Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৯

তথ্যবিবরণী ১১ ডিসেম্বর ২০১৯

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ৪৭০৩

 

চট্টগ্রামে বিজয় স্তম্ভ ও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে

                                     -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

চট্টগ্রাম, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :  

 

          মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চট্টগ্রামে বিজয় স্তম্ভ ও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।

 

          মন্ত্রী  আজ চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত  স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

          মন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ কখনো কোনো দলীয় বা রাজনৈতিক স্লোগান ছিল না। এটা ছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত হওয়ার মন্ত্র। দেশকে হানাদারমুক্ত করার মন্ত্র। তিনি  সকলকে জয় বাংলা স্লোগান ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন এ দু’টো জাতীয় অনুষ্ঠান মিলে আগামী দুই বছর মুক্তিযোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। এ সময়  মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। 

 

          বীর মুক্তিযোদ্ধা এম এ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্যা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আজম খসরু এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

 

#

 

মারুফ/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/২১৫০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ৪৭০২

 

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতা যুদ্ধের আহ্বান

                                                    -- কৃষিমন্ত্রী

 

টাঙ্গাইল, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :  


          কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭১ সালের এই দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ ও পলায়নের মধ্য দিয়ে ৪৮ বছর আগে হানাদার মুক্ত হয়েছিল টাঙ্গাইল। ঐদিন স্বজন হারানোর ব্যথা ভুলে হাজার হাজার উৎফুল্ল জনতা রাস্তায় নেমে আসে।


          আজ টাঙ্গাইল পৌরসভা মাঠে ৬ দিনব্যাপী টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস ও বিজয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।


          মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতা যুদ্ধের আহ্বান, মুক্তিযুদ্ধের চেতনার কথা বাঙালি জাতিয়তাবাদের কথা, অসাম্প্রদায়িক চেতনার কথা।

         
          অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্ববায়ক ও সদর পৌর সভার প্যানেল মেয়র মোঃ জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, তানভির হাসান ছোট মনির ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।

 

#

 

গিয়াস/ফারহানা/রফিকুল/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৪৭০১

বিটিসিএল’র সব স্কুলের প্রাথমিক শাখাকে ডিজিটালাইজ করা হবে

                                           --- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

          ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড-বিটিসিএল’র আওতাধীন সব স্কুলের প্রাথমিক শাখাকে ডিজিটালাইজ করা হবে।

          আজ ঢাকার মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রাথমিক শাখায় ডিজিটাল শ্রেণিকক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, বিটিসিএল’র আওতাধীন সব স্কুল ডিজিটাল করার লক্ষ্যে প্রাথমিক স্কুলগুলোর ক্লাশরুম ডিজিটাল করা হবে এবং ডিজিটাল কনটেন্ট প্রদান করা হবে। অন্যদিকে বিটিসিএল’র সকল স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। মন্ত্রী বলেন বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে ট্যাব দেয়া হবে এবং তাদেরকে প্রোগ্রামিং শেখানো হবে।

          বিটিসিএল আইডিয়াল স্কুলের সভাপতি মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিজয ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই বক্তৃতা করেন।

          উল্লেখ্য, মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রাথমিক শাখায় এগারোটি শ্রেণিকক্ষকে ডিজিটালাইজড করা হয়েছে। মন্ত্রী এ সময় শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

#

আকতারুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৪৭০০                                                                                            

 

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

 

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের উপ-পরিচালক রোশান আরা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

 

          সাক্ষাৎকালে তাঁরা জানান, বাংলাদেশে সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে এবং মন্ত্রীকে এক্ষেত্রে তাঁরা আরো সহায়তা করতে আগ্রহী।

 

          মন্ত্রী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

          এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান-সহ মন্ত্রণালয় ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#

 

হাসান/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ৪৬৯৯

 

এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে

স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে

                                                -- অর্থমন্ত্রী

 

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :  

 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এখন হুমকির সম্মুখীন।  জলবায়ু দূষণে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার যা এর উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তনের কারণে জলোচ্ছ্বাস বেড়েছে। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভূত বহুবিধ প্রভাবকে টেকসইভাবে সমাধানের জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

আজ ঢাকায় শেরে বাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ দফতরে  জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এসক্যাপ) নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাহবানার সাথে সাক্ষাতে মন্ত্রী এসব কথা বলেন।

 

বৈঠকে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে, মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ, বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী মতামত প্রকাশ করেন, এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ট্রান্স এশিয়ান রেললাইন বরাবর ফাইবার অপটিক কেব্‌ল দিয়ে সংযুক্ত করে স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে। এসডিজির উদ্দেশ্য পূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটির মতো লক্ষ্য অর্জনে ইনক্লুসিভ ইন্টারনেট গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই এসক্যাপের সদস্যভুক্ত দেশগুলোকে এশিয়ান-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত করা ফলপ্রসূ হবে।

 

এসক্যাপের নির্বাহী সেক্রেটারি এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে যে কোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে আশস্ত করেছেন এসক্যাপ-এর নির্বাহী সেক্রেটারি। 

 

#

 

গাজী তৌহিদুল/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ৪৬৯৮                                                                                           

 

মানব উন্নয়ন সূচকে দেশ এগিয়ে যাচ্ছে

             --- পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

     পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার সব খাতে ভালো করছে বলেই মানব উন্নয়ন সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের মেগা প্রকল্পের সুফল পাওয়া শুরু হলে এ সূচকে আরো অগ্রগতি হবে।

     মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে ‘হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৯’ প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

     মন্ত্রী বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য-সহ বিভিন্ন খাতে প্রচুর বিনিয়োগ করেছে। জনগণ যার সুফল পাচ্ছে। উন্নয়নশীল দেশে কিছু বৈষম্য থাকে, তবে এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

     উল্লেখ্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে একধাপ এগিয়ে ১৩৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ১৮৯টি দেশ নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। ২০১৮ সালের তথ্যের ভিত্তিতে ২০১৯ সালে এ প্রতিবেদন প্রকাশিত হলো। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩৬তম।

     অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিকল্পনা সচিব মোঃ নুরুল আমিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ড. খলীকুজ্জামান আহমেদ, ড. হোসেন জিল্লুর রহমান ও ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

শাহেদ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ৪৬৯৭

 

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিনিয়োগ বাড়াতে হবে

                                                   --- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

            পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ।

            আজ ঢাকার স্থানীয় এক হোটেলে ইনক্লুসিভ ফাইন্যান্সিং ফর এসডিজি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বিষয়ক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতাকালে মন্ত্রী এ কথা বলেন।

            মন্ত্রী বলেন, অবকাঠামো, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া-সহ শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য দেশে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।

            অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার Bun Chanthy, শ্রীলঙ্কার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী Bandula Gunawardena, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা ড. এ বি আজিজুল ইসলাম, নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. পুষ্প রাজ কাদেল এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশের অধ্যাপক মোঃ আলী তসলিম প্রমুখ।

#

শাহেদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা

Handout                                                                                                                     Number : 4696

 

Deputy Foreign Minister of Belarus calls on Foreign Minister

 

Dhaka, 11 December :

            Deputy Foreign Minister of Belarus Andrei Dapkiunas called on Foreign Minister Dr. A K Abdul Momen at the latter’s office today.

            During this meeting, the two ministers discussed various issues of mutual interests ranging from trade and economic cooperation to Rohingya issues and agreed to strengthen the already existing friendly ties.

            Bangladesh Foreign Minister expressed gratitude towards the people of Belarus for their support during the War of Liberation in 1971 and appreciated the fact that the relations between the two countries were intensifying gradually through a number of initiatives taken by the two governments.  He underscored the need to exchange more trade and investment delegations and invited Belarusian businessmen and entrepreneurs from Belarus to invest in the Export Processing  (EPZs), Special Economic Zones (SEZs) and Hi-Tech Parks (HTP) in Bangladesh.

            When the Belarusian Deputy Minister informed that Belarus would be the Chair of the Eurasian Economic Commission from 1st of January 2020 for a year, Bangladesh Foreign Minister requested his government to play a special role in favour of Bangladesh to get duty-free, quota-free facilities to the Eurasian market.

            Dr. Momen also discussed the Rohingya situation in details and he requested Mr. Dapkiunas to talk to his counterpart of Myanmar and also mentioned that the Belarusian government needs to extend its assistance to ensure safe and dignified repatriation of the forcefully displaced Rohingyas to their homeland Myanmar. Mr. Dapkiunas assured that his government would look into the matter positively. 

#

Tohidul/Mahmud/Rafiqul/Joynul/2019/2010hours

তথ্যবিবরণী                                            নম্বর :  ৪৬৯৫                                                                                    

 

জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলার আহ্বান

 

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

     আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

     ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’  এর বিধি ৩ অনুযায়ী  ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যরে নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে।

     জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে  থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার সামিল।

     মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ পতাকার সঠিক মর্যাদা রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ এ বর্ণিত পদ্ধতি যথাযথভবে অনুসরণ করে সঠিক মাপের মানসম্মত পতাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

#

মারুফ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৪৬৯৪                                                                                         

বিসিএস ২৭তম ব্যাচের সদস্য মোঃ শফিউল্লাহ’র মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

     বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডার) এর ২৭তম ব্যাচের সদস্য মোঃ শফিউল্লাহ আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি --- রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

     জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা। তিনি ছিলেন দেশ ও জনগণের প্রতি নিবেদিত প্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

     মোঃ শফিউল্লাহ গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

#

শিবলী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৬৯৩                                                                                         

পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ের উন্নয়ন করতে হবে

                       --- বীর বাহাদুর উশৈসিং

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

     মানুষের জীবন-জীবিকা ও পানির অন্যতম উৎস পাহাড়। মানুষের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মকা-ে পাহাড়ের ভূমিকা অপরিসীম। পাহাড়কে কেন্দ্র করে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ের উন্নয়ন করতে হবে।

     আজ আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

     মন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ২২ শতাংশ পার্বত্য অঞ্চল। পাহাড় পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছে। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ও পর্বতের গুরুত্ব রয়েছে। পাহাড় থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই,  পাহাড় জীববৈচিত্রঈ রক্ষা করে। যত্রতত্র পাহাড় ও বন উজাড়ের কারণে পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের  বাঁচার প্রয়োজনে পাহাড়কে রক্ষা করতে হবে।

     মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাহাড়ের উন্নয়নের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী বছর পার্বত্য তিন জেলায় মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার মাধ্যমে ২ লাখ গাছের চারা লাগানো হবে।

     সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার আহমেদ, ইউএনডিপির প্রতিনিধি প্রসেনজিত চাকমা প্রমুখ।

#

নাছির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৬৯২

 

ফরেনসিক বিশেষজ্ঞদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য

                                                        --- শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

            শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিচার সম্পাদন করতে ফরেনসিক রিপোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।  সঠিক প্রক্রিয়ায়, স্বল্প সময়ের মধ্যে যথাযথ রিপোর্ট  প্রদান না করতে পারলে ন্যায়বিচার প্রক্রিয়া ব্যাহত হয় ও অপরাধী সনাক্তকরণে সমস্যা হয়। অনেক ক্ষেত্রে নিরাপরাধ ব্যক্তিও শাস্তি পেয়ে যায়। সুতরাং ফরেনসিক বিশেষজ্ঞদের দায়িত্বশীল ভূমিকা পালন অপরিহার্য।

            মন্ত্রী আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে ইন্দো-প্যাসিফিক এসোসিয়েশন অভ্ ল মেডিসিন অ্যাভ সাইন্স (ইনপাল্মস) এর ১৩ তম আন্তর্জাতিক কংগ্রেসের জাস্টিস থ্রু ল, মেডিসিন এন্ড সাইন্স সেশনের   উদ্বোধন  অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তৃতায়  এসব কথা বলেন।

            মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে অপরাধীরাও প্রযুক্তির সাহায্য গ্রহণ করে। তাই ন্যায়বিচারের স্বার্থে  স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ-সহ আইন-শৃঙ্খলা  বাহিনীর  সাথে সমন্বয়  খুবই জরুরি।

            উল্লেখ্য এই কংগ্রেসে বাংলাদেশে-সহ বিভিন্ন দেশের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।

#

খায়ের/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা

Handout                                                                                                                     Number : 4691

Newly joined Japanese Ambassador calls on Foreign Minister

Dhaka, 11 December :

The newly appointed Japanese Ambassador to Bangladesh Naoki ITO made a courtesy call on Foreign Minister Dr. AK Abdul Momen today at the latter's office. This is the first courtesy call of the Ambassador after presenting credentials to President Md. Abdul Hamid. During the meeting, they seized the opportunity to share major bilateral issues.

Foreign Minister Momen thanked Japan government through the newly appointed Ambassador for concluding MoC (Memorandum of Cooperation) on recruiting ‘Specified Skilled Workers’ by Japan from Bangladesh. Foreign Minister also mentioned that Bangladesh is driving for the digital economy by high-tech manufacturing Hi-Tech-Parks in different places in Bangladesh which are now ready for investment with all necessary off-site infrastructures. In this regard, he sought Japanese investment in Bangladesh’s IT sectors.

Foreign Minister requested support of Japan for early repatriation of the forcefully displaced Myanmar nationals to Bangladesh. Japanese Ambassador reiterated commitment of Japanese humanitarian assistance of Rohingyas in Bangladesh and continued support for safe and voluntary repatriation of Rohingyas to Myanmar and their resettlement.

#

Tohidul/Mahmud/Sanjib/Joynul/2019/1850hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ৪৬৯০

 

চিত্রতারকাদের ব্যাডমিন্টনে তথ্যসচিব

সুস্থ জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই

 

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :  

 

          তথ্যসচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক বলেছেন, শারীরিক উদ্যমের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনেও ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। সুস্থ জাতি গঠনে তাই ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।

 

          আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে তারকাদের অংশগ্রহণে 'বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সচিব একথা বলেন। 

 

          আবদুল মালেক বলেন, বাংলাদেশ এ বছর দক্ষিণ এশীয় ক্রীড়ানুষ্ঠান এসএ গেমসে ১৯টি স্বর্ণপদক পেয়ে অনন্য রেকর্ড গড়েছে। এই জয়যাত্রা অব্যাহত রাখতে ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়ানুরাগীদেরও এগিয়ে আসতে হবে। 

 

          সচিব ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিকে অভিনন্দন জানান। এ সময় সদ্যপ্রয়াত ১০বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

 

          শান্তির প্রতীক কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন তথ্যসচিব।

 

          বিএফডিসি'র ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক সমিতির সভাপতি অভিনয় শিল্পী রোজিনা, মাসুম পারভেজ রুবেল,  মনোয়ার হোসেন ডিপজল, আমিন খান এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

         

#

 

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৬৮৯

 

তদবির বাণিজ্য ও দুর্নীতি রোধে লটারির মাধ্যমে বদলি

                                                      --- ভূমিমন্ত্রী

 

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১১ ডিসেম্বর) :

          ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, তদবির বাণিজ্য ও এ সম্পর্কিত দুর্নীতি রোধ করে ভূমি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে লটারির মাধ্যমে পদায়ন ও বদলি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

          আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবস্থাপনা বিভাগ ও সেটেলমেন্ট বিভাগের সার্ভেয়ার ও সমমানের পদ (৩য় শ্রেণি) থেকে কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার (২য় শ্রেণি) পদে ৫৪৮ জন পদোন্নতিপ্রাপ্ত গণকর্মচারীর পদোন্নতি পরবর্তী পদায়ন/বদলি লটারির মাধ্যমে নির্ধারণ করার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা বলেন। এ সময় ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী উপস্থিত ছিলেন।

          উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন নিয়োগ বিধি তৈরি করা হচ্ছে। এ বিধি অনুসারে মাঠ পর্যায়ে বিভিন্ন পদবীর প্রায় ৭ হাজার নতুন ভূমি কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এছাড়া, পিএসসির মাধ্যমে নন-ক্যাডার কানুনগো নিয়োগ করার চিন্তাও করা হচ্ছে। আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কর্মক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীর পোস্টিং হলে সাধারণত আশা করা হয় তিনি কমপক্ষে ৩ বছর সেখানে দায়িত্ব পালন করবেন। সুতরাং, আজকে যারা বদলি হয়েছেন, তাঁদের কর্মজীবনের পরবর্তী বদলি বিধি মোতাবেক হবে।

          ভূমি সচিব বলেন, সবাই নিজ সুবিধা অনুযায়ী বদলি হতে চায়। দেখা যায়, একই জায়গার জন্য অনেকে তদবির করেন। আবার বদলির জন্য অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ লেনদেন করার জন্যও অনেকে উপায় খোঁজেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় বিব্রত বোধ করে। 

          প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রী স্বচ্ছ বাক্স হতে লটারির মাধ্যমে দশজন নতুন পদোন্নতিপ্রাপ্ত গণকর্মচারীর কর্মক্ষেত্রের ঠিকানা তুলে এ বদলি কার্যক্রম উদ্বোধন করেন। এর পর ভূমি সচিব বাকি পদোন্নতিপ্রাপ্ত ব্যক্তির কর্মক্ষেত্রের ঠিকানা স্বচ্ছ বাক্স থেকে লটারির মাধ্যমে তুলে একে একে সবার বদলি ঘোষণা করেন। 

          অতিরিক্ত সচিব (মাঠ-প্রশাসন) প্রদীপ কুমার দাস-সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

#

নাহিয়ান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ৪৬৮৮

 

বাণিজ্যমন্ত্রীর সাথে বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

2019-12-11-22-57-d035e7637e14a7f6b2b245598657f940.docx 2019-12-11-22-57-d035e7637e14a7f6b2b245598657f940.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon