Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী - 08.04.2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪২৮
 
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
 
আজ বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, সংসদ সদস্য অসীম কুমার উকিল, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী ও অ্যারোমা দত্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দপ্তর প্রধান, সাংবাদিক, শিল্পী, কবি, সাহিত্যিক ও গবেষকগণ। 
সভার শুরুতে প্রধান সমন্বয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। এর পর আগামী ১৭ মার্চ ২০২০ হতে ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করার লক্ষ্যে সভায় কমিটির সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন। পর্যায়ক্রমে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়; বিশেষ করে এই বিশাল কর্মকা-ের জন্য ওয়েবসাইট প্রস্তুত, লোগো তৈরি ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। 
সভায় বিস্তারিত আলোচনাক্রমে জাতির পিতার জন্মশতবার্ষিকী সুষ্ঠুভাবে উদ্যাপন করার লক্ষ্যে বিষয়ভিত্তিক কয়েকটি উপকমিটি গঠন করা হয়। সেগুলো হলো সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা আয়োজন উপকমিটি; আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটি; সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটি; প্রকাশনা ও সাহিত্য উপকমিটি; আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটি; ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন উপকমিটি; মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি এবং চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি। 
উপকমিটিসমূহকে যথাশীঘ্র তাদের নিজ নিজ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট নির্ধারণের জন্য অনুরোধ করা হয়। 
উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষ্যে গত ১৪ ফেব্রুয়ারি সরকার দুইটি কমিটি গঠন করেছে: (১) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি’ এবং (২) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লিখিত জাতীয় কমিটির সভাপতি। তাঁর  সভাপতিত্বে ইতিমধ্যে গত ২০ মার্চ জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় স্থাপিত হয়েছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১৪৩ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪২৭
সরকারি হাসপাতালে রোগীদেরকে সম্মানের সাথে চিকিৎসা সেবা দিতে হবে
                                                                --- স্বাস্থ্যমন্ত্রী 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদেরকে সম্মানের সাথে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রোগীদের শুধু চিকিৎসা সেবা দিলে হবে না অত্যন্ত সম্মানের সঙ্গে চিকিৎসা দিতে হবে। রোগীদের নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দিতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্মেলন কক্ষে ৩৭ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সংবর্ধনা ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন। 
স¦াস্থ্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ'র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সদ্য যোগদানকারী চিকিৎসকদের স¦াগত জানান। ৩৭ তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারের নিয়োগপ্রাপ্ত ৩০৬ জন সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন আজ যোগদান করেছেন।
জাহিদ মালেক বলেন, ‘চিকিৎসা সেবা দেওয়ার আগে মানুষের মনের অবস্থা জানতে হবে। এটা আপনাদের জন্য প্রতিদান দেয়ার সবচেয়ে বড় সুযোগ। যাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা পড়াশোনা করেছেন তাদেরকে সেবা দানের মাধ্যমে প্রতিদান দেয়ার সুযোগ। নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি চাকুরি করবেন, কর্মস্থলে থাকতে হবে। কমপক্ষে দুই বছর গ্রামে থেকে মানুষের সেবা দিবেন। এর আগে কেউ কোন বদলির তদবির নিয়ে আসবেন না।’ 
এদিকে স্বাস্থ্যমন্ত্রী পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। 
এ সময়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ে নুসরাতের খোঁজখবর রাখছেন। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪২৬
মুন্সিগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযান
৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 
 
মুন্সিগঞ্জ, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জ  নদী বন্দরের আওতাধীন মুন্সিগঞ্জের মীরকাদিমঘাট থেকে কাঠপট্টি গুদারাঘাট এলাকায় পাঁচটি পাকা ভবন, চারটি সেমি পাকা ভবন, আটটি পাকা ওয়াল, ছয়টি পাকা ভিটি, ২৫টি টিনের ঘরসহ মোট ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এছাড়া সাত লাখ ৪৪ হাজার টাকার মালামাল নিলাম এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে।
নদী  তীরের উচ্ছেদ অভিযান  চলমান থাকবে।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                        নম্বর : ১৪২৫
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা
                                    ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরো কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন। 
 
আজ ঢাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে বের হয়ে বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। এর পেছনে মেধাবী ও কর্মস্পৃহা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আগামী দিনেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরো বেশি মেধাবী  ও কর্মনিষ্ঠ কর্মকর্তা নিয়োগ প্রদান করতে হবে। তিনি বলেন, সারাবিশ্ব যখন জঙ্গিবাদ মোকাবিলায় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তখন বাংলাদেশ সফলভাবে জঙ্গিবাদ মোকাবিলা করে দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখেছে। জঙ্গিবাদ মোকাবিলাসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে । 
 
এসময় প্রতিমন্ত্রী সারাদেশ হতে  দক্ষ ও মেধাবী কর্মকর্তা বাছাইয়ে পিএসসি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পিএসসি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মেধাবী ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয় । ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এ সুনামের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন । 
 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত ও ড. আব্দুল জব্বার খাঁন বক্তৃতা করেন। স¦াগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ওএন সিদ্দিকা খানম। 
#
 
শিবলী/মাহমুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৯২৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪২৪
ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মানবতার সেবায় আত্মদান করে সোহেল রানা সকলের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন।
#
 
পাশা/মাহমুদ/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪২৩
দেশে সর্বাধুনিক প্রযুক্তির মেডিকেল ডিভাইস ও ঔষধ শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক

ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির মেডিকেল ডিভাইস ও ঔষধ শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। এখানে ইনসুলিন ও ভ্যাকসিন প্রস্তুতের প্ল্যান্ট নির্মাণের ক্ষেত্রও খতিয়ে দেখছে তারা। পাশাপাশি এ দেশ থেকে চিকিৎসক ও নার্সদের তুরস্কে প্রশিক্ষণের সুযোগ তৈরিতেও আগ্রহী সে দেশ। 
আজ সচিবালয়ে তুরস্কের স্বাস্থ্য উপমন্ত্রী ডা. এমিনে আল্্প মেশে (উৎ. ঊসরহব অষঢ় গবংব) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সাথে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানান।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করে তুরস্কের উপমন্ত্রী বলেন, দুই দেশের স্বাস্থ্যখাতের সহযোগিতামূলক সম্পর্ক আরো সম্প্রসারিত করতে পারলে উভয় দেশই উপকৃত হতো। স্বাস্থ্যখাতে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে এখন বিভিন্ন দেশে ঔষধ রপ্তানি হচ্ছে। এখানে তুরস্ক যদি ডিভাইস শিল্প গড়ে তোলে তবে বাংলাদেশের জনগণ উপকৃত হবে।
স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপমন্ত্রীর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, এ দেশে ইতিমধ্যে তুরস্কের সহায়তায় ১০টি কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়েছে। আরো ১০টি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তুরস্কের অর্থায়নে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে একটি ক্যান্সার চিকিৎসা ইউনিট চালু হয়েছে। তিনি বাংলাদেশে অত্যাধুনিক মানের একটি হাসপাতাল নির্মাণে সহায়তা করার জন্য তুরস্কের স্বাস্থ্য উপমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশের ঔষধ শিল্প ও ডিভাইস তৈরির উদ্যোগকে সর্বোচ্চ সহযোগিতার আশ^াস জানিয়ে বলেন, বাংলাদেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতার উন্নয়নে তুরস্ক সহযোগিতা করতে পারে। পাশাপাশি এখানে স্বাস্থ্য পর্যটন শিল্পের বিকাশেও তুরস্কের সহায়তা চাইলেন জাহিদ মালেক।
এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. মোস্তাফিজুর রহমান, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক (উবাৎরস ঙুঃঁৎশ)-সহ মন্ত্রণালয় ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/ফারহানা/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪২২
জয়নাল আবেদীনকে প্রধান তথ্য অফিসার পদে নিয়োগ 
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
প্রধান তথ্য অফিসারের দায়িত্ব পেলেন মোঃ জয়নাল আবেদীন। তিনি বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্ব পালন করছিলেন। 
আজ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। কর্মজীবনে তিনি তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, জাতীয় সংসদের পরিচালক (গনসংযোগ)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 
#
 
রুজিনা/মাহমুদ/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪২১ 
 
ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক 
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
আজ এক  শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেয়ার ক্ষেত্রে সোহেল রানা একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আটকে পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ফায়ারম্যান সোহেল রানা। আহত অবস্থায় সোহেল রানাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ৫ এপ্রিল শুক্রবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল রোববার রাতে তার মৃত্যু হয়। সোহেল রানা কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান ছিলেন । 
   #
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/সেলিনা/শামীম/২০১৯/১৫৪৭ ঘণ্টা    
                                                                                                                  
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৪২০
 
দারিদ্র্যমোচনের মাধ্যমে এসডিজি অর্জন সহজ হয়
                                          - স্পিকার
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রিসোর্স মবিলাইজেশন এসডিজি অর্জনের প্রধান হাতিয়ার। পার্লামেন্টকে অবশ্যই রিসোর্স মবিলাইজেশন ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদক ও উদ্যোক্তাগণ সর্বাধিকভাবে উপকৃত হবেন।
৭ এপ্রিল কাতারের দোহায় শেরাটন কনভেনশন সেন্টারের সালওয়া ২ এ ১৪০তম আইপিইউ এর ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ, ঋরহধহপব ধহফ ঞৎধফব স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ‘এসডিজি অর্জনে অবাধ ও সুষ্ঠু ব্যবসা এবং বিনিয়োগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনোভেশন, ফেয়ার ট্রেড পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে নারী ব্যবসায়ীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা গুরুত্বপূর্ণ। ডিমান্ড সাপ্লাই চেইন, রিপ্রোডাকশন ও ফেয়ার ট্রেড প্রিন্সিপালকে ঢেলে সাজাতে হবে। এর মাধ্যমে এসডিজি অর্জন সহজ হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইনোভেটিভ ফিন্যান্সিং এর ক্ষেত্রে সঠিক বাণিজ্যনীতি ও নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসা বাণিজ্যের প্রসার করে বৈষম্য হ্রাস এবং দারিদ্র্যমোচনের মাধ্যমে এসডিজি অর্জনকে সহজতর হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হুইপ মাহবুব আরা বেগম গিনি অনুষ্ঠানে অংশ নেন।
   #
তারিক/অনসূয়া/নাছির/জসীম/সেলিনা/শামীম/২০১৯/১৫৩৮ ঘণ্টা    
                                                                                                                  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪১৯ 
 
বাংলাদেশের বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের আগ্রহ প্রকাশ
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
কোরিয়ার কোম্পানিসমূহ বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত হু কং-ইল। 
৭ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান স্যামসাং, এস কে ও হুন্দাই বাংলাদেশে ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এ উদ্দেশ্যে কোরিয়ান প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদল বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির স্যাম্পল নিয়ে বাংলাদেশে আসবেন এবং ব্যবসা সংক্রান্ত অন্যান্য বিষয়েও আলোচনা করবেন। এক্ষেত্রে বিডা’র সহায়তা কামনা করেন তিনি। 
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম কোরিয়ান প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে স্বাগত জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি বাংলাদেশে একটি কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের প্রস্তাব দেন। কোরিয়ান অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ এক হাজার একর জমি সরবরাহ করতে প্রস্তুত বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।  
কোরিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের জন্য নিয়ামক বিভিন্ন ক্ষেত্র সড়ক যোগাযোগ ও পরিবহণ, বিদ্যুৎ, জ্বালানি প্রভৃতি খাতের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশের আশাবাদ ব্যক্ত করেন।
 
#
শহীদুল/অনসূয়া/রবি/সেলিনা/শামীম/২০১৯/১৫১৫ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৪১৮ 
 
স্পিকারের সাথে কাজাখস্তান মজলিস অভ্ পার্লামেন্টের চেয়ারম্যানের সাক্ষাৎ
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ৭ এপ্রিল কাতারের দোহায় একটি হোটেলে কাজাখস্তান মজলিস অভ্ পার্লামেন্টের চেয়ারম্যান ঘঁৎষধহ ঘরমসধঃঁষরহ  সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সাথে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ক আরো সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ বিশ্বে নারী ক্ষমতায়নের রোল মডেল। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা, বিরোধীদলের উপনেতাও একজন নারী। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির কাজাখস্তান সফর ছিল তাৎপর্যপূর্ণ। পারস্পরিক সফর বিনিময় দুদেশের সম্পর্ককে আরো জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার বলেন, মাদার অভ্ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুলসংখ্যক মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে এদেশে মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। ইতোমধ্যে ২ বছর পার হয়ে গেলেও রোহিঙ্গাদের শান্তিপূর্ণ স্থায়ী প্রত্যাবর্তন সম্ভব হয়নি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও মিয়ানমারের আন্তরিকতার অভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি।
রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজাখস্তানের ভূমিকা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি ও রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক চাপ তৈরির মাধ্যমে এ সমস্যা সমাধান করতে কাজাখস্তানের প্রতি তিনি আহ্বান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় কাজাখস্তান মজলিস অব পার্লামেন্টের চেয়ারম্যান তাকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তাঁর দেশ বাণিজ্য প্রসারে বাংলাদেশে বিনিয়োগ করবেন মর্মে স্পিকারকে আশ্বস্ত করেন। আগামী সেপ্টেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ইউরোপ-এশিয়া (ইউরোশিয়া) ইন্টার পার্লামেন্টারি সম্মেলনে অংশগ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ এসময় উপস্থিত ছিলেন।
#
তারিক/অনসূয়া/নাছির/রবি/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪০৮ ঘণ্টা    
তথ্যবিবরণী         নম্বর : ১৪১৭ 
স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
 
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) :
‘পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১১ এপ্রিল ২০১৯ দেশব্যাপী ‘বিশ্ব পানি দিবস-২০১৯’ উদ্যাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ এপ্রিল সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘বিশ্ব পানি দিবস ২০১৯’ এর কর্মসূচি উদ্বোধন করবেন।
 
সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় নি¤েœর স্লোগানটি স্ক্রল আকারে প্রচার করার জন্য অনুরোধ করা হলো।
 
মূল বার্তা:                                                                      
‘শেখ হাসিনার অঙ্গীকার, নদীর পানি হোক সবার।’
 
#
অনসূয়া/শামীম/২০১৯/১০৪১ ঘণ্টা
Todays handout (11).docx Todays handout (11).docx