Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০১৯

তথ্যবিবরণী - 22/8/2019

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৩১৪৯

 

বঙ্গবন্ধুর  আদর্শ ও চেতনাকে মানসপটে ধারণ করতে হবে

-- আবুল মাল আবদুল মুহিত

 

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :

 

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক আদর্শ ও চেতনাকে মানসপটে ধারণ করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিজেদেরকে  সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল আলোচকের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

 

জাতির পিতার জন্মশতবার্ষিকীর জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আলোচকবৃন্দ ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার শামসুজ্জামান খান ও পিআইবি’র চেয়ারম্যান আবেদ খান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

 

সাবেক অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসত্তার আকাক্সক্ষার জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন একটি স্বাধীন  রাষ্ট্র বাংলাদেশ। দেশের মানুষের অস্তিত্ব তৈরির জায়গা বিনির্মাণ করে গেছেন। এখানেই শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্ব। তিনি মহামানব, এটাই তাঁর বড় পরিচয়।

 

বক্তারা বলেন,  শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকা-ের ৭৫  পরবর্তী সময়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল একটি কুচক্রী মহল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে আজ  সেই অন্ধকারাচ্ছন্ন দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।

 

#

 

রবীন্দ্রনাথ/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২২৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ৩১৪৮

 
বাংলাদেশ-ইন্দোনেশিয়া পরস্পর সহযোগী
        --- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, পারস্পরিক সহযোগিতামূলক চেতনায় এক সাথে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া সহজাত অংশীদার। ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের স্বাধীনতার ৭৪তম বার্ষিকী উপলক্ষে আজ ঢাকায় র‌্যাডিসন হোটেলে ইন্দোনেশিয়ান দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, বিরোধী দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের সদস্যগণ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ড. সুকর্ণ এর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে বহুত্ববাদী বৈচিত্র্যের সংমিশ্রণে এমন একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে একটি উদার ও সহনশীল সমাজ রাষ্ট্র পরিচালনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করবে, যা ইন্দোনেশিয়ার গণতান্ত্রিক সমাজের মতো। সুতরাং, উভয় দেশই সহজাত গণতান্ত্রিক মিত্র।
মন্ত্রী ইন্দোনেশিয়ার উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করব, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ করুন এবং বাংলাদেশ থেকে আরো মানসম্পন্ন পণ্য আমদানি করুন।’
#
নাহিয়ান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী      নম্বর : ৩১৪৭ 
 
যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে 
               ---জুনাইদ আহমেদ পলক
 
ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অন্যায়ের সাথে কখনো আপস না করে নৈতিকতা ও সততার ওপর ভিত্তি করে নিজেদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
প্রতিমন্ত্রী আজ সোনারগাঁ হোটেলে ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সমাবর্তন ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। 
 
ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত দশ বছরে আইসিটি খাতে দশ লাখ জনবলের কর্মসংস্থান হয়েছে, আগামী পাঁচ বছরে আরো দশ লাখ কর্মসংস্থান হবে। সরকার ইন্টারনেটের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে এনেছে। সারা দেশে হাই স্পিড ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক্যাল কেবল স্থাপন করা হচ্ছে। এতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে যাবে। এর ফলে আগামী পাঁচ বছরে দেশে শতভাগ ইন্টারনেট সেবা নিশ্চিত হবে। আগামী পাঁচ বছরে ৯০ শতাংশ সরকারি সেবা অনলাইনে দেয়া হবে এবং প্রায় ২ হাজার নতুন সেবা অনলাইনে চালু করা হবে। 
 
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য মোঃ মুজিবুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল।
 
পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
#
 
শহিদুল/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/২১৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৩১৪৬

 

বঙ্গবন্ধু এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

                          

লালমনিরহাট, ৭ ভাদ্র (২২ আগস্ট) :

                                     

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় চালু হলে নতুন দিগন্তের সূচনা হবে। এর মাধ্যমে বিমান চালনা ও প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাবে। এভিয়েশনের ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে সামরিক ও বেসামরিক মানবসম্পদ উন্নয়ন হবে। পাশাপাশি দেশের মর্যাদাও বৃদ্ধি পাবে।

 

মন্ত্রী আজ লালমনিরহাট বিমানবন্দর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ ভাইস মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত, এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান-সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

         

পরিদর্শন শেষে সমাজকল্যাণ মন্ত্রী জানান, ২০২০ সালের জানুয়ারি মাসে এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতোকোত্তর পর্যায়ে পাঠদানের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টিতে ৭টি অনুষদ, ৩৭টি ডিপার্টমেন্ট এবং ৪টি ইনস্টিটিউট চালুর পরিকল্পনা করা হয়েছে।

 

লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি বছরেই এই বিমান বন্দর চালু করা হবে এবং সপ্তাহে ৩টি ফ্লাইট উঠানামার জন্য বিমান বাহিনীর প্রধানের সাথে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

 

উল্লেখ্য, এভিয়েশন সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার বিভিন্ন পর্যায়ে অগ্রসর বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এভিয়েশন বিষয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে  ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়’ আইন পাস করা হয়।

 

#

 

জাকির/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১৪৫

 

ব্রাজিলে চেম্বার নেতৃবৃন্দের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

আমদানি শুল্ক কমাতে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান

                                                                

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ অপেক্ষাকৃত কম মূল্যে বিশ্বমানের তৈরি পোশাক উন্নত বিশ্বে রপ্তানি করছে। ব্রাজিলে চলমান ৩৫ শতাংশ আমদানি শুল্ক সহনীয় পর্যায়ে আনলে বা শুল্কমুক্ত করা হলে ব্রাজিলের মানুষ কম মূল্যে বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক ক্রয় করতে পারবেন। এ বিষয়ে মন্ত্রী ব্রাজিলের আমদানিকারকদের সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যমান আমদানি শুল্কহার কমাতে ব্রাজিলের ব্যবসায়ীদেরও প্রচেষ্টা চালাতে হবে।

 

মন্ত্রী গত ২০ আগস্ট দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার সফরের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিন ব্রাজিলে সেদেশের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সাও পাওলো চেম্বার অভ্ কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠকে এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী সাও পাওলোর প্রাদেশিক ফেডারেশন অভ্ ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং ব্রাজিলের বস্ত্র ও পোশাক এসোসিয়েশনের সভাপতির সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। তিনি ব্রাজিলের বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের আহ্বান জানান।

 

মন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য বিজিএমইএ এবং সাও পাওলো চেম্বার অভ্ কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠকে বিজিএমইএ এবং ব্রাজিলের বস্ত্র ও পোশাক এসোসিয়েশনের সাথে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

 

আগামী ৭-৮ নভেম্বর সাও পাওলোতে বিজিএমইএ’র উদ্যোগে ব্রাজিলে বাংলাদেশের বাণিজ্য মেলা আয়োজনের ঘোষণা প্রদান করা হয়। মেলায় বাংলাদেশের তৈরি পোশাক-সহ ব্রাজিলে রপ্তানি সম্ভাবনাময় ঔষধ, পাট, সিরামিক, প্লাস্টিক প্রভৃতি পণ্য প্রদর্শন করা হবে।

 

#

 

বকসী/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                                                   নম্বর : ৩১৪৪
 
অ্যামাজন-ওয়ালটন চুক্তি সই
আমেরিকার বাজারে মিলবে ওয়ালটন পণ্য
 
ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :
এখন থেকে আমেরিকায়ও মিলবে বাংলাদেশের তৈরি ওয়ালটনের ইলেকট্রনিক এবং আইসিটি পণ্য। এ লক্ষ্যে আজ রাজধানীর ওয়ালটনের করপোরেট অফিসে ওয়ালটনের সঙ্গে চুক্তি করেছে আমেরিকার বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এই চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য অ্যামাজনের প্ল্যাটর্ফম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে। 
অ্যামাজন বাংলাদশেরে কান্ট্রি ম্যানজোর শশাংক পান্ডে এবং ওয়ালটনের নর্বিাহী পরচিালক ও কম্পউিটার পণ্য বভিাগরে প্রধান নর্বিাহী লিয়াকত আলী নজি নজি প্রতষ্ঠিানরে পক্ষে চুক্তপিত্রে স¦াক্ষর করনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ওয়ালটন নিঃসন্দেহে বিশ্বমানের পণ্য তৈরি করছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি হচ্ছে। আজকের এই চুক্তির মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের বিভন্ন পণ্য অ্যামাজনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বব্যাপী বিক্রয় করা হবে। যা বাংলাদেশের ইলেকট্রনিক খাতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। সরকার ওয়ালটনের এ অগ্রযাত্রায় সব ধরণের সহায়তা করবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, ওয়ালটন ডিজি টেক এর চেয়ারম্যান এসএম রেজাউল আলম এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
প্রাথমিকভাবে আমেরিকার বাজারে ওয়ালটনের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স বিক্রি হবে। 
#
শহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৪৩

 

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে

                                                                        -- কৃষিমন্ত্রী

                                                                

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :

 

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আপনারা আমাদের সত্যিকারের হিরো। আপনাদের জন্য আমরা গর্বিত। আপনারা নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। আপনাদের উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। পদকপ্রাপ্তদেরকে এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) মর্যাদা দেওয়া হবে যা কৃষিক্ষেত্রে সর্বোচ্চ।’

 

মন্ত্রী আজ রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। ১৯৯৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত স্বর্ণপদকপ্রাপ্ত ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি তথ্য সার্ভিসের পক্ষ  থেকে প্রথমবারের মতো এ সংবর্ধনা দেয়া হয়।

 

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামদুর রহমান ও কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান। 

 

এর আগে মন্ত্রী প্রতিষ্ঠানের নতুন প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কৃষি যোগাযোগ ও তথ্য সেবা কেন্দ্র, এআইএস টিউব (ডিজিটাল আর্কাইভ) ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন ও শ্রদ্ধা নিবেদন করেন।

 

অপর এক অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিদের সাথে বৈঠকে মন্ত্রী প্রান্তিক পর্যায়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নতুন নতুন উদ্ভাবন ছড়িয়ে দেয়ার জন্য গণমাধ্যমের সহায়তা চান। তিনি বলেন, অপ্রচলিত দামি কৃষিপণ্য কাজুবাদাম ও কফি চাষ পদ্ধতি দেখার জন্য কৃষকদের ভিয়েতনামে পাঠানো হবে এবং গাছের চারা এনে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

 

দিনের শেষ ভাগে মন্ত্রী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় সবাইকে আন্তরিকতার সাথে মাঠ পর্যায় হতে তথ্য উপাত্ত দ্রুত প্রেরণ করার নিদের্শ দেন তিনি।

 

#

 

গিয়াস/মাহমুদ/রাহাত/রফিকুল/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ৩১৪২

 
ব্রাজিলের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে টিপু মুনশির বৈঠক
 দেশে তৈরি বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে
 
 
ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে। ব্রাজিলের আমদানি শুল্ক বেশি হওয়ার কারণে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি পণ্য রপ্তানি সম্ভব হচ্ছে না। ফলে দু’দেশের বাণিজ্য ব্যবধান বেড়েই চলছে। তিনি বলেন, বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে আমদানি বাড়াতে ব্রাজিল সরকার এবং ব্রাজিলের আমদানিকারকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করা হলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়বে। 
মন্ত্রী গত ১৯ আগস্ট দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার (ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত বাণিজ্যিক জোট) সফরের প্রথম পর্যায়ের প্রথম দিন ব্রাজিলে সেদেশের বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে একান্ত বৈঠকে এসব কথা বলেন। এ সময় তিনি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী, অর্থ উপমন্ত্রী, ব্রাজিল কটন এসোসিয়েশন, ন্যাশনাল ফেডারেশন অভ্ ইন্ডাস্ট্রি সিএনআই এর সাথে বৈঠক করেন।
তুলা উৎপাদনকারী এসোসিয়েশনের সাথে বৈঠকে ব্রাজিল থেকে উন্নতমানের তুলা আমদানির আশাবাদ ব্যক্ত করা হয়। একই সাথে উক্ত তুলা দিয়ে প্রস্তত তৈরি পোশাকের ওপর শুল্ক হ্রাস ও অধিক আমদানিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্রাজিলের প্রতি অনুরোধ জানানো হয়। 
ব্রাজিল ন্যাশনাল কনফেডারেশন অভ্ ইন্ডাস্ট্রির সাথে সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে মডেল বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনা হয়। এ সময় কারিগরি জনশক্তি উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্রাজিল আগ্রহ প্রকাশ করেছে। 
#
বকসী/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ৩১৪০
 
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির প্রথম যৌথ বার্ষিক পর্যালোচনা সভা আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করা ৫টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান - এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন এতে সভাপতিত্ব করেন। 
সভায় কর্মসূচির আওতায় গত এক বছরে হাতে নেওয়া বিভিন্ন কর্মকা- পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি (২০১৯-২০) অর্থবছরে ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হবে। এ সংক্রান্ত পরিকল্পনা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের আলোচনায় জানা যায়, গত অর্থবছরে (২০১৮-১৯) দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫২৩টি বিদ্যালয়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে তথ্য ব্যবস্থাপনা বিভাগ মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষসমূহে ২৬ হাজার আইসিটি প্যাকেজ বিতরণ করবে।
#
 
শাহনেওয়াজ/মাহমুদ/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৩১৪১

 

প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি ঘোষণা

                                                                  

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :

 

আগামী ১৭ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন কমিটির সভায় সভাপতিত্ব করেন।

 

প্রতিমন্ত্রী প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য পরীক্ষা পদ্ধতিকে কলুষমুক্ত করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সবাই সতর্কতার সঙ্গে ও আন্তরিকভাবে কাজ করলে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে।

 

#

 

মেহেদী/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৩১৩৯

 

২১ আগস্ট হত্যাকাণ্ড নিয়ে উপহাসকারীদেরও বিচার হওয়া উচিত

                                                                                                        -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :

 

            তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার নির্মম হত্যাকা- নিয়ে উপহাসকারীদেরও বিচার হওয়া উচিত।’

 

আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘বঙ্গবন্ধু’র শিক্ষা ও প্রযুক্তি ভাবনা : চলমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী’র গতকালের মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী একথা বলেন।

 

‘সত্য প্রকাশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের সত্য জানার স্বার্থে ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা যাতে না ঘটে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা কেউ যেন এ ধরনের মদত বা উস্কানি না দেয়, সহায়তা না করে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা প্রয়োজন’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তির পাশাপাশি খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন।’

 

ইতিহাসের দিকে দৃকপাত করে মন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি, সেই পরাজিত শক্তি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে হত্যার পথ বেছে নিয়েছিল। আজকের জঙ্গিবাদ-মৌলবাদের  পৃষ্ঠপোষক রাজনৈতিক অপশক্তিও দেশের বিস্ময়কর সমৃদ্ধির কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে।’

 

মন্ত্রী তাঁর বক্তৃতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে গতানুগতিক আলোচনা না করে শোক দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দূরদর্শী মহানায়ক হিসেবে স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন বহু আগে। তিনি কখনো পূর্ব পাকিস্তান বলতেন না, তার বক্তৃতা যদি পড়েন এবং শোনেন, তাহলে দেখতে পাবেন সেখানে তিনি সবসময় বলতেন পূর্ব বাংলা। তিনি দীর্ঘ প্রস্তুতিতে জাতির মনন তৈরি করে এমন সময় স্বাধীনতার ডাক দিয়েছেন যখন জাতি চূড়ান্ত লড়াইয়ে প্রস্তুত।’

 

‘প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মধ্যেই এমন দূরদর্শী কাজ করে গেছেন, যেগুলো রাষ্ট্রের ভিত্তি রচনা করেছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধু সাড়ে তিন হাজার স্কুল জাতীয়করণ করেছেন, এরও আগে তাঁর উদ্যোগেই প্রতিটি জেলায় বিসিক শিল্পনগর গড়ে তোলা হয়। বিদেশি কোম্পানির হাত থেকে সব তেলক্ষেত্র তিনি কিনে নিয়েছেন, যেগুলো রাষ্ট্রের মালিকানায় না আনলে আজকে দেশের তেল-গ্যাস ক্ষেত্রগুলোর মালিক থাকতো বিদেশিরা। শুধু তাই নয়, বঙ্গবন্ধু অনক্লোজ অর্থাৎ আন্তর্জাতিক যে আদালত সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি করে, সেটির সদস্য করেছিলেন বাংলাদেশকে। যদি বাংলাদেশ তা না হতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এখানে মামলা করে ভারত এবং মিয়ানমারের কাছ থেকে আমরা যে প্রায় সমপরিমাণ সমুদ্রে আরেকটি বাংলাদেশ আমরা অর্জন করেছি, এটি আমরা পারতাম না।’

 

‘এই রক্তার্জিত স্বাধীনতা আর উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুন্ন রাখতে সকল রাজনৈতিক অপশক্তি মোকাবিলায় সমগ্র জাতিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে’ বলেন তথ্যমন্ত্রী। 

 

আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোরাদ হোসেন মোল্ল্যা। সেমিনারের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ড. সৈয়দ আব্দুল আজিজ ও ড. শাহ আলম মজুমদার।

 

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩১৩৮

 

মামলার জট কমিয়ে আনতে হবে

                          -- আইনমন্ত্রী

                                                                

ঢাকা, ৭ ভাদ্র (২২ আগস্ট) :      

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের আদালতগুলোতে প্রায় ৩৩ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এটা  অস্বাভাবিক। এই সংখ্যা অবশ্যই কমিয়ে আনতে হবে।

 

আজ জাস্টিস রিফর্ম অ্যান্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রকল্পের আওতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল জাস্টিস অডিট বাংলাদেশ: ফলাফল উপস্থাপন ও আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। আইন মন্ত্রণালয় এবং জার্মান সোসাইটি ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জিআইজেড)-এর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠানে দেশের সকল জেলা জজ ও সমপর্যায়ের বিচারক এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

 

মন্ত্রী বলেন, মামলা জট কমানোর লক্ষ্যে সরকার বিদ্যমান আইন সংশোধন-সহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে। সেজন্য আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে যা খুব শিগগিরই সংসদে পাস হবে।

 

মন্ত্রী বলেন, ‘আমরা মামলা জটের কারণসমূহ শনাক্ত করে বিভিন্ন কৌশল অবলম্বনের কথা চিন্তা করছিলাম। তখন আমরা ‘জাস্টিস অডিট’ নামের এই ওয়েবভিত্তিক তথ্যভা-ারের বিষয়ে জানতে পারি। ২০১৩ সালে আমরা জার্মান সরকারের সহযোগিতায় দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘জাস্টিস অডিট’ সম্পাদন করি। এই ফলাফলের ওপর ভিত্তি করে জার্মান এবং ব্রিটিশ সরকারের সহযোগিতায় আইন মন্ত্রণালয় ২০১৬ সালে দেশব্যাপী ‘ন্যাশনাল জাস্টিস অডিট’ সম্পন্ন করে।’

 

 ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জার্মানির ডেপুটি অ্যাম্বাসেডর বুর্কহার্ড দুকফে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন, জিআইজেড বাংলাদেশ সংক্রান্ত প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব উম্মে কুলসুম, জার্মান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশের ‘রুল অভ্ ল’ প্রোগ্রামের প্রধান প্রমিতা সেনগুপ্ত, জাস্টিস রিফর্ম প্রকল্পের ম্যানেজার এটিএম  মোর্শেদ আলম প্রমুখ।

#

রেজাউল/মাহমুদ/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                    নম্বর : ৩১৩৭
 
ধর্ম প্র
Todays handout (16).docx Todays handout (16).docx