Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০১৭

বেসরকারি নিউজ 28/10/2017

বেসরকারি                                                                                            নম্বর : ২৭ 
 
আদালতে চোখের জল খালেদাকে গণতন্ত্রে হালাল করে না
        ---তথ্যমন্ত্রী
ঢাকা, ১৩ কার্তিক (২৮ অক্টোবর) :
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতে খালেদা জিয়ার চোখের জল তাকে গণতন্ত্রে হালাল করে না, আগুনযুদ্ধে পোড়া মানুষের গন্ধও যায় না, জিয়ার অবৈধ ক্ষমতা দখল, সামরিক শাসন, হত্যা-খুন এবং রাজাকার পুনর্বাসনকেও বৈধতা দেয় না।
আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে দলের মহানগর প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
গত বৃহস্পতিবার আদালতে জবান বন্দী দেবার সময় বিএনপিনেত্রী খালেদা জিয়ার কাঁদার ঘটনার উল্লেখ করে মন্তব্যকালে মন্ত্রী আরো বলেন, গণতন্ত্রে হালাল হতে আগে বিএনপি দেন-দরবার করেছে, এখন কান্নাকাটি করছে।
হাসানুল হক ইনু এসময় বিএনপিনেত্রীর উদ্দেশে বলেন, জঙ্গি-জামাত-রাজাকারের সঙ্গ ত্যাগ না করে, চক্রান্তের পথ না ছেড়ে, মানুষ পোড়ানোর বিচার-সাজা শেষ না করে কোনো কান্নায় লাভ হবে না।
খালেদা জিয়া মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও বাংলাদেশের বিরুদ্ধ পথেই হাঁটছেন। নির্বাচন খালেদা জিয়ার আসল উদ্দেশ্য না। উনি নির্বাচন বানচালের উছিলা তৈরি ও ষড়যন্ত্র করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এখন জাতির প্রধান চ্যালেঞ্জ, বলেন ইনু।
জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, জাসদ ঢাকা-পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের সভাপতি যথাক্রমে শহীদুল ইসলাম, মাইনুর রহমান, শফিউদ্দিন মোল্লা ও ইদ্রিস ব্যাপারী। এছাড়া জাতীয় যুবজোট ও ছাত্রলীগ সভাপতি যথাক্রমে রোকনুজ্জামান ও শামসুল ইসলাম সুমনসহ অন্য নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
 
#
আকরাম/আব্বাস/২০১৭/১৮৩৩ ঘণ্টা
Todays handout.docx Todays handout.docx