Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০১৬

তথ্যবিবরণী ২০ জুন ২০১৬

Handout                                                                                                          Number: 2022

BD High Commissioner calls on Chief Minister of West Bangal

Kolkata (India), June 20:

            Bangladesh High Commissioner to India Syed Muazzem Ali paid a courtesy call on the Chief Minister of West Bengal Mamata Banerjee at her office today.

            During the meeting, the High Commissioner conveyed the greetings and best wishes of the Prime Minister of Bangladesh Sheikh Hasina. He also congratulated her on her landslide victory at the recently held state assembly elections which once again underlined the huge trust and confidence of the people of West Bengal on her leadership and hoped that in her next term she would continue to undertake development works with renewed efforts.

            He also recalled the historic ties which always existed between Bangladesh and West Bengal and the supportive role the people of the State had played during the war of liberation. Since assumption of office, Prime Minister Sheikh Hasina has undertaken various efforts to restore the 'spirit of 1971' and she has shown zero tolerance to all forms of terrorist activities.

            Welcoming the High Commissioner, Chief Minister Mamata Banerjee expressed her deep satisfaction over the progress made in Indo-Bangladesh relations and assured him that she will be actively contribute towards further strengthening of friendly relations to take it to newer heights. They also exchanged views on various bilateral matters and issues of mutual interest.

 

            The Chief Minister also expressed her desire to strengthen people to people contact between the two countries through cultural exchanges. She also reiterated her full support to the recent actions taken by Prime Minister Sheikh Hasina to root out all terrorist activities.

#

Mofakkarul/Afraz/Sanjib/Rezaul/2016/2004 hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২১

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের ইফতারে তথ্যমন্ত্রী
জনগণকে তথ্যসমৃদ্ধ করছে তথ্য ক্যাডারের কর্মকর্তাগণ

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):
    মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে তাকে তথ্যসমৃদ্ধ করে তোলার পেশায় নিয়োজিত তথ্য ক্যাডারের কর্মকর্তাদের কাজের মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে যে সেতুবন্ধ রচিত হয়ে চলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। একইসাথে, সরকারের অবাধ তথ্যপ্রবাহের নীতি বাস্তবায়নে সদাতৎপর থাকতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সংসদ সদস্য কাজী রোজী ও তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এস এম মাহবুবুল আলম এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের মহাসচিব সিনিয়র তথ্য অফিসার স ম গোলাম কিবরিয়া।
    সরকারের সকল মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে তথ্য ও জনসংযোগের কাজে, পার্বত্য উপজেলাসহ সকল জেলায়, বঙ্গভবন এবং তথ্য মন্ত্রণালয়ের ১৪টি সংস্থায় নিয়োজিত বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, তথ্য হচ্ছে জ্ঞানের বাহন। তথ্য একদিকে যেমন জীবনের নিত্যসাথী, তেমনি অনেক সময়ই এটি স্পর্শকাতর। আর বাংলাদেশ সিভিল সার্ভিসের ইনফরমেশন ক্যাডারের কর্মকর্তাবৃন্দের কাজ এই জীবনঘনিষ্ঠ জ্ঞানবাহী স্পর্শকাতর বিষয়টি নিয়েই। তাই এ কাজে সকল সময়ই যতœবান ও একাগ্রচিত্ত হওয়া জরুরি।
    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ও বিসিটিআই এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম নেছার উদ্দিন ভূঁইয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন নাহার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরসহ বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সদস্যগণ ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
#

আকরাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০২০

অবকাশকালীন মামলার জরুরি বিষয়াদি নিষ্পত্তি করবেন
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী


ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):


    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯ জুন হতে ১১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন।
    বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২১ জুন, ২৮ জুন এবং ১০ জুলাই সকাল ১০টা হতে চেম¦ার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
#

আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০১৯

প্রাণিসম্পদ অধিদপ্তরের মৌখিক পরীক্ষা স্থগিত

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভেটেরিনারি সার্জন, লেকচারার-মেডিসিন, লেকচারার-সার্জারি, লেকচারার-শরীরস্থান বিদ্যা, লেকচারার-কোষবিদ্যা, লেকচারার-শরীরবিদ্যা, লেকচারার-প্রাণ রসায়ন, লেকচারার-ফার্মাকোলজি, লেকচারার-অনুজীব বিদ্যা, সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২১ জুন এবং লেকচারার-প্যাথলজি, লেকচারার-পরজীববিদ্যা পদে নিয়োগের জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ জুন ঢাকায় শেরে বাংলানগরে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগারগাঁওয়ে অনুষ্ঠানের দিন ধার্য্য ছিল। অনিবার্য কারণবশত উল্লিখিত পদসমূহের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
    উল্লেখ্য, বিজ্ঞপ্তি নং-২৩, ২৪, ২৫, ২৬, ২৭ যথাক্রমে লেকচারার-কৃষি সম্পসারণ, লেকচারার-ইংরেজি, লেকচারার-পরিসংখ্যানবিদ্যা, লেকচারার-প্রাণিবিদ্যা এবং মেডিকেল অফিসার পদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
#

আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০১৮

এশিয়া-ইউরোপ সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):
    আগামী ২২-২৪ জুন দক্ষিণ কোরিয়ার গুয়াংজু মেট্রোপলিটান সিটির এশিয়া কালচার সেন্টারে ‘৭ঃয অংরধ ঊঁৎড়ঢ়ব ঈঁষঃঁৎধষ গরহরংঃবৎং গববঃরহম (অঝঊগ ঈগগ৭)’ অনুষ্ঠিত হবে।

    এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ‘কালচার এন্ড ক্রিয়েটিভ ইকোনমি’। অতীতের আলোকে বর্তমানকে মূল্যায়ন করে ভবিষ্যতে এশিয়া ও ইউরোপের দেশসমূহের সাংস্কৃতিক সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করা এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
 
    সম্মেলনে ঋঁঃঁৎব ড়ভ ওহভড়ৎসধঃরড়হ ধহফ ঈড়সসঁহরপধঃরড়হ ঞবপযহড়ষড়মু (ওঈঞ) ধহফ ঃযব ঈৎবধঃরাব ওহফঁংঃৎরবং, ঈঁষঃঁৎধষ ঐবৎরঃধমব ধহফ ঃযব ঈৎবধঃরাব ওহফঁংঃৎু এবং ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ ভড়ৎ ঠরঃধষরুরহম ঈৎবধঃরাব ওহফঁংঃৎরবং বিষয়ে তিনটি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হবে।

    এশিয়া ও ইউরোপের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা কার্যক্রম সুদৃঢ় করার জন্য এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সংস্কৃতিমন্ত্রীগণ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ সম্মেলনে অংশ নেবেন।

#

কুতুবুদ-দ্বীন/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৬৫০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডভান্সড এমবিএ ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ

ঢাকা, ৬ আষাঢ়(২০ জুন)ঃ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস এডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।

#

ফয়জুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৫০০ ঘণ্টা   


তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২০১৬

বাজার তদারকিকালে ৩৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন):
    ঢাকা মহানগর, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ ও বরগুনায় বাজার তদারকিকালে ৩৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ১২ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় গত ১৮ জুন এ অভিযান পরিচালনা করে।
    ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে রয়েল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে রানা ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা, বংশাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ক্যাফে রাজধানীকে ১০ হাজার টাকা, নিউ ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা ও মতিঝিল ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মতিঝিল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে এশিয়া গার্ডেন রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা এবং আল ইমরান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    মহানগরীর রমনা ও পল্টন এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে সিগালকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দি সান রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, বংশাল ও ওয়ারী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে হোটেল আরাফাত রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, শাহ চন্দ্রপুরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, রওশন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মেসার্স মোস্তফা স্টোরকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে আদাবর এলাকায় প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা এবং দারুস সালাম ও শাহআলী এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং ওজনে কারচুপির অপরাধে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা, নওগাঁ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, রংপুর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং বরগুনার আমতলী উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
    তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও মহানগর পুলিশ, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি, মৎস্য কর্মকর্তা, ক্যাব, বিএসটিআই এর প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিনিধি এসব তদারকি কাজে সহায়তা করে।
#
আফরোজা/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৪৪৫ ঘণ্টা    

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon