Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ০৬/১১/১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪২১

সাংবাদিক শেখর দাশগুপ্তের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :

    প্রখ্যাত সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ নেতা শেখর দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    
    মন্ত্রী আজ এক শোকবার্তায় শেখর দাশগুপ্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    দৈনিক মাতৃভাষায় কর্মরত শেখর দাশগুপ্ত আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

#
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৪২২

অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :


    বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. এম আর খানের (৮৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ডা. এম আর খানের মৃত্যুতে দেশ শিশু চিকিৎসায় পিতৃতুল্য একজন অনন্য বিশেষজ্ঞ চিকিৎসককে হারালো। তিনি এসময় এম আর খানের সরকারি চাকুরিসহ তার কর্মময় জীবন এবং দেশ ও জনগণের প্রতি তার আমৃত্যু সেবার কথা স্মরণ করেন।

    মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

#
আকরাম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৪২০

১ম বর্ষ ¯œাতক ভর্তির আবেদন ফরম পূরণের সময় বৃদ্ধি

ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় ২০ ডিসেম্বর  ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে পাওয়া যাবে।
#

ফয়জুল/অনসূয়া/নুসরাত/দীপংকর/সাহেলা/আসমা/২০১৬/১৬৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৪১৭

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে বিমান ও পর্যটন মন্ত্রীর শোক

ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :

    স্বনামখ্যাত চিকিৎসক, জাতীয় অধ্যাপক ও সমাজ সেবক ডা. এম আর খানের মৃত্যুতে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, মরহুম ডা. এম আর খান চিকিৎসা সেবাকে মানুষের দোড়গোড়ায় নিয়ে যেতে এবং মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গিয়েছেন। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাঁকে অমর করে রাখবে। মৃত্যুঞ্জয়ী এ গুণী চিকিৎসক আমাদের নিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকবেন।
    মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 
#

মাহবুব/অনসূয়া/নুসরাত/সাহেলা/গিয়াস/তানিয়া/২০১৬/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                নম্বর : ৩৪১৮ 

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক 

ঢাকা, ২২ কার্তিক (৬ নভেম্বর) :  

বিশিষ্ট শিশু চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে মন্ত্রী বলেন ডা. এম আর খান ছিলেন শিশু চিকিৎসায় পথিকৃত। শিশুদের উন্নত চিকিৎসার উন্নয়নে তিনি সারাজীবন কাজ করেছেন। গড়ে তুলেছেন বিভিন্ন শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান। তিনি শিক্ষা পরিবারের একজন অন্যতম অভিভাবক ও শুভানুধ্যায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা ও স্বাস্থ্য পরিবারের ক্ষতি অপূরণীয়। 

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন  এবং  শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


#

ঢালী/অনসূয়া/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/শামীম/২০১৬/১৪২৪ ঘণ্টা  

Todays handout (2).docx Todays handout (2).docx