছি, থাকবো।’ 
 
ড. হাছান মাহমুদ বলেন, ‘চকবাজারের অগ্নিকা-ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুরো দেশ আজ শোকাহত, মানুষ শোকার্ত। মানুষ কিছু করতে না পারলেও নিহত-আহতদের জন্য অন্তত প্রার্থনা করছে। এ সময়ে একটি দায়িত্বশীল দল হিসেবে তাদের উচিত ছিল, জাতীয় ঐক্য প্রদর্শন করা। সেটি না করে যে কোনো ঘটনার মধ্যে রাজনীতি নিয়ে আসা সমুচিত নয়। এ ধরনের কথা বলে তারা বরং তাদের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছেন।’
কর্ণফুলী টানেলের খনন কাজের উদ্বোধন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০০৯ সালে বলেছিলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। সেটির ধারাবাহিকতায় গত ১০ বছরে চট্টগ্রাম বদলে গেছে, দেশ বদলে গেছে। আকাশ থেকে আখতারুজ্জামান ফ্লাইওভার যখন মানুষ দেখে, ভুল হয়, এটি কী চট্টগ্রাম শহর, নাকি ব্যাংকক। চট্টগ্রামের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে ভালোবাসা, মমত্ব এটির বহিঃপ্রকাশ হচ্ছে রোববারের সফর।’
একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু তৈয়বের সঞ্চালনায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ-সাহিত্যিক ড. আনোয়ারা আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দার চৌধুরী, বলাকা প্রকাশনে স্বত্বাধিকারী লেখক ও গবেষক জামাল উদ্দিন প্রমুখ। 
কাব্যগ্রন্থ দু’টির লেখকদের সাফল্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘কবিতা মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম। কবিতা মনের কথা বলে, সমাজের কথা বলে। কবিতা মানুষকে পরিশীলিত হওয়ার শিক্ষা দেয়, প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করে। দেশাত্ববোধ সৃষ্টি ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় অবদান রাখে কবিতা। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে কবিতা লেখার প্রতি আগ্রহ কমে আসছে। এক সময় লাইব্রেরিতে গিয়ে মানুষের পড়ার প্রতি ঝোঁক ছিল। কিন্তু স্মার্টফোন সেই অভ্যাস কেড়ে নিয়েছে। বিল গেটস তার সন্তানদের বয়স ১৬ বছর হওয়ার আগে স্মার্টফোন দেননি। এই ফোনের অপব্যবহার সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে।’
তিনি আরো বলেন, ‘আজ থেকে ৩০-৪০ বছর আগেও কাগজে ছোটদের পাতা থাকতো। শিক্ষার্থীরা কবিতা লিখতো। সে কবিতা ছাপা হলে দেখতাম তাদের বাঁধ ভাঙা উল্লাস। সেটি এখন আর নেই। কাগজে এখন ছোটদের পাতা তেমন থাকে না, কবিতাও লেখা হয় না।’
#
 
আকরাম/নাইচ/এনায়েত/সঞ্জীব/পারভেজ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৭৪৩
উন্নয়নের মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ
     ---পরিকল্পনামন্ত্রী
সিলেট, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) : 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পের অপচয় কমিয়ে যথাসময়ে ও দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এক ব্যক্তি একাধিক প্রকল্পের দায়িত্ব পালন করতে পারবেন না। এগুলো প্রধানমন্ত্রীর অনুশাসন। তিনি বলেন, জনগণের মাঝে উন্নয়ন সুফল পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর এসব অনুশাসন অবশ্যই মানতে হবে। 

মন্ত্রী আজ সিলেট সার্কিট হাউজে বিভাগের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

সিলেট বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্প ৫৮টি। এর মধ্যে শূন্য অগ্রগতির পাঁচটি, ধীরগতির ৩০টি এবং বাকি প্রকল্পগুলোর অগ্রগতি মোটামুটি ভালো। যাদের প্রকল্পের অগ্রগতি ভালো, তাদের সাধুবাদ জানিয়ে শূন্য ও ধীরগতিসম্পন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা দোষারোপ বা বকাঝকা করার জন্য এখানে আসিনি। কাউকে ছোট করাও উদ্দেশ্য নয়। উদ্দেশ্য প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং মান বজায় রেখে যথাসময়ে প্রকল্পের কাজ সমাপ্ত করা। মন্ত্রী বলেন, এখন উন্নয়নের যুগ এবং রাষ্ট্রের মূল কাজ উন্নয়ন আর উন্নয়নের মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ।

উল্লেখ্য, পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রকল্প কাজে বাস্তবায়ন গতি বাড়াতে সারা দেশে বাস্তবায়নাধীন প্রকল্প পরিচালকদের সাথে আলোচনা করার উদ্যোগ নেন মন্ত্রী। এর অংশ হিসেবে সম্প্রতি সফর করেন খুলনায় এবং এরপর সিলেটে ।

সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়েজউল্লাহ, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন এবং সিলেট বিভাগে চলমান ৫৮ প্রকল্পের পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
শাহেদ/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭১১ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭৪৪
সরকার দেশকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করতে চায়
     ---পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) : 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, দেশে স্কুল কলেজের ছেলে-মেয়েরা যদি গুণগত শিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয় তবে তারা দেশের দ্রুত উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তারা চাকরির জন্য বসে থাকবে না, বরং নিজেরা চাকরি সৃষ্টি করবে।
মন্ত্রী আজ সিলেট সদর উপজেলার ইসলামপুরে হযরত শাহজালাল (র) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করতে চায়। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে দেশ মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত হবে।
#
তৌহিদুল/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭১৬ ঘণ্টা 

Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon