Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী -21/11/2015

Handout                                                                                                         Number : 3393

 

Armed Forces Day observed at Bangladesh Embassy in Washington

 

Washington, 21 November:

 

            The 44th anniversary of Bangladesh Armed Forces Day was celebrated at the Bangladesh Embassy in Washington DC today.

            On November 21 in 1971, the Bangladesh Armed Forces comprising army, navy and air force came into existence and launched an all-out coordinated attack on the Pakistan Army, expediting the country's freedom.

            To mark the occasion, a reception was hosted at the Embassy. Bangladesh Ambassador to USA Mohammad Ziauddin, Defense Attache’ Brigadier General Mohammad Shamsuzzaman and US Chief of National Guard Bureau General Frank J. Grass spoke at the reception.

            Ambassadors, senior officials of the Pentagon, State Department and other US organizations, defense attaches of more than 130 foreign missions in DC and local elites attended the reception.

            The Ambassador in his speech remembered the sacrifices and contributions of the armed forces during and since the independence of Bangladesh and said the Bangladesh Armed Forces is the pride of the nation.

            Referring to the UN peacekeeping missions, the Ambassador said Bangladesh today is the number one troops contributing country to the UN peacekeeping operations with over 9,000 blue helmets in nine countries.

            Till now, 122,000 Bangladeshi troops have served in 54 missions in 25 war ravaged countries. Of them 119 valiant soldiers have laid down their lives for the cause of international peace and security.

            Today, Bangladesh has become a brand name in Peace Support Operations, the Ambassador told the reception.

            Ziauddin said due to confluence of the work agenda and priorities, the cooperation between Bangladesh and the United States have got a significant momentum. Bangladesh thanks the USA for its technical assistance in setting up BIPSOT and turning it into a globally reputed institute for training the peacekeepers.

            General Grass said, Bangladesh is a strong partner of the USA and this partnership and friendship would be deepen further through cooperation, training and exchange programs between the two armies.

 

#

Afraz/Sanjib/Abbas/2015/2202 Hours

তথ্যবিবরণী                                                                               নম্বর :  ৩৩৯২
সিরাজগঞ্জে স্বাস'্যমন্ত্রী ও চীনের ভাইস মিনিস্টার
চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে

কাজিপুর (সিরাজগঞ্জ), ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : 
    স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং চীনের স্বাস'্য ও পরিবার কাউন্সিলের ভাইস মিনিস্টার ওয়াং পি এ্যান বলেছেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সামনের দিনগুলোতে আরো সুদৃঢ় হবে।  
    আজ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস'্য কমপেস্নক্স ও মেঘাই কমিউনিটি কমপেস্নক্স পরিদর্শনশেষে কমিউনিটি ক্লিনিক মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা একথা বলেন।
          কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরম্নল হক, শ্রীলঙ্কা থেকে আগত পিপিডি’র ডাইরেক্টর জো থমাস, রাজশাহী বিভাগীয় স্বাস'্য পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসক বিলস্নাল হোসেন, জেলা সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায় এবং চীন ও বাংলাদেশের স্বাস'্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপসি'ত ছিলেন।
          স্বাস'্যমন্ত্রী বলেন, চীনের সাথে বাংলাদেশের রয়েছে বন্ধুপ্রতিম সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর চীন সফরে গিয়ে এই বন্ধুত্বের সূচনা করেছিলেন। সেই সম্পর্ক আজও বিরাজমান রয়েছে।
       তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন কাজে চীন বাংলাদেশকে সহায়তা করে আসছে। আগামীতে আরো বেশি উন্নয়ন কাজ দু’দেশ এক সাথে করবে। তিনি চীনের এই বন্ধুত্বের জন্য ভাইস মিনিস্টারসহ চীনের সকল জনগণকে ধন্যবাদ  জানান।
    স্বাস'্যমন্ত্রী বলেন, চীন আমাদের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। আমরা স্বাস'্যখাতে চীনের সহযোগিতা বাড়াতে চাই। সেই লড়্গ্যে নতুন দু’টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও আনত্মর্জাতিকমানের বার্ন ইনস্টিটিউট স'াপনে সহযোগিতা চাওয়া হয়েছে। চীনের স্বাস'্যমন্ত্রী উভয় ড়্গেত্রেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 
    চীনের স্বাস'্য ও পরিবার কাউন্সিলের ভাইস মিনিস্টার ওয়াং পি এ্যান বলেন, বাংলাদেশের মানুষ বন্ধুবৎসল। বাংলাদেশ তথা সিরাজগঞ্জের কাজিপুরে না আসলে তাদের সম্পর্কে জানা হতো না। বাংলাদেশের আতিথিয়েতায় তিনি মুগ্ধ। 
         তিনি বলেন, খুব শীঘ্র বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ-চীন মৈত্রী ছিল, আছে ও থাকবে। 
    #
পরীড়্গিৎ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                         নম্বর : ৩৩৯১
আইপিইউ’র উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :  
বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর যৌথ উদ্যোগে ঈধঢ়পরঃু ইঁরষফরহম অধিৎবহবংং উবাবষড়ঢ়সবহঃ ধহফ গড়ঃরাধঃরড়হ ঋড়ৎ অফফবৎংংরহম ঈযরষফ গধৎৎরধমব ধহফ ইরৎঃয ধহফ গধৎৎরধমব জবমরংঃৎধঃরড়হ ধঃ ঃযব এৎধংংৎড়ড়ঃ খবাবষ  শীর্ষক এক কর্মশালা আজ সিরাজগঞ্জ সদরে  সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় সংসদ সদস্য মো. ফরহাদ হোসেন, পীর ফজলুর রহমান, গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, ফজিলাতুন নেসা বাপ্পি, ওয়াসিকা আয়শা খান, নূরজাহান বেগম, সেলিনা বেগম, সফুরা বেগম, রিফাত আমিন, সাবিনা আক্তার তুহিন, মমতাজ বেগম এবং আইপিইউ প্রতিনিধি ব্রিজিব ফিলিন অংশগ্রহণ করেন।
 কর্মশালায় সভাপতি বলেন, বাংলাদেশের সামাজিক আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় বাল্যবিবাহরোধে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে সেই সাফল্যকে আগামীদিনের পুরো বিশ্ব অনুসরণ করবে। 
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহের পরিণতিতে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তা মানুষের সামনে তুলে ধরতে পারলে বাল্যবিবাহ নিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশে নারীরা শুধু রাষ্ট্রের শীর্ষ পর্যায়েই স্থান দখল করেনি, প্রান্তিক পর্যায়ে নারীর ক্ষমতায়ন হয়েছে। তারা সামাজিক কুসংস্কার ও অন্ধকারকে পিছনে ফেলে বাল্যবিবাহরোধে  সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কর্মশালা শেষে বাল্যবিবাহ নিরোধ ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংসদ সদস্য মমতাজ বেগম বাল্যবিবাহ নিরুৎসাহিত করে সংগীত পরিবেশন করেন। 
কর্মশালায় বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মিজানুর/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৩৩৯০

টেকসই উন্নয়নের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ অত্যাবশ্যক

                                    -- পর্যটনমন্ত্রী

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :

 

          বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, টেকসই উন্নয়নের জন্য সুস্থ দেহ ও সুন্দর মন যেমন অত্যাবশ্যক তেমনি পৃথিবীর পথে নিরন্তর পরিভ্রমণের বিকল্প নেই। স্বাস্থ্যোজ্জ্বল ও প্রসন্ন মানুষ পৃথিবীর নানা প্রান্তের অভিজ্ঞতায় যে উন্নয়ন ভাবনা পরিকল্পনা করেন তা হয় টেকসই এবং অর্থবহ।

          মন্ত্রী আজ রাজধানীর  বিয়াম অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী  ÔInternational Conference on Environmental and Occupational Saftey and Health : A New Era in EOSH in Bangladesh'এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

          মন্ত্রী বলেন, বৈশ্বিক উন্নয়নের প্রেক্ষাপটে পরিবেশ ও প্রতিবেশগত ঝুঁকি প্রকটতর হচ্ছে। বাংলাদেশের মতো দ্রুত উন্নয়নকামী সমুদ্র উপকূলবর্তী  দেশের জন্য এ পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে এগিয়ে চলা ও নাগরিকদের স্বাস্থ্যগত সক্ষমতা তৈরি  একটি চ্যালেঞ্জ। তিনি আশা প্রকাশ করেন কনফারেন্সে আগত বিভিন্ন দেশের বিশেষজ্ঞগণ এসব বিবেচনায় একটি রূপরেখা প্রণয়ন করবেন।

 

          বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী বিউটিফুল বাংলাদেশের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে দেশের ট্যুরিস্ট স্পটগুলো ভ্রমণ করতে অতিথিদের আহ্বান জানান।

 

          ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন্টার পার্লামেন্টারি  ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বক্তৃতা করেন ।

 

          কনফারেন্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নানা শ্রেণিপেশার ৩ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

 

#

 

মাহবুবুর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৩৮৯
নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি 
সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে
                                  -- স্পিকার
ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী ও শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষাসহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সরকারি বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। 
স্পিকার আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং চধৎঃহবৎং রহ চড়ঢ়ঁষধঃরড়হ ধহফ উবাবষড়ঢ়সবহঃ (চচউ)  আয়োজিত ‘১২ঃয ওহঃবৎহধঃরড়হধষ ওহঃবৎ-গরহরংঃবৎরধষ ঈড়হভবৎবহপব ড়হ ঊাবৎু ডড়সধহ ঊাবৎু ঈযরষফ ঊাবৎু অফড়ষবংপবহঃ: অ ঝড়ঁঃয ঃড় ঝড়ঁঃয চবৎংঢ়বপঃরাব ড়হ ঝঁৎারাব, ঞযৎরাব ধহফ ঞৎধহংভড়ৎস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
স্পিকার বলেন, বেসরকারি সংস্থাগুলো সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করলে নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এসময় তিনি এই কনফারেন্সের মাধ্যমে লব্ধজ্ঞান ও তথ্য সহজবোধ্যভাবে সকলের মাঝে তুলে ধরার আহ্বান জানান। 
    তিনি বলেন, বেসরকারি সংস্থাসমূহের এ ধরনের উদ্যোগ বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের নারী ও শিশুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
তিনি আরো বলেন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, নারী শিক্ষার উন্নয়ন,  বাল্যবিবাহ প্রতিরোধ, দারিদ্র্যদূরীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অনন্য স্থান অর্জন করেছে এবং  মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে সফল হয়েছে।  বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন সূচকে অগ্রগতি সাধনের মাধ্যমে  এগিয়ে যাচ্ছে। তিনি দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।  
ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং পিপিডি’র ভাইসচেয়ার জগৎ প্রকাশ নাড্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের উপমন্ত্রী ওয়াং পেইয়ান (ডধহম চবর’ধহ), স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখেন।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য প্যানেলের উপদেষ্টা এবং গ্লোবাল অটিজম, বাংলাদেশ এর চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত  মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট, পিপিডি বোর্ডের ট্রেজারার তিউনিসিয়ার রিধা গাটা (জরফযধ এধঃধধ), ইউএনএফপিএ’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক ড.  ইয়োরিকো ্্্্্্্্্্্ ইয়াসুকাওয়া  (উৎ. ণড়ৎরশড় ণধংঁশধড়ধ), ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. কারিন হালশফ (উৎ. কধৎরহ ঐঁষংযড়ভ) এবং জাতিসংঘের প্রতিনিধি ড. নানা তাওনা কুও (উৎ. ঘধহধ ঞধড়হধ কঁড়) আলোচনায় অংশগ্রহণ করেন।              
#
শিবলী/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৩৩৮৮

 

আইএমও অধিবেশনে যোগ দিতে নৌপরিবহণ মন্ত্রীর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ

 

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :

         

          নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এর ২৮তম এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল সেশন এবং ২৯তম এসেম্বলি সেশনে যোগদানের জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

 

          আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর থেকে মূল অধিবেশন শুরু হবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল ও এসেম্বলি সেশন ছাড়াও ১১৫তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

 

          বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। ২০০৩ সাল হতে বাংলাদেশ আইএমও কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।

 

          মন্ত্রী ২৮ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

 

#

 

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৮৭
সাবেক উপদেষ্টা সি এস করিম এর মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) :    
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী সি এস করিমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় স্পিকার বলেন, সি এস করিম ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী একজন প্রতিভাবান ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী ব্যক্তিকে হারালো।  

স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় সি এস করিমের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও শোক জানিয়েছেন ।

#

হুদা/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩৩৮৬
অনার্সভুক্ত কলেজসমূহের অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার
                            ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : 

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনার্স কোর্স পাঠদানকারী কলেজসমূহের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মান নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

    মন্ত্রী আজ রাজধানীতে ঢাকা কলেজের ১৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান উদ্বোধনকালে একথা বলেন।

    কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নাহিদ আরো বলেন, বিশ্বায়নের এ যুগে টিকে থাকতে হলে চাই বিশ্বমানের শিক্ষা। সরকার প্রদত্ত সুযোগসুবিধা কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে নিবেদিতপ্রাণে দায়িত্ব পালনের জন্য তিনি শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ।

    কলেজ অধ্যক্ষ অধ্যাপক তুহিন আফরোজ আলমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

    পরে শিক্ষামন্ত্রী ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে নেতৃত্ব দেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৮৫
পাঁচটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৭ অগ্রহায়ণ (২১ নভেম্বর) : 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে গৃহীত নি¤œলিখিত ৫টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।  

বিলগুলো হচ্ছে : উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল, ২০১৫; ইধহমষধফবংয ঈড়রহধমব (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৫; গণকর্মচারী (বিদেশী নাগরিকের সহিত বিবাহ) বিল ২০১৫; ট্রেডমার্ক (সংশোধন) বিল, ২০১৫ এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০১৫। 

#

শিবলী/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৬৫৬ ঘণ্টা

Todays handout (5).doc Todays handout (5).doc