Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 28/02/16

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৬০
বাজার তদারকি  
২৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, খুলনা, রংপুর ও সিলেটে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে আয়হার ফার্মেসিকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ক্রিসেন্ট ফার্মেসিকে ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সৃষ্টি বাজার ও হক বেকারি এন্ড সুইটসকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে মেঘনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও যমুনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, বাটখারা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, সিলেটের ওসমানীনগর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, মানিকগঞ্জ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, খুলনার ডুমুরিয়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতি, বাজার কর্মকর্তা ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরোজা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৬৫৯

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :    

    জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায় এবং মো. আনোয়ারুল আজীম (আনার) অংশগ্রহণ করেন।

    বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন পরিকল্পনা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয় যে, বন্দরের ইকুইপমেন্ট ঘাটতি মোকাবিলার লক্ষ্যে ইতোমধ্যে এনসিটির জন্য ৬১টি বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে যা বাস্তবায়িত হলে লজিস্টিক সুবিধাদি যেমন টাগবোট, পাইলট বোট, ওয়াটার বোট, ড্রেজার, প্লোটিং ক্রেন ইত্যাদি ক্রমান্বয়ে সংগ্রহ ও স্থাপন করা সম্ভব হবে।

    চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বন্দরের পুরাতন আইনগুলো সংশোধন ও বাংলায় রূপান্তরের জন্য আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি অভিজ্ঞ আইন প্রণয়ন কমিটি গঠন করার সুপারিশ করা হয়।

    নিউমুরিং কন্টেইনার টার্মিনালের জন্য সকল ইকুইপমেন্ট সংগ্রহের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে বন্দরকে ২০২১ সালের চ্যালেঞ্জ মোকাবিলা করার পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে যাতে কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি না হতে পারে সেজন্য বন্দর এলাকায় কোনো ধরনের অযাচিত কার্যক্রম পরিচালনা না করার সুপারিশ করা হয়।     

    বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
রহমান/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/২০১৩ ঘণ্টা   
 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৬৫৮

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :  

    জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য
মো. মোতাহার হোসেন, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন।

    বৈঠকে ১৫তম সভা এবং দশম জাতীয় সংসদে অনুষ্ঠিত বিভিন্ন সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

    দেশের অর্থনীতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকল অধিদপ্তর, বিভাগ ও সংস্থার কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার পাশাপাশি শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করা হয়।

    বিশ্বায়ন ও পরিবর্তিত বিশ্ববাণিজ্যের পেক্ষাপটে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, টিসিবি ও টি বোর্ডের চেয়ারম্যানদ্বয় এবং মন্ত্রণালয় ও  জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#
লাবণ্য/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৬৫৭

 স্পিকারের সাথে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :   

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ. নিকোলায়েভ (অষবীধহফবৎ অ. ঘরশড়ষধবা) আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাশিয়া ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার ও রাশিয়া সরকারের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। তিনি দু’দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসাবাণিজ্য আরো বৃদ্ধি করার জন্য দু’দেশের সংসদ সদস্যদের কমিটি গঠন করে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে  প্রতিটি মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এ সকল কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় প্রতিনিধি বিনিময় ও দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#
হুদা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৫৬

বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে ব্রাজিল রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
    বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত ডধহলধ ঈধসঢ়ড়ং ফধ ঘড়নৎবমধ.
    সাক্ষাৎকালে তাঁরা দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
    এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, বিজেএমসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসিমা বেগম উপস্থিত ছিলেন।
    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ব্রাজিলের বন্ধুত্বের সম্পর্ক ঐতিহাসিক। ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে। সেজন্য তারা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে চায়।
    মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শতভাগ বাস্তবায়ন হলে বন্ধ পাটকল পুনরায় চালু করা সম্ভব হবে। এছাড়া পুরাতন মেশিনের পবিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণে কাজ দ্রুত করা হবে।
#

সৈকত/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৬৫৫


১৫ মার্চের মধ্যে সড়কের অবৈধ দখলদাররা না সরলে কঠোর ব্যবস্থা
                                         -- সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে দেশের সড়ক ও মহাসড়কের অবৈধ দখলদাররা স্বউদ্যোগে সরে না গেলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির কার্যকরী পরিষদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সংগঠনের নেতা কবির উদ্দিন, রুস্তম আলী খান, আলী আকবর, মো. মমতাজ উদ্দিন, মনজুরুল আলম ও গোলাম রসুল।
সেতু মন্ত্রী বলেন, বর্তমান সরকার আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও যাত্রীসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত  করতে বিভিন্ন সড়ক ও মহাসড়ককে চারলেনে উন্নীতকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণসহ যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সড়ক দুর্ঘটনারোধে বিভাগীয় পর্যায়ে পরিবহণ শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে পরিবহণ মালিক সমিতিকে সরকারের সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ইতোপূর্বে ২২টি মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিক্সা বন্ধ করা হলেও বর্তমানে বিভিন্ন স্থানে শতকরা ১০ ভাগ অবৈধ পরিবহণ চলছে, যা সমর্থনযোগ্য নয়। এতে করে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি মালিক সমিতির সদস্যদেরকে প্রতিটি গাড়ির ফিটনেস বজায় রাখাসহ সাজসজ্জার দিকে খেয়াল রাখার পরামর্শ দেন।
সমিতির সভাপতি প্রতিমন্ত্রী রাঙ্গা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রায় ৬০ কোটি টাকা প্রদান করেন, যা অতীতে কোনো সরকার করেনি। এটা বর্তমান সরকারের পরিবহণশিল্পবান্ধব নীতির প্রতিফলন।
এর আগে সমিতির সদস্যগণ প্রতিটি জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক যখন তখন গাড়ি রিকুইজিশন ও বিভিন্ন ধরণের হয়রানি বন্ধ এবং এসব সমস্যা সমাধানে সরকারের সদয় দৃষ্টি কামনা করেন।
#

আহসান/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৫৪

জাতীয় বিশ্ববিদ্যালয়
১মবর্ষ ¯œাতক (পাস) ও ¯œাতক (স¤মান) প্রফেশনাল কোর্সে
ভর্তির রিলিজ স্লিপের আবেদন ১লা মার্চ থেকে শুরু

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১মবর্ষ ¯œাতক (পাস) এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ১ মার্চ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৮ মার্চ রাত ১২ টা পর্যন্ত চলবে।
    ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১মবর্ষ ¯œাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা  ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ  লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
#

ফয়জুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৬৫৩

এ কে এম শামীম চৌধুরীকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :   

    বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক  এ কে এম শামীম চৌধুরীকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়েছে।

    সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

    এর আগে জনাব শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রেসসচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।    

#
আফরাজ/নবী/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪৩ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৬৫২

সংবিধানের প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূলশক্তি
                         ---তথ্যমন্ত্রী
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :  

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের সংবিধান, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল চালিকাশক্তি এবং তাদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত।  

    মন্ত্রী আজ রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নবম থেকে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের তিন মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা উদ্বোধনকালে কথা বলেন।

    মন্ত্রী বলেন, সংবিধানের আলোকে দক্ষ কর্মপরিচালনায় প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রশিক্ষণের বিকল্প নেই এবং প্রশিক্ষণ দূরদৃষ্টির জন্ম দেয় ও অজুহাত না দিতে শেখায়। তিনি বলেন, অজুহাত দেবেন না,  না জেনে জানার ভান করবেন না। ভুল হলে স্বীকার করবেন।

    হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।

    ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক  এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ টেলিভিশন, বেতার ও তথ্য মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহের মোট ২০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

#

আকরাম/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৮০৭ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৬৫১

বাংলাদেশের রক্তে মিশে আছে ফুটবল
                           ---তথ্যমন্ত্রী                     
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফুটবল বাংলাদেশের রক্তে মিশে আছে। বিলাসহীন সহজলভ্য এই খেলা জনসাধারণের খেলা।

    মন্ত্রী আজ রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাব মিলনায়তনে ‘ফুটবলের রাজা’সহ তিনটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তী অধিনায়ক জাকারিয়া পিন্টুর জীবননির্ভর ফুটবলের রাজা চলচ্চিত্রটি বাংলাদেশের ফুটবলকে পুনর্জীবন দিতে বড় ভূমিকা রাখবে। জাকারিয়া পিন্টু ইতিহাসের একজন সেরা স্টপার ব্যাক। তিনি ১৯৫৭ সালে ইস্ট  এন্ড ক্লাব থেকে ফুটবল জীবন শুরু করে মোহামেডান থেকে অবসর নেন, আমিও তাই। তবে আমি খেলা শুরু করি ১৯৬৮ সালে।

    ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে এসময় তথ্যমন্ত্রী নিজের খেলোয়াড় জীবনের কথা স্মরণ করেন।

    চলচ্চিত্রকার আশরাফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং প্রখ্যাত ফুটবলার মো. জাকারিয়া পিন্টু।

    জাকারিয়া পিন্টু তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, কিশোর বয়সে আমার খেলা দেখে বঙ্গবন্ধু বলেছিলেন-তুই বড় ফুটবলার হবি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু আমার পিতাকে শপথ করিয়েছিলেন যে, তিনি আমাকে ফুটবল খেলতে দেবেন। সেই প্রেরণাই আমাকে এ পর্যায়ে এনেছে।

    অনুষ্ঠানে দর্পণ মুভিজ প্রযোজিত ‘ফুটবলের রাজা’, স্বপ্নছোঁয়া মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অনেক ভালোবাসি তোমায়’ এবং প্রান্তী কথাচিত্র প্রযোজিত ‘মনে প্রাণে তুমি’ চলচ্চিত্রের শুভ মহরত ঘোষণা করেন তথ্যমন্ত্রী। তরুণ পরিচালক বীরজান চলচ্চিত্র তিনটির উপদেষ্টা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
#

আকরাম/আফরাজ/মোশাররফ/মোশারফ/আবব্াস/২০১৬/১৮৫৬  ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৬৫০

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনভাতার চেক হস্তান্তর

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনভাতাদির সরকারি অংশের ১২টি চেক আজ অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
    
    আগামী ৬ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স¦ স¦ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতনভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

    উল্লেখ্য, জানুয়ারি মাসের বেতনভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতনভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
#

আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৪১ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৬৪৯

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :         

 জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, মো. আসলামুল হক, সাধন চন্দ্র মজুমদার, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অংশগ্রহণ করেন।  
১৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে হজের সর্বশেষ অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং ২০১৬ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে। বৈঠকে জানানো হয়, হজ চুক্তি অনুযায়ী ২০১৬ সালে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭ শ’ ৫৮ জন। সর্বমোট ১ লাখ ১ হাজার ৭ শ’ ৫৮ জন হাজি সৌদি আরবে যেতে পারবেন। বাংলাদেশ থেকে প্রেরিত হজযাত্রীরা যাতে সৌদি আরবে  কোনো প্রকার বিড়ম্বনার শিকার না হন সেজন্য এজেন্সির নিকট থেকে সৌদি বিমানবন্দরে অবতরণের পর গন্তব্যে পৌঁছানোর জন্য বাস ভাড়া এবং কোরবানির টাকা আগেই সরকারি খাতে কেটে রেখে সংরক্ষণ করার সুপারিশ করা হয়।
বৈঠকে ২০১৬ সালে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নীতিমালার আলোকে প্রতিটি হজ এজেন্সি যাতে ৫শ’ জনের বেশি হাজি ওমরাহ্ পালনের জন্য সৌদি আরবে প্রেরণ করতে না পারে সেজন্য বাংলাদেশে সৌদি দূতাবাসকে মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণের সুপারিশ করা হয়।  
বৈঠকে অভিযুক্ত হজ এজেন্সি যাতে ২০১৬ সালের হজ কার্যক্রমে কোনো কর্মতৎপরতা চালাতে না পারে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে পরবর্তী বৈঠকে প্রতিবেদন দেয়ার জন্য  মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, ওয়াকফ প্রশাসনের ওপর গঠিত সাবকমিটি হামদর্দ ওয়াক্ফ এস্টেট পরিদর্শনের জন্য পত্র জারির পর কর্তৃপক্ষ অন্য মিটিংয়ের অজুহাতে পরিদর্শনে সময় দিতে ব্যর্থ হওয়ায়  কমিটির পক্ষে হামদর্দ ওয়াক্ফ এস্টেট পরিদর্শন করা সম্ভব হয়নি। নির্ধারিত দিনে তাদের কোথায় মিটিং ছিল সে বিষয়ে তথ্য সংগ্রহ করে অতিদ্রুত কমিটিতে প্রতিবেদন দাখিল করতে ওয়াক্ফ প্রশাসককে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।  
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নূরুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৪০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৬৪৮

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
    জাতীয় সংসদের  সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে কমিটি সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেসা বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ১৩ তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ১নং সাব কমিটির রিপোর্ট উত্থাপন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প স্থায়ী কমিটি কর্তৃক পরিদর্শন প্রতিবেদনে গৃহীত সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতিসহ সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

    পদ্মাসেতু প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি ২৯ শতাংশ এবং মূল সেতুর ভৌত অগ্রগতি ১৯ শতাংশ। মোট প্রকল্প ব্যয় ২৮ হাজার ৭৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। জানুয়ারি ২০১৬ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় ৯ হাজার ৪৬৮ দশমিক ১১ কোটি টাকা যা মোট বরাদ্দের ৩২ দশমিক ৮৮ শতাংশ। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ২০১৮ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে অবহিত করা হয়।

    বৈঠকে মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে সেগুলো সংসদীয় কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের সুপারিশ করে কমিটি।

    পদ্মাসেতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার জন্য হালনাগাদ তথ্যসমূহ সংসদীয় কমিটি সদস্যদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করার সুপারিশ করা হয়।

    সিএনজি অটোরিক্সাগুলো মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে এবং যাত্রীদের বাধ্য করে যাতে ভাড়া আদায় না করতে পারে সেজন্য সিএনজি মালিক এবং ড্রাইভারদের প্রতি আরো কঠোর নজরদারি বাড়াতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

    মন্ত্রণালয় থেকে কোনো টেকনিক্যাল টিম বিদেশে প্রেরণের আগে সেটি সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করে কমিটি।

    বৈঠকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

স্বপন/আফরাজ/মোশাররফ/মোশারফ/আবব্াস/২০১৬/১৭০৬ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৬৪৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :

জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মো. মোজাম্মেল হোসেন, মোছা. মাহাবুব আরা গিনি ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গ্রামীণ মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পগুলোর সার্বিক অবস্থা, প্রেষণে নিয়োজিত কর্মকর্তাদের তথ্য (নিয়োগের তারিখ, পূর্ব ও বর্তমান কর্মস্থল, বদলী ও নিয়োগের কারণ ইত্যাদি) ও ঊহধনষরহম ঊহারৎড়হসবহঃ ভড়ৎ ঈযরষফ’ং জরমযঃ প্রকল্প সম্পর্কে আলোচনা হয়।


কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা, উপজেলা কার্যালয় কর্তৃক উঠান বৈঠক, আলোচনা সভা, র‌্যালি, মাঠ পর্যায়ে সভা, নাটক ও ভিডিও প্রদর্শন, বাল্যবিবাহ বন্ধ করার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত প্রতিবেদন সংসদীয় কমিটিতে দাখিলের সুপারিশ করে।

বৈঠকে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা, উপজেলা কর্মকর্তাদের মানোন্নয়নের বিষয়ে সুপারিশ করা হয়। কমিটি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঝটিকা সফরের সুপারিশ করে।  

বৈঠকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ১০৯২১ নম্বরটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হালিম/আফরাজ/মোশাররফ/মোশারফ/কামাল/২০১৬/১৬১৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৬৪৬

বাউবি’র  বিএ, বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :

    বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ, বিএসএস পরীক্ষা-২০১৪ এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৭৫ দশমিক ৬। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৫ শত ৯৫ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯ শত ৭৪ জন। উত্তীর্ণ পুরুষ শিক্ষার্থী ১৭ হাজার ৮ শত ৪৫ জন, পাসের হার ৭৩ দশমিক ১৫। মহিলা শিক্ষার্থী ১৭ হাজার ১ শত ২৯ জন, পাসের হার ৭৭ দশমিক ১৬। একই সঙ্গে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২ লাখ ৫০ হাজার ৩ শত ৮৫ জন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলও প্রকাশিত হয়েছে।
    পরীক্ষার ফল বাউবি’র সকল আঞ্চলিক ও উপআঞ্চলিককেন্দ্রে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল যঃঃঢ়://নড়ঁ.ধপ.নফ এবং সেমিস্টারভিত্তিক ফলাফল যঃঃঢ়://বীধস.নড়ঁ.বফঁ.

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon