Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ১ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৯২৩
 
খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়
                      -- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের মানস গঠনে শিক্ষার  পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্দীপ্ত শিক্ষিত সমাজ গঠনে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত করে দেয়। 
মন্ত্রী আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ’বঙ্গবন্ধু গোল্ডকাপ’ ও ’বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ’ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর বিভাগীয় পর্যায় ঢাকা বিভাগের ফাইনাল খেলা উদ্বোধনকালে এসব কথা বলেন। 
এই টুর্নামেন্টে ঢাকা বিভাগের মোট ১৬ হাজার ১৩৭টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। আজ ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ ফাইনালে ১-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিনের অপর খেলায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ’ ফাইনালে ৭-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার আপ হয়েছে নরসিংদী জেলার সদর উপজেলার ছগরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে মন্ত্রী পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল।
#
গিয়াস/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯২২

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ৯ শত ৭৪ জন পুরুষ ও ৬ শত ৯৭ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৭১ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৫৮ জন পুরুষ ও ৮ শত ৭৩ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৩১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত জন পুরুষ ও ৭ শত ৩৪ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৩৪ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ হাজার ৪ শত ৯৭ জন পুরুষ ও ১ হাজার ৪ শত ৫০ জন নারী মিলে ২ হাজার ৯ শত ৪৭ জন, থাইংখাল-২ ক্যাম্পে ১ হাজার ২ শত ৩৭ জন পুরুষ ও ৬ শত ৪৬ জন নারী মিলে ১ হাজার ৮ শত ৮৩ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ২৭ জন পুরুষ ও ১ হাজার ৪৯ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৭৬ জন, লেদা ক্যাম্পে ২ শত ৩৯ জন পুরুষ ও ২ শত ২৭ জন নারী মিলে ৪ শত ৬৬ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭ শত ৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ৭২ হাজার ৫ শত ৩০ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ২৭ হাজার ৯ শত ৫৪ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে।
    উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ১৩ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#

সাইফুল/মাহমুদ/সঞ্জীব/সলিমুজ্জামান/২০১৭/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯২১

জঙ্গিবাদমুক্ত মানবিক ও মননশীল সমাজ গড়বে চলচ্চিত্র
                     -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের আগামী দিনের চলচ্চিত্র জঙ্গিবাদমুক্ত মানবিক ও মননশীল সমাজ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

    আজ দুপুরে রাজধানীর দারুস সালাম সড়কে শেখ রাসেল মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন। ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোঃ মনজুরুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যসচিব ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি মরতুজা আহমদ।

    তথ্যমন্ত্রী এসময় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠার জন্য এবং চলচ্চিত্র ইনস্টিটিউট গড়তে ভারতের পুনেতে বাংলাদেশের গবেষক দল পাঠানোর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং বর্তমান ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানান। সেই সাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ‘হেরিটেজ’ - এর স্বীকৃতি দেয়াকে জাতির জন্য অনন্য গর্ব বলে অভিহিত করেন।

    হাসানুল হক ইনু বলেন, চলচ্চিত্র আমাদের স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখতে শেখায়। রাজাকার-জঙ্গি-তেতুঁল হুজুরদের মোকাবিলায় চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চা শুধু সাহসী সঙ্গীই নয়, মানবিকতা বজায় রাখারও হাতিয়ার।

    তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, বিসিটিআই দেশের চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের পথিকৃৎ। চলচ্চিত্রের উন্নতিতে শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং বিসিটিআই ঠিক এ কাজটিই করছে। তিনি এসময় ইনস্টিটিউটের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

    সভায় সম্মানিত অতিথি হিসেবে অভিনেতা এ টি এম শামসুজ্জামান, চলচ্চিত্রকার শামীম আখতার, মসিহউদ্দিন শাকের ও মিডিয়া ব্যক্তিত্ব ম হামিদ, স্মারক বক্তা হিসেবে চলচ্চিত্র নির্মাতা ও পাঠ্যধারা উপদেষ্টা মানজারেহাসীন মুরাদ এবং প্রশিক্ষণার্থীদের প্রতিনিধি হিমু বক্তব্য রাখেন।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সলিমুজ্জামান/২০১৭/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯২০

স্পিকারের সাথে সুইডিস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে  আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ঈযধৎষড়ঃঃধ ঝপযষুঃবৎ সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সুইডেনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইডেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে সম্প্রতি আয়োজিত ১৩৬তম আইপিইউ সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন্যবাদ জানান এবং ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) এর সফলতা কামনা করেন। তিনি এসময় নারী উন্নয়নে বাংলাদেশের সফলতার প্রশংসা করেন। 
 ঢাকায় অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ সম্মেলনে সুইডেন পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়ায় স্পিকার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। স্পিকার বলেন, দারিদ্র্যবিমোচন, জলবায়ু পরিবর্তন,তরুণ নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসকল কিছু নিয়ে সিপিএ কাজ করছে। আজ হতে শুরু হতে যাওয়া ৬৩তম সিপিসি এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে নতুন বার্তা পৌঁছে দেবে বলে স্পিকার উল্লেখ করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ ও সুইডেনের সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের  মাধ্যমে দু’দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে। সংসদীয় চর্চা ও গণতন্ত্র বিকাশে দু’দেশের সংসদ সদস্যদের সফর বিদ্যমান বন্ধুত্বকে আরো জোরদার করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সুইডেন বাংলাদেশের পাশে থাকবে। 
স্পিকার সুইডেনের রাষ্ঠ্রদূতের বাংলাদেশে অবস্থানকালে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
#
তারিক/মাহমুদ/সেলিম/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা 

Handout                                                                                                                   Number : 2919

Visiting US delegation call on Shahriar Alam

Dhaka, 1 November :

The visiting  US delegation led by Acting Assistant  Secretary  for  Population, Refugees and Migration Simon Henshaw from the US Department of State called on State Minister for Foreign Affairs  Md. Shahriar Alam at his office in the Ministry of Foreign Affairs  this afternoon .

Deputy Assistant Secretary for Democracy, Human Rights and Labour (DRL) Scott Busby, Acting Deputy Assistant Secretary for South and Central Asian Affairs (SCA) Tom Vajda and Director of the Office of Mainland Asia Patricia Mahoney including US Ambassador to Bangladesh Marcia Bernicat were also present during the meeting.

State Minister expressed his sincere thanks to the Acting Assistant Secretary for the strong political as well as humanitarian support of the US Government on the Rohingya issue.

The State Minister highlighted the five-point proposal given by the Prime Minister Sheikh Hasina at 72nd session of the UN General Assembly in September this year and also requested for the continuation of this support in this regard.

The Acting Assistant Secretary deeply appreciated Bangladesh’s decision to temporarily  shelter more than 600,000 forcibly displaced Myanmar nationals  and stated that Bangladesh “responded extremely well” to this unprecedented humanitarian crisis. He also assured the State Minister of support of the United States “both financially and diplomatically” for the safe, sustainable and dignified repatriation of the forcibly displaced Myanmar nationals. Both sides agreed to continue the pressure on the Myanmar Government in this regard.

The delegation will visit different Rohingya Camps in Cox’s Bazar on 2nd and 3rd November 2017.

#

Khaleda/Mahmud /Sanjib/Joynul/2017/1955Hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১৮

ফিরোজা আমুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর সহধর্মিণী, মরহুমা ফিরোজা আমুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল আজ বাদ মাগরিব রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত শিল্পমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, মরহুমা ফিরোজা আমু ২০০৭ সালে ইন্তেকাল করেন। 
#

জলিল/মাহমুদ/সেলিম/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১৭

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪টি কৃষি অঞ্চলে কৃষি সম্প্রসারণ বাতায়ন উদ্বোধন

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪টি কৃষি অঞ্চলে পাইলটিংয়ের জন্য ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ উদ্বোধন  করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষকবান্ধব ডিজিটাল কৃষি সেবা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পেশাগত যোগাযোগ ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ বাতায়ন কাজ করবে। একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ সেবার  তথ্যভা-ার তৈরি হবে এবং কৃষক তার চাহিদামত তথ্য পাবে। ফলে কৃষকের সাথে সম্প্রসারণকর্মীদের সম্পর্ক আরো নিবিড়, স্বাচ্ছন্দ্যময় ও বহুমাত্রিক হবে।
উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত এলাকার কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অপপবংং ঃড় ওহভড়ৎসধঃরড়হ কে এখন জরমযঃ ঃড় ওহভড়ৎসধঃরড়হ এ উপনীত করতে হবে। সরকারি বেসরকারি সকলে হাতে হাত রেখে কাজ করলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো। তিনি আরো বলেন, এই ওয়েব পোর্টালের মাধ্যমে কৃষকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত হবে এবং কৃষি বিভাগের কার্যক্রমের সচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে  ভিডিও কনফারেন্স করার সুবিধা সৃষ্টি করায় তিনি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় প্রান্তে কৃষিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, দপ্তর সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এটুআইয়ের প্রতিনিধিগণ। কুষ্টিয়া জেলা প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন সহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকগণ।
ভিডিও কনফারেন্সে যে ১৪টি উপজেলা সংযুক্ত হয় সেগুলো হলো : (১) দৌলতপুর, মানিকগঞ্জ (২) নকলা, শেরপুর (৩) চাঁদপুর সদর, চাঁদপুর (৪) বালাগঞ্জ, সিলেট (৫) পেকুয়া, কক্সবাজার (৬) ভাঘাইছড়ি, রাঙ্গামাটি (৭) দুর্গাপুর, রাজশাহী (৮) কামারখন্দ, সিরাজগঞ্জ (৯) পীরগঞ্জ, রংপুর (১০) বোদা, পঞ্চগড় (১১) মিরপুর, কুষ্টিয়া (১২) রূপসা, খুলনা (১৩) নাজিরপুর, পিরোজপুর এবং (১৪) পাংশা, রাজবাড়ী। 
এ ভিডিও কনফরেন্সের মাধ্যমে কৃষিমন্ত্রী মাঠপর্যায়ে ফসলের অবস্থা, প্রণোদনা কার্যক্রম, পার্সিং, সরিষায় মৌ-চাষের অগ্রগতিসহ বিভিন্ন তথ্য সম্পর্কে অবহিত হন। এক মাসব্যাপী পাইলটিং সফল করে পরবর্তীতে সারাদেশে এ সুবিধা সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, যে কোন অপারেটর থেকে ২৪ ঘণ্টা ১৬৩৪৫ নম্বরে এসএমএস করে কৃষকরা যে কোন সেবা নিতে পারবেন।
#

বিবেকানন্দ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৪০ঘণ্টা 

Handout                                                                                                          Number : 2916

EU stands with Bangladesh in this difficult time

Dhaka, November 01 :

            Christos Stylianides, European Commissioner for Humanitarian Aid and Crisis Management called on Foreign Minister of Bangladesh A H Mahmood Ali at the State Guest House Padma today. European Commissioner has just returned from Cox’s Bazar after visiting the camps where the forcibly displaced Myanmar nationals have been taking shelter.

            The European Commissioner thanked the Government and the people of Bangladesh for giving shelter to the distressed Rohingyas of Myanmar and deeply appreciated Bangladesh’s humanity and generosity. He said that he is visiting Bangladesh to send a strong message that EU stands with Bangladesh in this difficult time. He has also informed the Foreign Minister about the recent initiatives of EU to cover the increasing humanitarian needs of the Rohingyas.

            The Foreign Minister briefed him about the current situation regarding influx of Rohingyas and apprised that over one million Rohingyas are now living in Bangladesh. He also mentioned the presence of this huge number of forcibly displaced Myanmar nationals has created massive socio-economic and environmental challenge for Bangladesh. He sought sustained political support of EU so that a sustainable solution to this Rohingya problem could be forged in light of the recommendations of Kofi Annan Commission.

            Citing the recent engagements between Myanmar and Bangladesh, the Foreign Minister expressed hope that EU will continue their persuasion with Myanmar until the Rohingyas return to their homeland in safety, security and dignity. 

#

Khaleda/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/18.30 Hrs

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১৫

তরুণ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে
                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণ প্রজন্মকে নিজের পৃথিবী নিজেকেই তৈরি করতে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে নিজেকেই উদ্যোগী হতে হবে। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় প্লাটফর্ম তৈরি করে দেবে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত যুব উন্নয়ন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সুস্থ-সবল থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তরুণদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণা, শিক্ষানবিশ চাকুরিসহ এ মন্ত্রণালয় এ ক্ষেত্রে নানাবিধ পদক্ষেপ নিয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার তরুণদের উদ্যম কাজে লাগাতে বিশেষ গুরুত্ব দিয়েছে। ন্যাশনাল সার্ভিস ধীরে ধীরে প্রতিটি উপজেলায় নেয়া হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হিসেবে ব্যবহার করতে এই তরুণদের শিক্ষা-দীক্ষায় উপযুক্ত করে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ  গ্রহণ করা হয়েছে।

    অনুষ্ঠানে ‘যুব উন্নয়নে অর্থায়ন’, ‘নতুন উদ্যোক্তা’ ও ‘টেকসই উন্নয়নে তরুন প্রজন্ম’ শীর্ষক তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

    এসময় অন্যান্যের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বক্তব্য রাখেন।  

#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১৪

বান্দরবানে জাতীয় যুব দিবস পালিত

বান্দরবান, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

     বান্দরবান পার্বত্য জেলায় দেশের অন্যান্য স্থানের ন্যায় জাতীয় যুব দিবস ২০১৭ পালিত হয়েছে। আজ  সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান  ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউশন মিলনায়তনে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এক যুব সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা অপরিসীম, তারা দেশের বিভিন্ন স্থানে বেকারদের নানাভাবে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে দেশকে বেকারমুক্ত করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। তাই দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য যুব উন্নয়নের ভূমিকা অপরিসীম।

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, যুব উন্নয়নের উপপরিচালক সাইফুলউদ্দিন মোহাম্মদ হাসান আলী প্রমুখ।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করেন।

#

জুলফিকার/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১৩
 
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের অনুদান
 
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে দশ লাখ টাকা অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের পক্ষে পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্টের চেয়ারম্যান এস এম মাকসুদুর রহমান এবং    এসডি ও সিও গোলাম ফারুক এ অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রশাসক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলীপ কুমার বনিক এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী এক দল। ঢাকার বিভিন্ন লীগে কয়েকবার চ্যাম্পিয়নসহ বেশ কয়েকবার রানার আপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে ক্লাবটি।  খেলোয়াড়দের প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট, খাওয়া-দাওয়া, থাকা প্রভৃতি কাজ ব্যয়বহুল। এ অনুদান কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র খেলার মান বৃদ্ধি করতে সক্ষম হবে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অনুদান প্রদানের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রী ধন্যবাদ জানান।
#
 
মারুফ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১২
 
দেশের উন্নয়নে সুষ্ঠুভাবে আয়কর প্রদান অপরিহার্য
                                ---- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
রংপুর, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সুষ্ঠুভাবে আয়কর প্রদান করা অপরিহার্য। করদাতাদের উদ্বুদ্ধ করতে ও সচেতনতা বাড়াতে আজ রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর কর অঞ্চল আয়োজিত ৭ দিনব্যাপী কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রংপুর কর অঞ্চলের কমিশনার হারুন অর  রশিদের সভাপতিত্বে কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ আহসানুল হক, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, যারা করযোগ্য আয় করেন তাদেরকে কর প্রদান করতে হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া চলবে না। সুষ্ঠুভাবে আয়কর আদায় করা ছাড়া কোন সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে না। তিনি আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবাধর্মী মনোভাব নিয়ে কর আদায় কার্যক্রম এগিয়ে নেয়ার পরামর্শ দেন। 
উল্লেখ্য, মেলায় রংপুর কর অঞ্চলের ২২টি সার্কেলের ৫টি বুথ, ৩টি ইটিআইএন বুথ, সোনালী ও জনতা ব্যাংকের ২টি বুথ, ই-পেমেন্ট ও অনলাইনের ২টি বুথ সহ ১২টি স্টল স্থান পেয়েছে। চলতি করবছরে রংপুর কর অঞ্চলে ৬৪০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের অর্জিত লক্ষ্যমাত্রা ছিল ৪৫০ কোটি টাকা। এ অঞ্চলে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার করদাতা বাড়ানোর লক্ষ্যমাত্রাও নেয়া হয়েছে। 
#
 
আহসান/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১১
 
শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ
 
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও বিভিন্ন কর্মপন্থা তুলে ধরে শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ এক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন। 
আজ প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৩৯তম সাধারণ সম্মেলনে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৭-১৮এর ওপর এক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী এ গুরুত্বারোপ করেন। বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং চিলি, লাইবেরিয়া, নরওয়ে ও তিউনিসিয়ার শিক্ষামন্ত্রীগণ প্যানেল আলোচনায় অংশ নেন।  ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা এ উচ্চ পর্যায়ের সভা উদ্বোধন করেন।
২০৩০ সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, মন্ত্রী তাঁর আলোচনায় তা তুলে ধরেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি-৪ অর্জনের জন্য জবাবদিহিতা আরো বাড়াতে হবে। বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে স্কুল-কলেজ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার বিষয়টিও  তিনি তুলে ধরেন। 
প্যানেল আলোচকগণ শ্রেণিকক্ষ ও উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আদর্শ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তারা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের জন্য আহ্বান জানান।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 
#
 
আফরাজুর/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯১০

সিনিয়র সচিব শহিদুল হককে শুভেচ্ছা জানালেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি পাওয়ায় তাঁকে আজ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।

    গতকাল তাঁর চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিতকায় এবং অনুরূপ শর্তে আগামী ১৪ নভেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি প্রদানপূর্বক তাঁকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়ন করে প্রজ্ঞাপন জারী  করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হিসেবে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
    
#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯০৯
 
নৌপরিবহণমন্ত্রী দেশে ফিরেছেন
 
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) :
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান সৌদি আরব সফর শেষে আজ দেশে ফিরেছেন। 
মন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)’র মহাসচিব ড. ইউসেফ এ আল ওথাইমিনের সাথে সাক্ষাতের জন্য ২৯ অক্টোবর জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 
শাজাহান খান ৩০ অক্টোবর ওআইসির সদর দপ্তর জেদ্দায় মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম উপস্থিত ছিলেন। 
সাক্ষাৎকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মন্ত্রী আসন্ন আন্তর্জাতিক নৌসংস্থা (আইএমও)’র কাউন্সিল নির্বাচনে  বাংলাদেশকে পুনর্নির্বাচনের জন্য ওআইসির সহযোগিতা কামনা করেন। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৯০৮
 
জ্বালানিখাতে বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত 
 
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্ববর ):
 
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত উৎ. ঝধববফ ইরহ ঐধলধৎ অষংযবযর আজ সচিবালয়ের অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এ সময় এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ঝধরভ অষ ঋধষধংর  ও ব্যবস্থাপনা পরিচালক ঞধুুবন ধষষ গড়ষষধ উপস্থিত ছিলেন।
 
এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফায়সাল বলেন, ইএনওসি বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগ করতে আগ্রহী। এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির  অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলএনজি ও জেট ফিউয়েল সরবরাহ, রিফাইনারি স্থাপন, এফএসআরইউ ও স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করতে ইচ্ছা প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এসময় বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাত ব্যাবসায়িক সম্পর্ক বাড়াতে আগ্রহী।
 
প্রতিমন্ত্রী বলেন, ভিশন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানিখাতে বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। রা
Todays handout (13).docx Todays handout (13).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon