Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ৮ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০১৩

শিশুদের সৃজনশীলতার শিক্ষা দিতে হবে
           -- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
আজকের শিশু আগামীর সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বদানকারী ও রাষ্ট্র পরিচালনাকারী। তাই তাদের হতে হবে জ্ঞানী, গুণী ও মানবিক মূল্যবোধের অধিকারী। উন্নত রাষ্ট্রের নেতৃত্বের জন্য শিশুদের সৃজনশীলতার শিক্ষা দিতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে রূপকথার গল্প বলা প্রতিযোগিতা-২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রূপকথার গল্পগুলোতে সত্যের জয় আর মিথ্যার পরাজয় দৃশ্যমান। এ থেকে শিশুরা সত্যের প্রতি আকৃষ্ট হবে। তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। তাই গল্পের মাধ্যমে এদেশের সংস্কৃতির বর্ণিল দিকসহ মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা, রাজাকার-যুদ্ধাপরাধীদের সম্পর্কে জানাতে হবে।
কাইট বাংলাদেশের চেয়ারম্যান ড. অনন্য রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রমজান আলী।
রূপকথার গল্প বলা প্রতিযোগিতায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা শেষে গল্প বলে শোনায় শিক্ষার্থীরা। গল্প বলা শেষে প্রধান অতিথি ১২টি গল্প নিয়ে তৈরি ‘রূপকথা অ্যাপ’ এর মোড়ক উন্মোচন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
#

গিয়াস/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/২১৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০১২

দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশি শ্রমিকরা ভালো অবস্থানে রয়েছে 
                                      --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তাঁরা সেদেশের সাধারণ নাগরিকদের মতো সকল সুযোগ-সুবিধা ভোগ করছেন। মন্ত্রী বলেন,  তিনি কিছুদিন আগে ‘আরিরাং মাইগ্রেন্ট ফেস্টিভাল’ এ যোগদানের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া সফর করেন। সেখানে বাংলাদেশি শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাঁদের জীবনমান দেখে তিনি সন্তুষ্ট।
মন্ত্রী আজ রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোয়িকা) এবং কোয়িকা-বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কেবিএএ) আয়োজিত “কোয়িকা অ্যালামনাই নাইট” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে অভিনন্দনসূচক বক্তব্য দেন সম্মানিত অতিথি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং দু (অযহ ঝবড়হম-ফড়ড়)। বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া উইং প্রধান (অতিরিক্ত সচিব) জাহিদুল হক।
মন্ত্রী বলেন, কোয়িকা এ পর্যন্ত  দুই হাজার বাংলাদেশি অফিসিয়ালকে তাঁদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ফেলোশিপ প্রদান করেছে যা দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার স্মারক বহন করছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তাঁরা আইসিটি, অবকাঠামো, শিক্ষা, এনার্জি, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার মাধ্যমে এদেশের উন্নয়নে অবদান রাখছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার নাটক, চলচ্চিত্র ও জাজ সংগীত অনেক উচ্চমানের। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় চলমান। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও বিনিময় উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোয়িকা বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জো হিউন গু (ঔড়ব ঐুঁহ-এঁব)। সমাপনী বক্তৃতা করেন কেবিএএ’র প্রেসিডেন্ট এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন। কেবিএএ’র ২০১৭ সালের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন কেবিএএ’র সাধারণ সম্পাদক আতাউল হক। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সরকারি শিশু পরিবার।
#

ফয়সল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০১১
 
অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের অবস্থান
 
উখিয়া (কক্সবাজার), ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
গত ২৫ আগস্টের পর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ৬ লাখ ২৫ হাজার মিয়ানমার নাগরিক অবস্থান নিয়েছে। 
সুষ্ঠু ও সুশৃংখল ব্যবস্থাপনার সুবিধার্থে মিয়ানমারের এসব নাগরিকদের উখিয়া ও টেকনাফের ছোট বড় ১৬ টি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছে। কেন্দ্রভিত্তিক তাদের অবস্থান হলো : কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ১৫ হাজার, কুতুপালং অস্থায়ী ক্যাম্পে ২ লাখ ৪৭ হাজার, বালুখালী অস্থায়ী ক্যাম্পে ৯১ হাজার, ময়নার ঘোনা ক্যাম্পে ৫০ হাজার, তাসনিমার ঘোনা ক্যাম্পে ২৭ হাজার, জামতলী বাঘঘোনা ক্যাম্পে ১৮ হাজার, শফিউল্লা কাটা ক্যাম্পে ১৭ হাজার, হাকিমপাড়া ক্যাম্পে ৫৫ হাজার, উখিয়া উপজেলার আশেপাশের গ্রামে ৮ হাজার, শামলাপুর অস্থায়ী ক্যাম্পে ১৬ হাজার, টেকনাফ উপজেলার আশপাশের গ্রামে ১০ হাজার, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ১৫ হাজার, লেদা অস্থায়ী ক্যাম্পে ১৫ হাজার, ঊনচিপ্রাং ক্যাম্পে ২৮ হাজার, কক্সবাজারের অন্যান্য স্থানে ৩ হাজার ও চাকডালা ক্যাম্পে ১০ হাজার।
অনুপ্রবেশ অব্যাহত থাকায় মোট ও কেন্দ্রভিত্তিক সংখ্যা বাড়ছে।
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা

Handout                                                                                                         Number : 3010

 

Foreign Minister held meeting with Envoys of

countries having borders with Myanmar

 

Dhaka, November 08 :

 

Foreign Minister Abul Hassan Mahmood Ali had a meeting with the High Commissioner of India, the Ambassadors of China and Thailand in Dhaka, and the New Delhi based Ambassador of Lao PDR to Bangladesh today at the State Guest House Padma. The Foreign Minister discussed with the envoys of the countries having borders with Myanmar about the ongoing situation of Rohingya refugees who have fled their homeland and taken shelter in Bangladesh, exchanged views with them, and updated them on Bangladesh’s efforts and engagement with international community in resolving the crisis. He also discussed with the envoys about the Presidential Statement of the UN Security Council issued on 5th November 2017, and sought cooperation and support of their countries for a sustainable solution of the crisis.

 

The Foreign Minister touched upon the status of ongoing bilateral discussion with Myanmar on repatriation of the forcibly displaced Rohingyas who came into Bangladesh from Myanmar. He further informed the envoys that he can not visit Nay Pyi Taw on 16-17 November 2017 as desired by Myanmar, ahead of the ASEM Foreign Ministers’ meeting scheduled for 20-21 November 2017, since  the  Foreign Ministers of China, Japan, Germany and Sweden are coming to Bangladesh at that time. Bangladesh Foreign Minister suggested that he is willing to stay back in Nay Pyi Taw on 22-23 November, after attending the ASEM Foreign Ministers’ meeting, for negotiation and finalisation of a bilateral “arrangement” on repatriation of Rohingyas who crossed into Bangladesh following persecution in their homeland.

 

 State Minister for Foreign affairs Md. Shahriar Alam and senior officials of Foreign Ministry were present in the meeting.

#

 

Khaleda/Mahmud/Sanjib/Salim/2017/19.30 Hrs
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০০৯
 
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩৬ ট্রাকের মাধ্যমে ৯৬ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ৮ শত প্যাকেট শুকনো খাবার, ১ হাজার প্যাকেট শিশুখাদ্য, ৫ হাজার ৪ শত ৫০ পিস পোশাক, ৯ শত ৫০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০০৮
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং -১ ক্যাম্পে ৬ শত ১ জন পুরুষ, ৫ শত ১৮ জন নারী মিলে ১ হাজার ১ শত ১৯ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৬১ জন পুরুষ, ১ হাজার ২ শত ৮৩ জন নারী মিলে ২ হাজার ২ শত ৪৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৭৬ জন পুরুষ, ৫ শত ৪১ জন নারী মিলে ১ হাজার ১৭ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৮ শত ৯৯ জন পুরুষ, ১ হাজার ১ শত ৮৩ জন নারী মিলে ২ হাজার ৮২ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৩ শত ৯৭ জন পুরুষ, ৩ শত ২০ জন নারী মিলে ৭ শত ১৭ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৩ শত ৯৭ জন পুরুষ, ১ হাজার ৪ শত জন নারী মিলে ২ হাজার ৭ শত ৯৭ জন, লেদা ক্যাম্পে ২ শত ৯৭ জন পুরুষ, ৩ শত ৪২ জন নারী মিলে ৬ শত ৩৯ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৬ শত ১৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৪ লাখ ৪৯ হাজার ৮ শত ২১ জনের নিবন্ধন করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ২৫ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৪৫ঘণ্টা

Handout                                                                                                                   Number : 3007

New UN Resident Coordinator presents credentials to Foreign Minister

Dhaka, 8 November :

The newly appointed Resident Coordinator of the United Nations, Mia Seppo presented her credentials to the Foreign Minister A H Mahmood Ali today at State Guest House ‘Padma’. She handed over a letter from Secretary General Antonio Guterres, thereby officially entering into her new role by succeeding Robert Watkins.

Foreign Minister welcomed Ms. Seppo to Bangladesh and expressed deep appreciation for long-standing cooperation between Government of Bangladesh and the UN in diverse fields ranging from development, women empowerment, peace, security and human rights.

Foreign Minister discussed the ongoing Rohingya crisis. He thanked UN bodies for standing beside Bangladesh with humanitarian assistance and also appreciated the recent statement of the UN Security Council on this issue. Foreign Minister shared various initiatives of the Government of prime Minister Sheikh Hasina in the field of primary education, women empowerment and public health. He thanked UN for its support for meeting the targets of Sustainable Development Goals and expects that this support will continue not only in development sector but also in the areas of disaster management, peace and security.

Ms. Seppo thanked the government for the warm reception given to her. She lauded the Government for its stellar performance in poverty reduction and women empowerment, and pledged to work closely with government in all its development efforts particularly to fulfill the targets of SDG as well as towards graduation to the middle income country.  

Mia Seppo, who was born in Finland, has been working with the UN for 16 years serving in both headquarters and field level. Her prior assignments include UN Resident Coordinator of Malawi and UNDP Country Director of Sierra Leone.

#

Khaleda/Mahmud/Sanjib/Joynul/2017/1910Hours
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০০৬
 
রংপুরে করদাতাদের সম্মাননা পদক দিলেন প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
গংগাচড়া (রংপুর), ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, কোন সরকার সুষ্ঠুভাবে আয়কর আদায় করা ছাড়া সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে না। দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণের সুষ্ঠুভাবে আয়কর প্রদান করা অপরিহার্য। 
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় আয়কর দিবস ২০১৭ উপলক্ষে সিটি কর্পোরেশন, জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের ‘সম্মাননা পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ আহসানুল হক ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
প্রতিমন্ত্রী বলেন, যারা করযোগ্য আয় করেন তাদেরকে কর প্রদান করতে হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া চলবে না। তিনি আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবাধর্মী মনোভাব নিয়ে কর আদায় কার্যক্রম এগিয়ে নেয়ার পরামর্শ দেন। তিনি সিটি কর্পোরেশন, জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের ধন্যবাদ জানিয়ে তাদেরকে দেশ ও জনগণের কল্যাণে আরো অবদান রাখার আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী সিটি কর্পোরেশন, জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা পদক প্রদান করেন।
উল্লেখ্য, চলতি কর বছরে রংপুর কর অঞ্চলে ৬৪০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের অর্জিত লক্ষ্যমাত্রা ছিল ৪৫০ কোটি টাকা। এ অঞ্চলে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার করদাতা বাড়ানোরও লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। 
এর আগে প্রতিমন্ত্রী আইডিইডি রংপুর জেলা শাখার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। 
বিকেলে প্রতিমন্ত্রী গংগাচড়া উপজেলায় মর্ণেয়া আলালহাট, বড়বিল গুচ্ছগ্রাম ও উখড়াবাড়ি কাজী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
#
 
আহসান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০০৫

‘চাঁদপুর-ইচুলী-হাজীগঞ্জ’ নৌপথের খনন কাজ উদ্বোধন করলেন নৌপরিবহনমন্ত্রী

হাজীগঞ্জ (চাঁদপুর), ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
দেশের মানুষের যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণে  নৌপথের গুরুত্ব অপরিসীম। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে যাত্রী ও মালামাল পরিবহণে নৌযানের কোন বিকল্প নেই। নদীর পানি দেশের কৃষি ব্যবস্থাকে শুধু বাঁচিয়েই রাখেনি বরং নদীতে উৎপাদিত মাছ প্র্রোটিনের চাহিদা পূরণের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ চাঁদপুরের হাজীগঞ্জে ‘চাঁদপুর-ইচুলী-হাজীগঞ্জ’ নৌপথটির খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
 শাজাহান খান বলেন, দূষণমুক্ত পানি, প্রবাহ বৃদ্ধি, নিরাপদ নৌপথ সৃষ্টি এবং নৌযাত্রা ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নৌ-সেক্টরের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নদী খননের জন্য আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। সরকারের বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের কাজ চলমান রয়েছে। 
মন্ত্রী বলেন, বাংলাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথের মধ্যে ২০ হাজার ৪ শত কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গত মেয়াদে সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩ টি নৌপথ খনন কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার নৌ পথ উদ্ধার করা হয়েছে ও প্রায় তিন হাজার একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। 
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহণ) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল, পুলিশ সুপার শামসুন্নাহার এবং  চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী। 
উল্লেখ্য, ‘চাঁদপুর-ইচুলী-হাজীগঞ্জ’ নৌপথটির খনন হলে চাঁদপুর জেলার সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জের সাথে বরিশাল, বন্দর নগরী নারায়ণগঞ্জ ও রাজধানীর সাথে নৌ-পথে সরাসরি নৌযোগাযোগ এবং সহজলভ্য পরিবহণ ব্যবস্থা পুনরায় চালু হবে। ডাকাতিয়া নদীর ৫০ কিলোমিটার অংশের ১৮ লাখ ঘনমিটার পলি ড্রেজিং করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড লিমিটেড ২৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন করবে। নৌপথটি ১২০ ফুট প্রশস্ততা ও ১০ফুট গভীরতায় খনন করা  হবে। এতে সারাবছর ‘চাঁদপুর-ইচুলী-হাজীগঞ্জ’ নৌপথটি ৩ মিটার গভীরতাবিশিষ্ট নৌপথ হবে। 
#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০০৪

এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২৪ কার্তিক (৮ নভেম্বর) :
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেডের মধ্যে আজ মাতারবাড়িতে ৫০০-৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলনকক্ষে সমঝোতা স¥ারক স্বাক্ষরিত হয়েছে। এর জ্বালানি হবে আমদানিকৃত এলএনজি। যৌথ কোম্পানির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং ডিসেম্বর-২০২১ সাল নাগাদ উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে। 
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানির সচিব মোঃ মিজানুর রহমান এবং জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেড (এশিয়া প্যাসিফিক)-এর প্রকল্প অবকাঠামো বিভাগের মহাব্যবস্থাপক ইউজি উয়েদা সমঝোতা স¥ারকে স্বাক্ষর করেন।
চুক্তি শেষে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাশেম সহ মিৎসুই এন্ড কোং লিমিটেডের প্রতিনিধিবৃন্দ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন এবং এ প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা অবহিত করেন। প্রতিমন্ত্রী মিৎসুই লিমিটেডের এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান। 
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এসময় উপস্থিত ছিলেন।
#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৮১০ঘণ্টা

Todays handout (9).docx Todays handout (9).docx