Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী ১৪/১১/২০১৫

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৩০৯

খেলাধুলার মাধ্যমে মানবতাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে 
                                           -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী  

রাজশাহী, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) : 

    পররাষ্ট্র  প্রতিমন্ত্রী  মো. শাহ্রিয়ার আলম বলেছেন, ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়দের মাঝে  আন্তঃব্যক্তিক যোগাযোগের সৃষ্টি হয়। এতে মানবতাবোধ জাগ্রত হয় এবং বিশ^ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে।  তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একটি দেশ বিশে^র দরবারে পরিচিতি লাভ করে।  

    প্রতিমন্ত্রী আজ রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০১৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। 

    তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে রাজশাহীতে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২৪তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপ আয়োজনের মাধ্যমে রাজশাহী টেনিস কমপ্লেক্স তার অতীত ঐতিহ্য ধরে রেখেছে। রাজশাহীবাসীর জন্য এটি একটি গর্বের বিষয়। তিনি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের অভিনন্দন জানান । 

    প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্সকে যুগোপযোগী করতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় ক্রীড়া কমিটি এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

    জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সভাপতি এস সি এম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ এবং জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

গত ৮ নভেম্বর হতে সাত দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশে^র ১৫টি দেশের অনুর্ধ্ব ১৮ দলের ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

#

নাফেয়ালা/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                         নম্বর : ৩৩০৮

মংলাবন্দর উপদেষ্টা কমিটির সভায় নৌপরিবহণ মন্ত্রী
মংলাবন্দর ক্রমান্বয়ে কর্মচঞ্চলতা ফিরে পাচ্ছে

খুলনা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) : 

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় মংলাবন্দর ক্রমান্বয়ে কর্মচঞ্চলতা ফিরে পেতে শুরু করেছে। গতবছর এ বন্দর ৬০ কোটি টাকার বেশি লাভ করেছে।

    মন্ত্রী আজ খুলনায় সার্কিট হাউজ সম্মেলনকক্ষে মংলাবন্দর উপদেষ্টা কমিটির ১১তম সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।

    মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মংলাবন্দরের উন্নতির যে কর্মধারা শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এ বন্দর নতুন গতি ফিরে পাচ্ছে। মংলাবন্দরের সাথে রেলযোগাযোগ স্থাপন করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বন্দরের মেইনটেনেন্স ড্রেজিংয়ের জন্য প্রথমবারের মতো দুটি ড্রেজার আনা হয়েছে। 

    তিনি বলেন, ঢাকার সাথে নৌযোগাযোগ স্থাপনের লক্ষ্যে দুটি স্টিমার নির্মাণের কাজ শুরু করেছে। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে স্টিমার দুটি চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দক্ষিণাঞ্চলের  উন্নয়নের জন্য যা যা করা দরকার, সবই বর্তমান সরকার করবে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

    সভায় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উপদেষ্টা কমিটির সদস্যসচিব রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ সভার এজেন্ডাসমূহ উপস্থাপন করেন।  


#
জাকির/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩৩০৭

বিআরডিবিকে অধিদপ্তরে রূপান্তর করা হবে 
                  -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকারের চলমান পল্লি দারিদ্র্যবিমোচন কর্মসূচি বাস্তবায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকার জন্য বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-কে শীঘ্রই অধিদপ্তরে রূপান্তর করা হবে। এ ব্যাপারে  ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিআরডিবি মিলনায়তনে সংস্থার অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধি সম্মেলন ২০১৫ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশকে পুনর্গঠনে সমবায়খাতের উপর গুরুত্বারোপ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরডিবি’র আওতাধীন সমবায় সমিতিসমূহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। 

তিনি সংস্থার জনবল বৃদ্ধি, যানবাহনের স্বল্পতা পূরণ, নিবন্ধন ক্ষমতাদান, নিজস্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন ও নিজস্ব ঋণদান তহবিল গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বিআরডিবি কর্মকর্তাদেরকে সরকারের বিদ্যমান সুযোগ সুবিধা গ্রহণ করে সমিতিসমূহে ঋণ দান ও আদায় কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ দেন। এ ব্যপারে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না বলে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

বিআরডিবি’র মহাপরিচালক মো. আব্দুল জলিল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিচালক আমিনুর রহমান খান, এসোসিয়েশনের সভাপতি আখলাকুর রহমান এবং মহাসচিব মো. আলাউদ্দিন সরকার বক্তব্য রাখেন।

এর আগে  প্রতিমন্ত্রী বিআরডিবি’র কার্যক্রমকে আরো যুগোপযোগী ও কার্যকর করতে কর্মকর্তাদের মাঝে কর্পোরেট মোবাইল সিম বিতরণ করেন। 
#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩০৬
লন্ডনে ই-কমার্স ফেয়ার 
চারটি প্রতিষ্ঠানের সাথে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্মারক স¦াক্ষরিত
লন্ডন (যুক্তরাজ্য),  নভেম্বর ১৪ :
    লন্ডনে ইউকে বাংলাদেশ ই-কমার্স মেলার উদ্বোধনী দিনে গতকাল (১৩ নভেম্বর) চারটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির মোট দুই বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হয়েছে। যুক্তরাজ্য ও সিঙ্গাপুরভিত্তিক মোট চারটি প্রতিষ্ঠান আগামী ৫ বছরে বাংলাদেশে তথ্যপ্রযুক্তিখাতে এই বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। 
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিতে স¦াক্ষর করেন  হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিমার্কের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, টেলিকম এশিয়ার প্রধান নির্বাহী মোহাম্মদ শাফায়েত আলম ও টেকশেডের পক্ষে টেকশেড ইউকে‘র ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত দাশ গুপ্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
    সিঙ্গাপুরভিত্তিক টেলিকম এন্ড আইটি প্রতিষ্ঠান টেলিকম এশিয়া প্রস্তাবিত এক বিলিয়ন ডলার বিনিয়োগের খাত হিসেবে মোবাইল পেমেন্ট গেটওয়ে, ট্রিপল প্লে, আইটি এন্ড টেলিকমিউনিকেশন্স কনজ্যুমার প্রোডাক্ট ও বিশেষায়িত প্রযুক্তি পার্ককেই বিনিয়োগের জন্য বিবেচনায় রাখছে বলে জানিয়েছেন এর প্রধান নির্বাহী মোহাম্মদ শাফায়েত আলম।
    এর আগে লন্ডনে দু’দিনব্যপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তোফায়েল আহমদ বাংলাদেশকে দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ আখ্যা দিয়ে বলেন, তথ্যপ্রযুক্তিখাতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাইওনিয়ার হবে বাংলাদেশ। এ সময় তিনি ব্রিটেন প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। দেশের তথ্যপ্রযুক্তি, ঔষধ শিল্প, জাহাজ নির্মাণ, পাট ও এগ্রো প্রসেসিং শিল্পকে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক বিনিয়োগের খাত হিসেবে উল্লেখ করেন তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। দেশে বিদেশি বিনিয়োগের সবধরনের নিরাপত্তা দিতে সরকার অঙ্গিকারবদ্ধ বলে জানান তিনি। 
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বাংলাদেশের হাইটেক পার্কে বিনিয়োগ সম্ভাবনার দিক তুলে ধরে বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরকে ডিজিটাল রূপ দিতে আগামী দু’বছরে এক লাখ তরুণকে আইসিটি ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসার পাশাপাশি দেশের সকল বিভাগে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি কারী গ্রুপের চেয়ার পল স্কেলী এমপি, জন রেডউড এমপি, সেকেন্ড ই-কমার্স ফেয়ারের অন্যতম স্পন্সর এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই এবং এফবিসিসিআই‘র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ বক্তব্য রাখেন। 
    আইসিটি মন্ত্রণালয়, হাইটেক অথরিটি ও কম্পিউটার জগতের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ই-কমার্স ফেয়ারে বাংলাদেশ ও ব্রিটেনের তথ্যপ্রযুক্তি বিষয়ক অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ৬টি পৃথক সেমিনার ছাড়াও আগ্রহী বিনিয়োগকারীদের উপস্থিতিতে বিটুবি সেশন অনুষ্ঠিত হয়।
#
বকসী/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                        নম্বর : ৩৩০৫

ফ্রান্সে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় স্পিকারের শোক

ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) : 

    ফ্রান্সে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি এ ঘটনাকে দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন। স্পিকার নিহতদের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

    এ ঘটনায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও শোক প্রকাশ করেছেন।

#
শিবলী/আফরাজ/জসীম/মোশারফ/আব্বাস/২০১৫/১৭২৮ ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩০৩

দুধ উৎপাদন করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব
                                      ---এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর) :

    সারাদেশে দুগ্ধ সমিতি ছড়িয়ে দেয়া হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের দেশে দুধের চাহিদা ব্যাপক। দেশে বছরে দরকার ১৪ বিলিয়ন লিটার দুধ। আমাদের দেশে উৎপাদন হয় মাত্র ৬ বিলিয়ন লিটার। আর ৮ বিলিয়ন লিটার আমরা বাইরে থেকে আমদানি করি। এখাতে আমাদের ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়। নিজস্ব উৎপাদনের মাধ্যমে যেটা এখান থেকেই আয় করা সম্ভব। সমবায়ীরা এই সুযোগ গ্রহণ করতে পারে।
    মন্ত্রী আজ ঢাকায় রাজধানীর তেজগাঁও মিল্ক ভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।
    দুগ্ধের প্রয়োজনীয়তার কথা উল্লেখকরে মন্ত্রী বলেন, দুধ একটি পুষ্টিকর খাবার। দুধের বিকল্প কিছু নেই। এর উৎপাদনে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। 
    তিনি বলেন, দুধ উৎপাদন বৃদ্ধি করে ২০২১ সালের আগে প্রধানমন্ত্রীর ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন করা সম্ভব। শুধু তাই নয়, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রেও দুধ অন্যতম ভূমিকা পালন করতে পারে। 
    মন্ত্রী বলেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। আশা করি এই উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রের সুফল তৃণমূলে আরো শক্তিশালী হবে। 
    স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশকে দুগ্ধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনাকে সফল করতে মিল্ক ভিটার কর্মকর্তা, কর্মচারী এবং সমবায়ীদের সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। 
#
মজুমদার/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৭২০ ঘণ্টা

Todays handout (4).doc Todays handout (4).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon