Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 7/3/2016

Handout                                                                                                                 Number : 773

 

7 Heads of Missions pay homage to Bangabandhu

 

Dhaka, March 7 :   

            7 Mission Chiefs of Latin American and Caribbean countries including Brazil, Dominican Republic, Colombia, Ecuador, Venezuela, Guyana and  Trinidad and Tobago paid homage to Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman by placing wreaths at the portrait of the great leader in front of Bangabandhu Memorial Museum at Dhanmondi today.

            Chief Executive Officer of the Museum Masura Hossain guided and briefed the Mission Chiefs during the visit. They toured different parts of this memorable house of Bangabandhu and at the end Ambassador –Designate of Dominican Republic to Bangladesh Frank Hans DannenBerg Castellanos wrote comment on the visiting book on behalf of all and later the book was signed by others.

Ambassador –Designate DannenBerg Castellanos wrote, ÔOn behalf of the Latin American and Caribbean Heads of Missions visiting Bangladesh, in this historical day for the Bengali people, we are honored to present our respect in the memory of Bangabandhu Sheikh Mujibur Rahman.

             All the people of Latin American and Caribbean countries were very aware of the struggle of the Bengali people and the heroic actions of Bangabandhu.Õ

            Immediate after signing the visiting book, on behalf other envoys DannenBerg Castellanos also interacted with the media and observed that Bangladesh could be a suitable place for the investors of Latin American and Caribbean countries and Bangladeshi products including ready-made garments, pharmaceuticals  and leather products have the good prospect of getting large access to their markets. 

#

 

Khaleda/Afraz/Mizan/Mosharaf/Joynul/2016/2050hours

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৭৭২

ভাষাসৈনিক নাগিনা জোহার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :

    নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের মা ভাষাসৈনিক নাগিনা জোহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, রতœগর্ভা নাগিনা জোহার মৃত্যুতে তাঁর পরিবার একজন মমতাময়ী অভিভাবক হারালো। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

    তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নাগিনা জোহা (৮৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

#

শহীদুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০১১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭৭১

ঢাকা চিড়িয়াখানার ১০০ কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখলমুক্ত
                                                        -- মৎস্যমন্ত্রী

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :  ‘    ’
    ভূমিদস্যুদের অবৈধ দখলে থাকা ঢাকা চিড়িয়াখানার ১০০কোটি টাকা মূল্যের ১ একর ৮১ শতাংশ জমি দখলমুক্ত হয়েছে। ৫২ বছর যাবৎ ভূমিদস্যুরা শাহ আলী থানা সংলগ্ন গোদারাঘাটে চিড়িয়াখানার এই জমি জোরপূর্বক ভোগদখল করেছিল। তারা চিড়িয়াখানাকে দীর্ঘদিন অরক্ষিত ও অনিরাপদ করে রেখেছিল।  গত ২ ও ৩ মার্চ চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশে সকল অবৈধস্থাপনা উচ্ছেদপূর্বক দখলমুক্ত করে।      
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ১৯৬৩ সাল থেকে অবৈধ দখলে থাকা ঢাকা চিড়িয়াখানার জমি অতীতের কোনো সরকারই দখলমুক্ত করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার ভূমিদস্যুরূপী গডফাদারদের শুধু উচ্ছেদই নয়, তাদের আইনের আওতায়ও এনেছে।
    তিনি বলেন, উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে যেমন শতকোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে তেমনি চিড়িয়াখানার অরক্ষিত হাজার হাজার কোটি টাকার সম্পত্তিও নিরাপত্তার আওতায় এসেছে। উদ্ধারকৃত জমিতে এখন নিরাপত্তা দেয়াল নির্মাণের কাজ চলছে।  
    উল্লেখ্য, হাইকোর্টের রায়ে অবৈধ দখল উচ্ছেদের আগে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ২৭ ফেব্রুয়ারি দখলকৃত এলাকা পরিদর্শনে গেলে ভূমিদস্যুরা অতর্কিত হামলা চালিয়ে ৮ জন অফিসারসহ ৩১ কর্মচারীকে আহত করে। এর পরই উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলকৃত জমি দখলমুক্ত করা হয়।   
#
শাহআলম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭৭০

বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই
                                   -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের উন্নয়নে সমস্যাভিত্তিক প্রকল্প গ্রহণের ওপর জোর দিয়ে বলেছেন, নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।
    শিক্ষামন্ত্রী আজ ঢাকায় ব্যানবেইস মিলনায়তনে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।
    অনুষ্ঠানে ২০১৪-১৫ সালে ইউনেস্কো অর্থায়নে বাস্তবায়িত ৫টি প্রকল্পের ওপর আলোচনা হয়।
    ইউনেস্কোর ১ কোটি টাকা সহায়তায় বাস্তবায়িত এ ৫ টি প্রকল্পের মধ্যে রয়েছে-কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ ম্যানুয়েল প্রকাশ, বেসরকারি কলেজের গ্রন্থাগারিকদের প্রশিক্ষণ, রাজধানীর অদূরে সাভারে বংশী নদী রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, পালাগানের মাধ্যমে সুনামগঞ্জে নারীর অধিকার রক্ষা আন্দোলন এবং লোক সংগীত শিল্পী আব্দুল আলীমের জীবন ও কর্মের ওপর গবেষণা।
    জনাব নাহিদ তাঁর বক্তৃতায় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিশ্বসংস্থা ইউনেস্কোর উদ্যোগের প্রশংসা করে বলেন, মুক্ত আকাশ সংস্কৃতির এ যুগে নিজস্ব সংস্কৃতি বেশি বেশি চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করা সম্ভব।
    অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, ঢাকায় ইউনেস্কো কার্যালয়ের প্রোগ্রাম স্পেশালিস্ট  কিচি ইয়াসো (কররপযর ঙুধংঁ) এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর রহমানও বক্তৃতা করেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৭৬৯

ভারত সফর শেষে স্পিকার দেশে ফিরেছেন

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ৩ থেকে ৭ মার্চ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'ঘধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়ভ ডড়সবহ খবমরংষধঃড়ৎং' এ যোগদান শেষে  আজ দেশে ফিরেছেন ।

সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং লোকসভার স্পিকারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন। সাক্ষাৎকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের গণতন্ত্র আন্তর্জাতিক মানে পৌঁছেছে মর্মে মন্তব্য করেন। এছাড়াও স্পিকার প্যানেলিস্ট হিসেবে সম্মেলনের প্লেনারি সেশনসহ  টংযবৎরহম রহ ধ ঘবি ঊৎধ ড়ভ ঝড়পরধষ উবাবষড়ঢ়সবহঃ এবং  ঈড়হঃৎরনঁঃরহম ঃড় ঊপড়হড়সরপ উবাবষড়ঢ়সবহঃ  শীর্ষক সেশনে অংশগ্রহণ করেন।

স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিব ড. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

#

হুদা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯০২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭৬৮

শিক্ষামন্ত্রীর সাথে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ তাঁর মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত অং সিউয়েন ডু (অযহ ঝবড়হম উড়ড়) সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে তাঁরা দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এসময় কোরীয় রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
    শিক্ষামন্ত্রী সারাদেশে উপজেলা আইসিটি রিসোর্স সেন্টার নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ডিজিটাল ক্লাসরুম ও আইটি ল্যাব গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা প্রদান করায় কোরীয় সরকারকে ধন্যবাদ জানান।
    শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪৫ঘণ্টা  

Handout                                                                                 Number : 767

Bangladesh opens new resident embassy in Ethiopia

Dhaka, 7 March :

          Bangladesh has opened its resident Mission in Ethiopia. The Mission has started functioning since 1 March 2016, with the approval of Ethiopian Government. While the CDA Hanif Khan will be conducting the day-to-day business of the Mission, Ambassador-Designate to Ethiopia M Monirul Islam is expected to join the Mission by l5 March 2016.

          Ethiopia is one of the first African countries who recognized Bangladesh soon after the independence of Bangladesh. Since then the two countries supported each other on common and mutual interest and different international forum. It may be mentioned that keeping the image of poor country back (in the past), Ethiopia, like Bangladesh, has recorded consistent GDP growth rate 6 over the decade. It also hosts the Headquarters of the African Union (AU), which is of importance from LIN Peacekeeping perspective. Considering these, Government took initiatives to open the seventh resident Embassy of Bangladesh in Ethiopia which has now come into being.

          It is hoped that this new Mission in Addis Ababa will usher in newer avenues as to peace, trade and commerce, social development and so on.

#

Shudana/Afraz/Mosharraf/Abbas/2016/1817 Hours

 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৭৬৬
চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :


    চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    খালিদ মাহমুদ মিঠুর আকস্মিক মৃত্যুতে তথ্যমন্ত্রী তাঁর বেদনাহত প্রতিক্রিয়ায় বলেন, মিঠু একজন প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক ও আঁকিয়ে ছিলেন। তাঁর প্রথম ছবি ‘গহীনে শব্দ’ পরিচালনার মধ্য দিয়ে খালিদ মাহমুদ যে মেধার স্বাক্ষর রেখেছেন, তা ভুলবার নয়। মিঠু বেঁচে থাকবেন তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে।

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রয়াত এ গুণী শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যসচিবের শোক

    চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য সচিব মরতুজা আহমদ।

    খালিদ মাহমুদ মিঠুর আকস্মিক মৃত্যুতে তথ্যসচিব তার শোকাহত প্রতিক্রিয়ায় বলেন, খালিদ মাহমুদ মিঠু একাধারে প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক এবং গুণী চিত্রকর ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত তাঁর প্রথম ছবি ‘গহীনে শব্দ’ আজও আমাদের আন্দোলিত করে। দেশের মানুষ তাঁকে মনে রাখবে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে।

    তথ্যসচিব মরতুজা আহমদ প্রয়াত এ গুণী শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#

আকরাম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮০৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭৬৫

পর্যটন শিল্পের বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে
                                                 -- পর্যটনমন্ত্রী

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি বিশ্বের দেশে দেশে মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টিতে সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
    মন্ত্রী আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের এনেক্স ভবনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) নতুন কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন।
    মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দোহাজারি থেকে কক্সবাজার হয়ে ঘুনধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে। কক্সবাজার মেরিন ড্রাইভ স্থাপনের কাজ শুরু হচ্ছে। এছাড়া লেবুখালি ব্রিজ নির্মিত হওয়ায় পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত আর কোনো ফেরি থাকবে না। এর ফলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। সমুদ্রবন্দর মংলায় একটি থ্রি স্টার হোটেল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটন সম্ভাবনায় রূপ দিতে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
    মন্ত্রী বলেন, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে আরো নান্দনিকভাবে উপস্থাপনের জন্য জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিএ প্রস্তাব দিয়েছে।
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বিটিবির সিইও আখতারুজ্জামান খান কবির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান, বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ টোয়াব, টিডাভ, ট্রিয়াব, বিহাসহ পর্যটন সংশ্লিষ্ট সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#

মাহবুবুর/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৭৬৪

এএফসি কাপের খেলা সুসম্পন্নে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আগামী ৮ মাচর্, ১৫ মার্চ ও ২৬ এপ্রিল ফিলিপাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জনপ্রিয় ক্লাব ফুটবল দলের সাথে বাংলাদেশের এএফসি কাপ ২০১৬ গ্রুপ-ই এর খেলা ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এক আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

    সভায় খেলা চলাকালীন দেশি বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা ও খেলার মাঠে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্ব প্রদান করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টগুলো সফলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

#

শফিকুল/আফরাজ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৫২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৭৬৩
 স্বাধীনতা পুরস্কার-২০১৬ ঘোষণা
ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :
    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।
    এবারের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিগণ হলেন ঃ
    স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
    মুক্তিযুদ্ধ সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসাবে ১৯৭১ সালে ভারতের মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প, অপারেশন ক্যাম্প ও শরণার্থী ক্যাম্পে দায়িত্ব পালনকারী বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
    সফল রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সমাজসেবক মরহুম মৌলভী আচমত আলী খান।
    সুপারসনিক এয়ারক্রাফট এফ-৬ এর সফল পাইলট এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ এয়ারফোর্স গঠন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম বীরউত্তম।
    ১৯৭১ সালে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসাবে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক রাজশাহী পুলিশ লাইনস্ আক্রমণ প্রতিরোধে পুলিশ ফোর্স সংগঠনে নেতৃত্বদানকারী শহিদ শাহ্ আব্দুল মজিদ।
    রাঙামাটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠনে নেতৃত্ব দানের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদতবরণকারী রাঙামাটির তৎকালীন মহকুমা প্রশাসক এম আবদুল আলী।
    ১৯৭১ সালে পাকিস্তান হাইকমিশন, লন্ডনে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং বাংলাদেশের প্রথম সংবিধান স্বহস্তে লেখক মরহুম এ কে এম আবদুর রউফ।
    ১৯৭১ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকাকালে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপনকারী কে এম শিহাব উদ্দিন।
    মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতার স্বপক্ষে সাংস্কৃতিক কর্মকা- পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা পালনকারী সৈয়দ হাসান ইমাম।
    মাতৃভাষা ক্ষেত্রে- একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী মরহুম রফিকুল ইসলাম এবং আবদুস সালাম।
    বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে- কৃষি গবেষক এবং তোষা পাট ও দেশি পাটের জীবন রহস্য আবিষ্কারক মরহুম অধ্যাপক ড. মাকসুদুল আলম।
    চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে- প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খান (এমআরখান)।
    সংস্কৃতি ক্ষেত্রে- রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।
    এভাড়া সরকার মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস দায়িত্ব পালনরত বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
#
আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭২২ ঘণ্টা
 
 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭৬২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৬’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
    আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় ও আন্তর্জাতিক নারী জাগরণের অগ্রদূতদের, যাঁদের আত্মত্যাগ ও নিষ্ঠায় নারীর সমঅধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন আজ সর্বব্যাপী হয়েছে।
    দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে যা নারীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
    আমাদের সরকার নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও দারিদ্র্যবিমোচনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অগ্রভাগে স্থান দিয়ে গত ৭ বছরে দেশের নারী সমাজের উন্নয়নে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন এবং এর বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করেছি। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা ২০১৩, ডিএনএ আইন ২০১৪ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ প্রণয়ন করেছি। মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত এবং মাতৃত্বকালীন ভাতা ও ল্যাকটেটিং মাদার ভাতা চালু করেছি। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা-তালাকপ্রাপ্ত ও নির্যাতিত নারীদের ভাতা কর্মসূচি, অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা চালু করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ভিজিএফ, ভিজিডি ও জিআর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমেও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় সরকার কাঠামোতে প্রত্যক্ষ ভোটে নারীর অংশগ্রহণের সুযোগ নারীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। আমরা এখন মন্ত্রণালয়গুলোতে জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন করছি।
    
চলমান পাতা/২
 


-০২-
    এষড়নধষ এবহফবৎ এধঢ় জবঢ়ড়ৎঃ অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৬৪তম যা এর আগের তিন বছরে যথাক্রমে ৬৮, ৭৫ ও ৮৬তম অবস্থানে ছিল। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সকল দেশের উপরে। এমনকি উন্নত বিশ্বের গ্রিস, চেক রিপাবলিক ও রাশিয়ার তুলনায়ও আমরা এগিয়ে আছি। জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নারী উন্নয়নে আমাদের ভূয়সী প্রশংসা করছে। আমরা জাতিসংঘের এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড, নারী সাক্ষরতায় ইউনেস্কোর ‘শান্তি বৃক্ষ’ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছি।
    আমাদের সরকারের সময়োপযোগী ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সর্বক্ষেত্রে নারীর সফল পদচারণা দৃশ্যমান হচ্ছে।
    বর্তমানে বাংলাদেশে নারীদের আশাতীত উন্নয়ন হওয়া সত্ত্বেও এখনও অনেক পথ অতিক্রম করতে হবে।  আসুন, আজ আন্তর্জাতিক নারী দিবসে সকলে মিলে নারীর সমঅধিকার রক্ষা এবং ক্ষমতায়ন, মর্যাদা ও মানবাধিকার নিশ্চিতকল্পে একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করি। নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করি। সমাজ, দেশ ও বিশ্বকে আরো এগিয়ে নেই।
    আমি আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/মোবাস্বেরা/খাদীজা/আলী/রফিকুল/আসমা/২০১৬/১৫২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৭৬১
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৬’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
    সভ্যতার উষালগ্ন থেকে শুরু করে সকল উন্নয়ন ও অগ্রগতির অংশীদার হিসেবে সৃজনশীল এবং উন্নয়নমূলক কর্মকা-ে পুরুষের পাশাপাশি নারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সর্বস্তরে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায়      নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে। এ পরিপ্রেক্ষিতে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৬’ এর মূল প্রতিপাদ্য ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। আজকের সমাজে যে পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে তা পুরুষের একার চেষ্টায় নয় বরং          নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়। অগ্রযাত্রার এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।
    বর্তমান সরকারের বলিষ্ঠ পদক্ষেপ ও নেতৃত্বে নারী উন্নয়ন আজ দৃশ্যমান। ব্যাবসা বাণিজ্য, রাজনীতি, বিচার বিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। নারীর জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করায় নারীর ক্ষমতায়নে শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে নারী ক্ষমতায়নে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
    নারীর ক্ষমতায়ন, সমসুযোগ, সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি      নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে নিরলস কাজ করার আহ্বান জানাচ্ছি। আগামী ২০৩০ সালের মধ্যেই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে সমঅধিকারের একটি বাসযোগ্য পৃথিবী, আন্তর্জাতিক নারী দিবসে এটাই হোক সকলের প্রত্যাশা।
    আমি ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৬’ সফল হোক-এ কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”   
#

আজাদ/মোবাস্বেরা/খাদীজা/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৫৩০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৭৬০


নারী দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন পালিত


বান্দরবান, ২৪ ফাল্গুন (৭ মার্চ) :

    আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শত শত নারী অংশ নেয়।
    মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খিসা বক্তব্য রাখেন।
    বীর বাহাদুর উশৈসিং বলেন, সমাজ তথা দেশের অগ্রগতির জন্য নারীর উন্নয়নের কোনো বিকল্প নেই। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা রোধে পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে বুঝতে হবে, নারীর প্রতি সহিংসতা সমগ্র সমাজ ব্যবস্থাকে কলুষিত করে। তাই দেশের সামগ্রিক উন্নয়নে নারীর কল্যাণ ও অগ্রগতির জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  
    তিনি আরো বলেন, নারীরা বিশেষ করে পাহাড়ি নারীরা  অধিকার বিষয়ে সচেতন না হওয়ায় সমাজ এখনো পিছিয়ে আছে। নারীর প্রতি বৈষম্য দূর করা ও সর্বক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণে সকলকে একযোগে কাজ করতে হবে।
#

জুলফিকার/মোবাস্বেরা/খাদীজা/আলী/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা

 

Todays handout (11).doc Todays handout (11).doc