Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৬

বেসরকারি নিউজ 11/12/2016

বেসরকারি                                          নম্বর : ৩০
মায়াকান্নার আড়ালে জঙ্গি রক্ষার রাজনীতি
                      ---তথ্যমন্ত্রী

ঢাকা, ২৭ অগ্রহায়ণ( ১১ ডিসেম্বর) :

    ‘গণতন্ত্রের জন্য মায়া কান্নার আড়ালে খালেদা জিয়া ও বিএনপি জঙ্গি রক্ষার রাজনীতিই করছে’, বলেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

    মেক্সিকোতে অনুষ্ঠিত একাদশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামে যোগদানশেষে দেশে ফিরে আজ নগরীর শহিদ কর্নেল তাহের মিলনায়তনে জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচারে আইনি কাঠামো গড়ে তোলার রাজনৈতিক প্রস্তাবের ওপর জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জঙ্গি নির্মূল অভিযানের পক্ষে মানুষ একাট্টা, কিন্তু খালেদা জিয়া এখন পর্যন্ত জঙ্গির সঙ্গীত্ব ত্যাগ করেননি।’

    হাসানুল হক ইনু বলেন, ‘শুধু জঙ্গিই নয়, বাংলাদেশের রাজনীতিতে রাজাকার, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসীসহ অপশক্তি টেনে আনা ও হত্যা-খুন-সাম্প্রদায়িকতা-আগুনসন্ত্রাসসহ সব অপকর্মের রাজনীতির হোতা জিয়া-খালেদা-বিএনপি।’ ‘বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হলে জঙ্গি-সঙ্গী খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বর্জন, একঘরে ও বিচারের মুখোমুখি করতে হবে, জঙ্গি উৎপাদন কারখানা চিরতরে বন্ধ করে দিতে হবে’, বলেন ইনু।

    ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন খান, এড. হাবিবুর রহমান শওকত, যুুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মুহির, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা কাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সামছুল ইসলাম সুমন প্রমুখ।
#
আকরাম/আব্বাস/২০১৬/১৮০০ ঘন্টা

 

New Microsoft Office Word Document.docx New Microsoft Office Word Document.docx