Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী ০২/১১/১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৭


আগামীকাল এসএসসি/ দাখিল (ভোকেশনাল)
৯ম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষা বিকাল ২টায় শুরু

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
    আগামীকাল (৩ নভেম্বর, মঙ্গলবার) সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৯ম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষাটি অনিবার্য কারণে সকাল ১০টার পরিবর্তে একইদিন বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। 
    পরীক্ষা সংক্রান্ত অপরাপর সময়সূচি অপরিবর্তিত থাকবে। 
#

সাইফুল্লাহ/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৬


জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে ক্রীড়াচর্চাও প্রয়োজন
                            -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

খুলনা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে শিক্ষার পাশাপাশি  ক্রীড়াচর্চাও প্রয়োজন। সকল ব্যক্তির জীবনের লক্ষ্য হবে প্রকৃত মানুষ হওয়া। 
    প্রতিমন্ত্রী আজ খুলনার খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়তে হবে। বর্তমান সরকার খেলাধুলার দিকে নজর দেওয়ার ফলে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে। তিনি আরো বলেন, মেয়েরাও আজ কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা আজ দেশ বিদেশে সুনাম অর্জন করছে। ছাত্র ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
খুলনা প্রথামিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক এ কে এম গোলাম মোস্তফার  সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জমান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্তুজা রশিদী দারা উপস্থিত ছিলেন ।
পরে প্রতিমন্ত্রী ফাইনাল খেলায় বিজয়ী দল এবং রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
    এছাড়া, প্রতিমন্ত্রী ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং ডুমুরিয়া শাহাপুর মাধ্যমিক বিদ্যালয় ও মধুগ্রাম আলিয়া মাদ্রাসার জেএসসি ও জেডিসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
#
সুলতানা/আফরাজ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩১৯৫

থাই বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে তোফায়েল
বাণিজ্য ঘাটতি কমাতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধার আওতা বৃদ্ধির আহ্বান 

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) : 

    বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন তৈরিপোশাক, পাটজাত পণ্য, ঔষধ এবং ফার্নিচারসহ বিভিন্ন পণ্য তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন বাংলাদেশের পণ্য রপ্তানি হচ্ছে, চাহিদাও দিন দিন বাড়ছে। থাইল্যান্ডের বাজারেও এসকল পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা আরো সম্প্রসারিত করা প্রয়োজন। বাংলাদেশের তৈরিপণ্য থাইল্যান্ডে রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা আরো বৃদ্ধি করতে তিনি থাইল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান।

    থাইল্যান্ডে সফররত বাণিজ্যমন্ত্রী আজ ব্যাংককে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ণ (অঢ়রৎধফর ঞধহঃৎধঢ়ড়ৎহ)-এর সাথে মতবিনিময়কালে একথা বলেন।

    মন্ত্রী বলেন, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরিপণ্য পরিচিত করতে “সিঙ্গেল কান্ট্রি ফেয়ার” করার বিষয়ে বর্তমান সরকার আগ্রহী। এবিষয়ে থাইল্যান্ড সরকারের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ রপ্তানিপণ্যের সংখ্যা বৃদ্ধি ও রপ্তানিবাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের বর্তমান রপ্তানি প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

    বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের  মধ্যে বিদ্যমান বাণিজ্যিক জটিলতাগুলো চিহ্নিত করে জরুরিভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য জয়েন্ট ট্রেড কমিশনকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ডে তৈরিপোশাক, মাছ, ঔষধ, পাটজাত পণ্য, বিশেষায়িত বস্ত্র, রাবার, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতিসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে।

    জাতিসংঘের ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক (এসকাপ) এর এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সে যোগদান করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যাংককে অবস্থান করছেন। তিনি আগামীকাল অনুষ্ঠেয় মিনিস্ট্রিয়াল প্লেনারি সেশনে “দি নিউ রিজিওনাল ইকোনমিক অর্ডার” শীর্ষক অধিবেশনে প্যানেল আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি, বিনিয়োগের সুযোগ-সুবিধা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন।

#

বকসী/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯৪

বড়াল নদীর বাঁধ অপসারণ করে সেতু নির্মাণ করা হবে

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
বড়াল নদীর পানি প্রবাহ বৃদ্ধি ও অব্যাহত রাখার লক্ষ্যে নদীতে বিদ্যমান বাঁধগুলো অপসারণ করে প্রয়োজনীয় স্থানে বড় ধরণের সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণের ক্ষেত্রে সেতুর উচ্চতা নির্ধারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিতে হবে। 
আজ ঢাকায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়াল নদীতে বিদ্যমান বাঁধসমূহ অপসারণ করে নদীতে পানি প্রবাহ বৃদ্ধি সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। 
এ সময় অন্যান্যের মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। 
সভায় সিদ্ধান্ত হয় যে, পাবনার চাটমোহর উপজেলায় রামনগর ঘাটে বড়াল নদীর উপর জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধ অপসারণ করে ব্রিজ নির্মাণ করা হবে। 
সভায় সিদ্ধান্ত হয় যে, নন্দকুজা-বড়াল সংযোগ খনন, প্রশস্তকরণ ও খালের উপর স্থাপিত দোহার পাড়া স্লুইচগেট অপসারণ করা হবে। খালের উপর যে ছোট ছোট স্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলোর পরিবর্তে খালের সঙ্গে সংগতি রেখে ভালো স্ট্রাকচার নির্মাণ করা হবে। এছাড়া বাগাতিপাড়া স্লুইচগেটে পানিপ্রবাহ বাড়াতে আরো ৫টি ভেল্ট নির্মাণ বা বর্তমান স্লুইচগেট অপসারণ করে ব্রিজ নির্মাণ করা হবে। 
সভায় সিদ্ধান্ত হয় যে, নাটোরের মরা বড়াল নদীতে জেলা প্রশাসনের দেওয়া সকল বন্দোবস্ত পর্যায়ক্রমে বাতিল করা হবে। রাজশাহীর চারঘাটে বড়াল নদীর উপর স্লুইচগেটের সকল গেট শতভাগ খোলা রাখা এবং সারা বছর অপারেশনাল রাখা নিশ্চিত করতে হবে। এছাড়া চারঘাটের পদ্মানদীতে বড়াল নদীর উৎসমুখের চর অপসারণ, পদ্মা থেকে বড়াল নদীর মুখ পর্যন্ত ড্রেজিং এবং বড়াল নদীর চারঘাট স্লুইচগেট পর্যন্ত খনন করা হবে। 
    সভায় আরো সিদ্ধান্ত হয় যে, নাটোরের বাগাতিপাড়ায় স্লুইচগেটের পাশে একটি ইকোপার্ক এবং চাটমোহরে বড়াল নদীর উভয় তীরে ওয়াকওয়ে ও বনায়ন করে সৌন্দর্য বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। 
#
জাহাঙ্গীর/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা

Handout                                                                                                              Number : 3193

 PM congratulates her Turkish counterpart

on the victory of general election

Dhaka, November 2 :

            Prime Minister Sheikh Hasina has congratulated the Prime minister of Turkey
Dr. Ahmet Davutoglu on the victory of general election in Turkey.

 

The full text of her message is as follows : 

Ò Excellency,

Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu.

            I am immensely delighted to know that Justice and Development Party (AKP) won the general election held in the Republic of Turkey on 1 November 2015 with outright majority under your able leadership. It is a testimony of the trust and confidence reposed on you and your party by the people of Turkey.

            The people of Bangladesh join me in congratulating you and through you the leadership and members of the AKP as well as the people of Turkey on this joyous moment. We sincerely wish and pray that the Turkish government under your dynamic and visionary leadership would be able to materialize the aspirations of the people of the Republic.

            The excellent fraternal relationship between Bangladesh and Turkey dates back to centuries which is based on common history, culture, faith and values. We reiterate our commitment to continue our cooperation with the new Turkish government under your wise stewardship to take our relationship to a new height for mutual benefit of our peoples in the days to come. Bangladesh would remain ready to extend all possible support to its Turkish brothers and sisters in their national quest for development and prosperity. The people and the Government of Bangladesh would be happy to see today's modern Turkey by their side in their march towards the vision of becoming a middle-income Bangladesh by 2021 and a developed country by 2041.

            I wish you good health and happiness and continued peace, progress and prosperity of the brotherly people of the Republic of Turkey.Ó

#

Afraz/Mizan/Mosharaf/Zoynul/2015/1920 hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯১


আগামীকাল জেএসসি ও জেডিসি পরীক্ষা বিকাল ২টায় শুরু

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
    সকল শিক্ষা বোর্ডের অধীন আগামীকাল (৩ নভেম্বর, মঙ্গলবার) সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় জেএসসি’র ইংরেজি ১ম পত্র এবং জেডিসি’র বাংলা ১ম পত্রের পরীক্ষা অনিবার্য কারণবশত একইদিন বিকাল ২টা থেকে অনুষ্ঠিত হবে।
#

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩১৯২


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
৩ নভেম্বর থেকে এক মাস কাঁচাপাট রপ্তানি বন্ধ

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :
    পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে 
৩ নভেম্বর থেকে একমাস সকল প্রকার কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকবে।
    গতকাল জারি করা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
#

সাইফুল্লাহ/সৈকত/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৫০ঘণ্টা

Handout                                                                                                                    Number : 3190

Mizanur Rahman next Bangladesh High Commissioner to Canda

Dhaka, 2 November :

The Government has decided to appoint Mizanur Rahman as the next Bangladesh High Commissioner to Canada. He will be replacing High Commissioner Kamrul Ahsan.

            Mizanur Rahman, a career diplomat, belongs to the 1985 batch of BCS (Foreign Affairs) cadre. Currently he is serving as the Secretary (Bilateral & Consular Affairs) in the Ministry. Rahman already had his ambassadorial appointments in Egypt and the Netherlands. Besides those assignments, he served in Bangladesh Missions in Colombo, Moscow and Manchester in different capacities.

            Mizanur Rahman obtained his M.Sc in Physics from the University of Dhaka. He is married and blessed with two children.

#

Kamruzzaman/Alam/Khadiza/Shukla/Asma/2015/1530 hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৮৯

আজ থেকে রমনা বটমূলে যুবমেলা শুরু

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :  

জাতীয় যুবদিবস উদ্যাপনের অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সপ্তাহব্যাপী যুবমেলা আজ থেকে ঢাকার রমনা বটমূলে শুরু হয়েছে।
 যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার আজ যুবমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।
এবারের যুবমেলায় যুবপ্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী, যুব ও যুবসংগঠকদের অংশগ্রহণে ৫৪টি স্টল রয়েছে। স্টলসমূহে যুবদের উৎপাদিত পণ্য হস্তশিল্প, কারুশিল্প, ব্লক, বাটিক, বেভারেজ ও গার্মেন্টসসামগ্রী স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সাথে তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে কথা বলেন।
#
শফিকুল/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 
 

বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৮৮
জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) : 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “মানবতা ও গণতন্ত্রের ইতিহাসে ৩ নভেম্বর একটি কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তাঁর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকা- পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
    কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চারনেতার হত্যাকা- ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। 
    পঁচাত্তরের সেই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতারা পরবর্তী ২১ বছর দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে। শাসকগোষ্ঠী কখনও সামরিক লেবাসে, কখনও গণতন্ত্রের মুখোশ পরে অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা ধরে রাখে। আত্মস্বীকৃত খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারী করে। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার বদলে পুরস্কৃত করে। খুনিদের রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টা করে।
    আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকারপরিচালনার দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা হত্যাকারীদের বিচারের আওতায় আনে। ইতোমধ্যে সপরিবারে জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। জাতীয় চারনেতা হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচারের রায় কার্যকর হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারকাজ চলছে। আমরা গণতন্ত্র ও আইনের শাসনকে সমুন্নত রেখেছি। কোন ষড়যন্ত্র¦ই আমাদের সত্য ও ন্যায়প্রতিষ্ঠা থেকে বিচ্যুত করতে পারবে না।  
                                                                                                                                                                                                        চলমান পাতা/২    
-০২-

    আমরা ২০০৯-২০১৩ মেয়াদে দেশকে দৃঢ় অর্থনৈতিকভিত্তির ওপর দাঁড় করিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা ও সংবিধানকে সমুন্নত রাখতে দেশের জনগণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পুনরায় আমাদের বিজয়ী করে। নির্বাচনি ইশতাহার অনুযায়ী গত প্রায় ৭ বছরে আমরা দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। ইতোমধ্যে আমরা নি¤œ-মধ্যমআয়ের দেশে উন্নীত হয়েছি। আমাদের লক্ষ্য, ২০২১ সালের আগেই বাংলাদেশকে উচ্চ-মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা।    
    দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনও হীনচক্রান্তে লিপ্ত রয়েছে। এই অপশক্তি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মীদের তারা হত্যা করেছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল চক্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই সংঘবদ্ধ অপশক্তির দেশবিরোধী ও দেশের উন্নয়নবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে আমি সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
    আমি বিশ্বাস করি, দেশবাসী মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও আইনের শাসন ও উন্নয়নকে সমুন্নত রাখবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করব।
    আমি জাতীয় চারনেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১৮৭ 

জেলহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জেলহত্যা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “৩ নভেম্বর জেলহত্যা দিবস। আমাদের জাতীয় জীবনে জেলহত্যা দিবস এক শোকাবহ দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে; যাঁদের বন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে নির্মমভাবে শাহাদতবরণ করতে হয়। 
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহান স্থপতি। তিনি বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবিরাম সংগ্রাম ও আন্দোলন করে গেছেন। এই অবিসংবাদিত নেতা জেল-জুলুম উপেক্ষা করে ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দেন। জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় চারনেতা। বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দি থাকা অবস্থায় তাঁর অবর্তমানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধচলাকালীন মুজিবনগর সরকারগঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকা- ও মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা, শরণার্থীদের তদারকিসহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে জাতীয় চারনেতা অসামান্য অবদান রাখেন। জাতি তাঁদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। 
    একথা অনস্বীকার্য যে, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি কারাবন্দি অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতাকে নির্মমভাবে হত্যা করে। আমাদের জাতীয় ইতিহাসে জেলহত্যা দিবস এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ঘাতকচক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। কিন্তু ঘাতকচক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর আদর্শ চিরজাগরূক থাকবে। শোককে শক্তিতে পরিণত করে সমৃদ্ধ বাংলাদেশ গঠন তথা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখি, এটাই হোক জেলহত্যা দিবসে আমাদের সকলের অঙ্গীকার। 
    আমি জেলহত্যা দিবসে জাতীয় চারনেতার আত্মার মাগফিরাত কামনা করি। 
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩০০ ঘণ্টা 

            

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon