Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 2/2/2019

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৪১
 
নান্দনিক শিল্প মানুষকে অপার আনন্দ দেয়
                  -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিল্পের সৌন্দর্য যে এতো বিচিত্র এবং নান্দনিকভাবে উপস্থাপন করা যায় তা না দেখলে উপলব্ধি করা যেতো না। শিল্প সব সময়ই মানুষকে আকৃষ্ট করে এবং আনন্দ দেয়। 
 
মন্ত্রী আজ  ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে মাইজভা-ারি ক্যালিগ্রাফিক ফাউন্ডেশন আয়োজিত ১০ম জাতীয় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
 
মন্ত্রী এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে। শিল্প সাহিত্যকর্মে  ব্যস্ত থাকলে বর্তমান প্রজন্ম অপরাধে জড়িত হতে পারবে না।
 
ফাউন্ডেশনের সভাপতি শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামিক ক্যালিগ্রাফার চীনা নাগরিক কোয়াং জিয়াং মি উপস্থিত ছিলেন।
 
ক্যালিগ্রাফিসহ বিভিন্ন শিল্পকর্মে অবদান রাখায় শিল্পী মুর্তাজা বশির,  শিল্পী ড. আব্দুস সাত্তার, শিল্পী ড. সবীহ উল আলম,  শিল্পী সাইফুল ইসলাম, শিল্পী আরিফুর রহমান, শিল্পী ফেরদৌস আরা বেগমকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় ।
 
উল্লেখ্য,  ১০ দিনব্যাপী চলমান ক্যালিগ্রাফি প্রদর্শনীতে দেশের শতাধিক প্রতিযোগীর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এ প্রদর্শনী ও প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। আজ বিশেষ প্রতিযোগিতায় আরো পাঁচজনকে পুরস্কৃত করা হয়।
 
১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রাপ্তদের যথাক্রমে ৫০, ৩০ ও ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিশেষ পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় ।
 
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথিসহ  অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন।
 
#
 
দীপংকর/নাইচ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২২০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৪০
 
পুনর্নির্বাচন দাবি বিএনপি’র ‘বাচ্চাসুলভ আবদার’
                                       -- তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
বিএনপি’র পুনর্নির্বাচন দাবিকে 'বাচ্চাসুলভ আবদার' বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আজ চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
মন্ত্রী আগামী ৫ বছর পর আবার নির্বাচনে প্রস্তুতি নেয়ার জন্য বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেন, '২০১৪ সালের নির্বাচনের পর সরকার ৫ বছর সফলভাবেই দেশ পরিচালনা করেছে। আগামী ৫ বছর সরকার দেশ পরিচালনা করবে। ৫ বছর পর আবার নির্বাচন হবে।' ইতিবাচক রাজনীতি করার মাধ্যমে ৫ বছর পর আবার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতিবাচক রাজনীতি পরিহার করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, 'আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দল এবং জোটকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে যারা গত নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসেছিলেন। অত্যন্ত দুঃখজনক এই আমন্ত্রণে বিএনপি ও ঐক্যজোট সাড়া দেয়নি।' তাদের সাড়া না দেওয়া অত্যন্ত স্বাভাবিক মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, 'যারা নেতিবাচক রাজনীতি করে তারা এই চা চক্রে যাবেন না। যারা মানুষকে জিম্মি করে রাজনীতি করে, রাজনীতির নামে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রী তাদের প্রতি অনেক বদান্যতা দেখিয়েছেন। যে দলের নেত্রী নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট হত্যাকা-কে উপহাস করার জন্য কেক কাটেন তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবেন না এটাই খুব স্বাভাবিক।'
আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রবাসী নেতা ইফতেখার হোসেন বাবুলের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরো বলেন, 'আমরা বাংলাদেশিরা মেধাবী। সারাবিশ্বে বাংলাদেশিরা মেধার স্বাক্ষর রাখছে। আজ যে লাখ লাখ প্রবাসী বিদেশে আছে, তারা তাদের শ্রম আর মেধার স্বাক্ষর রাখতে পারছে বলেই সেখানে তারা সাফল্যের সাথে থাকতে পারছে। শেখ হাসিনার সরকার প্রবাসীদের কল্যাণে অনেক কিছুই করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। যারা রেমিটেন্স বেশি পাঠাচ্ছে তাদেরকে সম্মানিত করা হচ্ছে। সরকারি প্লট বা ফ্ল্যাট বরাদ্দে প্রবাসীদের জন্য বিশেষ কোটা ও প্রণোদনা দেয়া হচ্ছে। প্রবাসীরা যাতে প্রবাসে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশন কাজ করছে।'
মনিরুল আলম চৌধুরী মনি'র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী নেতা ও আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিলুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ নেতা মোহাম্মদ জমির হোসাইন প্রমুখ।
#
আকরাম/নাইচ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২০০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৩৯
 
বইমেলায় ডিআরইউ স্টল উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র স্টলের উদ্বোধন করেন। 
 
মন্ত্রী বলেন, বাংলা সাহিত্য আজ বিশ্বাঙ্গনে এক অনন্য আসনে আসীন। ইউরোপের বাইরে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর অর্জন করেছেন। তিনি বলেন, সাহিত্য আমাদের পরিশীলিত করে আর সাংঘর্ষিক রাজনীতি পরিহার করতে পরিশীলিত হওয়ার বিকল্প নেই।
 
বইমেলায় গত চার বছর ধরে ডিআরইউ'য়ের স্টল দেওয়ার  উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী।
 
ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, প্রচার সম্পাদক মাহমুদ উল্লাহ রিয়াদ এবং স্টলের পৃষ্ঠপোষক মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী  এ সময় বক্তব্য রাখেন। 
 
পরে মন্ত্রী বুয়েট অডিটোরিয়ামে বুয়েট চট্টগ্রাম ছাত্র সমিতির মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।  
 
#
 
আকরাম/নাইচ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২০১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর :  ৪৩৮
 
কৃষিতে উৎপাদন দ্বিগুণ করতে হবে
                    -- কৃষিমন্ত্রী
গাজীপুর, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
  প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বিশ্বে বিরল, আমাদের আরো অনেক দূর যেতে হবে। নিত্য নতুন ফসলের জাত উদ্ভাবনের মাধ্যমে খাদ্যের স্বয়ংসর্ম্পূণতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। উদ্ভাবিত নতুন জাত যাতে দ্রুত মাঠ পর্যায়ে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। কৃষিতে আমাদের যে অর্জন তা ধরে রেখে উৎপাদন দ্বিগুণ করতে হবে। কৃষি শ্রমিকরা অন্য কাজে সম্পৃক্ত হওয়ায় বর্তমানে এই কাজে শ্রমিক সংকট দেখা যাচ্ছে। কৃষি শ্রমিকদের স্বল্পতা পূরণে কৃষি যান্ত্রিকীকরণ জরুরি এবং সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কৃষি খাতে আরো ভর্তুকি দিতে হবে।
আজ শনিবার গাজীপুর জেলায় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মিলনায়তনে ২০১৭-১৮ সালের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্রির মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিএডিসি’র মোঃ ফজলে ওয়াহেদ খন্দকার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কর্মশালায় কৃষির বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। আজ থেকে পরবর্তী পাঁচদিন ধরে কর্মশালার বিভিন্ন কারিগরি অধিবেশন চলবে।  
কৃষি অর্থনীতিবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের অনেক বড় দায়িত্ব রয়েছে কৃষিতে বিপ্লব আনয়নে, আপনাদের কৃষি নিয়ে উদ্ভাবনমূলক ও উন্নয়নমূলক লেখালেখি করতে হবে। কৃষি বিজ্ঞানীদের কাজে লাগাতে হবে, তাদের দক্ষতা বাড়াতে হবে। বিজ্ঞানীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাকে আপনারা সমর্থন দিন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো কৃষি বিপ্লবের জন্য। আমি আমাদের কৃষক ভাইদের কাছে যাবো। আমি বিশ্বাস করি আমাদের সহযোগিতা পেলে কৃষিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। 
ধানের নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে 'স্বাদের' বিষয়টিকে  প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, মানুষ এখন স্বাদের দিকটি বিবেচনা করে। স্বাদের ব্যাপারটি গুরুত্বপূর্ণ তাই স্বাদের বিষয়টি বিবেচনা করে নতুন জাত উদ্ভাবন করতে হবে। হাওর ও কোস্টাল এরিয়াকে প্রাধান্য দিয়ে আরও বেশি লবণাক্ততা, বন্যা ও খড়া সহিষ্ণু জাত উদ্ভাবন প্রয়োজন।  ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে হবে, এর জন্য সরিষা উৎপাদনে জোর দিতে হবে। আমাদের এখনো অনেক বেশি পামওয়েল ও সয়াবিন আমদানি করতে হচ্ছে। দেশে সরিষা চাষ বাড়াতে ভবিষ্যতে একটি প্রকল্প হাতে নেয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা  বলেন, প্রচলিত জাতের চেয়ে হাইব্রিড ধানের জাত উদ্ভাবনে আরো বেশি নজর দিতে হবে। প্রয়োজনে হাইব্রিড গবেষণা ইনস্টিটিউট নামে আলাদা একটি প্রতিষ্ঠান করা যেতে পারে। বর্তমান সরকারের গত ১০ বছরে ৪৩টি নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। আগামী ২ বছরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী ধানের জাত উদ্ভাবনের লক্ষ্য রয়েছে। কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান ক্রয়ের ক্ষেত্রে অনলাইন সিস্টেম চালুর পরামর্শ দেন।
#
গিয়াস/নাইচ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/১৯০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :   ৪৩৭
 
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ
                                                                             -- পররাষ্ট্রমন্ত্রী 
 
সিলেট, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
আমাদের জনগণের একটা বড় অংশ তরুণ। তারা যেনো  বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং  প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেজন্য সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষার মান বৃদ্ধি করে শিক্ষার্থীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করতে না পারলে আমরা দায়বদ্ধ থাকব। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখন আর হরতাল, অবরোধ, বোমা আতঙ্ক নেই। আমাদের সন্তান এখন নিরাপদে স্কুলে যেতে পারে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে হবে।
 
সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী 
ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন। 
 
#
 
তৌহিদুল/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৯১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৩৬
 
টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ নিশ্চিত করা হবে
                                                                         -- স্বরাষ্ট্রমন্ত্রী
 
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
‘টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্ত ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন, সে ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।’
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খাঁন আজ সকালে ঢাকা অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ লিমিটেড ইউনিট-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃংখলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট।’
 
 ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরো বলেন ‘সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয় না, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত।’ তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহ্বান করেন। 
 
#
 
অপু/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৯৩৫ ঘণ্টা 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৩৫
 
২০২১ মধ্যেই কক্সবাজার বিকেএসপি’র কার্যক্রম শুরু হবে
       -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
 
কক্সবাজার, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে বিকেএসপি একটি অনন্য প্রতিষ্ঠান। বর্তমানে বিভিন্ন জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই বিকেএসপির। সেই লক্ষ্যে সরকার প্রতিটি বিভাগে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আশা করা যাচ্ছে ২০২১ সালের মধ্যেই কক্সবাজারে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু করা যাবে। 
 
তিনি আজ কক্সবাজারস্থ বিকেএসপি  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে এ প্রকল্পের ৬০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। অচিরেই বাকি কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিকেএসপি’র মহাপরিচালক মোঃ আনিসুর রহমান, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
#
 
আরিফ/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৯২৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর :৪৩২ 
  
 কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা প্রণয়ন করা হয়েছে
                   ---আইনমন্ত্রী
 
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) : 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করা আমাদের জাতীয় কর্তব্য। সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা দুরূহ ব্যাপার। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষ এগিয়ে এলে সরকার নতুনভাবে উজ্জীবিত হবে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা এবং এটির জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা।  
 
মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইন্ডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড কর্তৃক প্রায় চার হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে। এজন্যে বিনামূল্যে শিক্ষার্থীদের বছর শুরুর দিনেই পাঠ্যপুস্তক বিতরণ, যুগোপযোগী ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সিলেবাস প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার, শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন প্রভৃতি কর্মকা- চালিয়ে যাচ্ছে। 
 
আইনমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশ পরিচালনা করবে। তারাই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তাই তরুণ সমাজের মেধা বিকাশে সঠিক যতœ ও রক্ষণাবেক্ষণ করা নৈতিক দায়িত্ব। তিনি বলেন, অতীতে  মানসম্মত শিক্ষা প্রদানে ছিল চরম বৈষম্য। কিন্তু শেখ হাসিনা সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে শিক্ষাক্ষেত্রে ওই বৈষম্য অনেক কমে এসেছে। কোচিং বাণিজ্য বন্ধ করতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের উচ্চ শিক্ষা গ্রহণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। সরকার দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি স্বতন্ত্র ট্রাস্ট চালু  করেছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের দেশে ও বিদেশে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’, ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’ প্রদত্ত ফেলোশিপ, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফেলোশিপ’ চালু করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তি ও ফেলোশিপ প্রদান করছে। 
#
রেজাউল/নাইচ/এনায়েত/পারভেজ/আব্বাস/২০১৯/১৮০২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৩৪
 
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন ও দেশপ্রেমিক
                               -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মাঠ পর্যায় থেকে দুর্যোগ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ করেছে। তৃণমূল পর্যায়ে উপস্থিত থেকে তারা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সুপারিশমালা প্রণয়ন ও উপস্থাপন করেছে। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ (আইডিএমডিএস) এর শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রমের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম।
 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন এবং দেশপ্রেমিক। তারা দেশের  উন্নয়নের কথা ভেবেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ এবং অবস্থান করে এসব সুপারিশমালা প্রণয়ন করেছে। তাদের বাস্তব ও যৌক্তিক সুপারিশসমূহ দেশের সার্বিক দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
 
সেলিম/নাইচ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৪৩৩
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত হবে
                        -- ওবায়দুল কাদের
 
নারায়ণগঞ্জ, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতু মার্চ মাসে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
 
মন্ত্রী আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে দ্বিতীয় কাঁচপুর সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
 
মন্ত্রী বলেন, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতুর নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এরই মধ্যে মেঘনা সেতুর কাজ ৮৪ শতাংশ এবং গোমতি সেতুর কাজ ৮২ শতাংশ শেষ হয়েছে। আগামী মে মাস নাগাদ সেতু দুটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। জাপানের সহযোগিতায় প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতি সেতু নির্মাণ করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান। প্রকল্পের আওতায় নতুন তিনটি সেতু নির্মাণ ছাড়াও পুরনো সেতুর সংস্কার, সংযোগ সড়ক নির্মাণ এবং কাঁচপুরে সড়ক মোহনার উন্নয়ন কাজ করা হবে।
 
পরিদর্শনকালে প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর-ই-আলমসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
#
 
নাছের/নাইচ/এনায়েত/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৮১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৩১ 
 
প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর
     ---পররাষ্ট্রমন্ত্রী
 
সিলেট, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :  
 
কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি শীর্ষক সেমিনার আজ সিলেটের মুরারি চাঁদ কলেজের (এম সি কলেজ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন  বলেন, সরকার বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশের জন্য মানবসম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পদকে কাজে লাগাতে না পারলে তা অভিশাপে পরিণত হয়। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সুন্দর ভবিষ্যৎ এবং দেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর।  
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
 
#
তৌহিদুল/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/১৭২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪২৯ 
  
কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে
---শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) :  
 
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষাকে আরো শক্তিশালী করতে হবে। কারিগরী শিক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। কারিগরী শিক্ষা বেকারত্বের অভিশাপ থেকে যুবকদের রক্ষা করতে পারে। 
 
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ ঢাকার কাফরুলে ইবরাহিমপুর সালাহউদ্দিন শিক্ষালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল হক ভূঁইয়া বাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে যাতে দেশ ও জনগণের কল্যাণে তারা অবদান রাখতে পারে।
 
শিক্ষার্থীরা যাতে মাদকাসক্তি ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য সর্বক্ষণ সচেতন ও সজাগ থাকার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, সরকার প্রতি বছর শুরুতেই নতুন বই বিনামূল্যে প্রদান করছে। শহর ও গ্রামে শিক্ষার মানে কোনো ভেদাভেদ নয়, সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ক্লাসে শিক্ষার মান বৃদ্ধিতে গত ১০ বছরে বহু শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
 
#
মাসুম/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/১৭২০ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৩০  
 
পরীক্ষা হল পরিদর্শনে শিক্ষামন্ত্রী
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদানে সকলের সহযোগিতা কামনা
 
ঢাকা, ২০ মাঘ (২ ফেব্রুয়ারি) : 
 
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু উপলক্ষে আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন। 
পরীক্ষা হল পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসমুক্ত, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য কঠোর ও তীক্ষ¥ গোয়েন্দা নজরদারি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলে তৎপর রয়েছেন। গতবছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবার সেই ব্যবস্থাগুলো আরো জোরদার করা হয়েছে।  
শিক্ষামন্ত্রী বলেন, আশা করি কেউ অপচেষ্টার সাথে যুক্ত হবেন না। কোনো অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। দেশ আমাদের সকলের।  সকলের যৌথ প্রয়াসে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব। প্রশ্ন ফাঁসের চাহিদা না থাকলে প্রশ্ন ফাঁস হবে না উল্লেখ করে তিনি বলেন, এজন্য অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। 
নির্দেশনা মোতাবেক সকল প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আশা করি সারা দেশে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হবে। এক্ষেত্রে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
উল্লেখ্য, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
 
#
আফরাজুর/নাইচ/পারভেজ/আব্বাস/২০১৯/১৭২২ ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon