Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০১৯

তথ্যবিবরণী ৫/০৩/২০১৯

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৮০
 
বিআইডব্লিউটিএ ৫০টি পাকা ও আধাপাকা ভবন উচ্ছেদ করেছে
 
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ বসিলা ও কেরানীগঞ্জের মধ্যেরচর এলাকায়  অভিযান চালিয়ে পাঁচটি তেতলা, চারটি দোতলা, ১৯টি একতলা পাকা ভবন, ২২টি আধা পাকা ভবনের  অবৈধ অংশ, ৩১টি বাউন্ডারি ওয়াল  এবং ৭টি টংঘর  উচ্ছেদ করেছে। 
 
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম  উচ্ছেদকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময়  পরিচালক (বন্দর) মোঃ শফিকুল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক (বন্দর)  মুহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
 
#
 
জাহাঙ্গীর/মমিনুল/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭৯
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শফিকুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শফিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী তাঁর শোকবার্তায় মোঃ শফিকুল ইসলামকে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে অভিহিত করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে--------------রাজিউন)।
 
তথ্যসচিবের শোক
 
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শফিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যসচিব আবদুল মালেক। আজ মঙ্গলবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মোঃ শফিকুল ইসলামের ইন্তেকালের খবরে গভীর শোকাহত সচিব তাঁর শোকবার্তায় বলেন, মোঃ শফিকুল ইসলামের মৃত্যুতে আমরা একজন সৎ ও দক্ষ কর্মকর্তাকে হারালাম। 
তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
আকরাম/মমিনুল/এনায়েত/পারভেজ/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮৭৮
 
পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়ন করতে হবে                                                              -- বস্ত্র ও পাট মন্ত্রী
 
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
 
পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, বিশ্ব এখন প্লাষ্টিককে বর্জন করতে শুরু করেছে। আর সেজন্য আমরা পাটের সুদিন নিয়ে আশাবাদী। আমাদেরকে পাটের সকল সম্ভাবনার বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে। সরকারি ও  বেসরকারি পর্যায়ে পাটকে এগিয়ে নিতে পরিকল্পনা হাতে নিতে হবে। এজন্য সবার সহযোগিতা দরকার।
 
আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)-এ জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে ‘বিশ্ব বাজারে পাট ও পাটজাত পণ্যের বিপণনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।    
 
মন্ত্রী বলেন, পাট শিল্প রক্ষায় সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার গতি দ্রুত বাড়ানো হবে। বাধ্যতামূলক প্যাকেজিং আইন শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি বাধ্যতামূলকভাবে পাটপণ্যের ব্যবহার বাস্তবায়ন করতে না পারি তাহলে পাট শিল্প রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য এখন থেকে নিয়মিত পাট রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 
 
গোলাম দস্তগীর গাজী আরো বলেন, পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে বেশি বেশি মেলার আয়োজন করতে হবে। দেশের বিভিন্ন জেলায় পাটজাত পণ্যের স্টল খুলতে হবে। তাহলে স্থানীয়ভাবে আমাদের পাটের পণ্য কেনার আগ্রহ বেশি বাড়বে।  তিনি বলেন, সেখানে পাটের সুদিন ফেরাতে বা বিজেএমসিকে নিজেদের অবস্থান আরো উন্নতি করতে তাদের নিজেদেরই পরিকল্পনা নিতে হবে। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মিজানুর, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন (মুখ্য আলোচক), বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, বিজেএমএ প্রতিনিধি, বিজেজিএ প্রতিনিধি, বিজেএসএ সহ পাট সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার, বিভিন্ন পাট ব্যবসায়ী, বিআরআই এর মহাপরিচালক প্রমুখ।
      
#
 
সৈকত/মমিনুল/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                            নম্বর :  ৮৭৭
 
এসডিজি বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে
                                                 -- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
 
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) কে গোটা বিশ্বের জন্য কল্যাণকর উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও সুষম উন্নয়নের জন্য এসডিজি বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। বিশেষ করে, এসডিজি’র ৭, ৯ ও ১২ নম্বর লক্ষ্য তিনটি গুণগত শিল্পায়নের সাথে সরাসরি সম্পৃক্ত। এগুলোতে পরিবেশবান্ধব শিল্পায়ন, সবুজ জ্বালানির প্রসার, শিল্প উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা প্রদান, শিল্প সহায়ক অবকাঠামো তৈরি, শিল্পপণ্যের যৌক্তিক ভোগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো অর্জনের মাধ্যমে এশিয়ার দেশগুলো দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। 
 
থাইল্যান্ড সফররত শিল্পমন্ত্রী আজ ‘সবুজ জ্বালানি ও শিল্পের চালিকাশক্তি হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রযুক্তির প্রয়োগ: এসডিজি লক্ষ্য ৭, ৯ ও ১২ এর প্রভাব (ঞবপযহড়ষড়মু ধং ধ ফৎরাবৎ ভড়ৎ পষবধহ বহবৎমু ধহফ মৎববহ রহফঁংঃৎু ঃড়ধিৎফং ংঁভভরপরবহঃ বপড়হড়সু-রসঢ়ষরপধঃরড়হং ঃড়ধিৎফং ঝউএ-৭, ৯ ্ ১২)’ শীর্ষক প্লেনারি অধিবেশনে সভাপতিত্বকালে এসব কথা বলেন। নবম থ্রিআর ফোরাম উপলক্ষে ব্যাংককের রয়াল অর্চার্ড শেরাটন হোটেলে এ অধিবেশন আয়োজন করা হয়।
 
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ড. স্টেফানোস ফটিউ (উৎ. ঝঃবভধহড়ং ঋড়ঃরড়ঁ) এর সঞ্চালনায় অধিবেশনে পৃথকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আশিয়ান ইকোনমিক রিসার্স ইন্সটিটিউটের ঊর্ধ্বতন জ্বালানি অর্থনীতিবিদ ড. ভেঙ্কটচলাম আনবুমোজী (উৎ. ঠবহশধঃধপযধষধস অহনঁসড়ুযর), জাপানভিত্তিক জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক কাজুশিগে এন্ডো (কধুঁংযরমব ঊহফড়) এবং থাইল্যান্ড শিল্প মন্ত্রণালয়ের ক্লিন টেকনোলজি ইউনিটের পরিচালক কিতিফন তাপুগাসসাগরন (করঃরঢ়যধহ ঞধঢ়ধৎঁমংংধহধমড়ৎহ)। 
 
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতকে অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। এ খাতে বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস (জবফঁপব), বর্জ্য পুনঃর্ব্যবহার (জবঁংব) এবং বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য পুনঃপ্রক্রিয়াকরণ (জবপুপষব) বা থ্রিআর কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। এর ফলে দেশীয় শিল্প কারখানায় কাঁচামালের অপচয় হ্রাসের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার দক্ষতা বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর চিত্র কম বেশি একই রকম উল্লেখ করে তিনি এসএমই খাতে উৎপাদনশীলতা বাড়াতে থ্রিআর কৌশল প্রয়োগের তাগিদ দেন।  
 
অনুষ্ঠানে বক্তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগে এসএমই খাতে অর্থায়ন বৃদ্ধি, কর অবকাশ সুবিধা সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং ব্যবসায়িক সেবা বাড়ানোর পরামর্শ দেন। তারা এসএমই খাতে জৈব জ্বালানি প্রযুক্তির প্রয়োগ, সম্পদের দক্ষ ও উৎপাদনশীল ব্যবস্থাপনা এবং সবুজ শিল্পায়নের জন্য উদ্যোক্তাদেরকে জ্বালানি সাশ্রয়ী উপকরণ ও যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রীয় উদ্যোগে জ্ঞান ও তথ্য বিনিময়, প্রচার জোরদার এবং অংশীজনদের নিয়ে সভা-সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব দেন।  
 
#
 
জলিল/মমিনুল/ফারহানা/পারভেজ/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা

Handout                                                                                                          Number : 876

 

British High Commissioner paid farewell call on

Foreign Minister and State Minister for Foreign Affairs

 

Dhaka, 5 March 2019:

            British High Commissioner Alison Blake paid farewell call on Foreign Minister Dr. AK Abdul Momen today at his office. Foreign Minister Dr. Momen appreciated High Commissioner Blake for her dedicated and hard work to further strengthen and broaden bilateral relations between the two countries. Foreign Minister sought her continued support to encourage more investment by the UK companies in Bangladesh. Referring to more than half a million strong British-Bangladeshis in the UK, mostly from Sylhet, he further urged the High Commissioner to make UK visa processing more hassle free.

            The British High Commissioner thanked the Foreign Minister for all the support she received from the Ministry of Foreign Affairs and the government, as a whole. Referring to the upcoming 3rd Strategic Dialogue between Bangladesh and the UK, to be held in April 2019 in Dhaka, she termed it as a 'wonderful framework' for in-depth review of bilateral relations between the two countries. On Foreign Minister’s reference to post-Brexit trade preferences for Bangladesh, the British High Commissioner reassured that Bangladesh would continue to enjoy EU’s Everything But Arms (EBA) like trade preferences until an even better deal is being worked out between the two countries. 

            Foreign Minister thanked the British High Commissioner for playing the pivotal role in mobilizing strong UK leadership at the global level for finding a sustainable and peaceful solution to the Rohingya crisis.

            High Commissioner Blake also called on the State Minister for Foreign Affairs Md Shahriar Alam and thanked him for all the support during her tenure in Bangladesh. They exchanged views on current political relations including high number of incoming visits from UK over past few years, Rohingya crisis, countering terrorism and upcoming Cricket World Cup in the UK.

            Foreign Secretary Md Shahidul Haque hosted a farewell lunch in honour of the outgoing British High Commissioner at the State Guest House Padma, where senior government officials, members of the diplomatic corps and business leaders were present.

 

#

 

Tohidul/Mominul/Sanjib/Rezaul/2019/1825 hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭৫
 
একনেক সভায় ৬ হাজার ২ শত ৭৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) প্রায় ৬ হাজার ২ শত ৭৬ কোটি টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে জিওবি প্রায় ৩ হাজার ৩ শত ১৪ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ প্রায় ২ হাজার ৯ শত ৬২ কোটি টাকা।
প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের “নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন” প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘তাঁতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন’ প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের “কন্দাল ফসল উন্নয়ন” প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট জেলায় তুলশী গঙ্গা, ছোট যমুনা, চিড়ি ও হারাবতী নদী পুনঃখনন” প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প: ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ” প্রকল্প এবং “উযধশধ ঈরঃু ঘবরমযনড়ৎযড়ড়ফ টঢ়মৎধফরহম চৎড়লবপঃ (উঈঘটচ)” প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার” প্রকল্প এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের “প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন” প্রকল্প। 
সভায় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
#
 
শাহেদ/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৭৪
 
পাটের সুদিন ফেরাতে কাজ করছে সরকার
                                   -পাটমন্ত্রী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
পাটের সুদিন ফেরাতে বতর্মান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মন্ত্রী আজ জাতীয় সংসদ ভবনের সামনে ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে একথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, পঁচাত্তর পরবর্তী সরকারগুলো পাটের সুদিন ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি। এজন্য বহু পাটকল বন্ধ হয়েছে। শ্রমিকেরা চাকুরি হারিয়ে বেকার হয়েছে। দেশের পাট শিল্পাঞ্চল ধ্বংস হয়েছে। কিন্তু বতর্মান সরকার পাটকে কি ভাবে লাভজনক করা যায় সেজন্য সর্বদা চিন্তা ভাবনা করছে। পাটের সুদিন আবার ফিরে আসবে এবং পাটের বাজার আবার সম্প্রসারণ হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার পাটের উন্নয়নে বহুমুখী পাটপণ্য উৎপাদনকে গুরুত্ব দিয়ে  নানামুখী উদ্যোগ ও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পাট অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্য সবধরণের কাজ করবে সরকার। পাটশিল্পের সাথে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরাও জড়িত। মনে রাখতে হবে, সোনালী আঁশে সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ। বঙ্গবন্ধুর ছয় দফা দাবির অন্যতম ছিল পাটখাতের বৈষম্য। তখন পাকিস্তান পাটের ন্যায্যমূল্য দিতো না।
গোলাম দস্তগীর গাজী আরো বলেন, সারাবিশ্ব এখন প্লাস্টিক বাদ দিয়ে পাটের দিকে এগিয়ে যাচ্ছে। পাটপণ্যের প্রসার ঘটাচ্ছে। সেই দিক থেকে বাংলাদেশ কোনভাবে পিছিয়ে থাকতে পারে না। সরকার এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সমন্বিত চেষ্টায় পাট সারাবিশ্বে তার বাজার দখল করবে।
বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন কমর্কতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
 
সৈকত/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৭৩
 
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে
 
সিঙ্গাপুর, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয়াদি আজ দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড।
ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট মিডিয়ার জন্য জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আবু নাসার রিজভী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমেই উন্নতি হচ্ছে, তবে কিডনিতে কিছু সমস্যা রয়েছে। আগামী ৩/৪ দিন পর এ সমস্যা কিছুটা নিরসন হলে পরবর্তী চিকিৎসা বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।
কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবন্দসহ হাইকমিশনের কর্মকর্তাগণ ব্রিফিং-এ উপস্থিত ছিলেন ।
আগামীকাল বুধবার দুপুর সাড়ে বারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।
ওবায়দুল কাদেরের পরিবার তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
#
 
নাছের/অনসূয়া/রবি/জসীম/শামীম/২০১৯/১৫২৫ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭২
 
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখন গবেষণার বিষয়
                                -সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর সেরা ১০টি ভাষণের মধ্যে অন্যতম। এটিই ছিল আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এ ভাষণ নিয়ে অনেক আলোচনা ও বিশ্লেষণ হয়েছে। এটি এখন গবেষণার বিষয়।
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি 
ফাল্গুনী হামিদ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এম খালিকুজ্জামান, আশহারুল হাসান আশু, আলম দেওয়ান, মাজহারুল হক খোকন, এ এইচ এম রানা, নবীন কিশোর গৌতম, মোঃ মহিউদ্দিন প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
#
 
ফয়সল/অনসূয়া/রবি/জসীম/শামীম/২০১৯/১৪৪৯ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৭১ 
 
ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান
 
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় ৮ মার্চ শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ করার পাশাপাশি পাঞ্জেগানা নামাজের পরেও সেতুমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 
এছাড়া, ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে একই দিন বাদ জুম্মা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
#
 
নিজাম/অনসূয়া/রবি/জসীম/শামীম/২০১৯/১৪৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৭০
 
উপসচিব শফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের শোক
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্য ও ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুল ইসলামের মৃত্যুতে এসোসিয়েশন শোক প্রকাশ করেছে।
এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের এক শোকবার্তায় বলা হয়, মো. শফিকুল ইসলাম ছিলেন একজন সৎ, দক্ষ ও অমায়িক কর্মকর্তা এবং সকলের নিকট সমাদৃত।
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে।
উল্লেখ্য, আজ সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.........রাজিউন)।
#
 
সৈকত/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪২৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৬৯
 
নদীগুলোকে প্রবাহমান ধারায় ফিরিয়ে দেয়া হবে
                                   -নৌ প্রতিমন্ত্রী
বিরল (দিনাজপুর), ২১ ফাল্গুন (৫ মার্চ) :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী খননের মাধ্যমে দেশের নদীগুলোকে প্রবাহমান ধারায় ফিরিয়ে দেয়া হবে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ-তা বিশ্বের কাছে তুলে ধরা হবে। দিনাজপুরের আত্রাই, পুণর্ভবা ও তুলাই নদী খননের জন্য ইতোমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং আগামী 
২ থেকে ৩ মাসের মধ্যে এসব নদীর উৎপত্তিস্থল থেকে খনন কাজ শুরু হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। 
মন্ত্রী ৪ মার্চ দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুরে বেলঘুরিয়া শ্মশান শিব মন্দিরে ৩ দিনব্যাপী শিব চতুর্দশী ব্রতের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সকলধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদেশের সকলধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘেœ পালন করতে পারে। 
বেলঘুরিয়া শ্মশান শিব মন্দির কমিটির সদস্য অরবিন্দ রায়ের সভাপতিত্বে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
 
জাহাঙ্গীর/অনসূয়া/রবি/রেজ্জাকুল/শামীম/২০১৯/১২৫৩ ঘণ্টা
 
 
আজ বিকাল পাঁচটার পূর্বে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৬৮
 
জাতীয় পাট দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“দেশব্যাপী তৃতীয়বারের মতো ৬ মার্চ ২০১৯ ‘জাতীয় পাট দিবস’ পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ আয়োজন বাংলার পাটচাষীসহ পাটের সাথে সংশ্লিষ্ট সকলের শ্রম ও অর্জনের অভূতপূর্ব স্বীকৃতি।
পাট দেশের ৩য় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারীখাত। এখাতে বর্তমান সরকারের চলমান পৃষ্ঠপোষকতা এর হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার এবং অধিক সমৃদ্ধশালী করবে বলে আস্থা রাখি। আমরা পাটকে ২০১৬ সালে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করেছি। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং এ  সংক্রান্ত বিধিমালা ইতোমধ্যে দেশের পরিবেশ রক্ষায় ও জনস্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখছে। বর্তমানে ১৯টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহৃত হচ্ছে। আমরা পাট আইন, ২০১৭ প্রণয়ন করেছি। ফলে দেশে পাটের উৎপাদন বৃদ্ধিসহ পাটখাতের সকল স্টেক হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত হয়েছে। কৃত্রিম পলিথিনের পরিবর্তে আজ দেশে পাট থেকে পলিথিন সদৃশ পচনশীল ও পরিবেশবান্ধব সুন্দর ‘সোনালি ব্যাগ’ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আমাদের পাটচাষীগণ অত্যন্ত পরিশ্রমী। আমাদের মাটি পাট চাষের উপযোগী। সুতরাং আমাদের শ্রম, মেধা, গবেষণালব্ধ ফলাফল, পাটের বহুমুখী পণ্যের সম্ভার ও তার বাজার সম্প্রসারণ, সরকারি-বেসরকারি সকলের সমন্বিত প্রচেষ্টায় পাটের সোনালি সময় পুনরুদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
বর্তমান আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করা। আমার বিশ্বাস, দেশের এই সমৃদ্ধি প্রতিষ্ঠায় পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব নিশ্চিত করতে পারে। আর এ কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় হবে দক্ষ কারিগর।
আমি ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।  
                                                                                         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
            বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
 
ইমরুল/অনসূয়া/রবি/জসীম/শামীম/২০১৯/১১০৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৬৭
জাতীয় পাট দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২১ ফাল্গুন (৫ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে তৃতীয়বারের মতো ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। 
পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দেশের সংস্কৃতি ও কৃষ্টির সাথে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি একটি অনন্য পরিবেশবান্ধব পণ্য হিসেবে সমাদৃত। বর্তমান সরকার রাষ্ট্রীয় পাটকলসমূহের আধুনিকায়নসহ পাটখাতের অতীত গৌরব ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির জন্য ইতোমধ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এবং “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩” কার্যকর করা হয়েছে। পাটজাত পণ্যের বহুমুখীকরণের জন্য পাট পাতা থেকে পানীয়, পাটের আঁশ থেকে ভিসকস ও পচনশীল পরিবেশবান্ধব সোনালি ব্যাগ, জিও জুট টেক্সটাইল, পাটকাঠি থেকে চারকোলসহ ২৫০ প্রকারের পাটজাত পণ্য উদ্ভাবন ও বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাটের জীবনরহস্য উদঘাটনসহ পাটের বহুমুখী ব্যবহারে সরকারের এ সকল উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। 
পাটশিল্প বিকাশের স্বার্থে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের চাহিদা সৃষ্টিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এতে পাট চাষিদের পাটের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও পাটখাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধি লাভ করবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ লক্ষ্যে কার্যকর উদ্যাগ গ্রহণ করবে - এ প্রত্যাশা করি। 
আমি ‘জাতীয় পাট দিবস ২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/জসীম/শামীম/২০১৯/১০৪৪ ঘণ্টা 
 
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon