Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২১

তথ্যবিবরণী ৩১ মার্চ ২০২১

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৬১২

করোনা মোকাবিলায় নতুন প্রায় আড়াই হাজার বেড ও ৪০টি আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে

                                                                                                 -- স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় সরকারিভাবে দ্রুততার সাথে আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় আড়াই হাজার বেড বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে। ৪০ টি নতুন আইসিইউ বেড স্থাপন করা হচ্ছে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হাসপাতালটি কোভিড ডেডিকেটেড করা হচ্ছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ দেশের বেশিরভাগ হাসপাতালে শত শত শয্যা কভিড ডেডিকেটেড করা হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের যা করতে হবে তা হচ্ছে, যে যে স্থান থেকে করোনা সৃষ্টি হচ্ছে সেই সকল স্থানে এখনই জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবাইকে প্রধানমন্ত্রীর ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। সকল পর্যটন কেন্দ্র, হোটেল, যানবাহনসহ অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিয়ে-সাদি, ধর্মীয় অনুষ্ঠান, পিকনিক আয়োজন বন্ধ রাখতে হবে। সকল মানুষকে মাস্ক পড়তে হবে।

          আজ অনলাইন জুম মিটিং এর মাধ্যমে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ এ ক্রমাগত অবনতি, সার্বিক পরিস্থিতি, হাসপাতালের সুযোগ সুবিধা ও শয্যা বৃদ্ধি বিষয়ে বিপিএমসিএ'র সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

          স্বাস্থ্যমন্ত্রী সভায় বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের মালিক, পরিচালক ও চেয়ারম্যানদেরকে কোভিড বেড সংখ্যা কমপক্ষে দেড় থেকে দুই হাজার বৃদ্ধি করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে কোভিড মোকাবিলা করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ এখন বেপরোয়া চলাফেরা করছে। এটিকে থামাতেই হবে। এর পাশাপাশি সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কোভিড মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

          সভায় স্বাস্থ্যমন্ত্রীর নিকট প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন এর পক্ষ থেকে এন্টিবডি টেস্টের অনুমোদন দেবার অনুরোধ জানালে ঢাকার বড় বড় প্রাইভেট মেডিকেলগুলোকে এন্টিবডি টেস্টের অনুমোদন দেবার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

          বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ও বিপিএমসিএ'র উপদেষ্টা ডা. মোঃ এনামুর রহমান, বিপিএমসিএ'র সাধারণ সম্পাদক ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম। এছাড়াও সভায় আরো আলোচনা করেন পপুলার মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন। সভায় গ্রীণ লাইফ মেডিকেল কলেজ, ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান, পরিচালকসহ অন্যান্য সহযোগী বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দও আলোচনায় অংশ নেন।

#

মাইদুল/মাসুম/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২২৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৬১১

কর্মবান্ধব পরিবেশে উন্নতমানের ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করছে

                                                              -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারিতে স্তব্ধ তখনও বাংলাদেশের শিল্প কারখানা সচল রয়েছে। করোনার কারণে ক্ষতি হয়েছে সত্য, তবে আমরা থেমে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা এবং কার্যকর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে আমরা সফলভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। কারখানার সকলেই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে কাজ করছে। আমাদের তৈরি পোশাক কারখানাগুলো বিশ্বমানের। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে শ্রমিকরা কাজ করছে।

          বাণিজ্যমন্ত্রী আজ ঢাকার উত্তর খানে দেশবন্ধু গ্রুপের সাউথইস্ট সোয়েটারস লিমিটেড এবং জিএম অ্যাপারেলস লিমিটেডের কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছি। পাকিস্তান আমাদের সবসম্পদ লুট করে নিয়ে গেছে। আমাদের সকলের প্রচেষ্টায় আজ সকল সূচকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে গেছে।

          উল্লেখ্য, ৩ লাখ ২০ হাজার বর্গফুটের ৭টি ফ্লোরে ৮০০ অটোমেটিক সোয়েটার তৈরির মেশিনে প্রতি বছর ফ্যাক্টরি দুইটিতে  ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যর ৯ মিলিয়ন পিস তৈরি পোশাক উৎপাদন করা সম্ভব হবে।

          দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি মাসুদুর রহমান শাহ, উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, ফ্যক্টরি দুটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান লাকী এবং দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান।

#

বকসী/মাসুম/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২৩০০ঘণ্টা  

 

 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ১৬১০

আইসিটি বিভাগের উদ্যোগে স্টার্টআপদের সিড মানি প্রদান শুরু

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

           দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবন প্রতিষ্ঠায় ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫০টি উদ্যোগকে ১০০ কোটি টাকার তহবিল সহযোগিতা দেয়ার কার্যক্রম শুরু করেছে আইসিটি বিভাগ। এ বিষয়ে আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আইসিটি বিভাগের বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেড ও উদ্যোক্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

          চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

          ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা তুরান, কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাঙে, ইউএস মার্কেট অ্যাকসেসের প্রেসিডেন্ট ক্রিস বেরি, লাইট ক্যাসেলের সিইও বিজন ইসলাম।

          এ সময় চালডাল ডটকম, পাঠাও, সেবা এক্সওয়াই জেড, ইন্টিলিজেন্স মেশিন, এড্যু হাইভ, ঢাকা কাস্ট ও মনের বন্ধু-এ সাতটি স্টার্ট আপের সাথে বাংলাদেশ স্টার্ট আপ কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিড মানি হিসেবে ১৫ কোটি টাকার মূলধন সহযোগিতা দেয়ার মধ্য দিয়ে মুজিববর্ষ উপলক্ষে ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে ধাপে ধাপে মানবসম্পদ উন্নয়ন, ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ, আইসিটি বিষয়কে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি বলেন, বিভিন্ন সময়োপযোগী ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে গত ১২ বছরে দেশের আইসিটি খাত একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। তিনি আরও বলেন প্রতিবছর প্রায় ২০ লক্ষ তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তাদেঁর কর্মসংস্থানে আওয়ামী লীগ সরকার আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

          ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ দেশে একটি জাতীয় উদ্যোক্তা প্লাটফর্ম তৈরি করবে এবং নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে গতি সঞ্চালন করবে। তিনি আরও বলেন, এর ফলে সম্ভাবনাময় কোনো উদ্যোগই আর ঝড়ে পড়বে না ও উদ্যোগ বাস্তবায়নের আর্থিক সঙ্কট ঘুচবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, মানুষের মেধাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি থেকে ফান্ড পেতে কোন জামানত বা পুজির দরকার হবে না। এখানে  বিনিয়োগ পেতে দরকার হবে মেধাসম্পদ। তিনি জুম, নেটফ্লিক্স ও ইউটিউবের মতো ডিজিটাল প্লাটফর্ম তৈরি করতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

          অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উপলক্ষে নেয়া ‘শতবর্ষে শত আশা’ উদ্যোগটি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভিন্নমাত্রা যোগ করে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

#

শহিদুল/মাসুম/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২২৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৬০৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন

                                                           -- সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময়ের অচেনা বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্বের মানুষ অবাক হয়ে দেখছে যে, এক সময়ের হতদরিদ্র বাংলাদেশ কিভাবে এত সমৃদ্ধি অর্জন করেছে।

          মন্ত্রী আজ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা-কর্মচারী সোসাইটি আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের সেবার মান উন্নয়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার  উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু।

          মন্ত্রী বলেন, যে বাংলাদেশ সম্পর্কে বিশ্ব জানতো এদেশের মানুষ বিদেশি সাহায্যের ওপর নির্ভর করে, তারা চেয়ে থাকতো কখন বিদেশি সাহায্য আসবে, আমাদেরকে তাচ্ছিল্য করে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিলো, সেই তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী উপচে পড়া ঝুড়ির দেশে পরিণত করেছেন।

          তিনি আরো বলেন, এই পরাধীন জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সারা বিশ্বে বাঙালি জাতিসত্তার মর্যাদা বৃদ্ধি করে গেছেন। ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিলেন। যে ষড়যন্ত্র তারা করেছিল সে ষড়যন্ত্র বাস্তবায়িত করতে পারেনি।

          মন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্ব নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসার কথা উল্লেখ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, বাংলাদেশ কিভাবে এত অল্প সময়ের মধ্যে উন্নয়নের উচ্চ শিখরে উন্নীত হয়েছে। আজকে বিশ্ব বরেণ্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর অবদানকে বিস্ময়ের সাথে দেখে, এ অপ্রত্যাশিত উন্নয়ন কিভাবে সম্ভব করলেন, তা জানার আগ্রহ দেখাচ্ছে।

#

 

জাকির/মাসুম/রেজুয়ান/রফিকুল/রেজাউল/২০২১/২২২২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১৬০৮

ভূমি অফিসে নাশকতা সৃষ্টিকারীরা জনগণের মূল্যবান দলিলপত্র নষ্ট করেছে

                                                                                                          -- ভূমিমন্ত্রী

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :      

          ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে নাশকতা সৃষ্টিকারীরা রাষ্ট্র ও জনগণের সম্পদ মূল্যবান দলিলপত্র নষ্ট করেছে। রেকর্ডপত্র নষ্ট করে তারা উক্ত ভূমি অফিসের আওতাভুক্ত এলাকার সাধারণ জনগণকে দীর্ঘমেয়াদী হয়রানির ও ক্ষতির সম্মুখীন করেছে।

          মন্ত্রী আজ ঢাকার তেজগাঁওস্থ এফডিসির মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে 'ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা' বিষয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

          ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে। নজরদারি বৃদ্ধি করার জন্য ‘আইপি ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা’ ও দলিলাদির নিরাপত্তায় অগ্নিনিরোধী আলমারি স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, জনভোগান্তি কমাতে দ্রুত ছায়া রেকর্ডপত্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।   

          মন্ত্রী বলেন, ভূমি সেক্টরে এমনভাবে 'সিস্টেমের' টেকসই পরিবর্তন করা হয়েছে যেন দুর্নীতি করার সুযোগই না থাকে। তিনি আরো জানান, পটুয়াখালী ও বরগুনায় দ্রুত বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) শুরু হবে যা ডিসেম্বরের মধ্যে শেষ করে পর্যায়ক্রমে দেশব্যাপী পরিচালনা করা হবে। সরকারি জমি অবৈধ দখলকে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শীগগিরই আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। ভূমি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আলাদা 'ল্যান্ড ক্রাইম অ্যাক্ট' করার বিষয়টিও বিবেচনাধীন আছে বলে ভূমিমন্ত্রী এসময় উল্লেখ করেন।

          বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিতার্কিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী দলের মাঝে ট্রফিসহ সনদপত্র বিতরণ করেন মন্ত্রী।

#

নাহিয়ান/মাসুম/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২২১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ১৬০৭

অক্টোবর-ডিসেম্বর ২০২০ সময়ে ৬৮ দশমিক ৫০ ভাগ বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          অক্টোবর-ডিসেম্বর ২০২০ সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে মোট বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৬৮ দশমিক ৫০ ভাগ। এ সময়ে মোট শিল্প প্রতিষ্ঠান নিবন্ধন ১৪৯টি বৃদ্ধি পেয়েছে।

          বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, অক্টোবর-ডিসেম্বর ২০২০ খ্রি. এই তিন মাসে মোট ৩৬৫টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সকল প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ২ লাখ ৩৫ হাজার ৬৩৮ দশমিক ৭৮১ মিলিয়ন টাকা যা জুলাই-সেপ্টেম্বর ২০২০ খ্রি. সময় অপেক্ষা ৯৫ হাজার ৭৯৪ দশমিক ৭১৯ মিলিয়ন টাকা বেশি। উল্লেখ্য, বিগত জুলাই-সেপ্টেম্বর ২০২০ সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এ নিবন্ধিত মোট ২১৬টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৪৪ মিলিয়ন টাকার অধিক।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবেচ্য তিন মাসে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ৩৩৩টি শিল্প ইউনিটে প্রস্তাবিত অর্থের পরিমাণ ১ লাখ ৭৫ হাজার ১৩৭ দশমিক ২৩০ মিলিয়ন টাকা যা জুলাই-সেপ্টেম্বর ২০২০ সময় অপেক্ষা ৪৮ হাজার ১৪৫ দশমিক ৮৯৯  মিলিয়ন টাকা বেশি। অক্টোবর-ডিসেম্বর ২০২০ সময়ে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান নিবন্ধন ১৩৭টি বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৩৭ দশমিক ৯১ ভাগ।

          একই সময়ে ১১টি শতভাগ বিদেশি ও ২১টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সংবলিত মোট ৩২টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার ৫০১ দশমিক ৫৫১ মিলিয়ন টাকা যা জুলাই-সেপ্টেম্বর ২০২০ সময় অপেক্ষা ৪৭ হাজার ৬৮৪ দশমিক ৮২ মিলিয়ন টাকা বেশি। অক্টোবর-ডিসেম্বর ২০২০ সময়ে যৌথ ও বিদেশি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধন ১২টি বৃদ্ধি পেয়েছে এবং বিদেশি বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৩৭০ দশমিক ৭৩ ভাগ।

          প্রতিবেদনাধীন তিন মাসে স্থানীয় এবং বৈদেশিক সম্মিলিতভাবে বিবিধ শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে, যা  মোট বিনিয়োগের ৪২ দশমিক ৫৮ ভাগ। এছাড়া কেমিক্যাল শিল্পখাতে ৩০ দশমিক ৪১ ভাগ, কৃষিভিত্তিক শিল্পখাতে ১০ দশমিক ০৫ ভাগ, সার্ভিস শিল্পখাতে ৮ দশমিক ৯০ ভাগ এবং ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে ৮ দশমিক শূন্য ৫ ভাগ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। আলোচ্য তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত সর্বমোট ৩৬৫টি শিল্পে মোট ৬২ হাজার ৫৫৬ সংখ্যক জনবলের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

#

ফোরদৌসী/মাসুম/রফিকুল/জয়নুল/২০২১/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৬০৬

উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ

                                                         -- মোস্তাফা জব্বার

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের বর্তমান ধারাবাহিকতা অব্যাহত থাকলে কেবল সমৃদ্ধ বাংলাদেশ নয় বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার জন্য বিটিআরসিসহ সংশ্লিষ্ট সবাইকে আরো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

          মন্ত্রী আজ ঢাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিটিআরসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেন, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র প্রমুখ বক্তৃতা করেন।

          বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, কার্লমার্কস, মাওসেতুং, হোচিমিন কিংবা চেগুয়েভারসহ বিশ্ব বরেণ্য অনেক নেতা যারা বিশেষ গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুর গুণের সমষ্টি ছিল বিরল। বঙ্গবন্ধু আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর সফল নেতৃত্বের গুণে নিজেকে বাঙালির মহাননেতা হিসেবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে একাত্তরে একটি জনযুদ্ধ সৃষ্টি করতে সফল হয়েছিলেন। এদেশের মানুষের কাছে বঙ্গবন্ধুর বাক্য বেদবাক্য হিসেবে মনে হয়েছে। তাঁর নামে যুদ্ধের নয় মাস এদেশের অনেক মায়েরা রোজা রেখেছেন, মসজিদে দোয়া করেছেন, মন্দিরে পূজা করেছেন, গির্জায় প্রার্থনা করেছেন।

          বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী মোস্তাফা জব্বার একাত্তরে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের ভিত্তিতে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে পরাজিত শক্তিকে পুনর্বাসন করা হয়েছে। তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত ২১ বছর এবং পরবর্তীতে ৮ বছরসহ মোট ২৯ বছর দেশকে পাকিস্তান বানানোর প্রচেষ্টা অব্যাহত ছিলো। পঞ্চাশ বছরের মধ্যে বাকি ২১ বছর বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচির ধারাবাহিকতায় হ্যানরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

          সভাপতির বক্তৃতায় শ্যাম সুন্দর সিকদার বিশ্ব মিডিয়ায় বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেন, কোনো কোনো মিডিয়ার মূল্যায়নে বঙ্গবন্ধু মহাত্মা গান্ধী কিংবা মোহাম্মদ আলী জিন্নাহকেও ছাড়িয়ে গেছেন।

          ডাক ও টেলিযোগাযোগ সচিব সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের অর্জন তুলে ধরেন। তিনি বলেন, পঞ্চাশ বছরের বাংলাদেশ এক গৌরবের বাংলাদেশ। উন্নয়নের ধারাবাহিকতা আরো বেগবান করে ভিশন ২০৪১ বাস্তবায়ন ত্বরান্বিত করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

#

শেফায়েত/মাসুম/রেজুয়ান/রফিকুল/রেজাউল/২০২১/২২১৪ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১৬০৫

প্রকল্প বাস্তবায়নে পেশাদার ও আন্তরিক হবার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রকল্প বাস্তবায়নে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের প্রতি মমত্ববোধ থেকে কাজ করলে  প্রকল্প বাস্তবায়ন শুধু দ্রুতই হবে, না ক্রুটিহীনও হবে।

          প্রতিমন্ত্রী আজ অনলাইনে ‘বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের জুলাই ২০২০ থেকে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।

          নসরুল হামিদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তাবায়ন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে স্বল্প অগ্রগতি সম্পন্ন প্রকল্পসমূহর তদারকি বাড়ানো প্রয়োজন। পরিদর্শনের জটিলতার জন্য বিদেশ হতে মালামাল আনতে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত প্রকল্প বাস্তবায়নের স্বার্থে প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে পরিদর্শন করা যেতে পারে।

          বিদ্যুৎ বিভাগ ২০২০-২১ অর্থবছরে ২৪ হাজার ৭৬৮ দশমিক ২২ কোটি টাকা ব্যয়ে মোট ৯৮টি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত আর্থিক অগ্রগতি ৪৬ দশমিক ২৭ ভাগ ও ভৌত অগ্রগতি ৪৩ দশমিক ২১ ভাগ অর্জিত হয়েছে বলে সভায় জানানো হয়।

          বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ অন্যান্য দপ্তর প্রধানগণ সভায় সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

#

আসলাম/মাসুম/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৬০৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৭৫২ জনের ভ্যাকসিন গ্রহণ

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫০ হাজার ৭৫২ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৯ হাজার ১৫৭ জন এবং মহিলা ২১ হাজার ৫৯৫ জন।

          এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন এবং মহিলা ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন।

          উল্লেখ্য, ৩১ মার্চ বিকাল ৫ টা ৩০ মিনিট  পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৬৮ লাখ ২ হাজার ৪৪২ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

#

মিজানুর/মাসুম/রেজুয়ান/রফিকুল/রেজাউল/২০২১/১৯৫২ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১৬০৩

 

নৌপথে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

                          -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে নৌপথে যাত্রীদের চলতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গণপরিবহণে ৫০ ভাগ যাত্রী পরিবহণের সরকারি নির্দেশনা রয়েছে। করোনার সময়ের জন্য লঞ্চের ভাড়া পুনঃনির্ধারণ করা হবে।

          প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও স্টীমারসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী পরিবহণ সেক্টরে মানুষের সেবার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। নতুন নতুন বাস, ট্রেন ও লঞ্চ পরিবহণে যুক্ত হচ্ছে। ভবিষ্যতে এটি আরো বাড়বে। সকলের প্রচেষ্টায় নৌপরিবহণ সেক্টরে সফলতার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে।

          বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর  মো. জালাল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক  উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

          বৈঠকে সিদ্ধান্ত হয় যে, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের প্রণীত গাইডলাইন/স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সদরঘাটসহ অন্যান্য নৌবন্দরে নৌযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে। লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ে এবং নদীর মাঝপথে নৌকাযোগে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিক/চালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের পূর্বে ৩ দিন ও ঈদের পরে ৩ দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরীতে পারাপার বন্ধ রাখতে হবে। রাতের বেলায় সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। আগামী ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত দিনের বেলাও সকল বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে এবং কোনো ক্রমেই লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহণ করা যাবেনা। স্টিমার/লঞ্চ/স্পিডবোট হতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

          এছাড়া, সকল যাত্রীবাহী নৌযানে সদরঘাটে ঈদের আগে পাঁচ দিন মালামাল/মটর সাইকেল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ এবং ঈদের পরে

2021-03-31-23-10-19f08997861a41ca9a8ceb4b8c11ee7e.docx 2021-03-31-23-10-19f08997861a41ca9a8ceb4b8c11ee7e.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon