Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী ৬ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৭৬

আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই
                                                              -- আইনমন্ত্রী

নরসিংদী, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর): 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করার কোনো ক্ষমতা নাই। তিনি বলেন, ‘রুলস অব বিজনেস, অ্যালোকেশন অব বিজনেস ও সংবিধান যদি দেখা হয় তাহলে দেখা যাবে আইন মন্ত্রণালয় কোন সচিবালয় প্রতিষ্ঠার কার্যক্রম করে দিতে পারে না।’ 

“বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি বলার পরও আইন মন্ত্রণালয় তাতে গা করছে না’’ আজ কয়েকটি দৈনিক প্রত্রিকায় এমন খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে তিনি নরসিংদী জেলা জজ আদালতের বর্ধিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। 

তিনি বলেন, ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন সে সংবিধানে পরিষ্কার করে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। এই সংবিধানে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বাধীনতাকে সম্মান করেন এবং সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য তিনি বদ্ধ পরিকর। বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা আছে এবং তা থাকবে। 

অনুষ্ঠানে জঙ্গিবাদ দমনে সকলকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং নরসিংদী জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

এর আগে মন্ত্রী আদালত ভবনের বর্ধিত ভবন উদ্বোধন করেন। 

#

রেজাউল/মাহমুদ/নবী/সেলিম/২০১৬/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৮৭৫

শ্রমিক কল্যাণ তহবিলে সিনজেনটার ৩৫ লাখ টাকা প্রদান

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর):

    প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত শ্রমিক কল্যাণ তহবিলে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড গত অর্থবছরের লভ্যাংশ থেকে ৩৫ লাখ ১৪ হাজার টাকা প্রদান করেছে।

    
    আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

    মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য সরকার শ্রম আইনের আলোকে শ্রমিক কল্যাণ তহবিল গঠন করে। এ পর্যন্ত ৭২টি কোম্পানি এ তহবিলে ১৭৫ কোটি টাকা প্রদান করেছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণের বিষয়টি মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব এবং চিকিৎসা সহায়তা প্রদানের সাথে শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তার প্রতি জোর দেয়া হয়েছে। তিনি বলেন, গত দু’বছরে এসএসসি এবং সমমান পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ পেয়েছে এ মাসেই আনুষ্ঠানিকভাবে তাদের এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হবে। ইতোমধ্যে কয়েকশ’ আবেদন পাওয়া গেছে। এছাড়া, শ্রমিকের সন্তান যারা সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তাদেরকে সর্বোচ্চ তিন লাখ পর্যন্ত অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

    চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, যুগ্মসচিব ম আ কাসেম মাসুদ এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

#

আকতারুল/মাহমুদ/নবী/রফিকুল/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭৪

তৈরি পোশাক শিল্পে দক্ষ কর্মী তৈরিতে আরো প্রশিক্ষণ প্রয়োজন
                                                    -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর):
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যবস্থার মধ্যম পর্যায়ে দক্ষ কর্মী তৈরিতে আরো বেশি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে কেয়ার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
        প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের উৎপাদন ব্যবস্থায় মধ্যম পর্যায়ে বিশেষ করে ব্যবস্থাপনা, টেকনিক্যাল এক্সপার্ট এবং কনসালটেনসিতে প্রতিবছর প্রায় পৌনে পাঁচ কোটি ডলার দেশের বাইরে চলে যায়। মধ্যম পর্যায়ে দেশে দক্ষ জনবল তৈরি করতে পারলে এ অর্থের সাশ্রয় হবে এবং তৈরি পোশাক শিল্প আরো এগিয়ে যাবে।
তিনি জানান, সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় তৈরি পোশাক শিল্পে দক্ষ কর্মী তৈরিতে ঢাকা, চট্টগ্রাম ও ইশ্বরদী ইপিজেড-এ তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। তিনটি ইপিজেডে আগামী তিন বছরে প্রায় এগার হাজার নারী কর্মীকে প্রশিক্ষণ দেয়া হবে।
     এছাড়া, শ্রমিকদের পেশাগত অসুখের চিকিৎসায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দু’টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ করা হয়েছে।
    কেয়ার বাংলাদেশের ওয়ার্ক ফোর্স এনগেজমেন্টের টিম লিডার সনিয়া আফরিনের পরিচালনায় সেমিনারে কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঔধসরব ঞধৎুর এবং ওয়ার্ল্ড মার্ট এর সোর্সিং ডিরেক্টর মনিশ আসরানি বক্তৃতা করেন।
#

আকতারুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৮৭৩

একনেকে অনুমোদন পেলো ‘আইডিয়া’ প্রকল্প

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর) :
    তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, সম্ভাবনাময় উদ্যোক্তাদেরকে তহবিল প্রাপ্তিতে সহায়তা করা এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নতুন নতুন পণ্য ও সেবা সৃষ্টি করতে ইনোভেশন ডিজাইন অন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (ওহহড়াধঃরড়হ উবংরমহ ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ় অপধফবসু- ওউঊঅ) নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।
    আজ রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য আরো ৬ টি প্রকল্পের পাশাপাশি এই প্রকল্পটি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ছাত্র, স্টার্ট-আপ, প্রতিষ্ঠিত উদ্যোক্তা, গবেষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, পরামর্শক এবং অন্যান্যদের একটি ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে ‘আইডিয়া’ নামে এই নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
    এ প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে গবেষণা ও উন্নয়নে অবকাঠামো তৈরি এবং এ লক্ষ্যে একটি যোগ্য ও দক্ষ জনবল গড়ে তোলা হবে। এছাড়া সম্ভাবনাময় উদ্ভাবনসমূহকে দেশি-বিদেশি প্রতিষ্ঠিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরামর্শ প্রদান, নতুন পণ্যকে  বাণিজ্যিকীকরণ ও ব্রান্ডিং-এ  সহায়তা এবং উদ্ভাবকদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সংরক্ষণে সহযোগিতা করা হবে। দেশে উদ্ভাবিত তথ্যপ্রযুক্তি নির্ভর পণ্যগুলোকে এই একাডেমিতে প্রদর্শন করা হবে।
    সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২২৯ দশমিক ৭৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

#

নাছের/মাহমুদ/নবী/রফিকুল/রেজাউল/২০১৬/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৭২

সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক মেশিন ব্যবহারের নির্দেশ

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর):
     সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক মেশিন ব্যবহার বাধ্যতামূলক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালে অনুপস্থিতির কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও দায়ী করা হবে বলে তিনি জানান।
মন্ত্রী আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি জেলা ও উপজেলা হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের কর্মসূচির সাফল্য নির্ভর করে চিকিৎসক ও নার্সদের সেবার উপর। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেয়া যায় না। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালাল উৎখাতে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সকল পরিচালককে নির্দেশ দেন তিনি। এ সময় মন্ত্রী সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন নিরুৎসাহিত করে নীতিমালা প্রণয়নেরও তাগিদ দেন।
সভায় আউটসোর্সিং এর মাধ্যমে হাসপাতালের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মী নিয়োগ প্রসঙ্গেও আলোচনা হয়।
সভায় অন্যান্যের মাঝে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                       নম্বর : ২৮৭১

শিক্ষামন্ত্রীর সাথে কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের বৈঠক

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে যুগোপযোগী কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বিশ্বমানের জনসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। সরকারের এ মহতী প্রচেষ্টাকে সফল করতে কারিগরি শিক্ষাক্ষেত্রে  সরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
    মন্ত্রী আজ শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের সংগঠন-‘বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে এ আহ্বান জানান।
    সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বেসরকারি কারিগরি ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আইসিটি ল্যাব স্থাপন ও পাঠ্যপুস্তক প্রণয়নে উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
    মন্ত্রী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবধরণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, সরকার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো পার্থক্য করে না। সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পড়–য়া সকল শিক্ষার্থী আমাদেরই সন্তান। তাদের প্রতি আমাদের সমান দায়িত্ব রয়েছে।
    তিনি বলেন, বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারি মিলে ৭ হাজার প্রতিষ্ঠান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহ স্টেপ প্রকল্প থেকে অনুদান পাচ্ছে। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও সরকারি উদ্যোগে বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ছাত্ররাও সরকারি প্রতিষ্ঠানের মতো মাসিক বৃত্তি পাচ্ছে। দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারায় নিয়ে আসতে সরকার সব ধরণের উদ্যোগ নেবে বলে তিনি জানান। কেবল চাকুরিমুখী না রেখে যথাযথ কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।
    শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

#

সাইফুল্লাহ/মাহমুদ/নবী/রফিকুল/রেজাউল/২০১৬/১৭৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮৭০

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর):
    জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, এম এ মালেক এবং আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল ২০১৬, রংপুর চিনিকলে ভূমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার, শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের সর্বশেষ অগ্রগতিসহ বিসিআইসির অন্যান্য কার্যক্রম, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাড়ি উৎপাদন এবং ৬৪টি হদিসবিহীন গাড়ি উদ্ধারসহ বিএসইসি’র অন্যান্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে উল্লেখ করা হয়, কেরু কোম্পানি আধুনিকায়নের জন্য একনেক কর্তৃক অনুমোদিত ৪ হাজার ৬৫৭ দশমিক ৪৭ লাখ টাকা ব্যয়ে ‘বিএমআরই অভ্ কেরু অ্যান্ড কোং‘ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের অন্তর্ভুক্ত বয়লিং হাউজ স্থাপন সম্পন্ন হয়েছে এবং ২০১৫-১৬ মৌসুমে সন্তোষজনকভাবে চালু ছিল। প্রকল্পের অবশিষ্ট কাজ সংশোধিত কর্মপরিকল্পনা মোতাবেক চলমান আছে। প্রকল্পটির মেয়াদ ২০১৬ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হবে।
    বৈঠকে আরো উল্লেখ করা হয়, বিসিআইসি’র নিয়ন্ত্রণাধীন অধিকাংশ সার কারখানার নীচে ২/৩ স্তরে পড়ে থাকা শক্ত ও জমাট বাধা লুজ সার ইতোমধ্যে ক্রাসারের মাধ্যমে পুনরায় প্রস্তুত করে ব্যাগিং/বিক্রয় করা হয়েছে। কিন্তু যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিঃ এর সারের উৎপাদন ধারা অব্যাহত ও গোডাউন খালি না থাকায় এবং আশুগঞ্জ ফার্টিলাইজার কোং লিঃ এর পর্যাপ্ত পরিমাণ সার গোডাউনে থাকায় নীচের সার উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সারের পরিমাণ কমে আসলে নীচের জমাট বাধা সার ক্রাসার ব্যবহার করে ব্যাগিং ও বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।
    কমিটি বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন মিল কারখানা পরিদর্শনের এবং পরিদর্শনে কোনো অনিয়ম চিহ্নিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তির সুপারিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।
    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০১৬ সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে পরবর্তী বৈঠকে বিলটি বিস্তারিত পরীক্ষানিরীক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
    শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিসিআইসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/মাহমুদ/নবী/রফিকুল/জয়নুল/২০১৬/১৭২৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৬৯    

স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব পাঠানোর সময় বাড়লো

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর) :

    ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নিমার্ণের লক্ষ্যে চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্যসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব পাঠানোর সময় বাড়ানো হয়েছে।
    আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রস্তাব পাঠানো যাবে।
    দৈনিক পত্রিকায় এর আগে প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি তথ্য মন্ত্রণালয়ের িি.িসড়র.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।

#

নাজমুল/মাহমুদ/নবী/রেজাউল/২০১৬/১৬৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৮৬৮

                    স্বাস্থ্যমন্ত্রীকে এলজিআরডি প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা

ঢাকা, ২২শে ভাদ্র (৬ই সেপ্টেম্বর) :

স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা রংপুর বাসীর পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) কেন্দ্র পুনরায় চালুর ঘোষণা দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বিগত দিনে কিছু অনিয়মের কারণে আসন্ন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) কেন্দ্র বাতিল করা হয়। এ কেন্দ্র চালু করতে রংপুরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন। এ প্রেক্ষিতে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সাথে আলোচনা করেন। ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী রমেক কেন্দ্রটি পুন:প্রতিষ্ঠার ঘোষণা দেন।
    এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, রমেক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

                                                                                          #
আহসান/মোবাস্বেরা/সাহেলা/আলী/রেজ্জাকুল/শামীম/২০১৬/ ১৫১৬ ঘণ্টা   

 

 

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon