Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৯১

কৃষিপণ্যের বাজারদর গণমাধ্যমে প্রচারের অনুরোধ

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):

    একটি সুসংগঠিত বাজার ব্যবস'া গড়ে তুলতে বাজারদর ও বাজার তথ্য প্রচারের বিকল্প নেই। পরিকল্পিত কৃষি বিপণন ব্যবস'া প্রচলনের মাধ্যমে কৃষকগণ যাতে তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় এবং ভোক্তাশ্রেণিও যাতে সহনীয় মূল্যে পণ্য ক্রয়ে সড়্গম হয় সে লড়্গ্যে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের বাজারদরসহ অন্যান্য বাজার তথ্য সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য অধিদপ্তরের িি.িফধস.মড়া.নফ  ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করে আসছে। 

    এ সকল বাজার তথ্য সম্প্রচার মাধ্যমে নিয়মিতভাবে প্রচারিত হলে দেশের আপামর জনগণ তথা কৃষক, ভোক্তা, কৃষি ব্যবসায়ীগণ চলমান বাজারদর সম্পর্কে অবহিত হবে। যার ফলে কৃষিপণ্য বিপণনে সূচিত হবে নতুন অধ্যায়।

    কৃষি বিপণন অধিদপ্তর প্রকাশিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরসহ কৃষি বিপণন সংক্রানত্ম এসব তথ্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের জন্য অধিদপ্তর অনুরোধ জানিয়েছে।

#

আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৯০

অস্ট্রেলিয়ায় আঞ্চলিক থ্রিআর ফোরামে শিল্পমন্ত্রী 

অস্ট্রেলিয়া, ২ নভেম্বর:

অস্ট্রেলিয়ার এডিলেইডে আজ শুরম্ন হয়েছে সপ্তম এশিয়া ও প্রশানত্ম মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম। এডিলেইড কনভেনশন সেন্টারে এ ফোরাম উদ্বোধন করা হয়। শিল্পবর্জ্য ব্যবস'াপনা বিষয়ক এ ফোরামে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অংশগ্রহণ করছেন।

দক্ষিণ অস্ট্রেলিয়ার টেকসই উন্নয়ন, পরিবেশ ও সংরক্ষণ মন্ত্রী ইয়ান হান্টার (ওধহ ঐঁহঃবৎ) এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানের পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী তাদাহিকো ইটু (ঞধফধযরশড় ওঃড়), জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের (টঘঈজউ) পরিচালক চিকাকো তাকাসি (ঈযরশধশড় ঞধশধংব), অস্ট্রেলিয়ার পরিবেশ, জ্বালানি ও সম্পদ বিষয়ক সংস'ার (ঈঝওজঙ) নির্বাহী পরিচালক ড. এলেক্স ওয়ানহেজ (উৎ. অষবী ডড়হযধং) বক্তব্য রাখেন। 

বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, কোরিয়া, পাকিসত্মান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, জাপানসহ এশিয়া ও প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা এ সময় উপসি'ত ছিলেন।  

শিল্পমন্ত্রী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

#

জলিল/আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৮৯

যুব উদ্যোক্তা পণ্য বাজার উদ্বোধন
 
ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):
    জাতীয় যুবদিবস ২০১৬ উপলক্ষে আজ থেকে ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরে শুরু হয়েছে যুব উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘যুব উদ্যোক্তা পণ্য বাজার’।
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ‘যুব উদ্যোক্তা পণ্য বাজার’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।
    যুব উদ্যোক্তা পণ্য বাজারে ১৯টি স্টল রয়েছে। এসব স্টলসমূহে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা যারা প্রকল্প গড়ে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নকস্ী কাঁথা, জামদানী শাড়ী, কুশন কভার, পাটজাত দ্রব্য, বিভিন্ন ধরনের শোপিস, ফুল, পোশাক, হস্তশিল্প ইত্যাদি।
    এছাড়া পণ্য বাজারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তরের আইসিটি কার্যক্রম ও সাফল্যচিত্রের একটি প্রদর্শনী স্টল রয়েছে।
    আগামী ৪ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘যুব উদ্যোক্তা পণ্য বাজার’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
#

শফিকুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৮৮
বাংলাদেশ-ভারত নৌযোগাযোগ স্থাপিত হলে বাণিজ্য ও যোগাযোগ বাড়বে
                                     -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাণিজ্য বাড়বে। পণ্যবাহী যানবাহণ তখন সরাসরি যাতায়াত করার সুযোগ পাবে। বাণিজ্য বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া খুবই জরুরি। ভারতের সাথে বাংলাদেশের নৌযোগাযোগ স্থাপিত হলে উভয়দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাবে।
    মন্ত্রী আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত “এনহ্যান্সিং ইন্ডো-বাংলা ওয়াটারওয়েজ কানেক্টিভিটি” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়নের অংশীদার। দু’দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে ভারত বাংলাদেশকে সকল পণ্যের উপর ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করেছে।
    ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (আইবিসিসিআই)-এর সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সৈয়দ মুনির খসরু। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বিশ^ব্যাংকের দিল্লী অফিসের পরামর্শক তারিক আহমেদ করীম, ভারতের এফআইসিসিআই নর্থ-ইস্ট কাউন্সিলের চেয়ারম্যান রণজিৎ বারঠাকুর এবং আইবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান সুলতান আহমেদ।
#

বকসী/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯০৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৮৭

শেরেবাংলা নগর এক্সচেঞ্জের ‘৮১২’ ও ‘৮১৩’ গ্রম্নপের টেলিফোন নম্বর পরিবর্তন

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):

    আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ‘৮১২’ ও ‘৮১৩’ সিরিজের প্রায় ২০০০ টেলিফোন নম্বর আগামী ৪ নভেম্বর থেকে পর্যায়ক্রমে আট ডিজিটের নতুন নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। 

    গ্রাহকবৃন্দের অবগতির জন্য পুরাতন নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবপেইজ িি.িনঃপষ.পড়স.নফ তে দেয়া হয়েছে। এছাড়া গ্রাহকগণকে নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কলের মাধ্যমে পরিবর্তিত নম্বরের বিষয়ে অবহিত করা হবে।  গ্রাহকগণ টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন সময়ে ৮১৪২০০০, ৯১১৮৯১৯ এবং ৯১১০৫০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এছাড়া, উত্তরার বিভিন্ন সেক্টরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাসত্মা সমপ্রসারণ, ড্রেন নির্মাণ ও উন্নয়নমূলক কাজে রাসত্মা খননের কারণে ভূ-গর্ভস' টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রসত্ম হওয়ায় সংশিস্নষ্ট এলাকায় প্রায় ৪শ’ টেলিফোন গত কিছু দিন যাবৎ বিকল রয়েছে। সিটি কর্পোরেশনের রাসত্মা খনন কাজ শেষ হলে খুব শীঘ্রই বিটিসিএলের ক্ষতিগ্রসত্ম  ভূ-গর্ভস' ক্যাবল প্রতিস'াপন করে টেলিফোন সার্ভিস পুনরায় চালু হবে।

    বিটিসিএল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। 

#

মোরশেদ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৮৬

প্রকাশিত সংবাদের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):

    গত ৩১ অক্টোবর ২০১৬ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘ব্যাংক পরিচালকগণ আজীবন ব্যাংক পরিচালক পদে থাকতে পারবেন’ শিরোনামে সংবাদের প্রতি অর্থ  মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহেদুর রহমান নিম্নরূপ ব্যাখ্যা প্রদান করেছেন।   

    ‘‘বিভিন্ন জাতীয় দৈনিকে গত ৩১ অক্টোবর ২০১৬ তারিখে অর্থমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে যে, ‘ব্যাংক পরিচালকগণ আজীবন ব্যাংক পরিচালক পদে থাকতে পারবে’। প্রতিবেদনটি সঠিক নয়।

    ২০১৩ সালে সংশোধিত ব্যাংকিং আইন অনুসারে ব্যাংকের পরিচালকরা একটানা দু’মেয়াদ (৬ বছর) পরিচালক থাকতে পারবেন। মাঝে বিরতি দিয়ে তারা আবার পরিচালক হতে পারবেন। কোনো কোনো পরিচালক এটিকে বাধা মনে করেন।

    ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অভ্‌ ব্যাংকার্স (বিএবি) গত ৩১ অক্টোবর ২০১৬ তারিখে অর্থমন্ত্রীর সাথে দেখা করে এ বাধা তুলে নেবার অনুরোধ করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে অর্থমন্ত্রী মনত্মব্য করেন যে, এ রকম রদবদল করতে হলে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধানত্মসহ আইন পরিবর্তনের প্রয়োজন হবে। মন্ত্রী মনত্মব্য করেন যে, অতিরিক্ত মেয়াদে পরিচালক থাকার বিষয়টি বিবেচনা করা যায়। কিন' কোনো পক্ষই আজীবন পরিচালক থাকার বিষয়ে কোন মনত্মব্য করেননি। বরং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যাংক মালিকদের পক্ষে নজরম্নল ইসলাম মজুমদার সাহেব ‘আজীবন পরিচালক’ থাকার প্রশ্নে তার দ্বিমত জোরের সঙ্গে তুলে ধরেন। সুতরাং মন্ত্রীর মনত্মব্য সংবাদপত্রে যেভাবে এসেছে তা একেবারেই মনগড়া ও বাসত্মবতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’’
   
#

শাহেদুর/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৮৫

তথ্য প্রদান না করায় যুব উন্নয়ন কর্মকর্তাকে জরিমানা

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):

    প্রার্থিত তথ্য প্রদান না করায় নীলফামারীর জলঢাকা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী আর রেজাকে তথ্য অধিকার আইনের আওতায় দায়েরকৃত দু’টি অভিযোগের ভিত্তিতে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা এবং ড়্গতিপূরণ হিসেবে ১ হাজার ২শ’ টাকা করে মোট ২ হাজার ৪শ’ টাকা পরিশোধের আদেশ দেয়া হয়। অপর একটি অভিযোগের ভিত্তিতে নীলফামারীর জলঢাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদারকে ১ হাজার ২শ’ টাকা ড়্গতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। 

    জানকি বালা এবং ভারতী রানী নীলফামারীর জলঢাকা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কাছে প্রশিড়্গণ সংক্রানত্ম তথ্য চেয়ে তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগদ্বয়ের বিষয়ে তথ্য কমিশনে শুনানিঅনেত্ম তথ্য অধিকার আইনে দায়িত্বপ্রাপত্ম কর্মকর্তাকে জরিমানা করা হয় এবং ড়্গতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়। 

    শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ।                 

    তথ্য অধিকার আইনে আজ ১০টি অভিযোগের শুনানি শেষে ৭টি  অভিযোগ তাৎড়্গণিক নিষ্পত্তি করা হয় এবং ৩টি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

    জরিমানার ভিত্তিতে নিষ্পত্তিকৃত অভিযোগ ছাড়াও অপর ৫টি নিষ্পত্তিকৃত অভিযোগ হচ্ছে- সড়ক ও জনপথ অধিদপত্মরের সিরাজগঞ্জ সয়াধানগড়ার নির্বাহী প্রকৌশলী, সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নীলফামারীর জলঢাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (২টি) ও পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালকের বিরম্নদ্ধে আনিত অভিযোগ। শুনানিতে আবেদনকারীদের প্রার্থিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদানের নির্দেশ দেয়া হয়।

#

লিটন/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮২৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৮৪

সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):


দশম জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৫তম বৈঠক আজ কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)’র সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মমতাজ বেগম, পিনু খান এবং জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে জ্ঞানভিত্তিক ও মানবিক বোধসম্পন্ন দড়্গ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরম্নত্বারোপ করে শিশুদের সৃজনশীল চর্চার আরো সুযোগ সৃষ্টি এবং জঙ্গিবাদ-মৌলবাদ রম্নখতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় সাংস্কৃতিক কর্মকান্ড বিসত্মৃত করার বিষয়ে আলোচনা হয়। শিশুরা যাতে ছোট বেলা থেকেই মানবিক ও সংস্কৃতিমনা হয়ে গড়ে উঠতে পারে সেজন্য স্কুলের মাল্টিমিডিয়া ক্লাশরম্নমে তাদের উপযোগী চলচ্চিত্র, নাটক, ডকুমেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি বিষয় প্রদর্শনীর ব্যবস'া করার পরামর্শ দেয়া হয়।
    
    যে সমসত্ম প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব বিষয়গুলো ব্যক্তিগতভাবে বা ট্রাস্টি বোর্ডের অধীনে সংরড়্গণ করছে সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনে কোনো সংশোধন প্রয়োজন কিনা তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়।

    বৈঠকে অবহিত করা হয়, ধানমন্ডি এলাকায় অবসি'ত নজরম্নল ইনস্টিটিউট ঘিরে একটি সাংস্কৃতিক বলয় তৈরির অভিপ্রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নজরম্নল ইনস্টিটিউটের নির্মিতব্য নতুন ভবনের নকশা অনুমোদন করেছেন। জাতীয় কবি কাজী নজরম্নল ইসলামের কালজয়ী সৃষ্টিসমূহের সংরড়্গণ ও চর্চার ব্যাপারে বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার এ পদড়্গেপ গ্রহণ করায় কমিটির পড়্গ থেকে প্রধানমন্ত্রীকে ও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

    সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

মিজানুর/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৩৮৩

বাংলাদেশের জন্য যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে 
                                                           -- স্পিকার
ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):
                                                 
     স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জলবায়ুর ড়্গতিকর প্রভাবজনিত কারণে প্যারিস চুক্তির আলোকে বাংলাদেশের জন্য যে সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে সে সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। 

স্পিকার আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রম্নপ (এপিপিজি) কর্তৃক আয়োজিত ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২২), প্যারিস চুক্তি ২০১৫ এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। 

স্পিকার বলেন, গ্রিন হাউজ গ্যাস নিঃসরন মানব জাতির জন্য হুমকি স্বরূপ। যে গ্যাস নির্গমনের জন্য আমরা দায়ী  নই তার বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে যা মানবাধিকারের সাথে সাংঘর্ষিক। তিনি পরিবর্তিত জলবায়ু পরিবর্তনের প্রেড়্গাপটে যে এডহক ওয়ার্কিং গ্রম্নপ তৈরি হয়েছে তাদের সাথে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি  যৌক্তিক দাবিগুলো  চিহ্নিত করে বাংলাদেশের পড়্গ থেকে সম্মেলনে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান।      

স্পিকার বলেন, সরকারের পাশাপাশি সংসদ সদস্যবৃন্দ স্বতস্ফূর্তভাবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ড়্গেত্রগুলোতে কাজ করতে পারেন এবং তাদের গুরম্নত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রানত্ম বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে বসে সংসদ সদস্যগণের সমন্বয়ে একটি প্রসত্মাব তৈরি করে এডাপটেশনের ড়্গেত্রগুলো বিশেস্নষন করে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী  কমিটির মাধ্যমে সম্মেলনে উপস'াপন করার আহ্বান জানান। 

স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ান্স অভ দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর দৃঢ় ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে এবং জলবায়ূ পরিবর্তনের ড়্গতিকর প্রভাব মোকাবিলা করে টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা অর্জনে সড়্গম হবে।  

এপিপিজির সেক্রেটারি জেনারেল শিশির শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস'াপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাালয়ের অধ্যাপক শরমিন্দ নিলোর্মি এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন অক্সফামের কান্ট্রি ডিরেক্টর সেনহাল ভি সোনেজি। 

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল ওয়াদুদ, ওয়ারেসাত হোসেন বেলাল, ফখরম্নল এমাম, নাভানা আক্তার, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নবী নেওয়াজ, ইসরাফিল আলম ও কাজী রোজী এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স'ায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ড. লিয়াকত আলী ও ড. জয়নুল আবেদীন বক্তৃতা করেন। 
#
নূরম্নল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৮২

ভূমি ব্যবস'াপনা যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার 
                                                 -- ভূমিমন্ত্রী 

ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমি ব্যবস'াপনায় বৈপস্নবিক পরিবর্তন ঘটিয়ে একটি আধুনিক ভূমি ব্যবস'াপনা গড়ার যুগোপযোগী উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, দুর্নীতি ও অস্বচ্ছতাকে দূর করে একটি আলোকিত পরিবেশ গড়ে তুলতেই ভূমিকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছি আমরা।

মন্ত্রী আজ ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকড়্গে সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহের অটোমেশনের বিষয়ে কারিগরী ও প্রশিড়্গণগত সহায়তা প্রদানের লড়্গ্যে ভূমি সংস্কার বোর্ড ও এটুআই প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাড়্গর অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোগানিত্ম দূর করার জন্যই এ সমঝোতা চুক্তির আয়োজন। তিনি বলেন, ভূমিকম্প ছাড়া ভূমি নড়ে না। তবে অনেকে অন্যায় উপায়ে একজনের মালিকানার জমি অন্যজনের নামে নিচ্ছে। এ সমঝোতা স্মারক চুক্তিকে ঐতিহাসিক উদ্যোগ উলেস্নখ করে মন্ত্রী বলেন, ভূমি ব্যবস'াপনাকে সহজীকরণের জন্যই সরকারের এ উদ্যোগ। তিনি সংশিস্নষ্টদের এ বিষয়ে আনত্মরিক থাকার আহ্বান জানান। দেশব্যাপী সকলড়্গেত্রে ডিজিটালাইজেশন কাজের সফল উদ্যোক্তা হিসেবে তিনি সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উলেস্নখ করেন।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার চুক্তি স্বাড়্গর করেন। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপসি'ত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পসমূহ এটুআই ও আইসিটি বিভাগকে সম্পৃক্ত করে ল্যান্ড ইনফরমেশন সার্ভিস ফ্রেমওয়ার্ক (এলআইএসএফ) ও সহকারী কমিশনার (ভূমি) এর উদ্ভাবিত ভূমি সেবাকেন্দ্রিক সফটওয়্যারটি দেশব্যাপী ভূমি অফিসগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য এ সমঝোতা স্মারক করা হলো। উলেস্নখ্য, ভূমি ব্যবস'াপনা ডিজিটাইজেশনে ভূমি মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় বিদ্যমান স্বত্বলিপি, খতিয়ান, রেকর্ড ও মৌজাম্যাপসমূহ স্ক্যানিং ও আর্কাইভিংয়ের কাজ করা হচ্ছে। 
#

রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৮১
বান্দরবানে আয়কর মেলা শুরু
বান্দরবান, ১৮ কার্তিক (২ নভেম্বর):
    আজ বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলা মিলনায়তনে আয়কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যাপী আয়কর মেলা ২০১৬ শুরু হয়েছে। পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এ মেলার উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে বাংলাদেশকে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালে একটি উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে সরকারকে কর প্রদানের কোনো বিকল্প নেই। সরকারঘোষিত এ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিদ্যমান কর প্রদান ব্যবস্থাকে আরো সহজ ও সাবলীল করতে হবে। যাতে করদাতাগণ কর প্রদানে ভীতির পরিবর্তে উৎসাহ ও অনুপ্রেরণা পায়।
    তিনি আরো বলেন, অমিত সম্ভাবনার পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রে কাজ করতে হবে।
    যুগ্ম কর কমিশনার শামিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর-রশীদ ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
#
জুলফিকার/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                 নম্বর : ৩৩৭৯ 

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):
    জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এর সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটি সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। 
    বৈঠকের শুরুতে সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কমিটি সভাপতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে কমিটির পক্ষ থেকে সভাপতি তাঁকে একটা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 
    বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল, ২০১৬ এর ওপর বৈঠকে আলোচনা করা হয়। আলোচনা শেষে এই আইনটিকে প্রাধান্য দিয়ে নতুন অংশ সংযোজনসহ প্রয়োজনীয় সংশোধন শেষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে রিপোর্ট প্রণয়নের সুপারিশ করা হয়।
    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#
নীলুফার/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৫২৮ ঘণ্টা


তথ্যবিবরণী                                                               নম্বর : ৩৩৭৮

তথ্য অধিদফতরে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে প্রশিক্ষণ
ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর):
    আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় প্রধান তথ্য অফিসার বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সকলকে দেশের সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ লক্ষ্যে তিনি নিয়মিত অফিসে এসে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে শেষ করার আহ্বান জানান। 
    তিনি  জনসেবা সহজতর করার জন্য উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অফিসে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ই-ফাইলিং, ই-টেন্ডারিং ব্যবস্থা বাস্তবায়ন এবং ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে কাজ করার জন্য তিনি সকলকে অনুরোধ জানান।
    প্রশিক্ষণ কর্মসূচিতে সেশন পরিচালনা করেন অতিরিক্ত  প্রধান তথ্য অফিসার  মোহাম্মাদ ইসতাক হোসেন, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন) ড. মোহাম্মদ আবদুল হাননান, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) ফজলে রাব্বী, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) আকতার হোসেন , উপপ্রধান তথ্য অফিসার (এফএন্ডপি ) মাসুদা খাতুন, উপপ্রধান তথ্য অফিসার (আরএন্ডআর) মো: জসীম উদ্দিন প্রমুখ। সেশনগুলোতে শুদ্ধাচার, ইনোভেশন, শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ-ব্রান্ডিং , এপিএ, এসডিজি, অনলাইন সেবা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। 
    উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহনকারী কর্মকর্তাগণ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। কিছু চ্যালেঞ্জ মোকাবিলায় কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। প্রশিক্ষণে আঞ্চলিক তথ্য অফিস সমূহের প্রধানগণ, তথ্য অধিদফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

                                                                              #
অনসূয়া/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৫৪৯ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                            নম্বর: ৩৩৭৭  
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৮ কার্তিক (২ নভেম্বর) : 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:    
    “বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর একটি কলঙ্কিত দিন। বিশ্ব মানবতা ও গণতন্ত্রের ইতিহাসেও এমন কলঙ্কের অধ্যায় আর নেই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তাঁর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়।
    পৃথিবীর ইতিহাসে কারাগারের অভ্যন্তরে এ ধরণের বর্বর হত্যাকান্ড নজিরবিহীন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এর মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।
    পরবর্তীতে ২১ বছর সেই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতারা দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে। শাসকগোষ্ঠী কখনও সামরিক লেবাসে, কখনও গণতন্ত্রের মুখোশ পরে, অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা ধরে রাখে। আত্মস্বীকৃত খুনীদের রক্ষা করতে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার বদলে পুরস্কৃত করে। খুনীদের রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টা করে।
    আমরা ১৯৯৬ সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকারীদের বিচারের আওতায় আনি। ইতোমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। জেলহত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলার রায় বাস্তবায়ন করা হয়েছে।
    আমি দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই যে, চক্রান্তকারী এবং গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তি হাত-পা গুটিয়ে বসে নেই। তারা দেশের গণতান্ত্রিক ও স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে বারবার হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে, উন্নয়ন বিঘিœত করতে প্রতিক্রিয়াশীল চক্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই সংঘবদ্ধ অপশক্তির দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে সকলকে এগিয়ে আসতে হবে।
    আমি বিশ্বাস করি, দেশবাসী মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারা সমুন্নত রাখবেন। ২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো-এ আমার প্রত্যাশা।
    আমি জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

                                       জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                      বাংলাদেশ চিরজীবী হোক।”

                                                                    #
মনিরুন/অনসূয়া/দীপংক

Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon