Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মে ২০১৯

তথ্যবিবরণী : 8 May 2019

তথ্যবিবরণী                                                                                                          নম্বর :  ১৮৭২
বিএসটিআই’র অভিযান
১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন ও বাজারজাত করা এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা দায়ের করা হয়।  
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অমান্য করে লাইসেন্স ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই)  বিক্রয়/বিতরণ করায় রাজধানীর মহান চাঁদ সুইটস্, মধু ও টুথ পাউডার বিক্রয়/বিতরণ করায় স্বামীবাগের শক্তি ঔষধালয় প্রা. লি. এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা  হয়েছে। বিএসটিআই’র অপর সার্ভিল্যান্স অভিযানে রামপুরায় ফার্মান্টেড মিল্ক (দই) বিক্রয়/বিতরণ করায় মুসলিম সুইটস, শান্তিবাগে মেসার্স নিউ মুসলিম মিষ্টান্ন ভা-ার এন্ড বেকারি এবং মালিবাগে গোল্ডেন সুইটস্ এর বিরুদ্ধে এ সময় নিয়মিত মামলা দায়ের করা হয়। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এবং বিএসটিআই’র এর সহযোগিতায় দিনের অপর একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় পরিচালিত হয়। অভিযানকালে ওজনে কম প্রদান করায় এবং অধিক মূল্য দাবি করায় সবজি, মাছ এবং মাংস বিক্রেতার বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করে কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় রাজধানীর মিরপুরে মেসার্স সানরাজ, মেসার্স সানমুন (প্রাঃ) লিমিটেড এবং মেসার্স সানসিটি টেইলার্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বরিশালে ১২টি মিষ্টি ও দই এবং ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি ফলের দোকানে আঙুর ও আমে ফরমালিন পাওয়ায় সেগুলো ধ্বংস করা হয়।
বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি ইট ভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে সানবেস্ট বেকারি পণ্য বিক্রি, হক ট্রেডার্স ঘি বিক্রি এবং ভাই ভাই স্টোর মশার কয়েল বিক্রি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় সোনালী এবং হাইউম স্টোরের বিরুদ্ধে মামলা করা হয়। 
#
মঈনুদ্ধীন/ফারহানা/ইসরাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৮৭১
 
প্রাচ্য ও পাশ্চাত্যের যা কিছু ভালো তার সম্মিলনে শিক্ষা  ব্যবস্থা গড়ে তোলা হবে
                                                                          -- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) : 
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রাচ্য ও পাশ্চাত্যের যা কিছু ভালো তার সম্মিলনে এ দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা হবে।   
 
মন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি  বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  
 
মন্ত্রী বলেন, একটি মানবিক সমাজ গড়ার জন্য রবীন্দ্রনাথ ছিলেন সর্বপ্রকার সাম্প্রদায়িকতা,  সংকীর্ণতা ও উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে। তিনি স্বপ্ন দেখেছেন মিলিত বাঙালির, তাই হিন্দু মুসলমানের মিলনে তিনি ছিলেন পরম আশাবাদী। তিনি আরো বলেন, যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথার্থ ভূমিকা রাখে সে রকম পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেবে শিক্ষা মন্ত্রণালয়।  যান্ত্রিক ও প্রাণহীন শিক্ষার বদলে আনন্দময় শিক্ষার ব্যবস্থা করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।      
   
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং অধ্যাপক সনজীদা খাতুন। রবীন্দ্র-স্মারক বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। স¦াগত বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা  মোস্তফা কামাল। 
 
#
 
খায়ের/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৮৭০
 
থ্যালাসিমিয়া রোগীদের সহায়তায় বাজেটে বরাদ্দ রাখা হবে
                                                   -- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) : 
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, থ্যালাসিমিয়া একটি ভয়াবহ রোগ। দেশের প্রায় ১ কোটি ১০ লাখ লোক অজ্ঞাতসারে এ রোগের বাহক। থ্যালাসিমিয়া রোগের  চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্ত রোগীরা অর্থের অভাবে ঠিকমত চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। থ্যালাসিমিয়া রোগীরা চিকিৎসা সহায়তায় বাজেটে থোক বরাদ্দ রাখা হবে।
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে থ্যালাসিমিয়া ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশের থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. সৈয়দা মাসুমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সচিব আকতারী মমতাজ প্রমুখ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মানুষের সেবা ও কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর নেতৃত্বে  বর্তমান সরকার প্রতিটি অসহায় মানুষের পাশে রয়েছে।  দেশের ষোল কোটি মানুষ এজন্য তাঁর ওপর আস্থা রেখেছেন। থ্যালাসিমিয়া রোগের বিষয়ে প্রধানমন্ত্রী অনেক বেশি আন্তরিক। তিনি এ রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন। দরিদ্র শ্রেণির মানুষ এ রোগ সম্পর্কে একেবারেই অজ্ঞতায় রয়েছে। তাদেরকে ব্যাপকভাবে সচেতন করতে হবে। তিনি বলেন, থ্যালাসিমিয়া রোগীদের কল্যাণে তাঁর মন্ত্রণালয় বিশেষভাবে কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে এ বিষয়ে আগামী বাজেটে থোক বরাদ্দ রাখার চেষ্টা করা হবে।
বিশেষ অতিথির  বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেন, উন্নত বিশ্বের দেশসমূহে থ্যালাসিমিয়া নির্মূল হয়েছে। বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার ম্যাধ্যমে তারা এ সফলতা পেয়েছে। আমাদের দেশেও বিয়ের পূর্বে বাধ্যতামূলকভাবে রক্ত পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ বিশ্ব থ্যালাসিমিয়া দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘অনাগত সন্তানকে দিতে থ্যালাসিমিয়া থেকে সুরক্ষা, বিয়ের আগে করুন রক্তের ইলেক্ট্রোফরেসিস পরীক্ষা’।
#
জাকির/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬৯
সচিবালয়ে অগ্নিনির্বাপণী মহড়া ১৩ মে
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বাংলাদেশ সচিবালয়ে আগামী ১২ মে রবিবার সকাল ১০.৩০ মিনিটে
 ৬ নং ভবনের নিচের আঙিনায় সম্ভাব্য অগ্নিদুর্ঘটনা রোধে মহড়ার বিষয়ে ব্রিফিং এবং ১৩ মে সোমবার সকাল ১১টায় ৬ নং ভবনে অগ্নিনির্বাপণী মহড়া আয়োজন করবে।
উক্ত ব্রিফিং ও মহড়ায় যথাসময়ে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদেরকে অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
#
মনিরুজ্জামান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ১৮৬৮
যুবসমাজকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করলে সামাজিক অপরাধ কমবে
                                                                   --- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত করতে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধকরণের মাধ্যমে যুবসমাজকে আর্তমানবতার সেবায় নিয়োজিত করা গেলে সামাজিক অপরাধসমূহ কমে যাওয়ার পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে। 
মন্ত্রী আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০১৯  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান  অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হেনরী ডুনান্ট যুদ্ধ ক্ষেত্রে আহতদের সেবা ও নিহতদের সৎকার করার উদ্দেশ্যে রেডক্রস ও রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করলেও এর সেবা ও কর্মপরিধি বর্তমানে ব্যাপক এবং বিস্তৃত। রেড ক্রিসেন্ট এখন একটি ভরসার জায়গা। দুর্যোগে জনগণের বন্ধু এখন রেড ক্রিসেন্ট। তাই হেনরী ডুনান্ট পৃথিবীতে একজন সফল ও সার্থক সমাজসেবক। তাঁর মানবিকতা ও বিশাল ত্যাগই তাঁকে ইতিহাসের পাতায় মহামানবের স্থান করে দিয়েছে। 
 
 
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস বিশ্বব্যাপী সকল মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের জন্য বিশেষ দিন আখ্যায়িত করে মন্ত্রী বলেন, কোটি কোটি স্বেচ্ছাসেবী, সদস্য ও কর্মী যারা প্রতিটি দিন মানবতার সেবায় আত্মনিয়োগ করেছেন তাদের জন্য এ দিনটি একটি স্বীকৃতি।
মন্ত্রী আরো বলেন, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিকভাবে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এদেশের সমগ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ বিভিন্ন ধরণের দুর্যোগের ফলে প্রতিনিয়ত ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাই দুর্যোগ মোকাবিলায় বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। সরকারের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশে^ বাংলাদেশ এখন অনুকরণীয় এক দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন,  দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো প্রাতিষ্ঠানিক ও আইনগত ভিত্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা-২০১৫, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১৬-২০২০ প্রণয়ন  করেছে। এই আইনকে পরিপূর্ণ ও আন্তর্জাতিক মানের আইন হিসেবে তৈরি করার জন্য সরকার প্রয়োজনীয় বিধিও  প্রণয়ন করেছে। এর উদ্দেশ্য যে কোনো দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, সকল স্তরের স্টেকহোল্ডারদের অংশগ্রহণ, সুশাসন আনয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা, বিনিয়োগের সুরক্ষা প্রদান এবং কার্যকর পুনরুদ্ধার ও পুনর্গঠনে অবদান রাখা।
 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  আদেশ, ১৯৭৩  (১৯৭৩ সালের ২৬ নম্বর পিও) পরিমার্জিত করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইন, ২০১৮ এর খসড়া প্রস্তুতির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যখন আইন মন্ত্রণালয়ের ভেটিং চাওয়া হবে তখন দ্রুত সমাধান করে দেয়া হবে। প্রয়োজনে বিভিন্ন আইনগত সহায়তা এবং পরামর্শও আইন মন্ত্রণালয় হতে প্রদান করা হবে।
 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল বক্তৃতা করেন।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬৭
সুবীর নন্দীর অন্তিম যাত্রায় তথ্যমন্ত্রীর শ্রদ্ধা
 
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর অন্তিম যাত্রায় শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
মন্ত্রী এসময় সাংবাদকিদের সাথে মতবিনিময়কালে বলেন, ‘কালজয়ী সংগীত শিল্পী সুবীর নন্দী দীর্ঘ অর্ধশত বছরের সংগীত জীবনে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গুণীশিল্পী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হন। গানের মধ্য দিয়েই তিনি এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।’
মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগকারী সুবীর নন্দীর মরদেহ আজ সকালে দেশে এসে পৌঁছে। গ্রিন রোডের বাসায়, ঢাকেশ্বরী মন্দির হয়ে শহীদ মিনারে জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, চ্যানেল আই ও পরে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয়। সুবীর নন্দীর শেষকৃত্য হয় রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালী মন্দির শ্মশানে।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৬২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬৬
রমজানের পবিত্রতা রক্ষার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
রমজানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার্থে নি¤œবর্ণিত শর্তসাপেক্ষে নির্ধারিত সময়সূচী অনুসারে সকল প্রকার মদের দোকান/বার/ক্লাব বন্ধ রাখার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনা মোতাবেক, যে সকল আন্তর্জাতিক মানের হোটেল, ক্লাব এবং বার যেখানে শুধুমাত্র বিদেশিরাই মদ্যপান করেন সে সকল প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য হোটেল, ক্লাব এবং বার এ দিনের বেলায় মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। দেশি মদের দোকানগুলো সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মদ বিক্রয়ের জন্য খোলা রাখা যাবে। তবে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে পারমিটধারীগণও দোকানে বসে মদ্যপান করতে পারবেন না। বিদেশি মদ ‘অফ’ দোকানগুলো সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। তাড়ীর দোকানগুলো কোন অবস্থাতেই দিনের বেলায় খোলা রাখা যাবে না। 
এছাড়া, সকল প্রকার মদের দোকান ও বার শুক্রবারে অবশ্যই বন্ধ থাকবে। এরূপ বন্ধ রাখার জন্য লাইসেন্সধারীগণ কোন প্রকার ক্ষতিপূরণ পাবেন না।
#
জামাল/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১৪৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬৫
মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা অনলাইনে প্রদান করা হবে
                                        -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা সরাসরি নিজ নিজ ব্যাংক হিসেবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, আগামী অর্থবছর থেকেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক (এ২চ) পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ পরিবহন পুল ভবনের নিকটস্থ সচিবালয় লিংকরোডে সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন উপলক্ষে র‌্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারব্যবস্থাসহ সমগ্র দেশটিকে ডিজিটাল করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা সহজ ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।
মন্ত্রী জানান, আগামী ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত সেবাসপ্তাহ পালন করা হবে। মন্ত্রণালয় ও অধীনস্থ সকল দপ্তরের মাধ্যমে সেবা সপ্তাহে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। সেবা প্রত্যাশীদের সহজ ও দ্রুততার সাথে সেবা প্রদান করা হবে। অতি দ্রুত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদান এবং বিনামূল্যে অসুস্থ চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার মহান ব্রত নিয়ে কাজ করার লক্ষ্যে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। 
র‌্যালিটি সচিবালয় লিংকরোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে সমাপ্ত হয়। বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মীগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন। 
#
 
দীপংকর/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৪৩২  ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৮৬৪
চট্টগ্রামসহ বিভিন্ন বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে সৌদি আরবের আগ্রহ প্রকাশ
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
সৌদি পোর্ট অপারেটর এন্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আর এস জে টি) বাংলাদেশের  চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর  এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে আর এস জে টি’র সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী সৌদি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সৌদি আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবস্থ বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪২১  ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৮৬৩ 
 পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী    
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
“আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৯ম মৃত্যুবাষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্ম ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জে। অসাধারণ মেধার অধিকারী সুধা মিয়া শৈশব থেকেই শিক্ষানুরাগী ছিলেন। শিক্ষা ও কর্মজীবনে আমরা এর প্রতিফলন দেখি। তিনি ছিলেন দেশে আণবিক গবেষণার পথিকৃৎ। তিনি পরমাণু গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর গবেষণা কর্মের পরিধি ছিল বিস্তৃত। তিনি ঋঁহফধসবহঃধষ ওহঃবৎধপঃরড়হ ধহফ চধৎঃরপষব চযুংরপং, ঘঁপষবধৎ  ধহফ জবধপঃড়ৎ চযুংরপং, ঝড়ষরফ ঝঃধঃব চযুংরপং, ঊষবপঃৎড়সধমহবঃরংস, ঐবধষঃয ধহফ জধফরধঃরড়হ চযুংরপং, জবহবধিনষব ঊহবৎমু ইত্যাদি ক্ষেত্রে গবেষণা করেন।      
ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘের দু’বার সাধারণ সম্পাদক ও পাঁচবার সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ পদার্থ বিজ্ঞানী সমিতি, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি, বাংলাদেশ বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ১৯৯৭ সালে তাঁরই পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ড. এম এ ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ড. এম এ ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের পাথেয় হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ড. এম এ ওয়াজেদ মিয়া তাঁর কর্মের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন।   
ড. ওয়াজেদ বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ষাটের দশকে তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন। ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেফতার হন এবং কিছু দিন জেল খাটেন। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন চরম অনিশ্চয়তার মধ্যে তিনি বঙ্গবন্ধু পরিবারের পাশে থেকে তাঁদের সাহস ও শক্তি যুগিয়েছেন। বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও রাজনীতিতে ড. ওয়াজেদ মিয়ার অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। এ কর্মবীর বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে পরলোকগমন করেন।     
আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।” 
#
হাসান/অনসূয়া/রবি/জসীম/আসমা/২০১৯/১৩০০ ঘণ্টা 
 
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon