Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১০ ডিসেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৭৯৭

মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়
                      -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করছে কিন' প্রায় ত্রিশ বছর স্বাধীনতা বিরোধী সরকার তাদের প্রাপ্য সম্মান দেয়নি। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে সরকার ইতোমধ্যে তাদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। অচিরেই উৎসব বোনাস দেয়া হবে।

    মন্ত্রী আজ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিজয় মেলা পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছিল বলেই বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশ এগিয়ে গেলেই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হবে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এ এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে স'ানীয় মুক্তিযোদ্ধাগণ উপসি'ত ছিলেন।

#

মারম্নফ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৭৯৬

কারখানা নিরাপত্তায় বাংলাদেশ শিগ্রই সক্ষমতা র্অজন করবে 
                                            -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 

         শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু)  বলেছেন, তৈরিপোশাক শিল্প কারখানা পরিদর্শন, ঝুঁকি নিরূপণ এবং কারখানা নিরাপত্তা দেখভালের বিষয়ে  ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সক্ষমতা র্অজন করবে। এ লক্ষ্যে রিমোডিয়েশন কো-অর্ডিনেশন সেল-আরসিসি কাজ করে যাচ্ছে।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইএলও’র মহাপরিচালক গাই রাইডারের সাথে বৈঠককালে একথা জানান।

    বৈঠকে অইএলও মহাপরিচালক বিশেষ করে তৈরিপোশাক শিল্প পরিদর্শনের ওপর গুরম্নত্বারোপ করেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়নের বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান। এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ২০১৩ সালে রানাপস্নাজা দুর্ঘটনার পর কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সকল তৈরিপোশাক কারখানাকে পরিদর্শন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম আইন সংশোধন করেছে। 

    তিনি বলেন,  শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। এখন পর্যনত্ম আট হাজার ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। রানা পস্নাজা পরবর্তী সময়ে শুধু তৈরিপোশাক শিল্পে চারশ’ এর বেশি ট্রেড ইউনিয়ন অনুমোদন দেয়া হয়েছে। সরকারের নেয়া এসব পদক্ষেপে আইএলও মহাপরিচালক সনেত্মাষ প্রকাশ করেন। 

    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহামদ এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর  নিভাস বি রেড্ডি উপসি'ত ছিলেন। 

#

আকতারম্নল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৭৯৫

সিপিসি-এ যোগ দিতে স্পিকারের লন্ডন যাত্রা

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ১১-১৭ ডিসেম্বর, ২০১৬ লন্ডনে অনুষ্ঠেয় ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) এ যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করেছেন। 

লন্ডনে অবস'ানকালে তিনি ৬২তম সিপিসি’র বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফর শেষে ১৮ ডিসেম্বর ২০১৬ তিনি ঢাকায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। 

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে সিপিএ নির্বাহী কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এবং সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও শিরিন নাঈন সম্মেলনের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করবেন। 

#

লাবণ্য/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৭৯৪

আইন বহির্ভূত হত্যার বিষয়ে ব্যবস'া নেয়া হবে
                                       -- আইনমন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন বহির্ভূত হত্যা বা অত্যাচার যেটাই হোক না কেন সরকারের নজরে আনা হলে অত্যনত্ম শক্ত হাতে ব্যবস'া নেয়া হবে। তিনি বলেন, সরকার সংবিধানের কথা অড়্গরে অড়্গরে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সে জন্য আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের চেয়ে আর কেউ বেশি উৎসাহী নয়।

    মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে মানবাধিকার দিবস উপলড়্গে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    তিনি বলেন, আইন বহির্ভূত হত্যা আইনের শাসন প্রতিষ্ঠায় এক বিরাট অনত্মরায়। সেজন্য এধরণের সংবাদ সরকারের নজরে আসার সাথে সাথে ব্যবস'া নেয়া হচ্ছে। তিনি বলেন, খবরের কাগজে যেসব দেখা যাচ্ছে সেগুলোর ব্যাপারেও আমরা ব্যবস'া গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। 

    সাম্প্রতিক নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখছে এবং একারণেই অনেক তথ্য উদ্‌ঘাটিত হচ্ছে।

    মানবাধিকার আইনের ১৮ ধারা সংশোধন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবাধিকার কমিশন এ ধারার সংশোধন চেয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত প্রসত্মাব পাঠালে তা বিবেচনা করা হবে।

    ধর্ষণ মামলার আসামি খালাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, উপযুক্ত সাড়্গীর অভাবে তারা খালাস পাচ্ছে। তাই এ বিষয়ে পরিবার ও ভিকটিমের যথোপযুক্ত সাড়্গীর প্রয়োজন। এবিষয়ে তাদের এগিয়ে আসতে হবে। সহযোগিতা করতে হবে। কোন প্রলোভন বা চাপে সাড়্গ্য দিতে অনীহা প্রকাশ করা যাবে না।

    অনুষ্ঠানে মূল প্রবদ্ধ উপস'াপন করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম।

    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কমিশনের সদস্য মো. নজরম্নল ইসলাম এবং ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড বক্তব্য রাখেন।
#

রেজাউল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৭৯৩

শিড়্গার উন্নয়নে জনগণের সহযোগিতা প্রয়োজন
                                      -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিড়্গায় জেন্ডার সমতা অর্জিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে শিড়্গার্থীদের মধ্যে ৫১ ভাগ মেয়ে এবং ৪৯ ভাগ ছেলে। মাধ্যমিক পর্যায়ে শিড়্গার্থীদের মধ্যে ৫৩ ভাগ মেয়ে এবং ৪৭ ভাগ ছেলে।  এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিড়্গার মান উন্নয়ন। এজন্য অবকাঠামোগত উন্নয়ন, উন্নত পরিবেশ এবং ভাল মানের শিড়্গক প্রয়োজন। শিড়্গার উন্নয়নে বেসরকারি উদ্যোগ ও জনগণের সহযোগিতাও জরম্নরি বলে উলেস্নখ করেন তিনি।
 
    মন্ত্রী আজ ঢাকায় বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সুবর্ণজয়নত্মী ও কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হবে নতুন প্রজন্ম। তাই এ প্রজন্মকে বিশ্বমানের শিড়্গায় দড়্গ করে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত মানবিক মূল্যবোধসম্পন্ন কর্মীবাহিনীই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে।

    সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০১০ সালে এ কলেজের ছাত্রীসংখ্যা ছিল ৩ হাজার ৫শ’ জন, যা বর্তমানে ৬ হাজার ৫শ’ জনে উন্নীত হয়েছে। প্রতিবছর একাদশ শ্রেণিতে ১ হাজার ৪শ’ ছাত্রী ভর্তি হচ্ছে। ৯টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। মন্ত্রী বলেন, ৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৮তলা ভবন নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে তৃতীয় তলা পর্যনত্ম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আরো একটি ১০তলা ভবন নির্মাণ করা হবে। তিনি বলেন, এ কলেজের অবকাঠামোগত সমস্যা ধীরে ধীরে দূর হবে। 

    কলেজ গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সদস্য গোলাম দসত্মগীর গাজী বীর প্রতীক, কলেজের অধ্যড়্গ কানিজ মাহমুদা আকতার এবং সুবর্ণজয়নত্মী উদ্‌যাপন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মনোয়ারা বেগম বক্তৃতা করেন। 

    অনুষ্ঠানে জনাব নাহিদ কৃতী ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

    এর আগে মন্ত্রী কলেজের নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করেন এবং অডিটোরিয়াম ও মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রসত্মর স'াপন করেন।

#

আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                          নম্বর : ৩৭৯১
আনত্মর্জাতিক পর্বত দিবস উপলড়্গে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৬ অগ্রহায়ণ( ১০ ডিসেম্বর) :
 
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘আনত্মর্জাতিক পর্বত দিবস’ উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    ‘‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় চতুর্থবারের মতো জাতিসংঘ ঘোষিত ‘আনত্মর্জাতিক পর্বত দিবস’ পালন করছে জেনে আমি আনন্দিত। 

    বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, অধিবাসীদের বর্ণাঢ্য জীবনাচার মিলে আমাদের পার্বত্য এলাকা বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্যম-িত অঞ্চল। বর্ণিল লোকাচার কৃষ্টি-ঐতিহ্যে এ অঞ্চল কেবল বাঙালিদের নয়, বিশ্বাবাসীকে দুর্বার আকর্ষণ করে। বিশ্বব্যাপী বিভিন্ন পর্বতের সাথে ধর্মীয় মিথ জড়িয়ে আছে। মাউন্ট অলিম্পাস, মাউন্ট সিনাই, মাউন্ট এথোস, হলি বুদ্ধিস্ট মাউন্টেন আমাদের সেই মিথকে স্মরণ করিয়ে দেয়। প্রকৃতির সাথে বসবাস করে পার্বত্য এলাকার জনগণ যেমন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করছে তেমনি তারা পরিবেশ রক্ষায়ও গুরম্নত্বপূর্ণ অবদান রাখছে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য বিষয় 'Mountain Cultures : celebrating diversity and strengthening identy' যথার্থ হয়েছে বলে আমি মনে করি। 

    আনত্মর্জাতিক পর্বত দিবস পালনের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের জীবন ও সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পার্বত্য মানুষের টেকসই ভবিষ্যৎ গঠনের মৌলিক উপাদানসমূহ নিশ্চিত হবে-এটাই সকলের প্রত্যাশা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পার্বত্য অঞ্চলে যে প্রতিকূল অবস'ার সৃষ্টি হচ্ছে তার সাথে খাপ খাইয়ে জীবনমান উন্নয়নেও আনত্মর্জাতিক পর্বত দিবস গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। 

    আমি ‘আনত্মর্জাতিক পর্বত দিবস ২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করছি।   
                                   
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
আজাদ/সেলিম/মোশারফ/আব্‌বাস/২০১৬/১৭১২ ঘন্টা


তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৩৭৯২
আনত্মর্জাতিক পর্বত দিবস উপলড়্গে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৬ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর) : 
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনত্মর্জাতিক পর্বত দিবস উপলড়্গে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
     পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ‘আনত্মর্জাতিক পর্বত দিবস-২০১৬’  উদ্‌যাপন করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলড়্গে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানাই।  
    দিবসটির এবারের প্রতিপাদ্য "গড়ঁহঃধরহ ঈঁষঃঁৎবং: ঈবষবনৎধঃরহম ফরাবৎংরঃু ধহফ ংঃৎবহমঃযবহরহম রফবহঃরঃু"  অত্যনত্ম সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
     মানুষের জীবনে পাহাড় ও পর্বতের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনের সাথে এই পর্বত ও পার্বত্য অঞ্চলের মেলবন্ধন তৈরির জন্য আনত্মর্জাতিক পর্বত দিবস একটি অন্যতম উপলড়্গ।
    পৃথিবীর প্রায় এক দশমাংশ মানুষ পার্বত্য অঞ্চলে বসবাস করেন। পার্বত্য অঞ্চলের মানুষের জীবন অত্যনত্ম  বৈচিত্র্যপূর্ণ। পর্বতমালা, নদ-নদী বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এ অঞ্চলকে করেছে এমন  বৈচিত্র্যময়। তাই দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এ অঞ্চলের উন্নয়ন করা একানত্ম প্রয়োজন।
     আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের গুরম্নত্ব অনুধাবন করে এ অঞ্চলের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের স'ায়ী শানিত্ম ও টেকসই উন্নয়নের লড়্গ্যে আমরা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শানিত্ম চুক্তি করেছি, যা এ অঞ্চলে শানিত্ম স'াপন করতে সড়্গম হয়েছে। আমরা পার্বত্যবাসীর জীবনমানের উন্নয়নে বনায়ন, জীববৈচিত্র্যের উন্নত ব্যবস'াপনা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস'ার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাসত্মবায়ন করে যাচ্ছি। আমাদের এ সকল পদড়্গেপের ফলে এ অঞ্চলের শিড়্গা, স্বাস'্য, বিদ্যুৎ, যোগাযোগ, মোবাইল নেটওয়ার্কসহ প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তন হয়েছে। 
    আনত্মর্জাতিক পর্বত দিবস-২০১৬ উপলড়্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নানা কর্মসূচি এ দিবসের তাৎপর্য ও গুরম্নত্ব জনসম্মুখে তুলে ধরতে সড়্গম হবে বলে আমার প্রত্যাশা।
    আমি আনত্মর্জাতিক পর্বত দিবস-২০১৬ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরম্নল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭০১ ঘণ্টা

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon