Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০১/১১/২০১৫

Handout                                                                                                                Number: 3186

 

Education Minister leaves Dhaka for Paris

 

Dhaka, November 01 :

 

            Education Minister Nurul Islam Nahid has left Dhaka this evening to attend the 38th session of UNESCO General Conference in Paris.

 

            Nahid is expected to address the UNESCO Conference on November 4. He is leading a 4-member Bangladesh delegation to the event.

 

            The Minister will return home on November 8.

 

#

 

Saifullah/Afraz/Mosharraf/Rezaul/2015/2100 hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৮৫

পাটের বস্তা সরবরাহে প্রধান ভূমিকায় থাকবে বিজেএমসি
                                             -- মির্জা আজম
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নে বেশ অগ্রগতি হয়েছে। সারাদেশে পাটের বস্তা সরবরাহ নিশ্চিতকরণ এবং এ আইন বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করবে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)।’

    আজ ঢাকায় বিজেএমসি সভাকক্ষে আয়োজিত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের প্রস্তুতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। তাই সরকারের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রয়েছে। এ খাতে যেসব সমস্যা রয়েছে তা সরকার অবগত আছে। আর সকল সমস্যা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। 

    তিনি আরো বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক এবং পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। এজন্য সরকার ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করা হবে।

    সভায় বিজেএমসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে বিজেএমসি সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। বিজেএমসির পক্ষ থেকে পাটের বস্তার যথাযথ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য সকল রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সহযোগিতা প্রয়োজন। তিনি বিজেএমসির বিদ্যমান প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সভায় পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

সৈকত/আফরাজ/মোশাররফ/জসীম/মোশারফ/রেজাউল/২০১৫/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৮৪

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮১তম ড্র আজ ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 
    সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ  মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
#

মাছুম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩১৮৩
দরিদ্রদের স্বাস্থ্য সুরক্ষায় পাইলট প্রকল্প চালু করছে সরকার

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    টাঙ্গাইলের তিন উপজেলায় দরিদ্রদের জন্য স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্প চালু করছে সরকার। স্বাস্থ্য অর্থায়ন কার্যক্রমের আওতায় কালিহাতি, মধুপুর ও ঘাটাইলে দরিদ্রসীমার নীচে বসবাসকারী জনগণের জন্য এই প্রকল্প প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে তা সারা দেশে বিস্তৃত করা হবে।
    আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে স্বাস্থ্য অর্থায়ন পাইলট সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
    স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে সরকার। দরিদ্র মানুষের কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সদিচ্ছার বাস্তবায়ন ঘটাতে স্বাস্থ্য অর্থায়ন কর্মসূচিকে সফল করতে হবে। তিনি বলেন, এই কর্মসূচির টেকসই বাস্তবায়ন করতে এর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জানানো হয়, এই কর্মসূচির অধীনে নির্দিষ্ট সূচক ব্যবহার করে পাইলট এলাকায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং এসব পরিবারকে একটি স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। এই কার্ডের ভিত্তিতে পরিবারের সদস্যরা চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে পারবেন এবং রোগ নির্ণয়, ঔষধসহ ৫০টি রোগের পূর্ণ চিকিৎসা বিনামূল্যে পাবেন।
    এই চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য পরিবার প্রতি বার্ষিক এক হাজার টাকা প্রিমিয়াম হিসাবে সরকার প্রদান করবে এবং প্রত্যেক পরিবার বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা লাভ করবে। পাইলট প্রকল্প চলাকালে এই প্রিমিয়ামের অর্থসহ প্রকল্পের যাবতীয় ব্যয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরের উন্নয়ন কর্মসূচি হতে সংস্থান করা হবে। পরবর্তীতে সরকারি বরাদ্দ এবং স্বচ্ছল পরিবারের নিকট থেকে প্রিমিয়াম সংগ্রহের মাধ্যমে কর্মসূচিটির অর্থায়ন করা হবে।
    পাইলটের প্রাথমিক পর্যায়ে এই সেবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রয়োজনে জেলা হাসপাতাল থেকে প্রদান করা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে সুনির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে বেসরকারি হাসপাতালকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মহাপরিচালক মো. আসাদুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৯২৫ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৩১৮২

সরকারি ক্রয়ে দশ ভাগ অপচয় রোধ শূন্য দশমিক পাঁচ ভাগ জিডিপি বাড়াবে
                                                               -- পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) : 
    সরকারি কেনাকাটায় শতকরা ১০ ভাগ অপচয় রোধ হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি শূন্য দশমিক পাঁচ ভাগ বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।
    তিনি আজ ঢাকায় ওয়েস্টিন হোটেলে তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সরকারি ক্রয় সংক্রান্ত ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এতথ্য জানান। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিশ্বব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় তিনদিনের এ সম্মেলনের আয়োজন করে।
    আ হ ম মুস্তফা কামাল বলেন, সঠিক দামে সরকারি পণ্য কেনার পাশাপাশি পণ্য কতদিন পর্যন্ত টেকসই হবে সেই বিষয়টিও দেখতে হবে। কেনাকাটায় সঠিক পরিমাণ, সঠিক সময় ও সঠিক স্থান তিনটিকে বিবেচনা নিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। তবেই পণ্য ক্রয়ে অপচয় রোধ হবে এবং সরকারি ক্রয়ে পেশাদারিত্ব আসবে।
    তিনি আরো বলেন, সরকারি ক্রয়ে যে অর্থ ব্যয় হয় ভুলে গেলে চলবে না তা করদাতাদের অর্থ। কাজেই জনগণের অর্থ তাদের উন্নয়নে সঠিকভাবে ব্যবহারে আমাদেরকে আরো দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দেখাতে হবে। এজন্য সরকারি ক্রয়ে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।
    মন্ত্রী  বলেন, সব মন্ত্রণালয়ের সকল ক্রয় কার্যক্রম পেপারলেস হয়ে যাবে। এবারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গড় জিডিপি’র প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ ধরা হয়েছে। এই প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক সরকারি বিনিয়োগ হবে। একে অর্থবহ করতে হলে পণ্য ক্রয়ে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদেরকে সব সময় একটা কথা শুনতে হয় তা হলো জনগণের অর্থ আমরা কিভাবে ব্যয় করছি। এজন্যই আমরা সরকারি ক্রয় প্রক্রিয়া ডিজিটালাইজড করেছি যাতে করে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়। 
     অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব শহীদ উল্লা খন্দকার, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিউ) এর মহাপরিচালক ফারুক হোসেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিন রামা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাজুহিগু হিগুইচি বক্তৃতা করেন।
    এবারের সম্মেলনের মূল প্রতিপ্রাদ্য হলো ‘টেকসই ক্রয় কার্য সম্পাদনে উদ্ভাবন’। সম্মেলনের দুটো কারিগরি অধিবেশনে সরকারি ক্রয়ে সুষ্ঠু সম্পাদনা, পেশাদারিত্ব, সংস্কার ও প্রযুক্তির মাধ্যমে ক্রয় দক্ষতা বৃদ্ধি এবং সেলক্ষ্যে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের বিষয়ে উপস্থাপনা, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
    সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের সরকারি ক্রয় কাজে সম্পৃক্ত কর্মকর্তাগণ, ঠিকাদার, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিশ্বব্যাংক ও এডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশি-বিদেশি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন।
    সরকারি ক্রয় বিষয়ক এ ধরণের বৃহৎ সম্মেলন বাংলাদেশে এটিই প্রথম। এর আগে ২০১১ সালে নেপালে ও ২০১৪ সালে পাকিস্তানে এ সম্মেলন অনুষ্টিত হয়। 
    ‘ঢাকা কর্মপরিকল্পনা’ গ্রহণের মধ্য দিয়ে আগামী ৩রা নভেম্বর সম্মেলন শেষ হবে।
#
তাপস/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৮১

এশিয়া প্যাসিফিক বিজনেস 
কনফারেন্সে যোগ দিতে ব্যাংককে বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) : 
    জাতিসংঘের ইকনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক (এসকাপ)-এর এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সে যোগদান করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন। ব্যাংককে ২-৬ নভেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। 
    এবারের কনফারেন্সের থিম হলো ‘ড্রাইভিং গ্রোথ এন্ড সাসটেইনেবিলিটি থ্রো বিজনেস’।
এ কনফারেন্সে বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীসহ তিনশতাধিক উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি ও বিজনেস এক্সিকিউটিভ অংশগ্রহণ করবেন। 
    বাণিজ্যমন্ত্রী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মিনিস্ট্রিয়াল প্লিনারি সেশন-১ এ ‘দি নিউ রিজিওনাল ইকনমিক অর্ডার’ শীর্ষক অধিবেশনের আলোচ্য বিষয় “ওয়ান বেল্ট ওয়ান রোড, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ, রিজিওনাল কনপ্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ, আসিয়ান ইকনমিক কমিউনিটি এন্ড  আদার রিজিওনাল  ইনিসিয়েটিভস’’-এর প্রথম প্যানেলিস্ট। তিনি ‘এশিয়া প্যাসিফিক পার্টিসিপেশন ইন ভেলু চেইন : দি রোল অভ্ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট পলিসিজ’ বিষয়ে প্যানেল আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি, বিনিয়োগের সুযোগসুবিধা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
    সফরকালে তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল, ইউএনএসকাপ-এর এক্সিকিউটিভ সেক্রেটারি, থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী এবং থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। 
    মন্ত্রী ৫ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

#

বকসী/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৮০
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ই-টেন্ডার কার্যক্রম উদ্বোধন

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখন থেকে অবকাঠামো নির্মাণসহ সকল দরপত্র অনলাইনে আহ্বান করবে।

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অধিদপ্তরের ই-টেন্ডার কার্যক্রমের উদ্বোধন করেন।

    এ উপলক্ষে বক্তৃতায় নাহিদ বলেন, ই-টেন্ডার প্রচলনের মাধ্যমে টেন্ডারের সাথে জড়িত সকল ঝক্কিঝামেলা দূর হবে। অনলাইন দরপত্র আহবানকে ডিজিটাল বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে কোনো প্রকার বাধাবিপত্তি বা চাপ ছাড়াই দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে সারাদেশে শিক্ষা অবকাঠামো নির্মাণের দায়িত্বে নিয়োজিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজের মান আরো উন্নত হবে।

    শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে শিক্ষার ব্যাপক প্রসারের সাথে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে শক্তিশালী করেছে।

    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ঢাকার ধানমন্ডিতে ছায়ানট ট্রাস্ট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে অনলাইনে দরপত্র আহ্বান করেন।

    অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালাও বক্তৃতা করেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৮১৪ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭৯
জাতীয় যুব দিবস উদযাপন
১৫ জন শ্রেষ্ঠ যুব ও যুব সংগঠককে পুরস্কার প্রদান

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    আজ জাতীয় যুব দিবস। এবছর জাতীয় যুব দিবস এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ”।

দিবসটি ঢাকাসহ সারাদেশে আজ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। এ উপলক্ষে আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবস ২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক অগ্রগতির মাধ্যমে কল্যাণমুখী বাংলাদেশ গড়ার সুদৃঢ় অঙ্গীকার নিয়ে প্রণীত ভিশন-২০২১ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার সাথে যুবদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশকে একটি মধ্যমআয়ের দেশে উন্নীত করা এবং ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১২ জন সফল আত্মকর্মী ও ৩ জন সফল যুব সংগঠকসহ মোট ১৫ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কারের অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। এছাড়া অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত একজন যুব মহিলা ও একজন যুব সংগঠক তাদের সফলতার চিত্র তুলে ধরেন।

#

শফিকুল/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৭২৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭৭
জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    আগামী ২ নভেম্বর সোমবার বেলা ২টা ৩০ মিনিটে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এক জনসভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বিটিসিএল লাইনের মাধ্যমে
ঢাকা-ক অর্থাৎ ৬৯৩ কিলোহার্জে এবং এফএম ১০৬ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করা হবে।
#

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭৮
জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৫ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
    শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর : ০১৭৭৭-৭০৭৭০৫ ও ০১৭৭৭-৭০৭৭০৬ এবং
ই-মেইল ঠিকানা: বীধসপড়হঃৎড়ষৎড়ড়স@সড়বফঁ.মড়া.নফ। ঢাকা শিক্ষাবোর্ডের কন্ট্রোল রুমের ফোন নম্বর: ৯৬৬৯৮১৫।
#

আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৭৪৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩১৭৬

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাথে শ্রীলংকার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এর সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে শ্রীলংকার হাইকমিশনার যশোজা গুনাসেকারা (ণধংড়লধ এঁহধংবশবৎধ) সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বায়োটেকনোলজি, সমুদ্র গবেষণা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তাঁরা এসব খাতে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    এসময় শ্রীলংকার রাষ্ট্রদূত বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

    সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন এবং মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

#
কামরুল/আফরাজ/জসীম/আব্বাস/২০১৫/১৭০৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩১৭৫

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

         জাতীয় সংসদের  নৌপরিবহণ  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী  শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. নূরুল ইসলাম সুজন, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ এবং মো. আনোয়ারুল আজীম (আনার) বৈঠকে অংশগ্রহণ করেন।

        বৈঠকে সমুদ্র পরিবহণ অধিদপ্তর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

          ৩শ’ ৭১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন জিএমডিএসএস প্রকল্পের আওতায় ঢাকায় সমুদ্র পরিবহণ অধিদপ্তরের নিজস্ব ভবনসহ কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং কক্সবাজার, কুতুবদিয়া ও সেন্টমার্টিনে বিদ্যমান ৩িিট বাতিঘর আধুনিকায়নসহ দুবলারচর, কুয়াকাটা, ডালচর ও নিঝুমদ্বীপে আরো ৪টি আধুনিক বাতিঘর নির্মাণ করা হবে মর্মে কমিটিকে জানানো হয় ।

           বৈঠকে আরো জানানো হয় বিএসসির চট্টগ্রামে ৭৭২ দশমিক ৫৮৫ কাঠা, খুলনার কেডিএ এভিনিউ ও বায়রা আবাসিক এলাকায় যথাক্রমে ১১ দশমিক ৩৬ কাঠা ও ৩৯ দশমিক ৯৩ কাঠা নিজস্ব জমি রয়েছে। উক্ত জমিতে নিজস্ব ভবন অথবা প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করার জন্য ইতোমধ্যে ঊঙও (ঊীঢ়ৎবংং ড়ভ ওহঃবৎবংঃ)  আহ্বান করা হয়েছে।

     সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মাস্টার ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস উল্লেখ রাখার বিষয়ে কমিটি সুপারিশ করে।

           নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#
আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৬৫০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭৪

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
    দশম জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
    কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং মো. মকবুল হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
    সভায় ১৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে হজের সর্বশেষ অবস্থা আলোচনাকালে হাজিদের জন্য সরবরাহকৃত ট্রলিব্যাগ, মক্কা ও মদিনায় বাড়িভাড়া, বিমানভাড়া, থাকা-খাওয়া, স্বাস্থ্যসেবা এবং বাড়তিকোটায় অতিরিক্ত পাঁচহাজার হাজি প্রেরণে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসম্পর্কে আলোচনা করা হয়। কমিটি কর্তৃক ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
    গত ৩১ অক্টোবর দৈনিক সমকাল পত্রিকায় ‘হজের ৪০ কোটি টাকা আত্মসাতের পাঁয়তারা’ শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়েও আলোচনা হয় এবং কমিটি এ বিষয়ে কোন অনিয়ম হয়েছে কিনা তা সচিবের নিকট জানতে চায়। কিন্তু মন্ত্রী বৈঠকে উপস্থিত না থাকায় পরবর্তী বৈঠকে তার উপস্থিতিতে বিষয়টি আলোচনার পর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
    বৈঠকে ধর্মসচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, ধর্মমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।      
#
নূরুল/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭৩

সংস্কৃতিমন্ত্রীর ওমান যাত্রা

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    ওমানের ঘরুধি শহরে ২-৪ নভেম্বর পর্যন্ত ৯ঃয ওংষধসরপ ঈড়হভবৎবহপব ড়ভ ঈঁষঃঁৎব গরহরংঃবৎং’ অনুষ্ঠিত হবে। এতে যোগদানের উদ্দেশ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ১ নভেম্বর ওমানের উদ্দেশে ঢাকাত্যাগ করেন।   
    ঙৎমধহরুধঃরড়হ ড়ভ ওংষধসরপ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঙওঈ) এর মহাসচিব ওুধফ অসববহ গধফধহর, ঞযব ওংষধসরপ ঊফঁপধঃরড়হ, ঝপরবহঃরভরপ ধহফ ঈঁষঃঁৎধষ ঙৎমধহরুধঃরড়হ (ওঝঊঝঈঙ) এর মহাপরিচালক উৎ অনফঁষধুরু ঙঃযসধহ অষঃধিরলৎর এবং ওমানের ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী ঐধরঃযধস নরহ ঞধৎরয় অষ ঝধরফ বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীসহ আরও দু’জন সদস্যকে এ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। সম্মেলনে যোগদানের জন্য মন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আবুবকর সিদ্দিকী।
    ২১-২৩ জানুয়ারি ২০১৪ সৌদি আরবে অনুষ্ঠিত ৮ঃয ওংষধসরপ ঈড়হভবৎবহপব ড়ভ ঈঁষঃঁৎব গরহরংঃবৎং’ এর সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালে ইসলামিক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ওমানের ঘরুধি শহরকে নির্বাচন করা হয় বলেই সেখানে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, ওআইসিভুক্ত দেশসমূহের মধ্যে প্রতিবছর উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাবিশ্বের মুসলিমপ্রধান দেশসমূহের মন্ত্রী ও চিন্তাবিদগণ অংশগ্রহণ করে থাকেন।  
    ওমান সফরশেষে সংস্কৃতিমন্ত্রী ৫ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#

কুতুবুদ-দ্বীন/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৭২

সমুদ্রবন্দরসমূহের জন্য তিননম্বর স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    অন্ধ্র প্রদেশ উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।
    চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
#

হাফিজুর/খাদীজা/আলম/শুকলা/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা  

 

Todays handout (6).doc Todays handout (6).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon