Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ৭ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭৮৮

ঢাকা সদরঘাট টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

আজ নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিআইডব্লিউটএ’র ঢাকা নদী বন্দরের সদরঘাট টার্মিনাল, টার্মিনাল কাউন্টার, লঞ্চের পন্টুন এবং ওয়াইজঘাট- সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শন করেন।

এ সময় বন্দর কর্মকর্তা কবীর হোসেন ঢাকা নদী বন্দরের বিভিন্ন কার্যাবলির সংক্ষিপ্ত পরিচিতি উপদেষ্টার নিকট তুলে ধরেন।

নৌপরিবহন উপদেষ্টা ঢাকা নদী বন্দরের ঘাটের রাজস্ব বাড়াতে উদ্যোগী ভূমিকা রাখতে তাগিদ দেন। এ বিষয়ে উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সাথে সমন্বয় করে দ্রুত রাজস্ব আদায় কার্যক্রম সচল করার উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। প্রতিটি ঘাট ও পয়েন্টে সরকার নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে স্থাপনের জন্যও নির্দেশনা দেন। এ প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা আগামী সাত দিনের মধ্যে রেট চার্ট স্থাপন করা হবে মর্মে জানান।

ঢাকা নদী বন্দরের সার্বিক কার্যক্রম দেখে নৌপরিবহন উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বন্দরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীগণকে সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থেকে নৌ-সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিয়মাবলি কঠোরভাবে প্রয়োগ করতে এবং লঞ্চের রুট পারমিট ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং ঢাকা নদী বন্দরের বন্দর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আসিফ/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২১১৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৭৮৭  

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার ও গ্রেফতার ২৫ জন

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার ও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার দুইটি, পিস্তল ১৮টি, রাইফেল দুইটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি ও এসবিবিএল তিনটি।

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, র‌্যাব এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

#

ফয়সল/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২১৩০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৭৮৬

 

দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার ও ২৫ জন গ্রেপ্তার

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেস্টেম্বর):

 

অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার দুইটি, পিস্তল ১৮টি, রাইফেল দুইটি, শটগান ১১টি, পাইপগান একটি, শুটারগান ছয়টি, এলজি তিনটি, বন্দুক তিনটি, একে ৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি ও এসবিবিএল তিনটি।

 

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

 

পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

                                                      #

 

ফয়সল/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/২১২১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৭৮৫

এখন থেকে গ্রাহকগণ প্রবাসী কল্যাণ ব্যাংকের

মাধ্যমেও রেমিট্যান্স উত্তলন করতে পারবেন

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকগণ সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারবেন। ঋণ সমন্বয়ের পর প্রেরিত রেমিট্যান্সের বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন গ্রাহকগণ।

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

 প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

শেফায়েত/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৭৮৪

 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার

             -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

হবিগঞ্জ, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :   

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার। এটার জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি করা হয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি করা হবে। সেখানে প্রশাসন, স্থানীয় জনগণ এবং স্টেকহোল্ডাররা থাকবেন।

 

উপদেষ্টা আজ শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং সাংবাদিকদের এসব কথা বলেন।

 

পরিদর্শনে গিয়ে উপদেষ্টা ফারুক ই আজম স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ও পরবর্তীতে স্থায়ীভাবে সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণে স্থানীয়দের সাথে সমন্বয় করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের জন্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে নির্দেশ দেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, যুগ্মসচিব নাজমুল আবেদীন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

এর আগে উপদেষ্টা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে পৌঁছে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে উপদেষ্টা মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ।

 

#

 

এনায়েত/খায়ের/মোশারফ/রেজাউল/২০২৪/১৯৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৭৮৩

 

সনাতন ধর্মাবলম্বী যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নামের তালিকা

চাওয়ার বিষয়ে উদ্ভূত ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :   

আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের গত ২৭ আগস্ট ২০২৪ তারিখের ০২.০০.০০০০.০১১.০১.০০৪.২৪.৫৬০ নং স্মারকের প্রেক্ষিতে পূর্ববতী বছরের ন্যায় এ বছরও ঢাকায় কর্মরত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্মসচিব বা সমমর্যাদা সম্পন্ন ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের নামের তালিকা চেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ২৯ আগস্ট ২৪.০০.০০০০.০০০.১১১.১৬.০০০৫.২৪.৭১৪ নং স্মারকে পত্র প্রেরণ করা হয়।

 

পত্রে রাষ্ট্রপতির কার্যালয়ের সূত্র উল্লেখপূর্বক রাষ্ট্রপতির কার্যালয়ের পত্রের সংযুক্তি হিসেবে প্রেরণ করা হলেও পত্রের বিবরণে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথাটি উল্লেখ করা হয়নি। যার কারণে পত্রটির বিষয়ে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়। 

 

পরবর্তীতে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের কথা উল্লেখ করে গত ৪ সেপ্টেম্বর একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে।

 

রাষ্ট্রপতির আপন বিভাগে পত্রের প্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থায় প্রেরিত পত্রে ‘শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানের বিষয়টি উল্লেখ না করার কারণে সৃষ্ট বিভ্রান্তির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ইতোমধ্যেই বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে।

 

#

 

আসিফ/খায়ের/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৯২৮ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৭৮২

বিতর্ক সৃষ্টি হয় এরূপ কোনো কর্মে হাত দেওয়া হবে না

                                                 -ধর্ম উপদেষ্টা

রাজশাহী, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে সংস্কারের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা রাষ্ট্রকাঠামোতে মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। বিতর্ক সৃষ্টি হয় এরূপ কোনো কাজে হাত দেওয়া হবে না। কারণ, এতে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

আজ ইসলামিক ফাউণ্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন-সহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে ওলামা-মাশায়েখ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাগানে নানাধরনের ফুল থাকলে বাগানের সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায়। এটা হলো বৈচিত্র্য। বাংলাদেশ বৈচিত্র্যময় দেশ। এদেশে নানাধর্মের লোক থাকবে। গীর্জায় ঘণ্টাধ্বনি হবে, মন্দিরে উলুধ্বনি হবে, মসজিদ হতে আযানের ধ্বনি উচ্চারিত হবে- এরূপ সৌহাদ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই। যতদিন দায়িত্বে আছি ততদিন আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান-সহ সকল ধর্মাবলম্বীর পাশে থাকব। তিনি বলেন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সহানুভূতির মাধ্যমে আমরা কাছাকাছি আসতে পারি। আমাদের মধ্যে সম্প্রীতি যেমন আছে, তেমন বিভাজনও আছে। আমাদেরকে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে।

উপদেষ্টা বলেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সৌহার্দ্য চলে আসছে। মাঝে মধ্যে কিছু দুষ্টচক্র আমাদের এই সাম্প্রদায়িক সৌহার্দ্যে ফাটল ধরানোর অপপ্রয়াস চালিয়েছে। এখনও চালিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতকারীদের কালো হাত ভেঙে দিতে পারি।

ড. খালিদ বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও নারী নির্যাতন-এগুলো অপরাধ। ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সহ সকল ধর্মেই এগুলো নিষিদ্ধ। এ সকল ব্যাধি প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। তিনি দেশের উন্নয়নে এ সকল সামাজিক সমস্যা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

ড. খালিদ আরো বলেন, আমি রাজনীতির ঊর্ধ্বে ওঠে ধর্ম মন্ত্রণালয়কে পরিচালনা করছি। আমি আাগামীদিনেও একইভাবে পরিচালনা করে যাব। অতিমাত্রায় দলীয়করণ করে ইসলামিক ফাউণ্ডেশনকে শেষ করা হয়েছে। আমি এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কিছু মানুষ সুযোগের অপেক্ষায় আছে। তারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এদের বিষয়ে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় কমিটি গঠন করতে হবে এবং এ সকল কমিটিতে স্থানীয় কমিউনিটির লোকজনকে সম্পৃক্ত করতে হবে।

জেলা প্রশাসক শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর হোসেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ইসলামিক ফাউণ্ডেশন বোর্ড অব গভর্নরসের সাবেক গভর্নর মাওলানা জামাল উদ্দিন সন্দীপী, ইসলামিক ফাউণ্ডেশনের বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন প্রমূখ। এছাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তৃতা করেন। এতে ওলামা-মাশায়েখসহ অন্যান্য ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে উপদেষ্টা পবার আল জামি'আহ আল সালাফিয়্যাহ মাদ্রাসা, সপুরার নওদাপাড়ায় অবস্থিত আল মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা এবং মাদানী মসজিদে জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসা পরিদর্শন করেন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। শেষে উপদেষ্টা হযরত শাহ মখদুম (রা.) এর দরগাহ পরিদর্শন করেন এবং চলমান নির্মাণ কাজের খোঁজ-খবর নেন।

 

#

আবুবকর/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৭৮১

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম), ২৩ ভাদ্র (৭ সেস্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে এস. এন কর্পোরেশনের জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ইয়ার্ডের কার্যক্রম বন্ধ করার নির্দেশ ও ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আহত ৭ (সাত) জনকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে ।

 

#

 

সায়েম/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮৫৫ ঘণ্টা

 

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৭৮০

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানা বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

উন্নত চিকিৎসার জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশ

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম), ২৩ ভাদ্র (৭ সেস্টেম্বর):

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।  

 

আজ চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

 

আহত ১২ জন শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে আইসিইউ সাপোর্ট দিয়ে এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মালিকদের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের জন্য জাহাজভাঙ্গা শিল্প এসোসিয়েশনের নেতৃবৃন্দকে বলা হয়েছে।

 

ঘটনাটি তদন্ত করে কারণ অনুসন্ধান, দায়দায়িত্ব নির্ধারণ ও এরূপ দুর্ঘটনা রোধে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মোঃ হেলাল উদ্দীনকে প্রধান করে ০৬ (ছয়) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। ইতোমধ্যে পৃথক একটি আদেশে দুর্ঘটনাকবলিত ইয়ার্ডে জাহাজভাঙার কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

#

 

সায়েম/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/২০৩১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৭৭৯

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ।   

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৮৪ জন।

#

দাউদ/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা 

 

 

(সংশোধিত)

(সংশোধিত)

(সংশোধিত)

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৭৭৮

 

গণভবন হচ্ছে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেখানে তুলে ধরা হবে ১৬ বছরের নির্যাতনের সামগ্রিক চিত্র

                                                                                         -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :    

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টাপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের রূপান্তর করা হবে। জাদুঘরে গত ১৬ বছরের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনা, শহিদদের তালিকা, স্মৃতিসহ সামগ্রিক উপস্থাপনা থাকবে। পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনাও থাকবে।

উপদেষ্টা আজ গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

মোঃ নাহিদ ইসলাম বলেন, অনেক রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান  ভগ্নাবশেষ অক্ষত রেখেই জাদুঘরে রূপান্তর করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। ফ্যাসিস্ট, স্বৈরাচারী এবং খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণতি হয় তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য এ ভবনকে জাদুঘর করা হচ্ছে। তিনি আরো বলেন, জনগণ‌ই যে রাষ্ট্র ক্ষমতার আসল মালিক সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে  গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য একটি কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই  এ কাজ সম্পন্ন করা হবে। এছাড়া, জাদুঘরটি নির্মাণের লক্ষ্যে দেশের পাশাপাশি বিদেশেও যারা জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ, গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে ।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের ওপর অত্যাচার, গুম, খুনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে। পরবর্তীতে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। স্থাপত্য শিল্পী এবং জাদুঘর বিশেষজ্ঞ আর্কিটেক্টদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

#

আশরোফা/খায়ের/রবি/সাজ্জাদ/আলী/শামীম/২০২৪/২০০০ঘন্টা 

 

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৭৭৭

 

দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

 

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেস্টেম্বর):

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন।

 

উপদেষ্টা আজ রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এ নির্দেশনা দেন। 

 

উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বিজিবিকে সবসময় আইন অনুযায়ী কাজ করতে হবে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, সঠিকভাবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

 

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে সকল রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

 

ফয়সল/রবি/সাজ্জাদ/আলী/লিখন/২০২৪/১৫০০ ঘণ্টা

 

 

 

                                                                                      

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৭৭৬

৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা সম্বলিত

বাংলাদেশের প্রস্তাবিত রেজ্যুলেশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

 

নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর:

 

গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের প্লেনারিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর ৬ জুলাইকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে ঘোষণা করে একটি রেজ্যুলেশন গৃহীত হয়েছে। বাংলাদেশের প্রস্তাবিত রেজ্যুলেশনটি বাংলাদেশ, ভারত, নেপাল, পেরু, ফিলিপাইন ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত একটি কোর গ্রুপের পক্ষ হতে উত্থাপন করা হয়।

জাতিসংঘের ৪৩টি সদস্য রাষ্ট্র এ রেজ্যুলেশনটি স্পন্সর করেছে এবং কোনো ভোট ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয়। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পেশকৃত প্রথম রেজ্যুলেশন, যা কার্যকর বহুপাক্ষিকতার দ্বারা সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি ও অভাব দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকারের প্রতিশ্রুতিরই সমার্থক।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে খসড়া রেজ্যুলেশনের ওপর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মাঝে আলোচনা পরিচালনা করে এবং রেজ্যুলেশনের খসড়া চূড়ান্ত করে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (CIRDAP)’ এর সদস্য রাষ্ট্রসমূহকে টেকসই পল্লী উন্নয়নে সহায়তার স্বীকৃতিস্বরূপ, সংস্থাটির প্রতিষ্ঠার দিন ৬ জুলাই ১৯৭৯ বিবেচনায়, প্রতি বছর এদিনকে ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত রেজ্যুলেশনটি উপস্থাপন করেন।  এসময় তিনি দারিদ্র্যবিমোচন, খাদ্য উৎপাদন,
আর্থসামাজিক উন্নয়ন, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নত জীবিকা নিশ্চিতকরণের মতো ক্ষেত্রসহ বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অন্তর্ভুক্তিমূলক টেকসই পল্লী উন্নয়নের ওপর গুরত্বারোপ করেন। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে,  ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ ঘোষণা ও পালনের মাধ্যমে সমন্বিত, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক পল্লী উন্নয়নে সহযোগিতামূলক পদক্ষেপের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করবে এবং এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের নিমিত্ত গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গৃহীত নানাবিধ উদ্যোগ ও কর্মসূচিকে অনুপ্রাণিত করবে।

রেজ্যুলেশনটি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র, জাতিসংঘের সংস্থাসমূহ এবং অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি সংস্থা, একাডেমিয়া, গ্রামীণ উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, কৃষক সংগঠন, আদিবাসী ও স্থানীয় জনগণকে  গ্রামীণ টেকসই উন্নয়নের জন্য জাতীয় ও আঞ্চলিক প্রেক্ষাপটে যথাযথ কার্যক্রম গ্রহণ ও প্রচারের মাধ্যমে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস পালন করার আহবান জানায়। এছাড়া, রেজ্যুলেশনটিতে যথাযথভাবে দিবস পালনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করার জন্য জাতিসংঘের মহাসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

#

মিশন নিউইয়র্ক/রবি/সাজ্জাদ/আলী//মানসুরা/২০২৪/৯৫০ ঘণ্টা

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৭৭৫

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রধান উপদেষ্টার বাণী

 

ঢাকা, ২৩ ভাদ্র (৭ সেপ্টেম্বর) :    

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এবছর দিবসটির প্রতিপাদ্য-‘Promoting multilingual education: Literacy for mutual understanding and peace’ যা বাংলায় মূলভাব ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম হলো শিক্ষা। দেশ গড়ার প্রধান হাতিয়ারও হচ্ছে শিক্ষা। নিরক্ষরতাম

2024-09-07-16-33-6c0de81992edcd7925d91ed31501cf4e.docx