Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০১৯

তথ্যবিবরণী - 25.06.2019

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৫২
 
বাংলাদেশের তরুণরাও বিশ্বে সাড়া জাগাতে পারে
                                      --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বাংলাদেশের তরুণরাও সুযোগ পেলে বিশ্বে সাড়া জাগাতে পারে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তিনদিনব্যাপী ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৩য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিজ্ঞানমনস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরমাণু বিজ্ঞানীর স্ত্রী ও একজন কম্পিউটার বিজ্ঞানীর মাতা। এ দেশের মেধাবী তরুণরা ইতিমধ্যেই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে এবং দেশে যে বিজ্ঞানচর্চার সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে তারা বিশ্বে সাড়া জাগাতে সক্ষম।’
পরিবেশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রির অধিকারী ড. হাছান মাহ্মুদ এ সময় মেধার সাথে দেশপ্রেম ও মানবিকতা বোধের সমন্বয় আবশ্যক বর্ণনা করে বলেন, ‘এ তিনের সমন্বয়েই কেবল গবেষণা ও আবিস্কার মানুষের কাজে আসে।’
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোঃ নূরুল আলমের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পরে তথ্যমন্ত্রী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ১৯৮টি বিজ্ঞান প্রকল্পে ২৬৪ জন, অলিম্পিয়াডে ১২৬ জন ও কুইজে ৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩৫১
 
নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে ভূমিসেবা প্রদানে সমস্যা থাকবে না
                                                                   -- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
 
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আমরা সবাই নিজ দায়িত্ব সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে পালন করলে ভূমিসেবা প্রদানে আর সমস্যা থাকবে না। মাঠপর্যায়ে লব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর মাধ্যমে মানুষকে সেবা প্রদান ও দেশের উন্নয়নে অবদান রাখলে আজকের এবং আগামী প্রজন্ম ভালো থাকবে। সহকর্মীদের সাথে পরামর্শ করে কাজ করতে হবে। মূলকথা মানুষকে সেবা প্রদান করতে হবে।
 
আজ ঢাকার তেজগাঁওয়ে ভূমি  রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত ‘সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তিতে দেওয়ানি মামলার রায়ের ভিত্তিতে রেকর্ড সংশোধনসহ সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।
 
সরকারি সম্পত্তি ভুলভাবে রেকর্ড হলে তা রক্ষা করতে হবে, অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন জমি খাস হিসেবে রেকর্ড হয়ে গেলে মানুষ যেন ভোগান্ততে না পরে তাতেও লক্ষ্য রাখতে হবে। এমন একটি ‘সিস্টেম’ দাঁড় করাতে চেষ্টা করা হচ্ছে যেন এ ধরণের ভুলভ্রান্তির জন্য কারও সর্বোচ্চ আদালতে যেতে না হয়। কারও পৈত্রিক সম্পত্তি সিএস ও আরএস রেকর্ডে থাকার পরেও যদি হাল জরিপে ভুলভাবে সরকারি তালিকাভুক্ত হয় তাহলে তা স্থানীয় পর্যায়ে সমাধান করার চেষ্টা করতে হবে - বলেন সাইফুজ্জামান চৌধুরী।  
 
মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে যেন রেকর্ড মামলা নিষ্পত্তি করা যায় সে জন্য জেলা প্রশাসক, জিপি (সরকারি কৌঁসুলি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিভাগীয় কমিশনারের প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। উক্ত কমিটি প্রতিকারপ্রার্থীর বক্তব্য শুনে অভিযোগ নিষ্পত্তি করবে। বর্ণিত কমিটির আপিল কর্তৃপক্ষ হবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার। 
 
কর্মশালায় ভূমিসচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম। এছাড়া ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। 
 
#
 
নাহিয়ান/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৫০
 
পিপিপি’র মাধ্যমে বন্ধ টেক্সটাইল মিল চালু করা হবে
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, সরকার পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) এর মাধ্যমে দেশের বন্ধ টেক্সটাইল মিলগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। এসব বন্ধ মিলসমূহ পুনরায় চালু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে দেশের সকল বন্ধ টেক্সটাইল মিলগুলো পিপিপি’র মাধ্যমে চালু করার চেষ্টা করছে । 
আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পিপিপি’র মাধ্যমে বিটিএমসি’র আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড মিলটি কনসোর্টিয়াম অভ্ তানজিনা ফ্যাশন লিমিটেডের মাধ্যমে পরিচালিত হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিটিএমসি’র পক্ষে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন (বিটিএমসি) এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এবং কনসোর্টিয়াম অভ্ তানজিনা ফ্যাশন লিমিটেডের পক্ষে হাসানুল মুজিব চুক্তিতে স্বাক্ষর করেন । 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলম, সংসদ সদস্য মোমিন মন্ডল, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব গুলনার নাজমুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন (বিটিএমসি) এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, তানজীনা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুল মুজিব প্রমুখ।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ব্যবসাবান্ধব স্থানে বিটিএমসি’র ৬৩৬ দশমিক ৩৮ একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই জমিসমূহ পিপিপি’র মাধ্যমে উৎপাদন খাতে ব্যবহারের ফলে একদিকে যেমন সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান লাভবান হবে, অপরদিকে দেশের জিডিপি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি আরো সুদৃঢ় হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী গত ২০১৪ সালের ১২ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে বিটিএমসি’র বন্ধ মিলসমূহ চালু করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। সে প্রেক্ষাপটে বিটিএমসি’র বন্ধ মিলসমূহ পিপিপি’র মাধ্যমে পরিচালনার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সিদ্ধাস্ত গ্রহণ করেছে। একই সাথে পর্যায়ক্রমে ২৫টি মিলের মধ্যে ১৬টি মিল পিপিপি’র আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
উল্লেখ্য, এখন থেকে পিপিপি’র মাধ্যমে বিটিএমসি’র আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস লিমিটেড, ডেমরা  মিলটি কনসোর্টিয়াম অভ্ তানজিনা ফ্যাশন লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে। এ জন্য কনসোর্টিয়াম অভ্ তানজিনা ফ্যাশন লিমিটেডকে লেটার অভ্ অ্যাওয়ার্ড (এলওএ) প্রদান করা হয়েছে। এছাড়াও ১৬টি মিল হতে প্রথম পর্যায়ে স্বল্পতম সময়ের মধ্যে ৪টি মিল (আর.আর.টেক্সটাইল মিলস লিমিটেড, দোস্ত টেক্সটাইল মিলস লিমিটেড, মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেড, রাজশাহী টেক্সটাইল মিলস) এর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
#
সৈকত/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩৪৯
 
বিএনপিকে অভিনন্দন, ইভিএম নিয়ে নিশ্চয়ই বিএনপি আর প্রশ্ন তুলবে না
                                                                    -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
 
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বগুড়া উপনির্বাচনের ফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমি বিএনপিকে অভিনন্দন জানাই। তারা বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জয়লাভ করেছে। সেখানে সব কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন হয়েছে। এই পদ্ধতিতে ভোটগ্রহণের নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি ইভিএম নিয়ে আর কোনো প্রশ্ন করবে না। এ নির্বাচন প্রমাণ করে, অতীতেও আমাদের দেশে যেসব নির্বাচন হয়েছে সেগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে।’ 
 
আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  
 
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, ‘আপনারা জানেন, শুরু থেকেই বিএনপি ইভিএমের বিরোধিতা করেছে। অথচ সেই ইভিএমের ভোটেই তারা বড় ব্যবধানে জয়লাভ করেছে।’ 
 
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারের সরকারি সকল আয়োজন শেষ হয়েছে। এখন শুধু আমাদের টেকনিক্যাল টিম যাচ্ছে। তারা ২৭ জুন দেশে ফিরলেই আমরা সিদ্ধান্ত নেব। জুলাই মাসে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানে বিটিভি চালু হবে।  সমগ্র ভারতবর্ষে বিনা ফিতে বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে।’ 
 
বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সাড়ে ১২ বছর আগেই এই বিষয়ে আইন পাস হয়েছে। অতীতে সে আইন প্রয়োগ হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেয়ার পর আমি সেই আইন প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি। সেই মর্মে তাদের সাথে বৈঠকও করেছি। তাদেরকে নোটিশ দেয়া হয়েছে। ১ জুলাই থেকে যদি বিদেশি চ্যানেলে  বিজ্ঞাপন প্রচার হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
 
অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘বিদেশি কোনো চ্যানেল বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে দেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলো প্রদর্শন করা।’  
 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭৪০ ঘণ্টা
 
  
তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ২৩৪৮
 
 মে মাসে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম গৃহীত
 
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে গত  মে মাসে মাদকবিরোধী অভিযান, প্রচার কার্যক্রম ও মাঠ পর্যায়ে প্রচারিত ফিলারের সংখ্যা নি¤œরূপ : 
 
ঢাকা বিভাগে মাদকবিরোধী সভা ৯০টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী আলোচনা সভা ৬৪টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১টি; ময়মনসিংহে মাদকবিরোধী সভা ৫৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৩টি ও মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৮টি; চট্টগ্রামে মাদকবিরোধী সভা ৪৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ৬৪টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি; রাজশাহীতে মাদকবিরোধী সভা ৫৯টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২২টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১৯টি; রংপুরে মাদকবিরোধী সভা ৭৩টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ৩টি; খুলনায় মাদকবিরোধী সভা ৩৬টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২১টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি; বরিশালে মাদকবিরোধী সভা ২৭টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ১৩টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ১৩টি এবং সিলেটে মাদকবিরোধী সভা ৫১টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা ২৬টি, মাদকবিরোধী ফিলার প্রচারে স্থানের সংখ্যা ২টি।
 
মে মাসে আটটি বিভাগে মাদকবিরোধী সভা হয়েছে ৪৩৫টি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আলোচনা সভা হয়েছে ২৩৬টি, ফিলার প্রচার হয়েছে ৫০টি এবং মাদকবিরোধী অভিযান হয়েছে ৫ হাজার ২৪৫টি। অভিযানকালে ইয়াবা ট্যাবলেট ও গুড়া, গাজা, ফেনসিডিল, হেরোইন, দেশি-বিদেশি মদ, বিয়ার, জাওয়া, ওয়াশ, নগদ অর্থ, যানবাহন ও মোবাইল সেট জব্দ করা হয়।
 
#
 
রউফ/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৩৪৭
 
ডিজিটাল ইকোনমি ও ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে এডিবি বাংলাদেশকে সহায়তা করবে
 
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
 
ডিজিটাল ইকোনমি ও তথ্যপ্রযুক্তি খাতে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে সহায়তা করবে। 
 
বাংলাদেশে নিযুক্ত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ (গধহসড়যড়হ চধৎশধংয) আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তাঁর দপ্তরে  বৈঠককালে এ সহায়তার কথা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিবি’র এক্সটারনাল  রিলেশন বিভাগের টিম লিডার গোবিন্দ বার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
 
বৈঠকে বাংলাদেশের আইসিটি খাতে ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প গ্রহণ, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি সরকারের সার্ভিসগুলোকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে আনা এবং  হাইটেক পার্কসহ আইসিটি খাতে এডিবি’র সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
প্রতিমন্ত্রী আগামী বাজেটে উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার তহবিল গঠনসহ আইসিটি খাতের উন্নয়নে বর্তমান সরকার গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির বিষয়ে কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন। তিনি বলেন, এডিবি বাংলাদেশের উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। তিনি আগামী দিনগুলোতে আইসিটিসহ বিভিন্ন খাতে আরো বর্ধিত সহযোগিতা কামনা করেন। 
 
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ বিগত ১০ বছরে অনেক এগিয়ে গেছে। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। আইসিটিসহ বাংলাদেশের বিভিন্নখাতে ভবিষ্যতেও এডিবি’র সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
 
#
 
শহিদুল/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৪৬
 
ভূমিকম্প মোকাবিলায় সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে সরকার কাজ করছে
                                                                               --- ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, ভূমিকম্প মোকাবিলায় সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে সরকার কাজ করছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। নিয়মিত মহড়ার মাধ্যমেও মানুষকে সচেতন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিকট অতীতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলা করেনি। তাই ভূমিকম্প মোকাবিলায় করণীয় সম্পর্কে সম্যক ধারণা ও সচেতনতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএনডিপি’র স্থানীয় প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চ পর্যায়ের প্রায় ২শ’ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা বিবেচনা করে সরকার সশস্ত্র বাহিনী, সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উদ্ধার সরঞ্জামাদি প্রদান করছে। আরো আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতিতে প্রধান লক্ষ্য হবে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ, দুর্বল ভবনগুলোকে রক্ষণাবেক্ষণ এবং নতুন ভবন নির্মাণে অবশ্যই যাতে বিল্ডিং কোড অনুসরণ করা হয় সেই পদক্ষেপ গ্রহণ করা। 
#
সেলিম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৪৫
 
মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ককে ‘শেখ হাসিনা মহাসড়ক’ নামকরণ
 
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজীরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২ দশমিক ৭৫ কিলোমিটার জাতীয় মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ নামে নামকরণ করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
জিলানী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৩৪৪

উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় রেলপথ মন্ত্রীর শোক
ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :
গত ২৩ জুন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সংঘটিত সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতের ঘটনায় রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
আজ এক শোকবার্তায় রেলপথ মন্ত্রী নিহতদের আত্মাার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। 
#
শরিফুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৩৪২

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণকারী ও বিভিন্ন স্তরে অংশগ্রহণকারী প্রতিযোগীদের আমি অভিনন্দন জানাই।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নে বঙ্গবন্ধু শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। আমরা ১৯৯৬ সালে সরকার গঠন করে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করি।

আমাদের সরকারের গত সাড়ে ১০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ভৌত অবকাঠামো উন্নয়ন, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, সকল অঞ্চলে শিক্ষার মান সমুন্নত রাখতে প্রণোদনামূলক কায©ক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমরা ২০১০ সাল হতে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায় পয©ন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছি। ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য স্বীয় মাতৃভাষায় পাঠ্যবই এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই বিতরণ করছি। একইসাথে শিক্ষার্থীদের মেধাবৃত্তি, উপবৃত্তিসহ বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষকদের জন্য দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে সাধারণ শিক্ষার সাথে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে।

আমি আশা করি, শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতিচর্চার মাধ্যমে জাতি গঠনে নিজেকে প্রস্তুত করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে অবদান রাখবে।

আমি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।”

#

ইমরুল/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৩৪১

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :   

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯’ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি। উপজেলা, জেলা, বিভাগ, মহানগর এবং জাতীয় পর্যায়ের সকল প্রতিযোগী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অমিত সম্ভাবনা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। মানুষের মধ্যে রয়েছে সৃজনশীল প্রতিভা। একজন শিক্ষার্থীর মাঝে সৃজনশীলতা ও মনুষ্যত্ব বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শারিরীক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অনুশীলনের মাধ্যমে জীবনের সুপ্ত সম্ভাবনাগুলোকে বিকশিত করা সম্ভব। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন শিক্ষা, সংস্কৃতি ও  মননচর্চার মাধ্যমে তাদের নান্দনিক চিন্তাকে আরো পরিশীলিত করবে বলে আমার বিশ্বাস।

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরি ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি, অবকাঠামোগত উন্নয়নসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি রাষ্ট্র, সমাজ ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ে সচেতন হতে হবে। একইসাথে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে হতে হবে আত্মপ্রত্যয়ী। জাতীয় শিক্ষা সপ্তাহের সকল কার্যক্রম শিক্ষার্থীদের আদর্শবান ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে - এ প্রত্যাশা করি।

আমি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সফল হোক - এ কামনা করি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

হাসান/অনসূয়া/জসীম/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৩৪০

বাংলাদেশকে চারটি কন্টেইনার জাহাজ প্রদানে ডেনমার্কের আগ্রহ    

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কে চারটি কন্টেইনার জাহাজ প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।

আজ সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র সাথে সাক্ষাৎ করতে এসে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন (Winnie Estrup Petersen) এ আগ্রহের কথা জানান।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর ইয়াহইয়া সৈয়দ উপস্থিত ছিলেন। 

আগামী ৬ মাসের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এমওইউ স্বাক্ষরের ৩ বছরের মধ্যে জাহাজগুলো পাওয়া যাবে। চারটি জাহাজ নির্মাণে ১০০ মিলিয়ন ইউরো ব্যয় হবে। ২৫ বছর মেয়াদে ১ দশমিক ৮ শতাংশ স্বল্প সুদে জাহাজগুলো পাওয়া যাবে। প্রতিটি জাহাজ
১ হাজার ৫০০ শত কন্টেইনার (২০ ফুটের কন্টেইনার) বহন করতে পারবে। জাহাজগুলো চট্টগ্রাম-কলম্বো এবং চট্টগ্রাম-সিঙ্গাপুর ফিডার রুটে চলাচল করবে।

#

জাহাঙ্গীর/অনসূয়া/পরিক্ষিৎ/নাছির/আসমা/২০১৯/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৩৯

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায়, বাংলাদেশেও ২৬ জুন ২০১৯ ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

মাদক একটি আন্তর্জাতিক সমস্যা। কোন একটি একক সংস্থা বা দেশের পক্ষে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। আন্তর্জাতিক যোগাযোগ, সম্মিলিত কর্মসূচি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব বলে আমি মনে করি।   

কোন একটি দেশে মাদক সমস্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় যুব সমাজ। ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়। বেকারত্ব বৃদ্ধি পায় এবং অর্থনীতির গতি রুদ্ধ হয়। সৃষ্টি হয় দারিদ্র্য, সন্ত্রাস, ছিনতাই ইত্যাদি নানা সামাজিক সমস্যা। এর ফলে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। পুরো দেশ ও জাতি ধ্বংস হওয়ার উপক্রম হয়।

দেশ ও জাতিকে মাদকের করাল গ্রাস হতে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। মাদকের সরবরাহ ও পাচার কঠোর হাতে দমন করতে হবে। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে মাদক পাচার করে থাকে। এসব বিষয়ে উন্নত প্রশিক্ষণ নিয়ে তাদের মোকাবিলা করতে হবে।  

মাদকের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, বস্তিসহ সর্বত্র গণসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন জোরদার করা হচ্ছে, যা একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে মাদকের চাহিদা অচিরেই অনেকাংশে হ্রাস পাবে বলে আমি আশা করি।

একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি বিনির্মাণের লক্ষ্যে মাদকাসক্তের সু-চিকিৎসার কোন বিকল্প নেই। ইতোমধ্যে মাদকাসক্তের চিকিৎসার জন্য বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি অন্যান্য  বেসরকারি সংস্থা ও সমাজের সকলকে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আমি ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।   

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।”

#

সারওয়ার/অনসূয়া/নাছির/জসীম/আসমা/২০১৯/১০০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৩৩৮

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) :   

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

মাদক বিশ্বের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিজ্ঞানের অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তির বিকাশ মানুষের জীবনমানকে যেমন সহজ ও উন্নত করেছে তেমনি বৈশ্বিকভাবে বহুমুখী পন্থায় মাদকের উৎপাদ

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon